Abul Hasan Bin Malik

Abul Hasan Bin Malik Digital Creater

সেদিন এক বোনের ঘটনা শুনলাম। আন্ডার গ্রাজুয়েট করা অবস্থায় বাবা বিয়ে দেয়নিতার বাবা তকে বলেছিলেনআগে পড়াশুনা শেষ করো, তারপর ...
13/11/2023

সেদিন এক বোনের ঘটনা শুনলাম।

আন্ডার গ্রাজুয়েট করা অবস্থায় বাবা বিয়ে দেয়নি
তার বাবা তকে বলেছিলেন
আগে পড়াশুনা শেষ করো, তারপর অন্যকথা। বাবার কথামতো পোস্টগ্রাজুয়েট, পিএইচডি করলেন। ফাঁক দিয়ে একজন স্বাভাবিক তরুণীর মতোই বোনটির দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো।

সমস্যা হচ্ছে, এত উচ্চশিক্ষিতার জন্য উচ্চশিক্ষিত ছেলে পাওয়া খুবই কঠিন। বোনটা ভার্সিটির প্রফেসর হয়ে গেলেন। কলিগরা বিয়ের প্রস্তাব দিলে সেখানেও বাবা না করে দেন।

কোন ছেলের চেহারা তার ভালো লাগে না তো কোনো ছেলের টাকাপয়সা তার কাছে কম মনে হয়।

হয়তো মেয়ের জন্য পার্ফেক্ট ছেলে খুঁজতে গিয়ে তিনি ভুলে গিয়েছিলেন, পৃথিবীতে কেউই পার্ফেক্ট না। এমনকি তার মেয়েও না।

এর মধ্যে বহু নদীর জল বহু জায়গায় গড়াল। বোনের বয়সও ত্রিশ পেরিয়ে চল্লিশের দিকে এগোলো। প্রচণ্ড ডিপ্রেশনে ভুগে একসময় হাসপাতালে ভর্তি হলেন তিনি।

সামান্য অসুখই তীব্র আকার ধারণ করায় একসময় বোনটা মারা গেলেন। মৃত্যুর সামান্য আগে বাবাকে কাছে ডেকে বললেন, বাবা, বলুন আমিন।
বাবা বললেন, আমিন।
- আবার বলুন আমিন।
- আমিন।
- আরেকবার বলুন আমিন।
- আমিন।

বোনটা তারপর বুকে একরাশ ব্যাথা নিয়ে বললেন, "ওয়াল্লাহি! আল্লাহর কসম! আল্লাহ যেন আপনাকে আখিরাতে জান্নাতের আনন্দ থেকে বঞ্চিত করেন যেভাবে আপনি আমার যৌবনে আমাকে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করেছেন।

ঘটনা টা শুনে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। নিজের অজান্তেই দুচোখ অশ্রুসিক্ত হয়ে উঠলো

সাবধান! শ্রদ্ধেয় মা-বাবারা
নিশ্চয়ই আল্লাহ তাআ'লা মাজলুমের পক্ষে আছেন।

লিখা - [সংগ্রহীত]

___আর ক্ষুধা লাগবে না,তৃষ্ণা লাগবে না..আর কখনো তোমাদের কাছে খাবার খেতে চাইবো না,তোমাদের তো আল্লাহ অনেক দিয়েছেন,আমার মতো ...
11/11/2023

___আর ক্ষুধা লাগবে না,তৃষ্ণা লাগবে না..
আর কখনো তোমাদের কাছে খাবার খেতে চাইবো না,
তোমাদের তো আল্লাহ অনেক দিয়েছেন,আমার মতো ছোটো একটা বোবাজানকে একটু খেতে দিলে কী হতো তোমাদের?কম পড়ে যেতো?আমি তো আমার রিজিক নিয়ে দুনিয়া তে এসেছিলাম,তোমাদের খাবার তো খেতে আসিনি..

জানো,না খেয়ে থেকে থেকে আমার শরীর পানিশূন্য হয়ে গিয়েছিলো,রক্তশূণ্য হয়ে গিয়েছিলো..মুখে ঘা হয়ে গিয়েছিলো,হাড্ডিসার হয়ে গিয়েছিলাম আমি,পেটের সাথে পিঠ লেগে গিয়েছিলো..কতদিন আমি না খেয়ে ছিলাম.....

