House of Glow by Supreeti

House of Glow by Supreeti A certified makeup artist who just wants to teach and breach, show her talent and offer you services

18/01/2025

বাবা আর নাই …

বাবার সব কষ্টের অবসান ঘটলো…

13/01/2025

বাবা না থাকলে নিজের ইচ্ছাগুলো মুখ ফুটে বলা বারণ….

ক্যারিয়ার ফিল্ড এ সামনে কি করবো এ নিয়ে হাজার হাজার বক্তব্য….. সবাই বলছে দ্রুত মাস্টার্স এর প্রিপারেশন নাও- এরপর ব্যাংক এ ঢুকো নাহলে কর্পোরেট । কেউ বলছে বিসিএস দাও ….. কেউ বলছে MBA করো… আরো কত কি আমার মনে নাই ভাই …

কেউ একটা বার জানতে চাইলো না আমি কি চাই … বাবা বলেছিলো আমি বেঁচে থাকতে থাকতে যা করার করে ফেলো, কারণ তোমাকে শকুন এর মতন ছিড়ে ছিড়ে খাওয়ার জন্য সবাই বসে আছে ( বাবার ভাষ্যমতে আমি ‘Blacksheep’ - পরিবার এর সবার হতে ভিন্ন মতের মানুষ)

সবাই খুব বলছে আমার কি হবে …. কেউ জিজ্ঞাস করলো না আমি আর বাবা দুজন মিলে কিভাবে আমার জীবনটা সাজানোর প্রস্তুতি নিয়েছিলাম….
মা বড় করে চিন্তা করতে পারে না, আমি ভালো একটা চাকরি করলেই যথেষ্ট… সেও সবার সাথে একমত… মা কে দোষ দিবোনা, সাধারণ মানুষ সাধারণ ভাবেই ভাববে….

বাবা… তুমি যে চলে যাচ্ছো…. আমার একটা স্বপ্ন ও পূরণ হতে দিবে না কেউ ……… তুমি যা যা বলেছিলে তাই ই হচ্ছে….

07/01/2025

The amount of s*ici*de thoughts I’m getting now a days …
I have to survive for my mother at least … আমি ছাড়া আমার মা এর আসলে ই কেউ নাই … বাবা আর কয়দিন আছে জানিনা, আমার গল্পে আমি বাবার অংশটুক ধীরে ধীরে শেষের দিকে নিয়ে যাচ্ছি, survival instinct আর কি…….always prepare for the worst

এদিকে আমার মা চরম optimistic, এর অর্ধেক optimisim বা positivity যদি আমার থাকতো, আমি কোথাও হারতাম না হয়তো, কালকে মা বাবাকে বলছে “ এভাবেই বেঁচে থাকো কিন্তু থাকো!….”

মানুষ যাঁকে সত্যি ই ভালোবাসে তাঁকে যেকোন পরিস্থিতিতে যেকোন অবস্থায় সে একই ভাবে ভালোবেসে যায় , এটা আমি বিশ্বাস করতাম না, মা কে দেখে বিশ্বাস হয় এখন.. আর বাবাকেও। বাবা কি মায়া করে তাকিয়ে থাকে মা এর দিকে ….

আমার ভিতরে বেঁচে থাকার শক্তি ফুরিয়ে যাচ্ছে… এর করনীয় কি ?….

05/01/2025

নিজেকে ক্ষমা করে কিভাবে ?……….

সব কিছু মেনে নাওয়া যায় ….
REGRET ……. নিয়ে কিভাবে বেঁচে থাকে?

জীবন জীবনের মতন চলবে… কিন্তু নিজের প্রতি এই তীব্র ঘৃণা থেকে কোনোদিন রেহাই পাবো না ….

বাবার জন্য কিছুই করতে পারলাম না ….

যাদের বাবা সুস্থ আছেন, ভালো আছেন , তারা প্লিজ নিজের নিজের বাবা কে সময় দিন , কথা বলুন, ৫ মিনিট হলেও গল্প করুন, রাগ উঠলে নিরব থাকুন .. সব কিছুর উত্তর দিতে নেই …

এই লেখাটুক দেখে অন্তরাত্মা কেঁপে উঠুক যারা পরিবার কে সময় দিচ্ছে না , আমি চাই না আমি যা অনুভব করছি, যা ভাবছি , যা দেখছি আর যেই তীব্র ঘৃণা বোধ হচ্ছে নিজের প্রতি… তা আমার শত্রু এর সাথেও যেনো না হয় …

বাবা.........
18/12/2024

বাবা.........

