অ'নু'ভু'তি

অ'নু'ভু'তি প্রতি সন্ধ্যায়, চাঁদের আলোয় আমি হারাই,

চাঁদটি যেন তোমার রূপের প্রতিফলন, মনে হয় তুমি আছো, সঙ্গ ছাড়া একা চিরকাল অনন্তকাল।
(2)

মাস্টার্স পাস করা একটা ছেলে মাত্র ১৫ হাজার টাকা সেলারিতে চাকুরী করে । সকাল ৮ টায় অফিসে আসে ।সন্ধ্যা ৬ টায় বের হয় ।বিভিন্...
28/01/2025

মাস্টার্স পাস করা একটা ছেলে মাত্র ১৫ হাজার টাকা সেলারিতে চাকুরী করে । সকাল ৮ টায় অফিসে আসে ।সন্ধ্যা ৬ টায় বের হয় ।

বিভিন্ন গ্রুপে জব ভ্যাকেন্সির পোস্ট গুলো নিয়মিতই দেখা হয় । আট ঘন্টা ডিউটি । ১৬ হাজার টাকা বেতন । তাও আবার ঢাকা শহরের মতো জায়গায় ।

কোয়ালিফিকেশন লাগবে ।
এক্সপেরিয়েন্স থাকলে প্রায়োরিটি পাবে ।
আর লবিং থাকলে তো কথাই নাই । কোয়ালিফিকেশন , এক্সপেরিয়েন্স আর যোগ্যতার মাথায় গুলি মেরে চাকুরী চলে যাবে কোন অযোগ্য লোকের হাতে ।

ছেলেগুলোর স্বপ্ন এতেও দমে যায় না ।.. স্যার ...দুই হাজার টাকা কম দিয়েন । তবুও পজিশনটাতে আমাকেই নেন । এরকম অসংখ্য অনুরোধ শোনা যায় ।

চাকুরীদাতারাও বসে নাই । সুযোগ পাইলে কে ছাড়ে ?
হ্যা... মাত্র ১৪ হাজার টাকার বিনিময়েই মাস্টার্স পাস একটা ছেলেকে হায়ার করা হয় ।

ভাইরে ,দুনিয়ার সবাই বিড়ি খেয়ে ধোঁয়া উড়ানোর জন্য রাতে জাগে না । সবাই মোবাইলের বিল তোলার জন্যও নির্ঘুম রাত কাটায় না ।

সবার জীবনে রাতটা এক হয়ে নামে না ।
কেউ ওভার টাইম করার জন্য টানা ১৬ ঘন্টা ডিউটি করে । অতিরিক্ত টাকাটা ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ব্যয় করে ।

পৃথিবীর সকল ছেলেরা রাতে তাস খেলে আর বাংলা খেয়ে সময় নষ্ট করে না ভাই । অন্য রকম একটা গল্পও কিন্তু আছে ।

বোনটা বড় হয়েছে । বিয়ে দিতে হবে । ভাইটা ভালো চাকুরী না করলে ভালো ঘর থেকে প্রস্তাব আসে না । না চাইলেও তাই ১৬ হাজার চাকুরীকে ২৬ হাজার টাকার চাকুরী বলে চালাতে হয় ।

ছোট ভাইটা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে । তার একটা খরচ আছে না ? ভাইয়ের টাকায় মজা মাস্তি করার একটু স্বাদ আহলাদ হয় না ?

দিন শেষে ১৬ হাজার টাকা কেটে কুটে হাতে থাকে হয়তো জমা থাকে হাজার দুয়েক অথবা এর থেকেও কম ।

এই টাকায় আয়েস করে আর যাই হোক মধ্যবিত্ত একটা প্রেম করাও সম্ভব না । তাই নিজের দিকটা না হয় বাদই থাকলো ।

এই ছেলেগুলোর জীবনে তাই প্রেম নাই । প্রিয়াও নাই । তবে হাহাকার আছে । প্রেম আর প্রিয়া - দুটোর জন্যই ।

ও হ্যা ... আরেকটা জিনিস আছে । সেটা হলো স্বপ্ন ।
সাধারন জ্ঞান পড়ে বিসিএস টেকার স্বপ্ন । দিন রাত বীজগনিত ,পাটিগনিত মিলিয়ে রিটেনে পাশ করার স্বপ্ন ।

ভাই , ২৫ হাজার টাকা বেতন পেলেই খুশি আমি । এক টাকাও বেশি লাগবে না । বিশ্বাস করেন ভাই একটা টাকা বেশি লাগবে না । পরবার নিয়ে শান্তিমতো চলতে পারলেই খুশি ।

ছেলেগুলো হাহাকার নিয়ে স্বপ্নপূরনে লেগে থাকে ।
বিসিএস না হোক ব্যাংকে তো হবে ।
ব্যাংকের জেনারেল অফিসার না হোক , ক্যাশ অফিসার তো হবে ?
ক্যাশ অফিসার না হোক অন্তত সেকেন্ড গ্রেডের একটা সরকারী চাকুরী ?