তোমরা নাকি সেরা জীব?কই তোমাদের মনে তো মায়া দয়া নেই,আমাকে ফেলে দিতে একবারও তো মায়া হলো না তোমাদের,,

পৃথিবীতে আমরা বোবা প্রাণীরা আসি,কারণ আল্লাহ তোমাদের পরীক্ষা নিতে চান আমাদের দিয়ে,তিনি তাঁর বান্দাদের দয়া মায়ার পরীক্ষা নেন..তোমরা যারা আমাদের মতো অসহায় বোবাপ্রাণীদের একটু খেতে দাও না,ক্ষুধার জ্বালায় যদি চুরি করি,বা খাওয়ার জন্য তোমাদের কাছে যাই,লাঠি দিয়েআঘাত করো,বড় ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দাও, গায়ে গরম পানি ঢেলে দাও,গায়ে আগুন ধরিয়ে দাও,পানিতে চোবাও,উপর থেকে নিচে ফেলে দাও,নাক শিঁটকাও..কেউ যদি আমাদের একটু ভালোবাসে,একটু খেতে দেয়,তার সাথেও তোমরা খারাপ ব্যবহার করো,তাকে দেখলেও নাক শিঁটকাও,তার নামে শালিস-বিচার বসাও,,
আবাত সেই তোমরাই নামাজ পড়ে আল্লাহর দয়া ভিক্ষা চাও..তোমাদের যাদের ভিতর দয়া মায়া নাই,তোমরা কীভাবে আশা করো,যে আল্লাহ তোমাদের দয়া করবেন?আমি,আমার মতো যারা আছে,সবাই কেয়ামতের দিন তোমাদের নামে আল্লাহর কাছে বিচার চাইবো,,,
মনে রেখো,একটা কুকুরকে পানি পান করিয়ে ব্যভিচারী ক্ষমা পেয়েছিলো,একটা বিড়ালকে না খাইয়ে মারার অপরাধে পরহেজগার আজাব ভোগ করেছিলো..
তোমরা জান্নাতে যাবে নাকি জাহান্নামে, সেটা তোমাদের সিদ্ধান্ত।শুধু আমাদের সাথে অন্যায় করো না,,আল্লাহ কখনো ক্ষমা করবেন না..💔🥀

কপি পোস্ট!

09/11/2023

মুসলমানরা কখনো সৈন্য সংখ্যার আধিক্য ও অস্ত্রের ঝনঝনানি দিয়ে বিজয় লাভ করে নি। বরং স্বল্প সংখ্যক সৈন্য ও সমসাময়িক যুগের নগন্য অস্ত্র দিয়ে বিজয় লাভ করা জাতীর নাম মুসলমান। তাইতো আল্লাহ তায়ালা বলেন---
كَم مِّن فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةًۢ بِإِذْنِ ٱللَّهِ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ.
অর্থ: অনেক বারই দেখা গেছে, স্বল্প সংখ্যক লোকের একটি দল আল্লাহর হুকুমে একটি বিরাট দলের ওপর বিজয় লাভ করেছে। আল্লাহ‌ সবরকারীদের সাথি। (সারা আল-বাক্বারা:২৪৯)

একজন অশিক্ষিত লোক আঠারোতে বিয়ে করে, উনিশে বাবা হয়, চল্লিশে দাদা হয়, ষাটে হয় পরদাদা, আশি পর্যন্ত গেলে মহাদাদাও হয়ে যেতে প...
24/10/2023

একজন অশিক্ষিত লোক আঠারোতে বিয়ে করে, উনিশে বাবা হয়, চল্লিশে দাদা হয়, ষাটে হয় পরদাদা, আশি পর্যন্ত গেলে মহাদাদাও হয়ে যেতে পারে
আর শিক্ষিত লোক আজকাল বিয়েই করে পয়ত্রিশে, বাপ হয় চল্লিশে, আর তার পোলাপান যখন স্কুলে ঢোকে তখন হঠাৎ একদিন ফট করে হৃদরোগে মারা যায়
এত শিক্ষিত হয়ে লাভটা কি?😒

-Dr.Sifat Khandoker

আপনি জীবনে কী করলেন? পিচ্চি পোলাপান বিয়ে করে আর আপনি আমার পোস্ট পড়ে লজ্জা পান? এটা কি হল?
copy from: Asadullah Al Galib

24/10/2023

অল্প বয়সে কাউকে পাওয়ার আশায়

নিজের জীবন নষ্ট করো না

তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও

সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে!

এ.পি.জে. আব্দুল কালাম

18/10/2023

২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র-যুব মহাসমাবেশ।

নিউজ লিংক কমেন্টে

লাজুকতা নারীর ফিতরাত, তার একান্ত বৈশিষ্ট্য। কোন নারীর যখন লজ্জা-শরম থাকে না তখন সে যেন নারীত্বকেই হারিয়ে ফেলে। তাই বলা হ...
18/10/2023

