22/06/2020
#𝙋𝙈𝘾𝙊 #𝙁𝘼𝙇𝙎𝙋𝙇𝙄𝙏
যারা জিজ্ঞেস করছেন রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, রিকোয়ারমেন্ট কি, তাদের জন্য এই পোস্ট।
1.নিবন্ধনের পরে রোস্টার বা স্কোয়াড পরিবর্তন করা যাবে না।
2. স্কোয়াডের নূন্যতম ৩ জন সদস্য একই জাতীয়তার অধিকারী হতে হবে।
3.স্কোয়াডের সকল সদস্যকে নূন্যতম প্লাটিনাম টিয়ারে পৌঁছাতে হবে।
4. প্রতিটি স্কোয়াডে সর্বনিম্ন ৪জন এবং সর্বোচ্চ ৫ জন প্লেয়ার থাকবেন। একজন অতিরিক্ত হিসেবে খেলবেন।
5. অংশগ্রহণকারীরা কেবল মাত্র মোবাইল ডিভাইসে খেলতে পারবেন। ইমুলেটর, পিসি, কিংবা ট্যাবলেটে খেলা প্লেয়ার রা ডিস্কোয়ালিফাই হয়ে যাবেন।
___
রেজিষ্ট্রেশন শুরু হবে ২৪ তারিখ থেকে। রেজিস্ট্রেশন করা যাবে পাবজির অফিশিয়াল ওয়েবসাইটে। কিন্তু তার আগে অবশ্যই আপনাকে এক্টা স্কোয়াড বানিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশন এর পদ্ধতি PMCO Spring Slit এর অনুরুপ।
ওয়েবসাইটে গেলে আপনাকে একটা ফ্রম দেয়া হবে। সেখানে , , ইত্যাদি তথ্য পূরন করতে হবে। এছাড়াও প্রতিটি মেম্বারের , , , ইত্যাদি পূরন করতে হবে। তারপর সাবমিট করে দিলেই আপনার রেজিষ্ট্রেশন হয়ে যাবে। সাবমিটের পর কোন কিছু চেঞ্জ করা যাবেনা।
___
খুব সহজ তাই না? এই এক্টা সহজ কাজ যদি আমরা সবাই দেশের পাবজি কমিউনিটির প্রতি দায়িত্ববোধ নিয়ে করতে পারি, তাহলে পাবজির নেক্সট রিজিওন আর সাব সার্ভার আমরাই পেতে যাচ্ছি।✌
____
আপনি খেলা পারেন না, নুব, বট, অফ্লাইন প্লেয়ার, তাও রেজিস্ট্রেশন করুন। আপনি দুই জিবির র্যামে খেলেন, টাচ কাজ করেনা, তাও রেজিস্ট্রেশন করুন। আপনার স্কোয়াড নাই, PMCO রেজিষ্ট্রেশন এর জন্য স্কোয়াড চাই লিখে, এই পোস্টের নিচে দেয়া হ্যাশট্যাগসহ গ্রুপে পোস্ট দিন। স্কোয়াড বানান। এটাই আমাদের সুযোগ।
সবাই যদি এগিয়ে আসেন তবেই পাবজি আমাদের আলাদা রিজিওন হিসেবে ভাববে। যারা এতদিন হা হুতাশ করেছেন পিং ইস্যু নিয়ে, আমাদের পিং এর কারনে আন্তর্জাতিক পর্যায়ে আমদের ব্যার্থতা নিয়ে, সবার জন্য সব সমস্যার সমাধান নিয়ে এসেছে এই রেজিস্ট্রেশন।
,
পাকিস্তানের মত এক্টা দেশ যদি নিজেদের সাব সার্ভার, রিজিওন আদায় করে নিতে পারে, সব দিক দিয়ে এগিয়ে থাকা সত্ত্বেও আমরা কেন পারবোনা?
,
আমরাই পারি। আমাদের ইতিহাস তার সাক্ষী দেয়। এবারও দিবে.....
আমরা যত বেশি #𝙍𝙀𝙂𝙄𝙎𝙏𝙍𝘼𝙏𝙄𝙊𝙉 করব তত বেশি 𝙋𝙐𝘽𝙂 আমাদেরকে হিসাবে বিবেচনা করবে। আমাদের পিং প্রব্লেম দুর হবে।
আপনার #𝙂𝘼𝙈𝙀𝙋𝙇𝘼𝙔 কেমন তা বড় কথা নয়, বড় কথা হল আপনার অংশগ্রহণ, যা আমাদের ভবিষ্যতের জন্য দাঁড়াতে সহায়তা করবে!
We want