. জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ৩০শে নভেম্বর ২০২৪ইং রোজ শনিবার দুপুর ১২:৪০ মিনিট সরাইল উপজেলার সদর ইউনিয়নের পাঠান পাড়া মোড়ে ৩ টি ফুচকা ব্যবসায়ী রেস্তরা কে ১৪ হাজার টাকা অর্থ দন্ড করে। ভবিষ্যতের জন্য সতর্ক করে । ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া ।
. জেলা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর সাব রেজিস্ট্রারের কার্যালয় প্রকাশ সরকারি কর্মচারীগণ হাজির নেই দেখুন সচিত্র প্রতিবেদন ।
পিবিসি ব্রিকস নামের ইটভাটায় অনুমোদনের কাগজপত্রের মেয়াদ দেখতে চাওয়াই সাংবাদিকদের সাথে ভাটার মালিক শরিফ উদ্দিনের দাপুটি আচরণ।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধর্মতীর্থ বিলে কইট্টার ব্রিজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশে( পিবিসি ব্রিকস ) ইট ভাটায় সাংবাদিকবৃন্দ সরজমিনে ঘুরে ঝুঁকিপূর্ণ সিমপি , কালো দূয়া শিশুশ্রম সহ নানা অনিয়ম দেখতে পান।
সন্দেহ হলে (পিবিসি) ইট ভাটার অনুমোদনের কাগজপত্র নিয়ে কথা বললে ভাটার মালিক পক্ষের একজন বলেন।
.
.
.
এ বিষয়ে আরো জানতে মুঠোফোনে (পিবিসি) ব্রিকস এর অন্যতম অংশীদার শরিফ উদ্দিনকে কল করলে সাংবাদিকদের সঙ্গে তিনি দাপুটি আচরণ দেখান।
.
.
.
নানা অনিয়ম লুকোচুরি করেই চলছে পিবিসি ব্রিকস নামের ইট ভাটা অনুমোদন বা বৈধ কাগজপত্র আদৌ আছে কিনা তা রয়ে গেল অজানা।
. জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইলের মেসার্স সুরমা ব্রিকস(SBF), সালমান ব্রিকস,রয়েল ব্রিকস, MSB ব্রিকস ও 5 STAR ব্রিকস ইট ভাটাতে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে ।
. জেলা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম দুর্নীতির চিত্র ।