লাজুকতা নারীর ফিতরাত, তার একান্ত বৈশিষ্ট্য। কোন নারীর যখন লজ্জা-শরম থাকে না তখন সে যেন নারীত্বকেই হারিয়ে ফেলে। তাই বলা হয়- ❝লজ্জা নারীর ভূষণ❞। কিন্তু যেভাবে ফ্রি-মিক্সিং নারীর এ স্বভাবজাত গুণকে হ্রাস করে দেয়, তদ্রূপ একজন নারীর হাতে থাকা স্মার্টফোনটাও তার লজ্জাশীতার মধ্যে হ্রাস ঘটায়। তার মধ্যে থাকা হায়াটুকুকে ধীরে ধীরে বিক্ষত করে। এক সময় কেড়ে নেয় ইফ্ফাতের চাদর। কতল করে মানসিকতার বাগানে থাকা পবিত্রতার ফুলকে এবং রেখে যায় চিন্তায় ফাহেশাতের আবর্জনা।
তবে স্মার্টফোনটি যদি হয় কলুষতামুক্ত, তাহলে ভিন্ন কথা। কিন্তু এমন ক'জন? বরং স্মার্টফোন হাতে পেয়ে কত মেয়ের দ্বীনদারী হ্রাস পেয়েছে এবং চরিত্রের ফুলে দাগ লাগিয়েছে— এর সংখ্যাই তো অধিক।



#লজ্জা
#নারী
#নারীর
#ভূষণ

- টার্গেট এখন 'মুসলিম মেয়েরা।সাম্প্রদায়িক উস্কানী নয়; মেয়েদের সতর্ক করাই আমাদের লক্ষ্য।বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্...
17/10/2023

- টার্গেট এখন 'মুসলিম মেয়েরা।
সাম্প্রদায়িক উস্কানী নয়; মেয়েদের সতর্ক করাই আমাদের লক্ষ্য।

বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্সিং বেড়েছে। বেড়েছে হারাম রিলেশন থেকে শুরু করে জিনা, ধর্ষণ পরকীয়া।

এখন এসব সম্পর্ক কেবল নিজ ধর্মীয় লোকদের মাঝে সীমাবদ্ধ নেই৷ উদার মনমানসিকতার নামে বর্তমান সময়ে তরুন প্রজন্ম সম্পর্ক জড়িয়ে পড়ছে ভিন্ন ধর্মের লোকদের সাথে।

মেয়েটার সহপাঠী অমুসলিম। শুরুটা বন্ধত্ব দিয়ে। ধীরে ধীরে বহুদূর সম্পর্ক গড়ায়। একসময় অমুসলিম বন্ধুটির হাতে হয়তো হচ্ছে সংঘবদ্ধ ধর্ষণ কিংবা মুসলিম হয়ে যাবার নামে বিয়ে করে হচ্ছে প্রতারণার শিকার।

ইসলাম অন্য ধর্মের লোকদের বিয়ে করা জায়েয করেনি। কোনো ছেলে আপনাকে ভালোবেসে দ্বীনে ফিরতে চাই ৷
আপনি ভাবছেন এতে মন্দ কী? একজন মানুষ ইসলামের ছায়াতলে আসবে!

- কী নির্বোধ বোকা আপনি? বান্দা তার রব'এর কাছে আসবে৷ তার জন্য আপনাকেই তাকে বিয়ে করতে হবে কেন? আপনি কি নিশ্চিত পরবর্তীতে তার ধোঁকা খাবেন না? আপনি নিশ্চিত সে আপনাকে ছেড়ে চলে যাবে না?

আপনার ইসলাম অন্য পুরুষের সাথে কথা বলা জায়েয করেনি। আপনার শুরুটাই তো অবৈধ।

আপনার বন্ধুটির কাছে তার ধর্ম ভালে লাগে না৷ সে আপনাকে বলে আপনার ধর্ম শ্রেষ্ঠ সে যদি প্রকৃত পক্ষে ইসলাম গ্রহণ করতেই চায়; তবে তাকে আপনি নয়; বরং কোনো পুরুষের সাথে কথা বলতে বলুন।

আপনার ভার্সিটি কিংবা আপনি যে পরিবেশে বাস করেন; সেখানে অনেক পুরুষ আছে। অনেক আলেম আছে, সে সবাইকে ফেলে কেবল আপনাকেই কেন বেছে নিয়েছে ?
বুঝে নিন নিশ্চিত এখানেও কোনে ষড়যন্ত্র আছে, তাহলে চলুন বলি সে ষড়যন্ত্রের কথা_

ভারতে লাভ জিহাদ নিয়ে বেশ বিতর্ক চলছে ৷
হিন্দু মেয়েরা মুসলিম ছেলেদের বিয়ে করে ধর্ম পরিবর্তন করছে৷ এটাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না৷ তাই তারাও বসে নেই। আবিষ্কার করেছে ভিন্ন পথ। তাদের টার্গেট এখন মুসলিম মেয়েরা। তাদের জীবন নরক বানানো৷ মুসলিম মেয়েরা ধর্ম পরিবর্তন করবে না তারা সেটা জানে৷ তাই তারাই ধর্ম পরিবর্তনের নাটক করে আপনাকে করবে সর্বশান্ত।
হে উম্মার বোনেরা!

তোমার জন্য অন্য পুরুষের সাথে বন্ধুত্ব করা জায়েয নেই। হোক সে মুসলিম কিংবা অমুসলিম।

এদের টার্গেট যেমন নিম্ন পরিবারের মেয়েরা কিংবা শ্রমজীবী নারী। তেমন করেই টার্গেটে রয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মেয়েরা।
- আমাদের দায়িত্ব বলে দেওয়া,সাবধান করা।
- বাকি সিদ্ধান্ত আপনার।
❝ইয়া আল্লাহ আপনি আমাকে আর আমার বোনদের হেফাজা করুন!


