যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই 🫡
FIFA WORLD CUP FINAL 2022 💥
Ratargul Swamp Forrest | Sylhet Day Trip - Part #2
এটি সিলেট জেলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুল বনটি প্রায় ৩০,৩২৫ একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বিস্তৃর্ণ এলাকার ৫০৪ একর জায়গায় রয়েছে বন আর বাকি জায়গা ছোট বড় জলাশয়ে পূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিকেই দেখতে একই রকম মনে হয়। রাতারগুল ‘সিলেটের সুন্দরবন’ নামে খ্যাত। এই রাতারগুল জলাবন বছরে চার থেকে পাঁচ মাস পানির নিচে তলিয়ে থাকা। তখন জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমায়। অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাজন বলেও ডাকেন। বর্ষায় গাছের ডালে দেখা মিলে নানান প্রজাতির পাখি আবার তখন কিছু বন্যপ্রাণীও আশ্রয় নেয় গাছের ডালে। এছাড়াও শীতকালে এখানকার জলাশয়ে বসে হাজারো অতিথি পাখির মেলা। সাধারণত জুলাই থেকে অক্টোবর (বর্ষার শেষের দিকে) পর্যন্ত রাতারগু
জীবনে প্রথমবার প্যারাসেইলিং🎈Parasailing at Cox's Bazar 2022
কক্সবাজারে প্যারাসুট নিয়ে আকাশে ঘুরলাম | ভয় কে জয় করার অভিজ্ঞতা। এই ভিডিওটি আমার প্রথম প্যারাসেইলিং এর অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমি অবশ্যই বলব যে এটি আমার সেরা অভিজ্ঞতাগুলির মধ্যে একটি ছিল।
For better quality watch hd 👇
https://youtu.be/bBnDrvlr03Q
Chilling in the middle of the sea!
Vlog coming soon....
Bholagonj Sada Pathor | Sylhet Day Trip - Part #1
সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতি মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি অঞ্চল। সিলেটে প্রথমদিন আমরা মালনিছড়া চা বাগান, ভলাগঞ্জ সাদা পাথর এবং রাতারগুল ঘুরে দেখি। আজ প্রথম পর্বে থাকছে ভোলাগঞ্জ সাদা পাথরের গল্প...
◼️ ঢাকা থেকে সিলেট | DHAKA TO SYLHET
ঢাকার থেকে গ্রীন লাইন, সৌদিয়া, ইউনিক, এস আলম, শ্যামলি, এনা ও লন্ডন এক্সপ্রেস বাস ঢাকা সিলেট রুটে চলাচল করে। এসি বাসের ভাড়া ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে এবং নন-এসি বাস ভাড়া ৪৭০ থেকে ৬০০ টাকা।
◼️ সিলেট থেকে ভোলাগঞ্জ | SYLHET TO BHOLAGANJ
সিলেটের আম্বরখানা থেকে কিছুটা সামনে মজুমদারী এলাকা থেকে ডাবল ডেকার বিআরটিসি ও সাদা পাথর পরিবহনের টুরিস্ট বাস চলাচল করে। জনপ্রতি বাস ভাড়া ৬০-৭০ টাকা। লোকাল সিএনজির জনপ্রতি ভাড়া ১৩০ থেকে ১৫০ টাকা। আর সিএনজি রিজার্ভ নিলে যাওয়া ও আসা সহ সারাদিনের জন্য