Abul Hasan Bin Malik

Abul Hasan Bin Malik Digital Creater
(1)

15/01/2025

বয়ান করেছেন, মাওলানা অলি আল হাসান অলি।
Md Hasan Ahmed
Misbah Uddin
Masud Al-Marjan
MD Masihur Rahman
Siddik Siddik

জামলাবাদ হযরত খাদীজাতুল কুবরা রা: মহিলা মাদরাসার আজকের ওয়াজের সর্বাত্মক সফলতা কামনা করি। উপস্থিত আছি আলহামদুলিল্লাহ।
15/01/2025

জামলাবাদ হযরত খাদীজাতুল কুবরা রা: মহিলা মাদরাসার আজকের ওয়াজের সর্বাত্মক সফলতা কামনা করি।
উপস্থিত আছি আলহামদুলিল্লাহ।

14/01/2025

বক্তব্য রাখছিলেন,
জনাব আবুল খয়ের মিয়া,

إنا لله وإنا إليه راجعون জামেয়া দরগার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আমার উস্তাদ মুফতি আব্দুন নূর সদরঘাটি হুজুর ইন্তেকাল কর...
13/01/2025

إنا لله وإنا إليه راجعون
জামেয়া দরগার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আমার উস্তাদ মুফতি আব্দুন নূর সদরঘাটি হুজুর ইন্তেকাল করেছেন।
আল্লাহ হুজুরকে জান্নাতবাসী করুন।

সদরঘাটি হুজুরের *অসিয়ত* ছিলো;
যখন আমার *মৃত্যুর সংবাদ শুনবে*,তখন *সুরা ফাতেহা আর সুরা ইখলাস পড়ে কিছু হাদিয়া* প্রেরণ করিয়ো।
আমরা সবাই আমলের চেষ্টা করি।

12/01/2025
11/01/2025

শাল্লা উপজেলা গণসংযোগ,
Dr. Maulana Shuyeb Ahmed

11/01/2025
10/01/2025

তাড়ল গ্রামের স*ন্ত্রা*স নুরু গংদের আনা, জমি দখলের মিথ্যা অভিযোগ খন্ডন। প্রেস ব্রিফিং ও সঠিক বিচারের দাবীতে আইনের আশ্রয় প্রার্থনা।

জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহ জালাল রহ. সিলেট এর ফুযালা সম্মেলন সফল হোক।  #জামেয়া_ক্বাসিমুল_উলুম_দরগাহ_হযরত_শাহ_জ...
08/01/2025

জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহ জালাল রহ. সিলেট এর ফুযালা সম্মেলন সফল হোক।

#জামেয়া_ক্বাসিমুল_উলুম_দরগাহ_হযরত_শাহ_জালাল
#জামেয়া #ক্বাসিমুল #উলুম #দরগাহ #সিলেট

বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর উত্তম) এর বদৌলতে যে সত্য ইতিহাসগুলো জাতি অর্ধ শতাব্দী বছর পর জানলো: ১. মুজিব নিজে স্বয়ং...
06/01/2025

বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর উত্তম) এর বদৌলতে যে সত্য ইতিহাসগুলো জাতি অর্ধ শতাব্দী বছর পর জানলো:

১. মুজিব নিজে স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলির দায়িত্বভার দিলেন।
২. মুজিবের ভাষনে নয় মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিলো এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে।
৩. মুক্তিযুদ্ধে সর্বমোট শহীদের সংখ্যা ৩০ লক্ষ নয়, ৩ লক্ষ।
৪. মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা ২ লক্ষ নয় বরং আরো অনেক অনেক কম কারণ ডালিম সাহেব বলেছেন উনি মাত্র দুইজন ধর্ষিতা নারীকে পেয়েছেন।
৫. মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাইনি।
৬.ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে।
৭. মুজিব হ'ত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জড়িত ছিলেন।
৮. কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন। (কিন্তু তার বদলে) তিনি ক্ষমতা সুসংহত করতে ৪০০০ লোককে মৃত্যুদন্ড দিয়েছিলেন।
৯. বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো ভারতীয় বাহিনী।
১০. ভারত তৎকালীন ১৬ হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাঁধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে।
১১. জহির রায়হান ও শহিদুল্লাহ কায়াসারকে হত্যা করেছিলো মুজিব।
১২. মুক্তিযুদ্ধে ২ লক্ষ মা বোনের ইজ্জৎ লুট হয়েছিলো এইটা একটা মিথ্যা প্রচারণা।
১৩. বিপ্লবী সিরাজ সিকদারকে পরিকল্পনা করে হত্যা করে মুজিব।
১৪. কথা আর কাজে কোন মিল ছিলোনা মুজিবের৷
১৫. মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ।
১৬. মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি হাসিনা ও খালেদা।

তারিখ: জানুয়ারি ০৫, ২০২৫ ইং

আমি  একজন মুসলিম....
06/01/2025

আমি একজন মুসলিম....

নতুন বছরের শুভেচ্ছা।মনে পরে কি সূবর্ণ চরের চার সন্তানের জননীর কথা।31 first night 2018 🙂ধানের শীর্ষে ভোট দেওয়ার কারণে নোয়...
02/01/2025

নতুন বছরের শুভেচ্ছা।
মনে পরে কি সূবর্ণ চরের চার সন্তানের জননীর কথা।

31 first night 2018 🙂
ধানের শীর্ষে ভোট দেওয়ার কারণে নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীকে জনসম্মুখে প্রকাশ্যে গনধর্ষন করে ভোট চোর হাসিনার জারজ সন্তানেরা- ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। আজ সেই ভয়াল রাত, ধর্ষকলীগেরা আজ-ও মুক্ত বাতাসে ঘুরতেছে, এ জাতি কি লজ্জিত হবে?, আজ হোক বা কাল... বাংলাদেশের জনগণ তাদের বিচার করবেই করবে ইনশাআল্লাহ।

বি: দ্র: বি এন পি কে মনে করিয়ে দিলাম হারানো সেই বিষক্ত দিন গুলো!!

দিরাই শাল্লার আগামী দিনের কান্ডারী গরীব দুঃখী মানুষের নেতা কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ডক্টর শোয়াইব আহমদ ও দিরাইয়ের ...
31/12/2024

দিরাই শাল্লার আগামী দিনের কান্ডারী গরীব দুঃখী মানুষের নেতা কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব ডক্টর শোয়াইব আহমদ ও দিরাইয়ের AC Land Derai মহোদয় ও দিরাই উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুখতার হুসাইন চৌধুরী নেতৃত্বে,ভরারগাও নুর মিয়ার বসতঘর,একটি গরু,নগদ আশি হাজার টাকা সহ সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। তাদেরকে দেখতে আর নগদ কিছু টাকা হাদিয়া দিতে গিয়েছিলেন ডক্টর শোয়াইব আহমেদ।

#জমিয়তে_উলামায়ে_ইসলাম_বাংলাদেশ
#দিরাই

Address

Chondipur Derai
Derai

Telephone

+8801750182781

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abul Hasan Bin Malik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abul Hasan Bin Malik:

Videos

Share