আত-তারহীম ইসলামি যুব সংঘ এর সভাপতির সাথে যখন তারা সেলফি তুলতে আগ্রহী।Prince NurrMahbub GaminggRahat ChowdhuryMd Abul Has...
16/10/2023

আত-তারহীম ইসলামি যুব সংঘ এর সভাপতির সাথে যখন তারা সেলফি তুলতে আগ্রহী।
Prince Nurr
Mahbub Gamingg
Rahat Chowdhury



Md Abul Hasann

প্রায় একবছর আগের পিক। সাথে : Mahbub Gaming
16/10/2023

প্রায় একবছর আগের পিক।
সাথে : Mahbub Gaming

15/10/2023

ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞেস করল:

স্বামী : হ্যাঁগো! তুমি কি আমার সাথে ব্যায়াম করবে?

স্ত্রী : ও, তুমি আমাকে খুব মো"টা ভাবো তাইনা?

স্বামী : না,না! ব্যায়াম তো শরীরের জন্য ভালো।

স্ত্রী : ও তাহলে আমার শরীর বুঝি খা'রা'প?

স্বামী : না, না! আচ্ছা তুমি যখন উঠতে চাওনা তবে থাক।

স্ত্রী : ও, এবার তুমি বলছো আমি কুঁ"ড়ে?

স্বামী : ওহো, তুমি আমায় বুঝতে পারছো না!

স্ত্রী : ও, আমি তো অ'বুঝ?

স্বামী : আমি তা বলিনি!

স্ত্রী : তাহলে কি আমি মি'থ্যু'ক?

স্বামী : সাজ সকালে ঝ'গ'ড়া করো না please...

স্ত্রী : হ্যাঁ,আমি তো ঝ'গ'ড়া'টে। সকাল থেকেই
ঝ'গ'ড়া করি!

স্বামী : ঠিক আছে, তাহলে আমিই যাবোনা ব্যায়াম করতে।

স্ত্রী : দেখছো, ইচ্ছে তোমার নেই। আমার
ওপর দো"ষ চা'পাচ্ছো!

স্বামী : ঠিক আছে, ঘুমাও তুমি। আমি একাই চললাম।

স্ত্রী : তুমি তো সবসময় একা একাই ঘুরো আর
ফু"র্তি করো।

স্বামী : উফ্ফ! থাক এবার। আমার শরীর খা'রা'প লাগছে।

স্ত্রী : দেখেছো, কি স্বা'র্থ'প'র তুমি! শুধু নিজের
চিন্তা করো। আমার শরীর স্বাস্থ্যের কথা কখনো ভাবো?

:-স্বামী বে'চা'রা আজ তিনদিন বসে বসে ভাবছে
"কোথায় কি ভু"ল বললাম?"
এভাবে বসে আছে দেখে স্ত্রী স্বামীকে
জিজ্ঞাসা করে:
স্ত্রী : তিনদিন ধরে দেখছি ঝি"ম মে"রে আছো।
কাকে নিয়ে চিন্তা করো? কার র'ঙ ধ'র'ছে মনে?


14/10/2023

শিকড়ের টান এক বিষ্ময়কর বন্ধন।

নিচের ছবিতে দেখা যাচ্ছে বয়স্ক এক দম্পতি একটি বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছেন। পুরুষ লোকটি চাকাযুক্ত চেয়ারে আর তার স্ত্রী হাতল ধরে দাঁড়িয়ে আছেন। তারা কথা বলছেন বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা কম বয়সী আরেক দম্পত্তির সাথে। ১৯৬৭ সালে একরাতে হঠাৎ সেনাদল এসে তাদেরকে বলপূর্বক এক কাপড়ে এই বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটি দখল করা নেয় ইহুদিরা বাহিরে থাকা বৃদ্ধ লোকটি প্রতিবছর অন্তত একবার সস্ত্রীক এই বাড়িটি দেখতে আসেন এবং এই বাড়ির 'বাসিন্দাদের' অনুরোধ করেন যে- "আমরা কিছুক্ষণের জন্য বাড়িটি একটু ঘুরে দেখতে চাই।" বাসিন্দারা অনুমতি দেননা।

