Jubayer Hasan Obada

Jubayer Hasan Obada I am a digital marketer�

'প্রতিটি সাফল্যের পিছনে একটি অদেখা কঠোর পরিশ্রম, ত্যাগ এবং অধ্যবসায় রয়েছে!'🖤তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার, তুমি কী...
04/05/2023

'প্রতিটি সাফল্যের পিছনে একটি অদেখা কঠোর পরিশ্রম, ত্যাগ এবং অধ্যবসায় রয়েছে!'🖤

তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার, তুমি কী হবে কী করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোন অধিকার নেই কারো।তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস- সেটি হচ্ছে অজুহাত! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে!জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, তুমি সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখছো।🥀

27/04/2023

♥╣╠♥,হাত ধরতে হলে🍁🍁

╠♥˙❥˙╠♥ ভালো করে ধরো প্রিয় ☺️☺️

〜🌺〜রাস্তা পার তো সবাই করে〜🙃〜

^🤗^ゞতুমি না হয় ^🤗^ゞ

(🏵️🏵️)⊰⊹ฺ জিবন পার করে দিও ☺️☺️
🥀🍁🍁

15/04/2023

🐰✨🔐
মানুষ তোমাকে ভুলে যাবে এটাই স্বাভাবিক
It's Normal That people Will Forget you__"!!
🙂🌻
🍒🍓✨__💚🥀🖤 অবহেলা বোঝার জন্য ভাষার
প্রযোজন হয় না ||💤
°°🥰🏵️- শুধু ব্যবহারই যথেষ্ট 💚~🥰🏵️
🙂__🤗

01/04/2023

☑️☑️ফ্রিল্যান্সিং হতে পারে ক্যারিয়ার গড়ার প্রথম পদক্ষেপ ❗

⭕ ছাত্রজীবনে ক্যারিয়ার গঠনে ফ্রিল্যান্সিং হতে পারে প্রথম পদক্ষেপ। ছাত্রজীবন ক্যারিয়ার গঠনের একটি প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতির উপরই মূলত নির্ভর করে পরবর্তীতে ক্যারিয়ার কোন দিকে যাবে । সঠিক ক্যারিয়ার নির্বাচন এবং পরিকল্পনা নিয়ে সামনে আগাতে হয়। অনেকেই ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দ্বিধায় থাকেন কিংবা বুঝে উঠতে পারেন না যে, ছাত্রজীবনে ক্যারিয়ার পরিকল্পনায় প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত?

⭕ এমন হাজারো শিক্ষার্থী রয়েছে যারা ছাত্রজীবনে টিউশন করে আয় করে থাকে। টিউশন বা কোন কোচিং ভিত্তিক শিক্ষামূলক প্রতিষ্ঠানে পড়ানো যেমন সম্মানের তেমনি এটাকে ক্যারিয়ার গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে।

⭕ তবে যারা স্কিল ভিত্তিক দক্ষতা বাড়াতে চায় এবং ক্যারিয়ারে সফল হতে চায় তাদের জন্য ফ্রিল্যান্সিং হতে পারে সর্বোত্তম পদক্ষেপ। ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা একদিকে যেমন ছাত্রজীবনে আয়ের অন্যতম উৎস তেমনি স্কিল ভিত্তিক দক্ষতা বাড়ানোর প্রধান হাতিয়ার।

⭕ ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা কি ?

👉 মুক্তপেশা মানে হল, ক্লায়েন্ট অনলাইনের মাধ্যমে আপনাকে যে কাজ দিবে, আপনি সে কাজে চুক্তিবদ্ধ হবেন, নিজের দক্ষতা দিয়ে কাজটা করবেন, আর সেটা অনলাইনের মাধ্যমেই ক্লায়েন্টকে ডেলিভার করবেন। আর ক্লায়েন্ট অনলাইনের মাধ্যমেই আপনাকে পেমেন্ট করবে। কাজ মূলত আপনার দক্ষতা দিয়েই করবেন, শুধু মাধ্যমটা হবে অনলাইন।

⭕ ফ্রিল্যান্সিং গুরুত্বপূর্ণ কেন ?

👉 পরিসংখ্যান অনুযায়ী ৪৭% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্র কিংবা প্রয়োজনীয় দক্ষতা না থাকায় মূলত এই বেকারত্ব সমস্যার সৃষ্টি। এমন হাজারো স্নাতক বেকার রয়েছে যাদের স্কিল ভিত্তিক দক্ষতা না থাকায় চাকরি হচ্ছে না। কাজেই ফ্রিল্যান্সিং করে আপনি ছাত্রজীবনেই আপনার স্কিল ভিত্তিক দক্ষতা বাড়িয়ে ক্যারিয়ার পরিকল্পনায় অগ্রসর হতে পারবেন। ধরে নিন, আপনার আইটি বিষয়ে আগ্রহ রয়েছে কিংবা ওয়েব নিয়ে। ফ্রিল্যান্সিং করার জন্য আপনি ওয়েব অথবা আইটি বিষয়ক কোর্স করে নিজেকে ক্যারিয়ার জগতের এক অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারবেন। কেননা, মুক্তপেশা কোর্স শুধু আপনাকে টাকা উপার্জনের কৌশলই শেখাবে না। আপনাকে প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগে যথেষ্ট অভিজ্ঞ করে তুলবে। আপনার জ্ঞানের সীমাকে প্রসারিত করবে। আপনার কমিউনিকেশন স্কিল, আইটি নলেজ, ওয়েব মার্কেটিং,


