In search of knowledge

In search of knowledge Anything but true happiness and fulfillment is not good enough for you, so don't settle for anything.

✅ ইসকনের মাঠে আসার রিস্ক মাথায় নিয়েই সরকারের উচ্চপর্যায়ের ডিসিশনে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছ...
28/11/2024

✅ ইসকনের মাঠে আসার রিস্ক মাথায় নিয়েই সরকারের উচ্চপর্যায়ের ডিসিশনে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি।

আমাদের আশঙ্কা ছিলো এইটা সরকারকে বিপদে ফেলার জন্য কোন স্যাবোটাজ কি না। উত্তর হলো, না। এটা সরকার নিজের ডিসিশনেই করেছে।

চট্টগ্রামে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা টানানোর মূল হোতা ছিলেন চিন্ময়। এবং তিনি এই সপ্তাহেই ঢাকা অভিমুখে লং মার্চ করার প্রিপারেশান নিচ্ছিলেন।

সবচে বড় কথা, এই কদিনের মধ্যে তিনি বেশ কয়েকবার ভারতে যাতায়াত করছিলেন।

ইভেন আজ উনাকে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্টে, ভারত থেকে ফেরার পর।

ভারত থেকে উনি কোন মেসেজ ক্যারি করছিলেন, যেটা দিয়ে সরকার অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা করা হতো। এয়ারপোর্টে তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে সেই চেষ্টাকে থামানো গেল বলেই মনে হচ্ছে।

এই সরকারের ব্যাপারে আমার সবচে বড় অভিযোগ ছিলো যে এরা সবকিছু গুবলেট করে ঢাকায় এনে তারপর সমাধান করতে যায়। খুব সম্ভবত এইবার লংমার্চ হওয়ার আগেই সেইটা থামানো যাবে।

একইসাথে, এইটা দিয়ে সরকার চিন্ময় দাসকে যারা ওউন করে তাদের একটা শক্ত মেসেজ দিতে চাইতেছে, যে ভবিষ্যতে এমন কিছু করতে চাইলে তাদের ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়া হবে।

এবং সরকার এক্ষেত্রে অত্যন্ত কনফিডেন্ট যে তারা চিন্ময় দাস গ্রেফতার পরবর্তী পরিস্থিতি শক্ত হাতে দমন করতে পারবে এবং উগ্রবাদী, জাতীয় পতাকার অবমাননাকারীদের এবং একইসাথে প্রতিবেশি দেশ আর সে দেশের আশ্রিতা সেবাদাসী হাসিনাকে খুব শক্ত একটা মেসেজ দিতে পারবে।

আপাতত সরকারের এই সদিচ্ছাকে আমরা স্বাগত জানাই।


©️ সাদিকুর রহমান খান

এনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷ রাষ্ট্র যে কোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করতে পারে। এটাকে সাস্প্রদায়িক ইস...
28/11/2024

এনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷ রাষ্ট্র যে কোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করতে পারে। এটাকে সাস্প্রদায়িক ইস্যু করে বাংলাদেশে "হিন্দু নিরাপদ' না হেন তেন মানে উল্টাই ফেলতেছে৷
ভারতে বাবরী মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে, ঠিক গতকাল ভারতের উত্তর প্রদেশে প্রাচীন শাহী জামে মসজিদ ভেঙে মন্দির বানানোকে কেন্দ্র করে পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছে৷ এই মসজিদটি মুঘল আমলের তৈরি , মুঘল সম্রাট বাবরের আমলে এটি নির্মিত হয়েছে৷
একজন হিন্দুকেও কোনদিন বলতে শুনলাম না ভারতে মুসলিমরা নিরাপদ না৷ চুন থেকে পান খসলে ঢোল পিটানো শুরু হয় তাদের৷ এই দেশে তারা নিরাপদ না৷ আরে ভাই হিন্দু হয়ে যদি কেউ অপরাধ করে সে কি পার পেয়ে যাবে?