তথাপি ফিলিস্তিনি দম্পতি প্রতিবছর এই বাড়িটি দেখতে আসেন দখলদার ইসরাইলি সৈন্যদের থেকে অনুমতি নিয়ে। এসে যথারীতি তারা অনুরোধ করেন- বাড়িটার ভিতরে যেতে, নাহয় অন্তত ঘরটির দরোজাটা একটু ছুঁয়ে দেখবো.... ঘরের বাহিরেই নাহয় পাঁচ মিনিট বসবো?
কিন্তু না। বাড়িতে বসবাসকারী ইহুদিরা অনুমতি দেননা।
তবে যাওয়ার সময় তারা একটি কথাই বলে যায়-"এই বাড়িটি আমাদের, আমার দাদা বড় হয়েছে এই বাড়িতে, আমার বাবার জন্ম এই বাড়িতে, আমার জন্ম এই বাড়িতে.... আমার সন্তানের জন্ম এই বাড়িতে। আমরা এই বাড়ি কারো কাছে বিক্রি করিনি। এই বাড়ির প্রতিটি ধূলিকণা আমাদের, প্রতিটা জাইতুনের পাতায় পাতায় আমাদের নাম। তোমরা আমাদের ভূমি জমি বাড়ি অন্যায়ভাবে কেঁড়ে নিয়েছ.... তোমরা দখলকারী।" ইহুদি দম্পতি প্রতিবার পুলিশকে ফোন করে বলেন যে- কয়েকজন ফিলিস্তিনি আমাদের বাড়ির সামনে এসে আমাদের বিরক্ত করছে! পুলিশ এসে তাদেরকে তাড়িয়ে দিয়ে যায়।

পরের বার (২০১৫ সালে) এসে দেখেন সবগুলো জাইতুন গাছ কেটে ফেলা হয়েছে, বাড়িতে ভিন্ন রং করা হয়েছে। ফিলিস্তিনি বৃদ্ধ কান্নায় ভেঙ্গে পড়েন.... তিনি অনুরোধ করেন- আর কখনো আসবোনা, আমি খুবই অসুস্থ, শেষ বারের মতো এসেছি- একটু বাড়ির ভিতরে যেতে দাও! এটাতো এখনো আমাদের বাড়ি!

ইহুদিরা তাদেরকে বাড়ির ভিতরে যেতে দেয়নি। যথারীতি পুলিশ ডেকে সরিয়ে দিয়েছে। ২০১৫ সালের ডিসেম্বরে (সম্ভবত) দখলদার ইসরাইলি সংবাদপত্র দৈনিক হারেৎস (Haaretz) এই বিষয়ে একটি প্রতিবাদ প্রকাশ করেছিল।

কপি: ©Collected সংগৃহীত

14/10/2023

রাতের বেলা নিজেকে সেলিব্রিটি মনে হয় 😜
মশারির বাহিরে হাজারো মশা অপেক্ষা করে , আমার সাথে দেখা করার জন্য ..!!😊
কিন্তু আমি পাত্তা দেই না 😆😆

12/10/2023

বন্ধুর কোম্পানিতে ঢুকানোর জন্য ম্যাডামের সেলারির কথা বলতাছে তারপর আমার নিষ্পাপ বন্ধুর সেই ডায়লগ! 🤣🤣

Mahbub Gaming
Prince Nur
Md Abul Hasan

11/10/2023

ইসলাম নামক বৃক্ষের গুঁড়ায় জল নয়, রক্ত ঢালতে হয়।

খেলা ভালোই জমছে! জাগো মুসলিম,  জাগো হে বীর সিপাহী। ১. লাল এরিয়া গাজা ২. সবুজ এরিয়া পূর্ণ স্বাধীন হওয়া৩. হলুদ এরিয়া এখন য...
09/10/2023

খেলা ভালোই জমছে!
জাগো মুসলিম, জাগো হে বীর সিপাহী।

১. লাল এরিয়া গাজা
২. সবুজ এরিয়া পূর্ণ স্বাধীন হওয়া
৩. হলুদ এরিয়া এখন যু*দ্ধ চলমান


Md Abul Hasann

“পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা,মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা,ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান,তাইতো তোমার নাম রেখে...
09/10/2023

“পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা,
মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা,
ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান,
তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।”

Md Abul Hasann

08/10/2023

– ইসলাম অহংকার করতে শেখায় না!🌸
– ইসলাম শুকরিয়া আদায় করতে শেখায়!🤲🕋🥀

08/10/2023

ফলো দিয়ে done লিখুন,
সাথে সাথেই ব্যাক পাবেন।



Md Abul Hasan
Md Abul Hasann

কটকটে হলুদ রঙের যে বি-শা-ল গোলাকার বস্তুটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো সূর্য যা প্রতিদিন আপনার বাড়ির পূর্বে ওঠে আর পশ্চি...
04/10/2023

কটকটে হলুদ রঙের যে বি-শা-ল গোলাকার বস্তুটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো সূর্য যা প্রতিদিন আপনার বাড়ির পূর্বে ওঠে আর পশ্চিমে অস্ত চলে যায়। তার নিচে তীর চিহ্নিত যে গোলাকার বস্তুটা আছে, সেটা হলো পৃথিবী যেখানে আমি, আপনি— আমরা সকলে বাস করছি।

শুধুমাত্র ছবির রেজুলেশানেই আপনি সম্ভবত আঁচ করতে পারছেন যে— বিশাল আকৃতির সূর্যের তুলনায় আমাদের পৃথিবী কতো ক্ষুদ্রাতিক্ষুদ্র। তবু জানিয়ে রাখা ভালো— সূর্যের আকৃতি এতো বি-শা-ল যে— ১ মিলিয়ন পৃথিবী এর মধ্যে অনায়াসে ঢুকিয়ে রাখা যাবে!

