23/08/2024
🔴🔴🔴সবাই এলার্ট🔴🔴🔴
ধারনা করা হচ্ছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী বন্যার সাক্ষী হতে যাচ্ছি! কাপ্তাই হ্রদের (চট্টগ্রাম) পানি বিপদসীমার ওপরে বাড়ছে, কাপ্তাই বাঁধ খুলে দেয়া হতে পারে!
কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাউজান ও চট্টগ্রাম শহরের আশেপাশের নিচু এলাকার সকল বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এই মুহুর্তে কাপ্তাই বাধের পানি 104 ফিট এ আছে, 109 হলে কাপ্তাই বাধও খুলে দিবে। প্রতি ১০০ পয়েন্টে ১ ইঞ্চি ধরা হয়, ঘন্টায় ৩০ পয়েন্ট করে পানি বৃদ্ধি পাচ্ছে।
ফারাক্কা বাঁধও খুব অল্প সময়ের মাঝে খুলে দিতে পারে।
ফেনী সম্পূর্ণ পানির নিচে,নোয়াখালীর অবস্থাও ধীরে ধীরে ভয়াবহ অবস্থার দিকে ধাবিত হচ্ছে।। হবিগঞ্জ, সিলেটের অবস্থা ক্রমশ অবনতির দিকে।
আল্লাহ আপনিই একমাত্র হেফাজতের মালিক।।
ফি-আমানিল্লাহ।😢😢😢😢😢
লাইকটাইক বাদ দিয়ে কপি পেস্ট করেন। কেউ না কেউ দেখবেই। সবাইকে সতর্ক করুন।।।
কপি পোস্ট