Sadia Sultana

Sadia Sultana Assalamualaikum everyone.This is Sadia Sultana./Love to make videos/❤️
i have created this page to keep memories of my hobbies as well as special days.

Hlw assalamualaikum everyone.This is Sadia Sultana.I have created this page to keep memories of my hobbies as well as special days❣️

28/01/2025

বেশি কিছু না সারাহ কে এই রুমে রেখে কিচেনে গিয়েছিলাম😶

নাহ,আর মানা যাচ্ছে না😑
17/01/2025

নাহ,আর মানা যাচ্ছে না😑

Right now situation 🙂
01/01/2025

Right now situation 🙂

It's me😐🙂
22/12/2024

It's me😐🙂

partner কে কখনও "little less than you" feel করাবেন না। হতেই পারে আপনার থেকে তার যোগ্যতা কম। তাই বলে সে আপনার competitor ...
10/12/2024

partner কে কখনও "little less than you" feel করাবেন না।

হতেই পারে আপনার থেকে তার যোগ্যতা কম। তাই বলে সে আপনার competitor না, আপনিও তার competitor না। জগতের সবার যোগ্যতা সমান হবে না।
Partner মানেই দুই এক-এ এক। আপনিই সে, সে-ই আপনি।
দুজনে একসাথে grow করবেন। একে অপরকে জিতায় দিবেন। একে অপরের প্রশংসা করবেন।
এজন্যই আপনারা partner. স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকা।এই সম্পর্কগুলো উদার হতে হয়। নইলে জমে না।🌸

কি দিনকাল পড়লো রে বাবা🫤২ টাকার চকলেট লাভ শেপ করে হয়ে গেলো ৫ টাকা😀সারাহ-র বাবা এনেছে তার বউয়ের রাগ ভাংগানোর জন্য😏ভাবা যায়...
07/12/2024

কি দিনকাল পড়লো রে বাবা🫤
২ টাকার চকলেট লাভ শেপ করে হয়ে গেলো ৫ টাকা😀
সারাহ-র বাবা এনেছে তার বউয়ের রাগ ভাংগানোর জন্য😏
ভাবা যায়,আজকাল ৫ টাকায় ও সুন্দর ঘোষ দেয়া যায়😀😀

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
27/11/2024

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

26/11/2024

সারাহ মামনি💐🌻✨

তার চোখের👁️‍🗨️ থেকে চশমা🕶️ বড় হওয়ায় খুলে পড়ে যাচ্ছিলো তাই ফোনটা সোজা মুখের দিকে ধরতেই পারছিলো না🤦‍♀️।মুখ উচু করে তার বাবার সানগ্লাস পড়ে ক্যামেরা অন করে নিজেকে দেখার প্রচেষ্টা 😃
নিজেকে বাবু/বাব্য🥰 বলে সম্বোধন করে আয়না এবং ক্যামেরার সামনে।
যখনি আমি লোশন/তেল/ভেসলিন লাগিয়ে দেই তখন বলবে মামনি বাবু/baby দেখাও,আমায় সুন্দর লাগছে❣️।যখন আমি সামনে থাকি না তখন সে ফোনের লক খুলতে না পারলেও ক্যামেরা অন করে নিজে নিজেকে দেখে আর কথা বলে🫶🌻
সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না

কতকিছুর স্বপ্ন দেখি। এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে উচ্চস্ব...
17/11/2024

কতকিছুর স্বপ্ন দেখি। এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যা আমি করে দেখিয়েছি।

এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেলো বিশ বাইশ চব্বিশ সাল। সুত্র সাপেক্ষে জানা হয়ে গেলো পৃথিবীর নিয়ম অনিয়ম।

শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা; যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই, পরের পৃষ্ঠায় লেখা আছে- "দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশেই।"

কথায় - Ashraf Ahmed Taqdeer

16/11/2024

🐓🍗🫕🥘

অনেক মেয়েদের কে দেখছি বিভিন্ন উপদেষ্টাদের উপর ক্রাশ খেয়েছে। কমেন্ট সেকশনে গিয়ে লিখছে, আমার শুধু উনাকে চাই। উফ লিখে আরও ন...
16/11/2024