আপনি নিশ্চয় মাথা চুলকে ভাবতে চেষ্টা করছেন কতো বিশাল আকৃতি এই সূর্যের, তাই না? একটু থামুন! আপনি জেনে বিস্মিত হবেন— মহাবিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র হলো UY SCUTI যেটা ব্যাসার্ধের দিক থেকে আমাদের সূর্যের চেয়ে ১৭০০ গুণ বড়। মানে— সেই UY SCUTI এর মধ্যে ৫ বিলিয়ন (মিলিয়ন নয় কিন্তু) সূর্য অনায়াসে ঢুকে পড়তে পারবে!

মহাবিশ্বের যে ক্ষুদ্রতম অংশ আমরা জানতে পেরেছি তার খুব সংক্ষিপ্ত অংশের আলোচনা এটা৷ এর বাইরে পড়ে আছে কতো বিস্তৃত রহস্য, কতো অনুদঘাটিত ব্যাপারাদি তা মানবমস্তিষ্ক কল্পনাও করতে পারে না। এ বিশাল মহাবিশ্বের বিস্তৃতির সীমার দিকে চেয়ে এ দাবি করা একেবারেই অত্যুক্তি হবে না যে— UY SCUTI, যেটা ধারণ করতে পারবে ৫ বিলিয়ন সূর্যকে, মহাবিশ্বের অন্য অনেক জায়ান্ট নক্ষত্রের কাছে সেটা সমুদ্রের স্রেফ একটা বালির সমান!

এই যে এতো রহস্যময় মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রক যিনি, আপনি কেবলমাত্র তাঁর-ই ইবাদাত করেন। কী চমৎকার, কী অভাবনীয় ব্যাপারটা, তাই না? আরো বিস্ময়ের ব্যাপার কী জানেন? তিনি এই গোটা সৃষ্টিলোক সৃষ্টিই করেছেন কেবলমাত্র আপনার জন্যে। তারচেয়েও দারুন ব্যাপার হলো— সেই মহা প্রতাপশালী সৃষ্টিকর্তা আপনাকে সম্বোধন করেন ‘আমার বান্দা’ বলে।

ভাবুন তো— সৃষ্টিরাজির মধ্যে কী সুমহান মর্যাদা তিনি আপনাকে দান করেছেন! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি!

আরিফ আজাদ
Abdullah Al Mustafiz
ভাইয়ের টাইমলাইন থেকে।

27/09/2023
24/09/2023

স্বামী-স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর
স্বামী রাগ করে মাদ্রাসায় চলে গেল।

দশ মিনিট পরে স্ত্রীর ফোন,
"আমি চললাম, তোমার সংসার, ছেলেমেয়ে সব ফেলে।
যে দিকে দু'চোখ যায়।
স্বামী ঠিক আছে, যাও বলে ফোনটা কেটে দিল।
(এটা বিশ্বাস)!

দুপুরে লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায়নি,
বাসাতেই আছে এবং রান্না বান্না করে
টেবিলে খাবার সাজিয়ে রেখেছে।
(এটা মায়া)

এরপর দুজন দুই রুমে মুড অফ করে শুয়ে আছে,
কারো কোন কথা নেই। কেউ কাউকে খেতেও ডাকছে না,
নিজেও খাচ্ছে না।
(এটা অভিমান)

বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় চলে গেল।
(এটা দায়িত্ববোধ)

স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে
ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো,
দুটো গ্লাসে পানি ঢালা,
তারপর কি ভেবে ফিরে এলো রুমে।
ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে।
(এটা অপেক্ষা)

রুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো,
"তুমি যে কারনে যেতে পারোনি,
আমিও সে কারণে খেতে পারিনি।"
(এটা ভালোবাসা..!)

শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না,
সংসার টিকে থাকার জন্য দরকার বিশ্বাস,
মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষার...।

Md Abul Hasan

জিয়া হলের ফিরোজের সম্পর্ক ছিল বঙ্গমাতা হলের এক মেয়ের সাথে। একসময় ওদের প্রেম দেখলে মনে হবে বেস্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড...
23/09/2023

জিয়া হলের ফিরোজের সম্পর্ক ছিল বঙ্গমাতা হলের এক মেয়ের সাথে। একসময় ওদের প্রেম দেখলে মনে হবে বেস্ট কাপল ইন দ্য ওয়ার্ল্ড। ফিরোজের পরিবার‌‌ও জানতো বিষয়টা। তারপর মেয়ে তার ব্যক্তিগত কারণ দেখিয়ে সম্পর্ক বিচ্ছেদ করে‌। এরপর থেকে বঙ্গমাতা হলের সামনে কতশত রাত দাড়িয়ে থাকতো শুধু একটু দেখা করার জন্য হিসেব নাই।