17/12/2024

আমি ঠিক জানিনা আমি কেমন আছি
আমার এই কথা গুলো অনেক এর কাছে ভয়ানক Controversial মনে হবে, এতে আমার কিছু করার নেই..... যুক্তিতর্ক যার যার কাছে থাকুক

আমার গল্পে বাবা এখন অতীত এ.. বর্তমান এ বাবাকে নিয়ে চিন্তা করলে আমি ভিতর থেকে একটা অসহ্য যন্ত্রণা অনুভব করি, আমার নয়, বাবার নিজের যন্ত্রণা...এক বিছানায় নিথর হয়ে পরে আছে... বেডসোর থেকে ছটফটানো যন্ত্রণা কিন্তু নড়াচড়া করবার শক্তি নেই...

আমি এভাবে বাবাকে দেখিনি, ICU তে রেখে বেডসোর কিভাবে হয় তার জবাবদিহিতা ল্যাবএইড করবেনা, ঠিক অন্যান্য রোগীদের মতনই অবস্থা...

আমার নিষেধ কেউ শুনেনাই, শুধু এটু্ক ই ভাবছি বাবা থাকলে আমি যা বলতাম তাই ই হতো, বাবা কোনদিন কাউকে এই সাহস দেয়নি যে আমার কথার বরখেলাপ করবে। আমার কথাই শেষ কথা।

২য় বারের মতন বাবাকে ICU তে নাওয়া এবং বাবার condition সমানে বেগতিক হওয়া, আমি একটা দিন ও যাইনি দেখতে
জানিনা, মা বললো আমি যেন যাই, আমি জানিনা আমার শক্তি-সামর্থ্য আছে নাকি, আমি কি ওইভাবে বাবাকে দেখতে চাই? নাকি যতটুক স্মৃতি আছে তাতেই ইতি টানতে চাই?

Cabin এ বাবা আমার হাত শক্ত করে ধরেছিলো,আমার গাল,আমার চুল, শরীর সর্ব শক্তি দিয়ে আমায় ধরে রেখেছিলো, অর্ধচেতন অবস্থায় আমি যখন ডাকতাম বাবা? সে পুরো চোখ খুলে আমায় প্রাণ ভরে দেখতো।" নীলা...নীলা... " আমার নামটা সুস্পষ্ট বলতো....... হয়তো আরো কিছু বলতে চাইতো, পারতোনা। বলেছিলাম "Defense এর Preparation নিয়েছি, পরীক্ষা ঠিকমতন দিবো"

What a relief, I had seen it in his eyes. আমার Academics নিয়ে আমার বাবার চিন্তা কতটা তীব্র ছিলো তা আমি জানি, রেজাল্ট ভালো করার প্রতি obsession টার কারণ এই মানুষটার expectations, যাক যারা ঠাট্টা করতো,করুক
Not resenting anyone. Ultimately result ভালো করতে পারিনাই.. আমি ব্যার্থ

অনেক এর মনে প্রশ্ন উঠতে পারে, সব কথা অতীত এ লেখা কেন? বাবা তো বেঁচে আছে!

নিয়তি কে মেনে নিয়েছি, এখন শুধু বিভিষিকাময় একটা বাক্যের অপেক্ষা, ওইটা আর উচ্চারণ না করি......

বাবা বলতো নিয়তির কাছে যত দ্রুত মাথা নত করবে, তত দ্রুত উঠে দাঁড়াতে পারবে

আমার জীবন এ 'Purpose of living ' বলতে কিছু নাই... তাই উঠে দাঁড়ানোর বিষয়টাও হাস্যকর, হয়তো মা এর জন্য নিজেকে প্রস্তুত করছি, সমাজের জঘন্য চিত্র থেকে মা কে আগলে রাখার প্রস্তুতি চলছে..

আমার জীবদ্দশায় আমার মা আর ভাই কে কেউ কিছু বললে তাকে আমি এই ইহকালে শান্তি দিবোনা, এটুক ই।

হয়তো বাবা জানতো, আমি ই পারবো....

তবুও বাবা, আমার তো তোমার মেয়ে হয়ে আদরের দুলালী হয়ে থাকতে ইচ্ছা হয়.... হাতগুলি লোহার মতন শক্ত করে দিয়েছো... তুমি আমার জীবনটা গুছানোর আগেই চলে যাচ্ছো...কেন?