গত ১৫ বছর ধরে মন্ত্রণালয় থেকে শুরু করে যত সরকারি অফিসের বড় কর্তা ছিলো কিংবা এখনও আছে বেশির ভাগই হিন্দু৷ হিন্দুরা বড় বড় ব্যবসায়ী, তারা যদি নিরাপদই না হতো এই দেশে তাহলে এই জায়গা গুলো তৈরি হলো কিভাবে?
এদেশের মানুষ রাত জেগে মন্দির পাহারা দেই, অথচ আপনারা রাজনৈতিক ইন্দনে নিজের ধর্মীয় উপাসনালয় আপনারা নিজেরা ভাঙেন৷ কারো দাবার গুটি না হয়ে এদেশের নাগরিক হয়ে বেঁচে থাকেন, সিম্প্যাথি নিয়েনা৷ এদেশে একজন মুসলিম যতটা নাগরিক অধিকার পায় আপনারাও সেটাই পান।

হুজুগে হইয়েন না, বগল তলে বটি নিয়ে ঘুইরেন না৷ তবে সবাই খারাপ না৷ অনেক দেশ প্রেমিক হিন্দু আছে যেমন চুতিয়াও আছে তেমন৷

সৌন্দর্যের আরেক নাম সিলেট জেলা ❤️
23/11/2024

সৌন্দর্যের আরেক নাম সিলেট জেলা ❤️

19/11/2024

বিকেলের খেলাদুলা

ঐ ৭ হাজার কোটি টাকা তাহলে কিসের জন্য ছিল? #𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅 সূত্র: Asif Mahmud Shojib Bhuyain
17/11/2024

ঐ ৭ হাজার কোটি টাকা তাহলে কিসের জন্য ছিল?

#𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅

সূত্র: Asif Mahmud Shojib Bhuyain

15/11/2024
সিলেট নিয়া গর্ব করমুই তো রে ভাই।🤟আমরা মা বাপরে নিজর জান তাকি বেশি বালা ফাই,এর লাগি তো আমরার সিলেট কোনো বৃদ্ধাশ্রম নাই!!❤...
15/11/2024

সিলেট নিয়া গর্ব করমুই তো রে ভাই।🤟
আমরা মা বাপরে নিজর জান তাকি বেশি বালা ফাই,

এর লাগি তো আমরার সিলেট কোনো বৃদ্ধাশ্রম নাই!!❤️‍🩹

আর আমরার সিলেট অর যে কোন ভিউ ছাড়লেই ফর ইউ..!!!🫰

একটি হারানো বিজ্ঞপ্তিমুনতাহা আক্তার নামের এই শিশুটাকে গত ৩ নভেম্বর বিকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে স্থানীয় একটি মাহ...
05/11/2024

একটি হারানো বিজ্ঞপ্তি
মুনতাহা আক্তার নামের এই শিশুটাকে গত ৩ নভেম্বর বিকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে স্থানীয় একটি মাহফিলের মেলা থেকে হারিয়ে গেছে।
পিতার নাম : শামীম আহমদ
বয়স: আনুমানিক ৫ বছর।
বাড়ি : বীরদল ভাড়ারীফৌদ, ৬নং কানাইঘাট সদর ইউনিয়ন, কানাইঘাট, সিলেট।
যদি কোন ব্যক্তি সন্ধান পান তাহলে ওই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো +880 1725-559232 সবাই শেয়ার করেন বাচ্চাটাকে খুঁজে পেতে সহযোগিতা করেন।
আল্লাহ যেন সাহায্য করেন।
ফ্রেইন্ড লিস্টে যারা আছেন, কপি করে নিজ ওয়ালে দিন। বিশেষ করে সিলেটের যারা আছেন। বিভিন্ন গ্রুপেও পোস্ট করুন।

11/09/2024

Good Luck

এই সেনারা মুভিতেই বেস্ট, বাস্তবে ঘোড়ার ডিম। 😄😀
09/09/2024

এই সেনারা মুভিতেই বেস্ট, বাস্তবে ঘোড়ার ডিম। 😄😀

08/09/2024

সবাই আওয়াজ তুলুন

10/07/2024

আমাদের সিলেট রে ভাই,
এখানে Kiss মানে পলিথিন,
Hi মানে জামাই,
Bow মানে বসা-বুঝায়🤣

03/07/2024

স্কুলের ছাত্রের কণ্ঠে চমৎকার একটি তারানা।

ইতিহাস সৃষ্টি করে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের নভোচারীরা✌️🫡আজ সন্ধ্যায় রাজধানীর আরামবাগ থেকে পারমানবিক রিক্...
02/07/2024

ইতিহাস সৃষ্টি করে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের নভোচারীরা✌️🫡
আজ সন্ধ্যায় রাজধানীর আরামবাগ থেকে পারমানবিক রিক্সায় করে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা💁💁

পাইলে এখনও ছাড়ি না ❤️😊❤️
01/07/2024

পাইলে এখনও ছাড়ি না ❤️😊❤️

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when In search of knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share