ফিরোজ তার মাকে কথা দিয়েছিলো, ওই মেয়ের জন্য নিজের ক্ষতি করবে না। সেই কথা রাখতে পারে নি।

বেস্ট ফ্রেন্ড হিসেবে নিয়মিত খুঁজ খবর নেয়ার অংশ হিসেবে গত শুক্রবার(১৫-০৯-২০২৩) সকাল ১১ টায় ফোন দেই। জানতে পারি ওদের সম্পর্ক ঠিক করার জন্য ফিরোজের মা, বড় ভাই, ছোট ভাই ক্যাম্পাসে আসছে। মেয়েটা সবার নম্বর ব্লক লিস্টে রেখেছে। আমি ওদের কাছে যেয়ে আমার ফোন থেকে ফোন দেই। কথা না বলেই আমাকে ব্লক করে দিল!

মা ও পরিবার সুদূর গোপালগঞ্জ থেকে ঢাকা এসেও ব্যার্থ হয়ে বাসায় চলে যায়। ফিরোজকেসহ আমি গাড়িতে তুলে দেই। রবিবার ফিরোজ আবার ক্যাম্পাসে আসে। আমরা সারাদিন একসাথে ছিলাম, রাত ২ টা পর্যন্ত মুহসীন হলের ছাদে আড্ডা দিয়েছি। অনেক আলাপ করেছি। অনেক বুঝিয়েছি। ফিরোজের কষ্টের জায়গাটা হলো, বাসায় যেয়ে ফিরোজের মা মেয়েকে ফোন দিয়েছিল অন্য নম্বর দিয়ে। রিসিভ করার পর ফিরোজের মায়ের পরিচয় জানার সাথে সাথেই ফোন কেটে ব্লক দেয়। অথচ অনেক আগের ভিডিওতে দেখেছি ওর মার সাথে কত মুহাব্বতের সাথে কথা বলেছে। ওর নানার খুঁজ খবর নেয়ার পর ওর বাবার কথা জিজ্ঞেস করার সময় বলেছিল, " আর আমার বাবা কেমন আছে?"
সেই মেয়ে কিভাবে এত অপমান করতে পারলো!

ফিরোজ ওর মাকে কথা দিয়ে এসেছিল মেয়ের জন্য নিজের ক্ষতি করবে না। সেই কথা রাখতে পারেনি।

কতভাবে, কতজনের মাধ্যমে মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। একটু দেখা করার জন্য সারারাত বঙ্গমাতা হলের সামনে দাড়িয়ে থাকতো। মেয়ের সাথেও আমাদের পরিচয় ছিল, ওদের প্রেম ভালোবাসা দেখে বেস্ট কাপল মনে হতো।
আহা ওদের প্রেম, বিয়ে...

ফিরোজের মা আমাকে ওদের বাড়ি যেতে বলতো, আজ যাচ্ছি। তবে ফিরোজের লা*শ নিয়ে...

আমি মেয়েদের অনুরোধ করব,কারো হাত ধরে রাখতে না পারলে প্লিজ অভিনয় করে কাউকে মৃ*ত্যুমুখে ঠেলে দিবেন না

সূত্রঃ ফিরোজের ঘনিষ্ট বন্ধু ©

17/09/2023

#বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে আনতে পারেনি।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!

আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!

সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।

একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই।
আমাদের জীবন সুখের হবে।

05/09/2023

বিয়ের ২১ বছর পর আমার স্ত্রী আমাকে বলল অন্য একজন মহিলাকে নিয়ে বাইরে বেড়াতে ও খেতে নিয়ে যেতে। সে বলল, “আমি তোমাকে ভালবাসি, কিন্তু আমি জানি এই মহিলাটিও তোমাকে ভালবাসেন এবং তিনি তোমার সাথে একান্তে কিছু সময় কাটাতেও ভালবাসবেন।”

আমার স্ত্রী যার সাথে আমাকে বাইরে যেতে বলছিল, তিনি ছিলেন আমার মা, যিনি ১৯ বছর আগে বি'ধবা হয়ে গেছেন; কিন্তু আমার কাজের চাপ আর তিন সন্তানের দায়িত্বের কার...
নে শুধু কোন উপ'লক্ষ হলেই তার সাথে আমার দেখা হওয়া সম্ভব হত।

সেই রাতে আমি মাকে ফোন করে একসাথে বাইরে বেড়াতে ও খেতে যাওয়ার আমন্ত্রন জানালাম। তিনি প্রশ্ন করলেন, ‘কি ব্যপার বাবা, তুমি ভাল আছ তো?’

