Hasan Mehedi

Hasan Mehedi Buying real estate is not only the best , quickest & safest way, but the only way to become wealthy .

I am a real estate proffessional having 17 years working experience in real estate sector, helps peaple to find out new profitable investment .

হরলিক্স কোম্পানির ইতিহাসে মস্ত বড় ভুল আমরা সবাই জানি হরলিক্স হচ্ছে বাচ্চাদের পানিও খাবারকিন্তু আমরা এইটা জানিনা অনেকেই য...
27/10/2024

হরলিক্স কোম্পানির ইতিহাসে মস্ত বড় ভুল

আমরা সবাই জানি হরলিক্স হচ্ছে বাচ্চাদের পানিও খাবার

কিন্তু আমরা এইটা জানিনা অনেকেই যে মায়েদের জন্যও হরলিক্স আছে

হরলিক্স কোম্পানি যখন ইউরোপ এবং আমেরিকান কান্ট্রিগুলোতে প্রেগন্যান্ট মায়েদের হরলিক্স প্রথম লঞ্চ করে তখন প্রচুর সাফল্য পেয়ে যায়।

কারণ মায়েদের পুষ্টি যদি পরিপূর্ণ থাকে তাহলে বাচ্চাও সুস্থ থাকবে

তারপর নেক্সট এশিয়া কান্ট্রিতে Mother Horlicks লঞ্চ করা হয়

কিন্তু এই জায়গাতেই হরলিক্সের CEO বোকা বনে যায়

তাদের রেভেনিউ সাথে সাথে ডাউন হতে থাকে,

Mother horlicks তেমন বিক্রি হয়ই না

কারণ আমাদের এশিয়া কান্ট্রিগুলোর মায়েরা নিজের জন্য নিজের সন্তানের জন্য চিন্তা করে

সে নিজের জন্য হরলিক্স ব্যাবহার না করে বাচ্চার জন্য করাটাই সুখের মনে করে

আর আমাদের মায়েরা অন্য যেকোনো দেশের তুলনায় স্নেহশীল

হরলিক্সের CEO সরাসরি এশিয়ান মার্কেটে প্লেন দিয়ে চলে আসে ব্যাপারটা বুঝার জন্য

আর তখন দেখে মায়েরা Mother Horlicks ধরেও দেখে না, শুধু মাত্র kids Horlicks তাই কেনে

এর দ্বারা CEO খুব ভালো করে বুঝে যায় ইউরোপ, আমেরিকার মতো এশিয়ান কান্ট্রি না

এখানে Target market সম্পূর্ণ ভিন্ন, এখানের মা-বোন অন্য রকম

তখন সে সম্পূর্ণ রূপে প্রোডাকশন কমিয়ে দেয় এশিয়াতে যা হরলিক্সকে টিকিয়ে রাখে

আপনি যদি Target Market না বুঝেই ক্লায়েন্ট পাওয়ার চিন্তা করেন তাহলে ঠিক এভাবেই হরলিক্সের সিইও এর মতো বোকাই হয়ে থাকবেন।
(collected)

১ মিনিটেরও কম সময়ে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী...........আসুন মিথ্যে অহমিকা, দম্ভ, আত্ম অহংকার, ভয়ংকর আচরণ পরিহার করি ...
26/10/2024

১ মিনিটেরও কম সময়ে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী...........আসুন মিথ্যে অহমিকা, দম্ভ, আত্ম অহংকার, ভয়ংকর আচরণ পরিহার করি ।
নিজেকে ভালোবাসি , অন্য কে ভালোবাসি......