আচ্ছা সরকারী চাকুরীও না হোক , অন্তত বেতনটা বাড়ুক হাজার পাঁচেক টাকা ?

ছেলেগুলোর স্বপ্ন দৌড়াতে থাকে এভাবেই ।
সার্টিফিকেটের সিজিপি এর সাথে পাল্লা দিয়ে দৌড়ানর গল্প ।
প্রিয়াকে না পাওয়ার হাহাকারের সাথে পাল্লা দিয়ে এগোনর গল্প ।
একটু ভালো থাকার জন্য ,সবাইকে নিয়ে ভালো থাকার জন্য একা একা চলার জন্য ।

গল্পটা মোটিভেশনের না ।
গল্পটা ভালো থাকার এবং ভালো রাখার ।
আল্লাহ এদের সহায় হউন ।

©Arafat Abdullah

তোমার ছোঁয়া পেতে কোনো বাধা থাকবে না ;এমন দিনের জন্য কতদিন অপেক্ষা করতে হবে.?❤️‍🩹
20/01/2025

তোমার ছোঁয়া পেতে কোনো বাধা থাকবে না ;
এমন দিনের জন্য কতদিন অপেক্ষা করতে হবে.?❤️‍🩹

17/01/2025

ফ্রিজের পানি যেমন গরমের তৃষ্ণা
মেটায়।

-ঠিক তেমনি নামাজ ও আল কুরআন
হুদয়ে তৃষ্ণা মেটায় 🤎

17/01/2025

আজকে শুক্রবার পবিত্র দিন
আলহামদুলিল্লাহ ❤️

যাকে হাজারো মেয়ের ছুঁয়ে দেখার ইচ্ছে, ছিলতাকে অবশেষে একটা ভাগ্যবান মেয়ে  পেয়ে গেলো 🖤🌸
05/01/2025

যাকে হাজারো মেয়ের ছুঁয়ে দেখার ইচ্ছে, ছিল
তাকে অবশেষে একটা ভাগ্যবান মেয়ে পেয়ে গেলো 🖤🌸

29/12/2024

চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) আলহামদুলিল্লাহ 🥰❤️‍🩹

29/12/2024

“আঠাশ বছরে যে সুন্দর আটত্রিশে সে তো সৌন্দর্য হারাতেই পারে। চেহারার আয়ু আর কতটুকু! কিন্তু গুন? সারাজীবন থাকে।”

—সমরেশ মজুমদার

অ'নু'ভু'তি
13/12/2024

অ'নু'ভু'তি

চলো আমি আর তুমি সেইম প্রোফাইল দি 😌 এটা বলার মানুষ নাই রে ভাই 🙂😷
08/12/2024

চলো আমি আর তুমি সেইম প্রোফাইল দি 😌 এটা বলার মানুষ নাই রে ভাই 🙂😷

খবরদার আমার                      Uff ছাড়ো তো সামান্য জামাই'র দিকেㅤㅤㅤㅤㅤㅤㅤ    বিড়াল মাত্র!😒তাকাবি না!😾
07/12/2024

খবরদার আমার Uff ছাড়ো তো সামান্য
জামাই'র দিকেㅤㅤㅤㅤㅤㅤㅤ বিড়াল মাত্র!😒
তাকাবি না!😾

06/12/2024

তোমার স্পর্শে মিটে যাক আমার সমস্ত অভিমান! 🖤
পরিনীতা
#পরিনীতা

05/12/2024

অনেক করে পাবো, তোমার অনেক বেশি হবো ❤️

Illustration and animation: Hemornika

04/12/2024

আমিও একদিন আকাশ হবো, সেদিন আমাকে একা রেখে কেউ যেন ঘুমিয়ে না পড়ে তাই।

বলুন তো হাসির ফেরিওয়ালা কেন কাঁদে? - দিনশেষে সব হাসি বিলি করে দিয়ে তার কাছে কান্না ব্যতীত আর কিছুই বাকি থাকে না তাই।

30/11/2024

বিড়াল পছন্দ করা মানুষগুলো সুন্দর মনের হয়ে থাকে!🌸❤️ অ'নু'ভু'তি

20/11/2024

শখের নারীর জন্য পুরুষ সবকিছু করতে পারে ❤️

20/11/2024

মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন?

কথার।।

কথা বলার ধরন, অভিব্যক্তি, স্বর, রুচিবোধ আর শব্দ চয়ন। শুধু কথা দিয়ে কাউকে মে'রে ফেলা যায়। কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ হয়ে যায়, কথা দিয়ে একটা যু'দ্ধ বাধিয়ে ফেলা যায়।"

স্কুল প্রজাতি অথবা স্কুল মস্তিষ্ক তা বোঝে না।

#অনুভুতি

18/11/2024

রাগ করলে রাগ ভাংগানোর দায়িত্ব কার 🫣

Address

Dhaka Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when অ'নু'ভু'তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share