Shafiul Alam Rakib

Shafiul Alam Rakib "তুমি একজন মানুষকে যথার্থভাবে চিনতে পারবে না যতক্ষণ তুমি তার কথা বুঝতে পারছ!"

21/04/2023

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

21/04/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

এই যে সেই সুগন্ধিটা যেইটা আমি তোমার থেকে পাই আহা কিযে একটা শান্তি লাগে। আমি তো তোমার জন্য পাগল হয়ে যাই।নিজেকে মৌমাছি মনে...
03/10/2022

এই যে সেই সুগন্ধিটা যেইটা আমি তোমার থেকে পাই আহা কিযে একটা শান্তি লাগে। আমি তো তোমার জন্য পাগল হয়ে যাই।নিজেকে মৌমাছি মনে হয়,এই মিষ্টি গন্ধ নেবার অপেক্ষা আমাকে বেকুল করে দেয়। যে মোহ মায়া তোমার অন্তনির্হিত সুগন্ধি থেকে আমি পাই তা আামাকে প্রতিনিয়ত উজ্জীবিত করে মনের ভিতর চঞ্চলতার জোয়ার আসে।ভালো লাগে,তখন ভালোবাসতে ইচ্ছে করে।❤️🥰
#সুগন্ধি 🔥

অভ্যাস! যে কোন একটা সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একে অপরের উপর যে একটা অভ্যাস তৈরি হয়।সেইটা যখন খুব সহজেই কেউ ...
11/07/2022

অভ্যাস!
যে কোন একটা সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের একে অপরের উপর যে একটা অভ্যাস তৈরি হয়।সেইটা যখন খুব সহজেই কেউ ভুলে যায়। তখন সেই মানুষটা আপনার সামনে বেঁচে থেকেও মৃত কারণ আপানার ভালোবাসা তার কাছে মূল্যহীন। সে আপনাকে ভুলে গেছে।
তাই অভ্যাস ভুলে যাওয়া মানুষের প্রতি মায়া বাড়িয়ে কোন লাভ নেই সময় থাকতে সরে আসুন।😊

বোবা!পৃথিবীতে সুন্দর জিনিস বলতে কোন কিছু থাকলে সেইটার প্রথম কাঁতারে থাকবে মানুষ। আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন সৃষ...
26/06/2022

বোবা!

পৃথিবীতে সুন্দর জিনিস বলতে কোন কিছু থাকলে সেইটার প্রথম কাঁতারে থাকবে মানুষ। আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে।

এই মানুষ কে আল্লাহ তায়ালা পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন। যা মানুষকে অন্য সকল জীবের থেকে আলাদা করার জন্য এতটুকুই যথেষ্ট।তবে কিছু মানুষ ব্যতিক্রম ও হতে পারে।

যেমন কিছু মানুষ চোখে দেখতে পায় না, কিছু মানুষ আছে যারা কানে শুনতে পায় না তদ্রূপ কিছু মানুষ থাকে যারা কথা বলতে পারে না। এখন ব্যাপারটা হলো এইযে ত্রুটিপূর্ণ মানুষ গুলোকে আল্লাহ তায়ালা আলাদা করেই পৃথিবীতে পাঠিয়েছেন তার মধ্যে যেই মানুষ গুলো জন্মের পর থেকেই কথা বলতে পারে না আমরা তাদের কে স্বভাবতই "বোবা"বলে থাকি।