আপনার আমার সবার জীবনে এমন ২ টি দিন আছে , যে ২ টি দিনে আপনি কিছুই করতে পারবেন না ।১: গতকাল ২: আগামীকাল গতকাল, সে তো‌ Hist...
03/05/2024

আপনার আমার সবার জীবনে এমন ২ টি দিন আছে , যে ২ টি দিনে আপনি কিছুই করতে পারবেন না ।
১: গতকাল
২: আগামীকাল
গতকাল, সে তো‌ History যা অতীত হয়ে গেছে সে খানে আপনি কিছুতেই যেতে পারবেন না আর আগামীকাল সে তো‌ Mystery . সে যে আপনার জীবনে আদৌ আসবে কিনা তার কোন নিশ্চয়তা নেই।
তাহলে জীবনে কিছু করতে হলে কখন করবেন‌: Obvious উত্তর হচ্ছে আজ ।
আর Preciously বললে আজ এবং এখন ই । জীবনে বর্তমান সময়ের চেয়ে বেশি সত্য আর কোন‌ কিছু নাই। তাই বর্তমানে বাঁচুন, বর্তমান সময় কে গুরুত্ব দিন‌ , বর্তমান‌ সময়কে মূল্যায়ন করুন।
সুতরাং
আপনার জীবনের জরুরী যতকাজ আছে তা আজ বর্তমানে‌ সেরে ফেলার চেষ্টা করুন।
ধন্যবাদ।
(collected)

খাটি কথা ।
25/04/2024

খাটি কথা ।

ফুল বিক্রেতা জানেই না সে নিজেই একটা ফুল ।
17/04/2024

ফুল বিক্রেতা জানেই না সে নিজেই একটা ফুল ।

সিলিকন সিটি , মোহাম্মদপুর ।
16/04/2024

সিলিকন সিটি , মোহাম্মদপুর ।

We are proud of you sir ...
30/08/2023

We are proud of you sir ...

Effort never die ,Jeff Bezos at his office desk in 1999. The desk was made out of an old door.
20/08/2023

Effort never die ,Jeff Bezos at his office desk in 1999. The desk was made out of an old door.

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য অন্ন নিয়ে আয়।শিয়াল ঘোড়ার নিকট গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?ঘোড়া ধ্যান করে- যে শিয়াল খ্যাক ...
20/08/2023

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য অন্ন নিয়ে আয়।
শিয়াল ঘোড়ার নিকট গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?
ঘোড়া ধ্যান করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ব্যতীত কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো দুষ্ট মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।
শিয়াল ময়ুরীর নিকট গিয়ে বলে- আপুমনি কিরকম আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। অবশ্যই লক্ষণ বেশ ভালো না।
সে ও সাড়া দেয় না।
শিয়াল এই সময়ে গাধার নিকট গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা জীব খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করার জন্য হবেনা। ভূপতির বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে ভূপতি বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।
গাধা প্রচণ্ড সুখী হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।
সিংহের কাছে আসা সাথে সাথে সিংহের এক থাবায় গাধা তার কর্ণ দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।
শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। তা সত্ত্বেও দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে।
কিছু বুঝনা অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সঙ্গে চলো। বিলম্ব হলে অন্য কেউ আবার সম্রাট হয়ে যাবে।
গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।
শিয়াল যথারীতি গাধার নিকট এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকে তাহলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ জানোয়ার অভিজ্ঞ ধ্যান করতেই পারোনা।
এটা হচ্ছে আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।
গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার আঘাত বিক্ষত শরীর খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।
শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। অনেক ভালো করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার বাকি অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার নিকট এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কতিপয় আছে।
গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অধিক উৎকর্ষ সরল কপটতাহীন হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।
প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটনা থেকে তোমরা কি শিখলে।
শিখলামঃ
হঠাৎ করে কেউ যদি সুবিশাল আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার দূরভিসন্ধি আছে।
এটাও শিখলাম- যার যে কাজ তাকে সেটাই করার জন্য হয়। অন্যজনের কুমন্ত্রণা শুনতে হয়না।
লোভের ফল কক্ষনো মিষ্টি হয়না।
সাদাসিদা হওয়া ভালো। তবুও বোকা হওয়া ভালো না।
সবচেয়ে বিশাল জিনিসটা শিখলাম তা হলো- প্রতারকদের একবার আশ্বাস করা যায়। তা সত্ত্বেও বারবার আশ্বাস করা যায় না।
অতি বিশ্বাস করে সে ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তুদ পরিসমাপ্তি ঘটেছে।
(তুর্কীয় ছোট-গল্প অবলম্বনে)

