
28/11/2024
✅ ইসকনের মাঠে আসার রিস্ক মাথায় নিয়েই সরকারের উচ্চপর্যায়ের ডিসিশনে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি।
আমাদের আশঙ্কা ছিলো এইটা সরকারকে বিপদে ফেলার জন্য কোন স্যাবোটাজ কি না। উত্তর হলো, না। এটা সরকার নিজের ডিসিশনেই করেছে।
চট্টগ্রামে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা টানানোর মূল হোতা ছিলেন চিন্ময়। এবং তিনি এই সপ্তাহেই ঢাকা অভিমুখে লং মার্চ করার প্রিপারেশান নিচ্ছিলেন।
সবচে বড় কথা, এই কদিনের মধ্যে তিনি বেশ কয়েকবার ভারতে যাতায়াত করছিলেন।
ইভেন আজ উনাকে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্টে, ভারত থেকে ফেরার পর।
ভারত থেকে উনি কোন মেসেজ ক্যারি করছিলেন, যেটা দিয়ে সরকার অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা করা হতো। এয়ারপোর্টে তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে সেই চেষ্টাকে থামানো গেল বলেই মনে হচ্ছে।
এই সরকারের ব্যাপারে আমার সবচে বড় অভিযোগ ছিলো যে এরা সবকিছু গুবলেট করে ঢাকায় এনে তারপর সমাধান করতে যায়। খুব সম্ভবত এইবার লংমার্চ হওয়ার আগেই সেইটা থামানো যাবে।
একইসাথে, এইটা দিয়ে সরকার চিন্ময় দাসকে যারা ওউন করে তাদের একটা শক্ত মেসেজ দিতে চাইতেছে, যে ভবিষ্যতে এমন কিছু করতে চাইলে তাদের ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়া হবে।
এবং সরকার এক্ষেত্রে অত্যন্ত কনফিডেন্ট যে তারা চিন্ময় দাস গ্রেফতার পরবর্তী পরিস্থিতি শক্ত হাতে দমন করতে পারবে এবং উগ্রবাদী, জাতীয় পতাকার অবমাননাকারীদের এবং একইসাথে প্রতিবেশি দেশ আর সে দেশের আশ্রিতা সেবাদাসী হাসিনাকে খুব শক্ত একটা মেসেজ দিতে পারবে।
আপাতত সরকারের এই সদিচ্ছাকে আমরা স্বাগত জানাই।
©️ সাদিকুর রহমান খান