কিন্তু আপনি জানলে আরও অবাক হবেন,মানুষ যে শুধু জন্মের পর থেকেই "বোবা" হয় এমনটা নয়। কিছু মানুষ সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে গিয়ে "বোবা" হয়। তাদেরকে কেউ কিছু বললে তারা শুনতে পায় না।
তারা যে আসলেই শুনতে পায় না এটা আরও ভালো করে উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন গতকাল কে যে মানুষটা আপানার কাছে আপন মানুষ ছিল সেই মানুষটা আর কথা বলে না।তাকে হাজার বার বললেও কথা শুনে না অথচ এক সময় এই মানুষটাই একদিন কথা না বলে থাকতে পারত না। সে আপনার কন্ঠ স্বর শোনার জন্য সারা দিন পর একমিনিট ফোন কলের অপেক্ষায় থাকতো।দূরে থাকা সত্ত্বেও আপনার সাথে কথা বললে মনে হত হয়ত পাশে বসে গল্প করছে।
মনে হত সেই মানুষটা তো আমার ভিতরেই আছে এবং সে তো আমার অন্ত নিহিত সত্তার এক অবিচ্ছেদ্য অংশ।
কিন্তু দিন শেষে সেই জ্যান্ত মানুষটাই এখন "বোবা" এবং সে আর কোন কথা বলে না।

চুপ করে থাকাটাই এখন তার কাছে অনেক শান্তির জায়গা।
একদিন এসব কোন কিছুই থাকবে না। চিরদিনের জন্য একদিন তো চুপ হতেই হবে। তবে নিজেকে বেঁচে বর্তে এভাবে চুপ করে একজন জীবন্ত বোবা বানানোর আগে ভাবুন কাউকে ঠকাচ্ছেন না তো।যার জন্য শেষ পরিনয় এমন হবে।
©Rakib

15/06/2022

পহেলা আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ,
ক্ষনে ক্ষনে বৃষ্টি চাই মনের আকাশে। কোথায় যেন এক কালো ঘন মেঘ ভর করেছে মনের ভিতরে।চারিদিকে অন্ধকার নেমে এসেছে। আমি বৃষ্টি চাই,যেই বৃষ্টি আমার অবয়ব নয় বরং মনকে শীতল করবে।আমি এমন বৃষ্টি চাই যেই বৃষ্টি হলে ভেজা মাটির গন্ধ আমাকে আবেগ আপ্লূত করবে। নিজেকে সৃষ্টি করব নতুন ভাবে।
তাই তো আমি আষাঢ়ে বৃষ্টি চাই,অঝোর বৃষ্টি চাই!🌧️🌩️
©Rakib

06/06/2022

ছোট বেলায় আমার একটি খেলনা হারিয়ে গিয়েছিল তবে কষ্ট টা বেশী দিন মনে ছিল না কিন্তু সময়ের সাথে যেমন মানুষের পরিবর্তন আসে তেমনি সময়ের সাথে কেউ একজন আমার কাছে নেই।

কাল পর্যন্ত সে আমার জীবনের একটা অংশ ছিল।তবে আজ আর নেই। এই নশ্বর পৃথিবী তে একজন মানুষ কে ভালোবাসা যে কতটা কষ্টের তা ঠিক কল্পনা করা যাবে না। আমিও চেষ্টা করেছি অনেক কিন্তু একটা সময় নিজেকে আর ঠিক রাখতে পারি নাই।

আসলে কি করব জানি না তবে মনে হয় আগের শূন্যতার চেয়ে এখন কার শূন্যতা বেশী পীড়া দিচ্ছে। আর এত কিছু হওয়ার অন্যতম কারন হলো তাকে শুধু একটুখানি নিজের মত করে পাওয়া। আমরা প্রত্যেক টি মানুষই একটু খানি স্বাধীনতা চাই তবে সেই স্বাধীনতা যদি আপনার পছন্দের সেই অলৌকিক মানুষ টি হয় তাহলে তো কথায় নেই।

যার কাছে সুখের খাতা আর দুঃখের খাতা দুইটাই সমান। যার চোখের দিকে তাকিয়ে থাকলে ক্ষুধা কমে যায় তাকে তো আপনি আগাল করে রাখবেন অবশ্যই। কিন্তু আমি পারলাম না।
নিজেকে এই অবস্থা থেকে ফিরে আনতে হয়ত কোন দিন পারবো না। সে হয়ত আমাকে অপরাধী ভাবছে।

যাই হোক না কেন দিন শেষে আমি সত্যিই অসহায়। অনেক বেশি অসহায় তোমাকে ছাড়া!💔
©Rakib.