চমৎকার এই ছবি টি কার হতে পারে
19/08/2023

চমৎকার এই ছবি টি কার হতে পারে

যে সকল নারী স্বামীর বাড়ি বসবাসের গৃহ থাকা স্বত্বেও বাবার গৃহ (ভিটে বাড়ি) থেকেও ভাগের অংশ চাচ্ছেন, তাদের জন্য :(১৯৬১-১৩ ড...
17/08/2023

যে সকল নারী স্বামীর বাড়ি বসবাসের গৃহ থাকা স্বত্বেও বাবার গৃহ (ভিটে বাড়ি) থেকেও ভাগের অংশ চাচ্ছেন, তাদের জন্য :

(১৯৬১-১৩ ডি.এল.আর-২৩০): দেওয়ানী মোকদ্দমা (বাটোয়ারা)
বিবাহ জনিত কারনে পৈত্রিক ভিটায় বোনের দখল:
একজন উত্তরাধিকারিনী পৈত্রিক ভিটায় অবস্থিত কোন বসতগৃহ বা কুটিরে বিবাহ পযর্ন্ত সহ-অংশীদার হিসেবে বিবেচ্য হবেন। পরবর্তীতে উত্তরাধিকারিনীর (কন্যা সন্তান) অন্যত্র বিবাহ হলে, তিনি আগন্তুক হিসেবে বিবেচিত হবেন। তাই তিনি উক্ত পৈত্রিক ভিটায় অবস্থিত বসতগৃহ বা কুটিরের কোন একচ্ছত্র অংশ দাবী করতে পারেন না। এ কারনে বাটোয়ারা মামলায় উত্তরাধিকারিনীর (কন্যা সন্তান) বসতগৃহ বা কুটিরের অংশ বিশেষ প্রাপ্তির বিষয়টি বিবেচিত হয় না। কারন উক্ত সম্পত্তিতে উত্তরাধিকারী (পূত্র সন্তান) গণের মধ্যে বিবাদ বা বিরোধ বৃদ্ধি পাবে (১৯৬১-১৩ ডি.এল.আর-২৩০)
বিস্তারিত : সাধারণত বোনেরা পৈতৃক সম্পত্তির সব জায়গা জমিরই 2:1 অনুপাতে অংশীদার। যেহেতু মেয়েদের ঠিকানা হয় শশুর বাড়ি তাই বাপের বাড়ির গৃহের অংশ তাদের ব্যবহার করার দরকার পড়েনা। এছাড়াও একটা পর্যায় বোনেরা বাপের বাড়ির জমি পেলেই জমি অন্যের কাছে বেচে চলে যায়।অন্যদিকে ছেলেদের বাপের গৃহই সম্বল তাই সামাজিক আর পরিবেশ পরিস্থিতি বিবেচনায় পিতৃ গৃহের বা ভিটে বাড়ির জমির দেয়া যায় না। বোনেদের ভিটে থেকে জমি নিতেই হবে এটা অমানবিক দাবী।
কোন মেয়ে যদি এইসব বুঝেও বাবার গৃহ বা বসতবাড়ি থেকেই জমি নিতেই হবে অন্য জায়গায় নেবো না এমন আচরন করে তাহলে বুঝতে হবে সে তার ভাইকে কষ্ট দেয়ার জন্য অথবা অতিরিক্ত লোভের বর্শবর্তী হয়েই এইসব ঝামেলা করতে চাচ্ছে ।
ধর্মীয় নির্দেশ অনুযায়ী নিজের ভাইদের কষ্ট দেয়া নিশ্চয় জায়েয কাজ হয় না। ভাইদের বাবার গৃহটাই যখন শেষ সম্বল তখন এই দিকে নজর না দেওয়াই ভালো। তাই ভাইদের উচিত সমানুপাতিকভাবে অর্থাৎ যাতে বোনের হক কোনোভাবেই বিনষ্ট না হয় এমন জমি থেকে তার অংশ বুঝিয়ে দেওয়া।
( Collected )

দলিল লেখক এর সিন্ডিকেট থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে একক আন্দোলনে ধামইরহাটের আবু সাঈদ পলাশ।
20/06/2023