অনেক মেয়েদের কে দেখছি বিভিন্ন উপদেষ্টাদের উপর ক্রাশ খেয়েছে। কমেন্ট সেকশনে গিয়ে লিখছে, আমার শুধু উনাকে চাই। উফ লিখে আরও নানান কথাবার্তা।

শুধু উপদেষ্টা নয়, যে কোন একটা তথাকথিত সুন্দর ছেলে ভাইরাল হলেই তারা সেই ছেলের উপর ক্রাশ খেয়ে বসে থাকে। তাকে নিয়ে নানান ইচ্ছা পোষণ করে। ছেলেরা মেয়েদের এমন সব কথা বললে আমরা তাদের চরিত্র নিয়ে বাজে ইঙ্গিত করি। তাহলে একজন মেয়ে যখন একজন ছেলেকে সরাসরি এসব বলে বসে তখন তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠা কি খুব অস্বাভাবিক?

এখন অনেকেই বলবেন, এগুলা মজা করে বলে। কিন্তু আমার কথা হচ্ছে ,এগুলা কোন ধরনের থার্ড ক্লাস ক্যাটাগরির ফান? যে ফান আপনার চরিত্র এবং ব্যক্তিত্ত্ব প্রশ্নবিদ্ধ করে দেয় সেই ফান কীভাবে করেন!!

আপনারা যারা এমন করেন, তারা প্লিজ দয়া করে এসব আচরণ করবেন না। এগুলা আপনাদের কে মানুষের কাছে ছোট করে এবং সেই সাথে একজন ছেলের দৃষ্টি ভঙ্গিতে আপনার চরিত্র যথেষ্ট প্রশ্নবিদ্ধ।

একজন মেয়ে হয়েও অন্য মেয়েকে এসব কারণে লেইম ভাবি। তাহলে একজন ছেলে এই সব আচরণে আপনাকে কি ভাবে বা ভাবতে পারে, এইটুকু মাথায় রেখে নিজের ব্যক্তিত্ত্ব এবং চরিত্র বিসর্জন দেয়ার অনুরোধ থাকবে।

পরিশেষে ,ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ থাকবে।

13/11/2024

কপি পেস্ট করতে পারলে স্পেশাল গিফট আছে🤗
🤣 🤣
🤣 🤣 🤣🤣🤣
🤣 🤣 🤣 🤣
🤣 🤣 🤣 🤣
🤣 🤣🤣🤣🤣 🤣 🤣
🤣 🤣 🤣
🤣 🤣🤣🤣

জনস্বার্থে প্রচারিত‼️এই কয়েক মাসে মুনতাহা সহ সিলেটের বিভিন্ন জায়গা থেকে ছোট থেকে বড় অনেকেই নিখোঁজ হয়েছেন।এর মধ্যে সবার ন...
13/11/2024

জনস্বার্থে প্রচারিত‼️
এই কয়েক মাসে মুনতাহা সহ সিলেটের বিভিন্ন জায়গা থেকে ছোট থেকে বড় অনেকেই নিখোঁজ হয়েছেন।এর মধ্যে সবার নিখোঁজ হওয়া সংবাদ মাধ্যমে প্রকাশ হয় নি তেমন ভাবে।যাদের সন্ধান পাওয়া গেছে তাদের কাওকেই জীবিত অবস্থায় পাওয়া যায় নি।সবাই সতর্ক হোন

মেয়ে থাকা মানে একজন মায়ের সারাজীবনের জন্য একটি  সঙ্গী থাকা💐🦋🫶Alhamdulillah❣️
12/11/2024

মেয়ে থাকা মানে একজন মায়ের সারাজীবনের জন্য একটি সঙ্গী থাকা💐🦋🫶
Alhamdulillah❣️

অনেকে মনে করে আমরা অনেক perfect। তাহলে কিছু কথা বলি শুনুন-আমার আর আমার husband এর মধ্যে ১০% মিলও নেই। We are totally opp...
10/11/2024