#ডিজিটাল_মার্কেটিং

01/04/2023

বঙ্গবন্ধুকন্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কথা?🤔


28/03/2023

▪️মাত্র পনেরো (১৫)-বিশ(২০) হাজার টাকা বেতনের জন্য যদি মিনিমাম ২৩ বছর পর্যন্ত পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন! তাও চাকরি অনিশ্চিত!
আর বিজনেস/অনলাইন/ ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং এর জন্য মাত্র কিছু টাকা দিয়ে কোর্স করতে এত আপত্তি! ইনকাম নিশ্চিত থাকা স্ব‌ত্তেও? ফ্রি তে কখ‌নো দক্ষতা অর্জন করা যায়না।
💁আমি কি করব? কোথায় যাব? কিভাবে যাব?
ক্লিয়ার না থাকলে কেউ কখনও সফলতার দিকে অগ্রসর হতে পারে না।
💫আসুন নিজেকে যোগ্য করে তুলি Skill develop করি,, ঘরে বসে ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে ইনকাম নিশ্চিত করি।
নতুন এক‌টি সিন্ধান্ত নেই চলুন
বসে না থে‌কে শেখা শুরু করি,,💙


27/03/2023

ফ্রিল্যান্সিং -এর ভবিষৎ কেমন?😱

ফ্রিল্যান্সিং-এর ভবিষৎ নিঃসন্দেহে অনেক ভালো। বর্তমানে পৃথিবী উন্নত থেকে উন্নতর হচ্ছে এবং প্রযুক্তি নির্ভর হচ্ছে। আর এই প্রযুক্তি যা কিনা আইসিটির অংশ।🥰
বিভিন্ন কোম্পানি তাদের আইসিটি বিষয়ক কাজ করানোর জন্য ফ্রিল্যানসার খুজে থাকেন।😍

একজন দক্ষ ফ্রিল্যানসারের মার্কেটপ্লেসে অনেক চাহিদা।😲
ফ্রিল্যান্সিং করার আরো একটি সুবিধা হচ্ছে, এই সেক্টরে বয়স কোনো বাধা নয়।☺️ যেকোনো বয়সের ছেলে মেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারে।✌️

১৮ বছরের নিচের ছেলে মেয়েরা ও ফ্রিল্যান্সিং করতে পারে এবং কোনো সার্টিফিকেট ছাড়াই। 🙆‍♂️
ফ্রিল্যান্সিং করতে প্রয়োজন দক্ষতা। তাই আপনি ও ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন।🤗


#ডিজিটাল_মার্কেটিং

23/03/2023

What is Freelancing?🙄🤔
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না।

🍃 # Entrepreneur
︵❝︵❝།།💚ლ❛✿✧••---•
Freelancing is a form of entrepreneurship, which means the freelancer has total control of their earning potential. Freelancers aren’t locked into a salary, and so they can earn as much as they are able to bill to their clients︵❝།།💚❀ლ❛✿✧••---•
Freelancing provides a lot of flexibility and control to the individual. Most freelancers choose their own hours, the work that they do, the clients they work with, and may even be able to work remotely.

Freelancing is also a form of entrepreneurship, which means the freelancer has total control of their earning potential. 🖤❤️🙂
ফ্রিল্যান্সিং ব্যক্তিকে অনেক নমনীয়তা এবং নিয়ন্ত্রণ প্রদান করে। বেশিরভাগ ফ্রিল্যান্সাররা তাদের নিজস্ব সময় বেছে নেয়, তারা যে কাজটি করে, তারা যে ক্লায়েন্টদের সাথে কাজ করে এবং এমনকি তারা দূর থেকে কাজ করতে সক্ষম হতে পারে।︵❝།།💚!🥰ლ💚_༎࿐

•---••✧✿❀๑𝐀𝐋𝐇𝐀𝐌𝐃𝐔𝐋𝐈𝐋𝐋𝐀𝐇❀ლ❛✿✧••---•

ফ্রিল্যান্সিংও একধরনের উদ্যোক্তা, যার অর্থ ফ্রিল্যান্সার তাদের উপার্জনের সম্ভাবনার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। ফ্রিল্যান্সাররা বেতনের মধ্যে আটকে থাকে না, এবং তাই তারা তাদের ক্লায়েন্টদের কাছে যতটা বিল দিতে সক্ষম হয় ততটা উপার্জন করতে পারে |😊😊

ফ্রিল্যান্সিং কি?ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর...
20/03/2023

ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না।

Join us🥰🥰
20/03/2023

Join us🥰🥰

18/03/2023

চাকরি নয়, ফ্রিল্যান্সার হন!🖤
ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে-Learn, Earn & Fun...🌺
আমরা জানি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা।
পড়াশুনা এবং চাকরির পাশা-পাশি অবসর সময়টা কাজে লাগিয়ে ঘরে বসে ইনকাম করার নামই ফ্রিল্যান্সিং।
হাতে কলমে সঠিক ভাবে কাজ শিখুন, স্বপ্ন পূরণ হবেই,
ইনশাল্লাহ।

আমি কেন পারবো না😤তারাও মানুষ আমিও মানুষ 🙂
16/03/2023

আমি কেন পারবো না😤
তারাও মানুষ আমিও মানুষ 🙂

Address

Mirpur 1. Dhaka. Bangladesh
Dhaka. Bangladesh
SAHALITHANA

Telephone

+8801813059302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jubayer Hasan Obada posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jubayer Hasan Obada:

Videos

Share


Other Digital creator in Dhaka. Bangladesh

Show All

You may also like