AI studio by Subarna

AI studio by Subarna .... HI EVERYONE......

ছবিটা আমার নজর কেড়েছে। সকলের জানা উচিৎ ০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।০২. আপনার কিডনি কখ...
20/01/2025

ছবিটা আমার নজর কেড়েছে। সকলের জানা উচিৎ

০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

০৩. আপনার গলব্লাডার ভীত; যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

০৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত; যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

০৫. বৃহদান্ত্র আতঙ্কিত; যখন আপনি ভাজা-পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

০৬. ফুসফুস তখন ভীত; যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

০৭. লিভার ভীত; যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

০৮. হৃদপিন্ড ভীত; যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

০৯. প্যানক্রিয়াস আতঙ্কিত; যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত; যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

১১. আপনার মস্তিষ্ক ভীত; যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

সুতরাং আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।

#সংগৃহীত

05/01/2025

🙂জানুয়ারি ৫ ও ৬ তারিখ 😅

🙂🙂🙂🙂
03/01/2025

🙂🙂🙂🙂

01/01/2025

কতকিছু লিখতে ইচ্ছা করে। লিখি, মুছে দেই। ফের লিখি, মুছি। বলতে ইচ্ছা হয়। বলা হয় না। মনে হয় কি দরকার। 😓

29/12/2024

এতো চিন্তা কিসের! আল্লাহ তো নিজেই বলেছেন; ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ, তোমার অতীতের চেয়ে সুন্দর হবে।❤️

29/12/2024

"যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সেই যেন সবচেয়ে বেশি কষ্ট দেয়।"
,
,

,
,

27/12/2024

বড্ড শখ ছিল আমার সবাইকে খুশি রাখার, হুশ তো তখন হলো, যখন খারাপ সময়ে নিজেকে একা দেখলাম। 🙂

26/12/2024

যারা ছিলো তারা এখন নেই, এখন যারা আছে তারা একসময় থাকবে না, সময়ের সাথে সাথে সবাই হারিয়ে যায় 😅

14/11/2024

পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ : রাতে শোয়ার আগে তাওবা না করেই ঘুমিয়ে পড়া‼️
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।

06/11/2024

"সুন্দর সম্পর্ক গড়ে তোলার কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস"

১. "বিশ্বাস ও সম্মান: সম্পর্কের মূল ভিত্তি"
একটি সুন্দর সম্পর্ক তৈরি করতে বিশ্বাস আর সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২. "যোগাযোগ: সম্পর্কের শক্তিশালী দিক"
একটি সম্পর্কের মধ্যে সঠিক যোগাযোগ সবচেয়ে বড় মূলনীতি।

৩. "সময় ও বোঝাপড়া: সম্পর্কের অমূল্য উপাদান"
একে অপরকে সময় দিন এবং একে অপরকে বোঝার চেষ্টা করুন।

৪. "মতামত ও অনুভূতির মুক্ত প্রকাশ: সম্পর্কের শক্তি"
অন্যকে তার মতামত এবং অনুভূতি প্রকাশ করার সুযোগ দিন, এটি সম্পর্ককে শক্তিশালী করে।

৫. "তর্ক ও ভুল বোঝাবুঝি: সম্পর্কের চ্যালেঞ্জ"
প্রতিটি সম্পর্কেই তর্ক বা ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু তা সমাধান করার মনোভাব জরুরি।

৬. "আস্থা ও ভালোবাসা: সম্পর্কের সঠিক ভারসাম্য"
আস্থা ও ভালোবাসার মধ্যে ভারসাম্য বজায় রাখুন, যেন সম্পর্ক সুন্দর থাকে।

৭. "সহায়তা ও সময়: সম্পর্কের ভিত্তি"
একসাথে সময় কাটানো এবং একে অপরকে সহায়তা করা সম্পর্কের দৃঢ় ভিত্তি গড়ে তোলে।

19/09/2024

ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট বুঝি না, মনের মত মানুষ পাইলে আমি সারাদিন বকবক করতে পারি!😌

16/09/2024

আমি বাদে! ২৬ তারিখ, পুরো একটা জেনারেশন বড়লোক হয়ে যাবে!🙂💔

11/09/2024

জামাটা কিনুন, খাবার টা খান, ঘুরতে যান। একসময় হাতে অনেক টাকা আসলেও সময় টা জীবনে আর ফিরে আসবে না!🌸

বর্তমানে খুবই প্রয়োজন 🤣🤣
09/09/2024

বর্তমানে খুবই প্রয়োজন 🤣🤣

01/09/2024

ইনবক্সে কেউ মেসেজ ই দেয় না! চিঠি পাওয়া তো বিলাসিতা!

30/08/2024

অনার্স পড়া সত্ত্বেও বেবি ফেসের কারণে সবাই ক্লাস ৮-৯ এর বাচ্চা মনে করে!🙂🙂

11/08/2024

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when AI studio by Subarna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AI studio by Subarna:

Videos

Share