Mohammad Arafatン

Mohammad Arafatン আসসালামু আলাইকুম 💜

😐
16/06/2024

😐

16/06/2024

‎‫اللهُ أَكْبَرُ اللهَ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهَ وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ‬‎ ‎‫الْحَمْد.‬‎

15/06/2024

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘সর্বোত্তম দুআ হলো আরাফার দিনের দুআ। আমি ও আমার পূর্ববর্তী নবীগণ এদিনে উত্তম যে দুআটি পড়েছি, তা হলো—
لاَ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া‘হদাহু লা শারি-কা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল ‘হামদু ওয়া হুওয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বাদি-র

অর্থ: আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি এক; তাঁর কোনো অংশীদার নেই। সকল প্রশংসা ও রাজত্ব তাঁরই; তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান।

(তিরমিজি ৩৫৮৫, হাদিসটি হাসান)

13/06/2024

নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব।

সূরা আনআম, আয়াত নং ১৬২

11/06/2024

জিতা ম্যাচ টা হারলো😭
এইটা কি মানা যায়?

10/06/2024

আগামী ১৬ তারিখ রবিবার ফজর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব
ছোয়াবের নিয়তে সকলকে জানিয়ে দিন।

10/06/2024

Boycott Coca-Cola ✊ 🤮

09/06/2024

অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়েও গিলে ফেললেন, আল্লাহ্'র কাছে এটা অনেক দামী ইবাদত! 🖤

-(লেখা: সংগৃহীত।)

08/06/2024

বাংলাদেশ কি World Cup জিততে পারবে 🤔

07/06/2024

৭টি সতর্ক বাণী:

• যে খুব বেশি হাসাহাসি করে, তার মর্যাদা কমে যায়।

• যে অধিক ঠাট্টা-মশকরা করে, তার ব্যক্তিত্ব ও গাম্ভীর্য লোপ পায়।

• যার মধ্যে কোনো একটি বিষয় বেশি দেখা যায়, সেটাকে ঘিরেই সমাজে তার পরিচিতি ছড়ায়।

• যে বেশি কথা বলে, সে বেশি ভুল করে।

• যে বেশি বেশি ভুল করে, তার লজ্জাশীলতা হ্রাস পায়।

• যার লজ্জাশীলতা হ্রাস পায়, তার ভিতর আল্লাহর ভয় কমে যায়।

• যার আল্লাহভীতি কমে যায়, তার কলব মরে যায়।

~ উমর ওমর ইবনুল খাত্তাব (রা:)
বই: মাওয়ায়েজে হাসানা

03/06/2024

তিন ধরণের মানুষ সবসময় পেরেশান থাকে; সাহায্যকারী, দায়িত্বশীল এবং যার অন্তর পরিচ্ছন্ন।

- হযরত আলী (রা:)

02/06/2024

নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন (বিশেষত তাদেরকে) যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়।

[সূরা আলে ইমরান: আয়াত- ১৩৪]

26/05/2024

যে ব্যক্তি ক্ষমা করে,আল্লাহ্ তার মর্যাদা বাড়িয়ে দেন।

25/05/2024

ধৈর্য ধরুন!
আল্লাহ তাআলা আপনার অবস্থা দেখছেন, এবং আপনার সব কথা শুনছেন, তিনিই একদিন আপনার সব চাওয়া পূরণ করে দেবেন।
ইনশাআল্লাহ।🖤

18/05/2024

"তোমার মন্দ হোক!! তুমি দুনিয়া লাভের জন্য সমুদ্রের সাথে লড়াই করতে থাকো, অথচ যখন সৎ কাজের জন্য আদেশ করা হয় তখন তুমি বল "যদি আল্লাহ তাওফীক দেন!"

~ইমাম ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ)
[আল-মুহদিশ: ৪৫৪]।

16/05/2024

"লোকের কটুক্তিতে তুমি ধৈর্য ধরো এবং ভদ্রভাবে ওদের পরিহার কর।"

(সূরা মুযাম্মিল, আয়াত নং ১০)

16/05/2024

হযরত আলী ( রাঃ) বলেছেন..!

বন্ধুদের খারাপ সময়ে সব সময় তাদের সাথে শামিল হও, কিন্তুু তার আনন্দের সময় ততক্ষণে শামিল হইও না যতক্ষণ না সে নিজে তোমাকে শামিল করে!

11/05/2024

ইয়া রব🤲
আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে কিন্তু আপনি ছাড়া আমার কেউ নেই ইয়া আল্লাহ😢

05/05/2024

সব আঘাতের প্রতিশোধ নিতে নেই! কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়! 🤍

05/05/2024

রাসুলুল্লাহ ﷺ বলেন-

‘তোমরা লক্ষ্য অর্জনের পথে গোপনীয়তা রক্ষা করো, কেননা প্রত্যেক নিয়ামতপ্রাপ্তেরই হিংসুক রয়েছে’। -তাবরানি

04/05/2024

- কাউকে ঘৃণা করার মতো সময় বা মানসিকতা কোনোটাই আমার নেই। হয় বেশি আগলে রাখবো, না হয় চুপচাপ দূরে সরে যাবো!💔

04/05/2024

শুধুমাত্র নিজের প্রয়োজনে খোঁজ নেয়া মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো, এরাও একপ্রকার স্বার্থপর মানুষ, এরা শুধু প্রয়োজনে আপনাকে স্মরণ করবে, তবে আপনাকে বুঝতে দিবে না!'🙂

04/05/2024

সময়কে মনে রাখুন! কোন সময়ে কোন মানুষ কীরকম আচরণ করেছে, এটা খুব দরকারী 😊

03/05/2024

"অপমানিত স্থানে কখনো দ্বিতীয়বার ফিরবেন না, যোগাযোগের তৃষ্ণায় মারা যাবেন তবুও যোগাযোগ করবেন না। আবারো বলছি কখনোই না"🌸

26/04/2024

কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়...🖤🌸

25/04/2024

সারা পৃথিবী হেরে যাচ্ছে তাপমাত্রার কাছে! আর তাপমাত্রা হেরে যাচ্ছে বাবা নামক যু'দ্ধাদের কাছে..!!😌❤️‍🩹

16/04/2024

গরম সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আমার চেহারা ভোটার ID কার্ডের সাথে মিলাতে।

15/04/2024

আমার চামড়া দিয়ে যদি আমার আব্বা আম্মার জন্য যদি জুতা বানিয়ে দেই, তবুও আব্বা আম্মার ঋণ শোধ হবে না

14/04/2024

সকল ফি লি'স্তিনি এবং মুসলিমদের জন্য আজকের দিনটা ঈদের দিনের মতোই আনন্দের!

ﺗَﻘَﺒَّﻞَ ﺍﻟﻠﻪُ ﻣِﻨَّﺎ ﻭَ ﻣِﻨْﻜُﻢْ●তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম...♡সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা,ঈদ মোবার...
12/04/2024

ﺗَﻘَﺒَّﻞَ ﺍﻟﻠﻪُ ﻣِﻨَّﺎ ﻭَ ﻣِﻨْﻜُﻢْ
●তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম...

♡সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা,ঈদ মোবারক।

Address

Derai

Telephone

+8801810553682

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Arafatン posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Arafatン:

Videos

Share

Category