14/01/2025
বিষন্ন নগরীতে কিছু কিছু মানুষের অসহায়ত্ব, অভাব, মন খারাপ একাকিত্বতা বাতাসের মতো থাকে— যা আমরা চোখে দেখতে পাই না। কিছু কিছু শখ আহ্লাদ অভাবের দেওয়ালে আঁটকে যায় অথচ; আমাদের হৃদয় আঁচ করতে পারে না কোনোদিন।
মানুষ নিজেদের আত্মসম্মানের কথা ভেবে কখনো প্রকাশ করে না দুর্দিনের কথা কিন্তু, ভেতরে ভেতরে কাঁচের মতো ভেঙ্গে যায়। ধোঁয়া হয়ে যায় জীবনের সকল স্বপ্ন। মানুষ কতোটা অসহায় হলে একবারে চুপসে যায় পোড়ানো পলিথিনের মতো!
প্রত্যেক মানুষ কোনো না কোনো দিক থেকে ভীষণ ভাবে দূর্বল। প্রত্যেকে চায় মানসিক ভাবে একটু সাপোর্ট একটু শান্তি। যা সবার ভাগ্যে জোটে না। আমরা কেবল নিজেকে নিয়ে নিদারুণ ব্যস্ত। কে ভেঙ্গে পড়ছে, নিরবে ক্ষয় হয়ে যাচ্ছে, ঝড়ে পড়ছে শিউলির মতো এসবে আমাদের চোখ যায় না কখনো।
আমরা ভীষণ স্বার্থপরায়ন মানুষ। যেখান স্বার্থ আছে সেখানে আমরা ভিক্ষুকের মতো পড়ে থাকি। স্বার্থ নাই তো আমরা মানুষ থেকে হয়ে যাই ফানুস! 😅💔