আমার বাবার জন্য দুয়া করবেন

আমি হেরে গেছি

08/12/2024

Update on my Baba

The doctor has officially declared him to be paralysed through the left side of his body (head to toe) , loss of speaking ability,drowsyness ....
For the rest of his life.......

01/12/2024

So far the type of things that I have been hearing

১. তোমার বাবার কিছু হলে খরচ কে উঠাবে?
২. ঢাকায় কি কিছু আছে তোমাদের? কই উঠবা?
৩. তাড়াতাড়ি বিয়ে করা উচিত ছিলো (I heard this from a NURSE in ICU)
৪. রোজগার করার মানুষ আছে?
৫. তোমরা কি ঢাকায় থাকবা নাকি ঢাকা ছেড়ে দিবা?
৬. তোমার বাবা যদি paralysed হয়ে থাকে তাহলে কেমনে কি?

আর বাকি কিছু বলতে চাই না, অনেক মানুষ দেখলাম , চিনলাম, বুঝলাম ……

29/11/2024

বাবা কে ICU তে স্থানান্তর করা হয়েছে, যেকোন সময় life support এ নিতে হতে পারে, অবস্থার কোনো উন্নতি নাই …..
সবাই বাবার জন্য দোয়া করবেন ………………

27/11/2024

My father just had a stroke and is in very critical condition
Please pray for him

Although I was feeling blue but it wasn’t the purpose of wearing blue 💙Outfit from : IzhaanShoes from: MYROBag from: Pre...
26/11/2024

Although I was feeling blue but it wasn’t the purpose of wearing blue 💙
Outfit from : Izhaan
Shoes from: MYRO
Bag from: PreeTrend Posh

💚💚💚
23/11/2024

💚💚💚

23/11/2024

স্মৃতিচারণ ……
আর একটু অপেক্ষা ….

Sweet as Peach 🎀Outfit:Zanass Choker: Elegant Style By NadiaBag:Trendy Closet Shoes: Lá mode
18/11/2024

Sweet as Peach 🎀
Outfit:Zanass
Choker: Elegant Style By Nadia
Bag:Trendy Closet
Shoes: Lá mode

17/11/2024

Please do not judge. তো ঘটনা হচ্ছে আমার এক বান্ধবী ওর bag এ অল্প কিছু makeup items carry করছিলো যেটা ও সবসময় ই করে. আড্ডার এক পর্যায় এ শান্তু (যার bag এ makeup থকে) বলে বসলো “ তুই একটু ফাইজা কে সাজায় দে!” তো আমি দেখলাম তেমন কিছূই নাই। মানে ছিলো অনেক কিছুই কিন্তু থেকেও নাই আর কী , ভিডিও টা দেখলে বুঝা যাবে। হাতের কাছে যা ছিলো তা দিয়ে ই কাজ শুরু করে দিলাম, পুরা process এর সবচেয়ে মজার ব্যাপার ছিলো টিস্যুপেপার ভিজিয়ে ওইটা দিয়ে base makeup set করা😂 আমরা কতো মজা করেছি এটা ফাইজার চোখের নিচে mascara লেগে যাওয়ার part টুক দেখলেই বুঝা যাবে। এই সম্পূর্ণ makeup look এ primer,foundation,pressed powder,mascara,bronzer and একটা blush palette দিয়ে look ready করা হয়েছে। আর tools হিসাবে ছিলো একটা highlighter brush. একটা brush দিয়েই সব করেছি 😂 সব শেষে finishing দেখে বেশ ভালো বোধ করছিলাম ❤️ দিন টা সুন্দর ছিল ❤️

I always stand out in Navy Teal 🩵Outfit: IzhaanBag: Trendy Closet Shoes: Lá mode
15/11/2024

I always stand out in Navy Teal 🩵
Outfit: Izhaan
Bag: Trendy Closet
Shoes: Lá mode

Found these in my gallery, I need to grow my hair !Outfit : ইন্দু -InduShoes: Lá mode
14/11/2024

Found these in my gallery, I need to grow my hair !
Outfit : ইন্দু -Indu
Shoes: Lá mode

Is pink making me cute or am I making pink cute?🎀Outfit:ইন্দু -InduBag: Girls GloriaShoes: Lá mode
13/11/2024

Is pink making me cute or am I making pink cute?🎀
Outfit:ইন্দু -Indu
Bag: Girls Gloria
Shoes: Lá mode

Address

Hatirpool
Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when House of Glow by Supreeti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share