MD Rihad khan

MD Rihad khan এখানে কিচু মজার ভিডিও এবং খেলার বিনধোন রয়েচে সবাই ফলো করেন।

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল।গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিল। মাত্র শ...
20/07/2023

একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল।

গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিল। মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোন পানি ছিল না।
গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল।বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলে,"কিরে হারামী তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম।এখনতো দুজনেই মরব রে। গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে?
বাঘ রেগে বলে,বেটা আমি হলাম বনের রাজা আমার আবার মালিক কে।আমি নিজেইতো বনের মালিক।

গরু বলে তুমি এখানেই দূর্বল,একটু পর আমার মালিক আসবে।এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল।

ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল।

মূলকথাঃ আমরা যারা মালিকের( আল্লাহ) উপর ভরসা করি আমাদের উপর যত অত্যাচার নির্যাতনই হোক না কেন, আমাদের মালিক ঠিকই আমাদের রক্ষা করবে। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।
সংগৃহীত

জীবন যুদ্ধে হার না মানা একজন সংগ্রামী মা,  হাজার সেলুট তোমায়, 🥰
08/06/2023

জীবন যুদ্ধে হার না মানা একজন সংগ্রামী মা, হাজার সেলুট তোমায়, 🥰

বাবুই পাখী🥰🥰
08/06/2023

বাবুই পাখী🥰🥰

06/06/2023

আইরিশদের বিপক্ষে বাংলাদরশের অভাবনিয় জয়।🥰🥰🥰

বোলার মাশরাফি স্টাইকে মাহমুদউল্লাহ ননস্টাইকে সাকিবউইকেটকিপার মুশফিকবাংলাদেশী ক্রিকেট ফ্যানদের জন্য স্বপ্নের মত একটা মুহূ...
03/06/2023

বোলার মাশরাফি
স্টাইকে মাহমুদউল্লাহ
ননস্টাইকে সাকিব
উইকেটকিপার মুশফিক

বাংলাদেশী ক্রিকেট ফ্যানদের জন্য স্বপ্নের মত একটা মুহূর্ত!

- কে ছেড়ে গেলো , কে ইগ্নোর করলো , আর কে পেছনে ব!দ!নাম করলো , তা দেখার সময় নেই।🙂কিন্তু কে থেকে গেলো , কে খারাপ সময়ে পা...
01/06/2023

- কে ছেড়ে গেলো , কে ইগ্নোর করলো , আর কে পেছনে ব!দ!নাম করলো , তা দেখার সময় নেই।🙂

কিন্তু কে থেকে গেলো , কে খারাপ সময়ে পাশে থাকলো , সেইটা আমার কাছে most Important... 🖤🌸

অবাক হলাম যখন ফার্মেসি থেকে স্যানিটারি ন্যাপকিন এর বদলে মেয়েটি কনডম কিনলো!আমি প্রয়োজনীয় ওষুধ কিনে মেয়েটার পিছু নিলাম। খা...
01/06/2023

অবাক হলাম যখন ফার্মেসি থেকে স্যানিটারি ন্যাপকিন এর বদলে মেয়েটি কনডম কিনলো!
আমি প্রয়োজনীয় ওষুধ কিনে মেয়েটার পিছু নিলাম। খানিকটা ইতস্তত বোধ করলেও কৌতূহল মেটাতে তাকে ডাক দিলাম।
"আপু শুনছেন?"
"জ্বি ভাইয়া বলেন?"
"একটা ব্যক্তিগত প্রশ্ন করবো?"
মেয়েটা হেসে জবাব দিলো,
" আমি জানি আপনি কি জিজ্ঞাসা করবেন।"
একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে রইলাম।
মেয়েটা নিজের থেকেই বললো,
"আমার বাবা অথর্ব। সড়ক দুর্ঘটনায় দুটি পা হারিয়ে ঘরের এক কোণে পড়ে আছেন। মা টুকটাক সেলাই জানেন। কিন্তু তা দিয়ে কি সংসার চলে? ছোট দুটো ভাই বোন আছে। ওদের পড়ার খরচ, দৈনন্দিন জীবনের খরচ, অনেক ভেবে চিন্তে আমি চাকরি খুঁজতে থাকি। কোনোমতে অনার্সটা শেষ করি। একটা চাকরিও পেয়ে যাই। তবে সমস্যা হলো অফিস থেকে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায়। সেদিন আমার এক কলিগ অফিস শেষে বাড়ি ফেরার পথে একদল জানোয়ারের কাছে ধর্ষিত হয়। হতে পারে, সেই জানোয়ারদের পরবর্তী শিকার আমি। তাই, প্রটেকশন নিয়ে রাখছি সাথে। ওই যে বলে না? ধর্ষণ যখন সুনিশ্চিত তা উপভোগ করাই শ্রেয়?"
আমি বললাম,
" আপু দেশে আইন বলে কিছু আছে।"
সে তড়িঘড়ি করে বলে উঠলো,
"ভাগ্যিস মনে করিয়ে দিলেন! বলতে ভুলে গেছিলাম, আমার কলিগ পুলিশের কাছেও গিয়েছিলো। শুনেছি, উনিও কুপ্রস্তাব দিয়ে বসেছেন। বাপ মরা মেয়ে। পরিবারের অন্যান্য সদস্যদের কথা ভেবে গলায় দড়িও দিতে পারছে না।"
আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মেয়েটি শান্ত গলায় বললো,
"কখনো যদি আমার এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় তবে আমি উপভোগই করবো। কারন এই সুশীল সমাজ ধর্ষককে নয়, ধর্ষিতাকে অপরাধীর চোখে দেখে। আর আমি তো সমাজের নিয়ম অমান্য করে চলি। চাকরি করি, রাত করে বাড়ি ফিরি। এ জাতীয় মেয়েরাই ধর্ষণের শিকার হয়। এদের জন্য সমাজ ধর্ষককে দায়ী করবে না। আমার ওপর আমার মা-বাবার ভালো থাকা আর আমার ভাই-বোনের ভবিষ্যৎ নির্ভর করে আছে। আমাকে যে আরো অনেক দিন বাঁচতে হবে ভাই! ভালো থাকবেন।"

লক্ষ্য করলাম মেয়েটার চোখের কোণায় জল চিকচিক করছে। সে মলিন হেসে নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলো। আমি ঝাপসা চোখে তাঁকিয়ে রইলাম তার প্রস্থানের পথে।

ধর্ষিতা
লিখাঃ Atia_Adiba

01/06/2023
01/06/2023

পৃথিবীতে মা শুধু সন্তানকে নিঃসন্দেহে অনেক ভালোবাসি।love you ♥️♥️🥰

30/05/2023

Address

Dhaka Chandragati

Telephone

+8801778120837

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Rihad khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Rihad khan:

Videos

Share

Category