দলিল লেখক এর সিন্ডিকেট থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে একক আন্দোলনে ধামইরহাটের আবু সাঈদ পলাশ।

এক বাঘ পাহারের ঝরনায় জলপান করিতে করিতে দেখিতে পাইল,কিছু দূরে নিচের দিকে এক মেষশাবক জলপান করিতেছে। বাঘ মনে মনে কহিতে লাগি...
27/05/2023

এক বাঘ পাহারের ঝরনায় জলপান করিতে করিতে দেখিতে পাইল,কিছু দূরে নিচের দিকে এক মেষশাবক জলপান করিতেছে। বাঘ মনে মনে কহিতে লাগিল,এই মেষশাবককে মেরে আজিকের আহার পূরন করিব। তবে,বিনা দোষে একজনকে বধ করা ভালো দেখায় না,অতএব একটা দোষ দেখাইয়া,অপরাধি করিয়া উহাকে বধ করবো। এই ভাবিয়া বাঘটি মেষ শাবকের নিকটে গিয়া কহিল,ওরে গাধা তোর এত বরো সাহস যে,আমি জলপান করিতেছি দেখিয়া জল ঘোলা করিতেছিস! মেষশাবক শুনিয়া ভয়ে কাঁপিতে কাঁপিতে কহিলেন,সেকি মহাশয়!আমি কেমন করিয়া আপনার পান করা জল ঘোলা করিলাম। আমি নিচে জলপান করেতেছি,আর আপনি ওপরে জলপান করিতেছেন তাহলে কেমলে জলঘোলা হল। বাঘ কহিল,সে যাহা হউক,তুই এক বছর আগে আমাকে অপমানিত করেছিলি,আজ তোরে তাহার ফল দিব। মেষশাবক বলিলেন-আপনি ভুল বলছেন ,এক বছর আগে আমি আমার মায়ের পেঁটে ছিলাম। বাঘ কহিল- আমিই ভুল বলেছি,সে তুই নহিস,তোর বাপ আমাকে অপমানিত করিয়াছিল। তুই করিস না তোর বাপ করুক,একই কথা; আমি আর তোর কোন কথা শুনবো না এই বলিয়া, মেষশাবককে বধ করিল।
Moral of the story ,আমরা সবাই জানি তবে বলতে মানা ........।। ( Collected ) .

বুশরা আফরিন, কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতক করেছে। এর আগে কয়েকটা ইন্ডাস্ট্রিতে রিলেটেড ফিল...
07/05/2023

বুশরা আফরিন, কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতক করেছে। এর আগে কয়েকটা ইন্ডাস্ট্রিতে রিলেটেড ফিল্ডে চাকরিও করেছে।

তাছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে একটা বড় ধন্যবাদ দিতে হবে এইদেশে প্রথম অফিসিয়ালি ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার জন্য।
রাজনীতিবিদরা যেখানে লোক দেখানো অবকাঠামোগত উন্নয়নে ব্যস্ত সেখানে উত্তর সিটি কর্পোরেশন পরিবেশের কথা চিন্তা করে একটা ভালো উদ্যোগ নিয়েছে।

*বিল্ডিংয়ের ছাদে বাগান করলে ১০% রাজস্ব ছাড়ের ঘোষণা দিয়েছে।
* ঢাকা শহরে দুই লাখ গাছ লাগাচ্ছে!

তাপমাত্রা নিয়ন্ত্রণএখন বৈশ্বিক চ্যালেঞ্জ।
পরিবেশেটা আপনারও।

Think fast .....
13/02/2023

Think fast .....

Fact-তুরস্ক, সিরিয়া১ মিনিটেরও কম সময়ে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী...........আসুন মিথ্যে অহমিকা, দম্ভ, আত্ম অহংকার, ভয়...
09/02/2023

Fact-তুরস্ক, সিরিয়া
১ মিনিটেরও কম সময়ে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী...........আসুন মিথ্যে অহমিকা, দম্ভ, আত্ম অহংকার, ভয়ংকর আচরণ পরিহার করি ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Mehedi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan Mehedi:

Videos

Share