Saifullah Shikdar

Saifullah Shikdar ঘুরতে অনেক ভালোবাসি

17/12/2023

মৃত্যু ছাড়া আমাদের আসলে নিজের বলতে আছেটা কী ???

11/12/2023

এল সি করা পেঁয়াজ বা শুকনো পেঁয়াজ আগামী ১৫/২০ দিন কেনা থেকে বিরত থাকুন।
এই কয়দিন পেঁয়াজের ব্যবহার সীমিত রাখুন অথবা পাতা পেঁয়াজ ব্যবহার করুন।
এতে করে অল্প কিছুদিন কৃষক সাময়িক লাভবান হবে সেই সাথে অসাধু মজুদারের কাছে থাকা পেঁয়াজ গুলো মা হয়ে যাবে (গজিয়ে যাবে) গজানো পেঁয়াজ বেশিদিন মজুদ রাখা যায় না।
সচেতন নাগরিক হিসেবে এই ক্ষমতা টুকু তো আপনার আছে ইনশাআল্লাহ.........💪 বিষয়টি দ্রুত সময়ে ছড়িয়ে দেওয়ার আবেদন জানাচ্ছি।
collected

10/12/2023

“ঈমানের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর সিদ্ধান্তে ধৈর্য ধরা। যে পরিস্থিতি পাল্টানো যায় না, সেই পরিস্থিতিতে তাকদীরের ওপর সন্তুষ্ট থাকা। একমাত্র আল্লাহর ওপর তাওয়াক্কুল করা এবং নিজেকে তাঁর নিকট সঁপে দেওয়া।”
— আবু দারদা (রাদ্বি.)
[তাহযিবু হিলয়াতিল আউলিয়া, ১/১৭২]

21/04/2023
ALHAMDULILLAH 😍😍😍
18/04/2023

ALHAMDULILLAH 😍😍😍

22/03/2023

রমাদান মুবারাক 🌙

বাংলার ট্রেনবালা।ইনারা সবসময় যাত্রীদের সেবায় নিয়োজিত🤣ছবি : সংগৃহীত
18/03/2023

বাংলার ট্রেনবালা।

ইনারা সবসময় যাত্রীদের সেবায় নিয়োজিত🤣

ছবি : সংগৃহীত

হঠাৎ করে যখন দুই বন্ধুর দেখা হয়😌
15/03/2023

হঠাৎ করে যখন দুই বন্ধুর দেখা হয়😌

আলহামদুলিল্লাহ❤
14/03/2023

আলহামদুলিল্লাহ❤

13/03/2023

কথা দিয়ে যদি কথা রাখতে পারো তবে কথা দাও,

না রাখতে পারলে মিথ্যা অভিনয় বা আশ্বস্ত করার প্রয়োজন নাই কাউকে |

কেননা অপেক্ষাও মায়া জিনিসটা খুবই ভয়ঙ্কর |

না এই মাসুদ আর ভালো হবে না🙁
12/03/2023

না এই মাসুদ আর ভালো হবে না🙁

গরুর গোশত‘আমার একটিই ছেলে। ক্লাস ফোরে পড়ে। অন্তত চার মাস হলো আমরা গরুর গোশত খাইনি।গতকাল স্কুলে যাওয়ার সময় ছেলে জেদ করেছে...
05/03/2023

গরুর গোশত

‘আমার একটিই ছেলে। ক্লাস ফোরে পড়ে। অন্তত চার মাস হলো আমরা গরুর গোশত খাইনি।

গতকাল স্কুলে যাওয়ার সময় ছেলে জেদ করেছে, শুক্রবার যেন গরুর মাংস দিতে ভাত দিই। আমি অন্যের বাসায় কাজ করি। ছেলের বাবা রিকশা চালান। ২০০ টাকা নিয়ে আসছি গরুর গোশত কিনতে। কিন্তু কসাই দিলো না। ২৫০ গ্রাম গোশত চেয়েছিলাম। আমার কাছে ২০০ টাকার বেশি নেই।’

সূত্রাপুর মাংসের বাজারে এক নারী ক্রেতা
৩ মার্চ ২০২৩

স্বাধীনতা অমর হোক। বাংলাদেশ চিরজীবী হোক।

16/02/2023

নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমনির্ভর করে সৃষ্টি করেছি। সূরা বালাদ, আয়াত ৪।

16/01/2023

কুয়াশায় সামনে দুই হাত দেখা যায় না
please Ride carefully
saifullah shikdar

16/01/2023

সে আমার ভালোবাসা চাইলো,
প্রয়োজনে সঙ্গ চাইলো,
বিপদে সাহায্য চাইল
অথচ আজীবন আমাকে পাশে চাইলো না 💔🙂

27/01/2022
26/01/2022
 #সচেতনতামূলক গলি, সড়ক বা  মহাসড়কে রাতের বেলা চলার পথে  যদি রাস্তার পার্শ্বে দেখেন মোবাইল পড়ে আছে এবং লাইট জ্বলছে ভুলেও ...
07/11/2021

#সচেতনতামূলক
গলি, সড়ক বা মহাসড়কে রাতের বেলা চলার পথে যদি রাস্তার পার্শ্বে দেখেন মোবাইল পড়ে আছে এবং লাইট জ্বলছে
ভুলেও লোভে পড়ে দাঁড়াবেন না। এটা একটা ফাঁদ ! মোবাইলের কেসিনের নীচে ম্যাচ (গ্যাস) লাইটারের ছোট্ট লাইট টি জ্বালিয়ে রেখে আপনাকে ফাঁদে ফেলার কৌশল এটি । ছিনতাই কারী আশেপাশে অবস্হান করে।
আপনি মোবাইল উঠানোর জন্য দাড়ালে সবর্স্ব ছিনিয়ে নিবে চোখের পলকে।
সাবধান থাকুন সচেতন হয়ে পথ চলুন।
অগ্রিম ধন্যবাদ।

©️: Mamun Hossain

বাস্তবতা 💔💔💔
27/10/2021

বাস্তবতা 💔💔💔

😥আজ মাগুরা হাসপাতালে বাচ্চাটিকে আনা হলে ডাক্তার বাচ্চাটিকে মৃত  জানিয়ে দেয়। বাচ্চাটি মাগুরা বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্র...
26/10/2021

😥
আজ মাগুরা হাসপাতালে বাচ্চাটিকে আনা হলে ডাক্তার বাচ্চাটিকে মৃত জানিয়ে দেয়। বাচ্চাটি মাগুরা বিনোদপুর ইউনিয়নের খালিয়া গ্রামে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যায়। তাই সবার কাছে অনুরোধ যারা বাইক রেসার , তারা বাইক আস্তে চালাবেন।কারন যেকোনো সময় রাস্তায় এরকম শিশু দৌড়ে আসতে পারে। এমন দৃশ্য কারো জন্য কাম্য নয়। এমন দৃশ্য সত্যি দেখা যায় না।😓

#কালেক্টেড

সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত❤
25/10/2021

সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত❤

Address

Dhaka
1216

Telephone

+8801684852637

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saifullah Shikdar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saifullah Shikdar:

Videos

Share

Category

Nearby media companies