অনেকে মনে করে আমরা অনেক perfect। তাহলে কিছু কথা বলি শুনুন-

আমার আর আমার husband এর মধ্যে ১০% মিলও নেই। We are totally opposite version of us.. Like, My husband isn’t photogenic person also shy & introvert.. He is like a tomboy যে তার জীবনে শুধু পড়ালেখা এবং কাজের উপর dedicated ছিলো সবসময়।
আর এদিকে আমি যে extrovert এটা তো সবাই জানে।👀

বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার সবচেয়ে বেশি রাগ হতো যখন সে ছবি তুলতে গেলে uncomfortable feel করতো কিংবা pose একভাবে দেখালে অন্যভাবে দিতো।😤 For me, sometimes he’s doing all the things that he doesn’t like. Haha that’s really true.✨

তারপর আমার অন্যতম বদঅভ্যাস কথায় কথায় রেগে যাওয়া, মানে হুট করে রাগ উঠে যায়। আবার একটুপরে যদিও ঠান্ডা হয়ে যাই তারপরেও যেহেতু আমি short-temper এর মানুষ সে এটা নিয়ে অভিযোগ না করে রাগের সময় চুপ করে আমাকে বুঝায়🫶

আমার কোনো হুটহাট আবদার নিয়ে বিরক্তি ফিল করতো না।

এটা তার ভালো গুণ যে সে খুব বিরক্তিকর পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারে,যেটা আমি পারিনা। বরং আমার mood swing হয়, আমি অল্পতে রেগে যাই। সে অনেক Decent & বিচক্ষণ আর আমি অনেক চঞ্চল। আমি দুধ চা প্রেমী , সে লেবু চা। সে মাটন কাচ্চি/ বিফ,মাটন/বিরিয়ানি লাভার, আর আমি চিকেন,পোলাউ,মাছ,ভর্তা পছন্দ করি।😅 সে ঠান্ডা আর আমি রাগী। সে কথা কম বলে, আর আমি বাচালের মতো তাকে বলতে থাকি।

সে বছরে একবার রাগ করে কিন্তু যেদিন রাগ করে সহজে ভাঙ্গানো যায় না😒 আর আমি প্রতিদিন কমপক্ষে ১বার। তার ১টা কোনোরকম ছবি হলেই হয়ে যায়, আর আমি ১হাজারটা ছবি তুললেও মন মতো হয়না। আর আমাদের মধ্যে এমন অনেক অমিল আছে।

কিন্তু আমাদের অমিল গুলিকেও আমরা ভালোবাসি। কারণ, যাকে ভালোবাসা যায় কার সবকিছুই তখন ভালোলাগার অংশ হয়ে যায়।
Opposite attracts, actually it’s true!! নাহলে এতো অমিল থাকার পরেও আল্লাহ্ আমাদের জোড়া মিলালেন কিভাবে বলেন তো !!🥹♥️

- পারফেক্ট মানে আপনি কি বুঝেন ? যাদের মধ্যে কোনো খুঁত থাকেনা, যাদের কখনো ঝগড়া হয়না, যাদের কোনো অভাব নেই এমন ? না!!
পারফেক্ট মানে যার উপরে আস্হা রাখা যায়, যে আপনার অনুপস্হিতিতেও আপনার-ই থেকে যাবে, যাকে নিজের চেয়েও বেশি ভরসা করা যায়। পারফেক্ট তারাই যাদের হাজারো ঝগড়া, হাজারো খুঁতের মাঝেও প্রিয় মানুষটা তার কাছে নিখুঁত হয়ে থাকে।
আর ভালোবাসার মানুষটার খুঁতটাকেই যদি ভালোবাসতে না পারেন তবে আর ভালোবাসলেন কই ?🦋💐

10/11/2024

Address

Dhaka Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadia Sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sadia Sultana:

Videos

Share