16/05/2022

চাঁদটাকে সাথে নিয়ে যাত্রা করতেছি।যেই চাঁদকে নিয়ে যাচ্ছি ঢাকায় সে তো আরো বেশি একা। আমার মত শহরের উঁচু দালানের ফাঁকে নিজেকে আড়াল করে রাখে। যাতে করে কেউ সহানুভূতি না দেখায় বলে চাঁদের ও দাগ আছে। কিন্তু যতই দাগ থাকুক তাও দূর থেকে কিছু মানুষ চাঁদকে ভালোবাসে কোন স্বার্থ ছাড়া। ❤️

11/05/2022

আমারে ছাইড়া গেলে, তুমি অন্যরকম এক জীবন পাইবা; আফসোস, আমারে পাইবা না!🖤

একটু সময় নিয়ে পড়বেন কেমন!প্রত্যেকটা মানুষ তার ব্যাক্তিগত জীবনে অনেক বড় একজন অভিনেতা।কারন একটা সময় গিয়ে আপনি যদি অভিনয় কর...
06/05/2022

একটু সময় নিয়ে পড়বেন কেমন!

প্রত্যেকটা মানুষ তার ব্যাক্তিগত জীবনে অনেক বড় একজন অভিনেতা।

কারন একটা সময় গিয়ে আপনি যদি অভিনয় করতে না পারেন। তাহলে আপনি সমাজে এবং আপনার কাছের মানুষদের কাছে টিকে থাকতে পারবেন না।

মানুষ যে সুনিপুণ সুন্দর ভাবে অভিনয় করতে পারে তা সম্পর্কের ক্ষেত্রে অনেক বেশি স্পষ্ট কারন শুধু স্বার্থের কথা চিন্তা করে একজন মানুষ তার কাছের ভালোবাসার মানুষকে ভুলে যাওয়ার অভিনয় করে।
কখনও একবার ও চিন্তা করে না সে যেসব কিছুর জন্য ছেড়ে যাচ্ছে তাতে কি সে আসলেই ভালো থাকবে আর যাকে ছেড়ে যাচ্ছে সেই বা কত ভালো থাকবে।
এটা অবশ্যই ভাবার বিষয় তাই আমার মতে সম্পর্কের ক্ষেত্রে মিথ্যা আশ্বাস না দিয়ে ঐ সম্পর্ক থেকে সরে আসুন।
চোরের মতন পালিয়ে কোন কিছু করার আগে নিজে একবার ভাবুন সম্পর্ক কখনও একজনে হয় না।

দিনশেষে টিকে থাকতে হলে ধৈর্য বিশ্বাস আর শক্ত করে প্রিয় মানুষটাকে আঁকড়ে ধরুন দেখবেন কখনও হতাশ হবেন না।পৃথিবীতে প্রত্যকটা প্রেমিক তার প্রিয়তমাকে অনেক বেশি ভালোবাসে। পারিবারিক অভিযোজনের ক্ষমতায় শেষ পর্যন্ত টিকে থাকলে দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর! 🙂

01/05/2022

মাঝরাতের বৃষ্টি আর প্রাক্তন! 🌧❤️

তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণ চূড়া ফুল! ❤️🌿
28/04/2022

তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণ চূড়া ফুল! ❤️🌿


কতবার তোর আয়না ভেঙে চুরে,ঘুরে তাকাইআমার মতে তোর মতন কেউ নেই!😔
24/04/2022

কতবার তোর আয়না ভেঙে চুরে,ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই!😔

18/04/2022
আমার মন খুব খারাপ! 😔
17/04/2022

আমার মন খুব খারাপ! 😔

Address

Tejkunipara, Framget
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Shafiul Alam Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shafiul Alam Rakib:

Videos

Share

Category