আমার মা হলেন এমন একজন মানুষ যিনি গভীর রাতে ফোন কল বা আক'স্মি'ক দাওয়াতকে কোন দুঃ'সংবাদ বলে আগাম আ'শ'ঙ্কা করেন। মায়ের প্রশ্নে আমি বললাম, ‘ভাবছি তোমার সাথে কিছু ভাল সময় কাটাবো মা। শুধু তুমি আর আমি।’ তিনি এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, “এমন হলে আমার খুবই ভাল লাগবে বাবা।”

কাজ শেষে সেদিন যখন ড্রাইভ করে মাকে তুলে নিতে গেলাম, কিছুটা না'র্ভা'স বোধ করছিলাম। যখন সেখানে পৌঁছলাম, খেয়াল করলাম, তিনিও যেন এভাবে দেখা করার জন্য কিছুটা না'র্ভা'স। তিনি রেডি হয়ে দরজার কাছেই অপেক্ষা করছিলেন। তার চেহারা ছিল দ্যুতিময় হাসি। গাড়িতে উঠতে উঠতে তিনি বললেন, ‘আমি আমার বন্ধুদের বলেছি যে আমি আমার ছেলের সাথে বেড়াতে যাচ্ছি; তারা শুনে খুবই খুশী হয়েছে। আমাদের সাক্ষাতের বর্ণনা শোনার জন্য তারা অধীর ভাবে অপেক্ষা করছে।’

আমরা যে রেস্তোরাঁয় গেলাম, সেটা খুব দামী না হলেও বেশ ভাল আর আরামদায়ক ছিল। আমার মা আমার বাহু ধরে ছিলেন, যেন তিনি একজন ‘ফার্স্ট লেডী’। বসার পরে আমাকেই মেনু পড়ে শোনাতে হল। তিনি শুধু বড় লেখা পড়তে পারতেন। অর্ধেক পড়ে শোনানোর পর মুখ তুলে তাকিয়ে দেখলাম, তিনি তাকিয়ে শুধু আমাকে দেখছেন। তার ঠোঁটে এক নস্টালজিক হাসি। তিনি বললেন, ‘তুমি যখন ছোট ছিলে, আমাকে মেনু পড়ে শোনাতে হত।’ আমি বললাম, ‘এখন তাহলে সময় এসেছে যেন তুমি আরাম কর আর আমাকে সুযোগ দাও তোমার সেই ক'ষ্টের প্রতিদান কিছুটা হলেও দেওয়ার।’

খেতে খেতে আমরা সাধারন নিত্যনৈমিত্তিক কথা বার্তা বললাম- বিশেষ কিছু না, জীবনের নতুন নতুন ঘটে যাওয়া ঘটনাবলী একজন আরেকজনকে জানালাম। আমরা অনেকক্ষন গল্প করলাম। পরে যখন মাকে তার বাসায় নামিয়ে দিচ্ছিলাম, তিনি বললেন- “আমি তোমার সাথে আবার বেড়াতে যাব, কিন্তু দাওয়াতটা আমি দেব।” আমি রাজী হলাম।

যখন ঘরে ফিরলাম, আমার স্ত্রী প্রশ্ন করল, ‘তোমার সাক্ষাত কেমন কাটল?’ জবাব দিলাম, ‘ভীষণ ভাল, আমি যেমন ভেবেছিলাম তার চেয়েও অনেক ভাল।’

কিছুদিন পর আমার মা হঠাৎ হা'র্ট অ্যা'টাকে মা'রা গেলেন। এটা এমন আক'স্মি'কভাবে ঘটলো যে তার জন্য আমার কোন কিচ্ছু করার সুযোগও হল না। কিছুদিন পর একটা খাম আসলো আমার কাছে। ভেতরে একটা সেই রেস্তোরাঁর রিসিট যেখানে মাকে নিয়ে খেতে গিয়েছিলাম। সাথে একটি ছোট্ট চিঠি, তাতে লেখা-

‘আমি এই বিলটি অগ্রিম আদায় করে দিয়েছি, জানিনা তোমার সাথে আবার সেখানে যেতে পারতাম কিনা; যাইহোক আমি দুই জনের খাবারের দাম দিয়ে দিয়েছি- একটা তোমার আরেকটা তোমার স্ত্রীর জন্য। তুমি কখনও বুঝবে না সেই রাতটি আমার জন্য কত বিশেষ ছিল। তোমাকে অনেক ভালবাসি বাবা।’

সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম, সময়মত ‘ভালোবাসি’ কথাটা বলতে পারা এবং প্রিয় মানুষগুলোকে কিছুটা একান্ত সময় দেওয়া কতটা জরুরী। জীবনে নিজের পরিবারের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। তাদেরকে তাদের প্রাপ্য সময়টুকু দিন, কারন এগুলো কখনও ‘পরে কোন এক সময়’ এর জন্য ফেলে রাখা যায় না।

আল্লাহ যেন আমাদের সবার মা দেরকে যারা জীবিত আছেন এবং মা'রা গেছেন, তাদের উপর রহমত বর্ষ'ণ করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তাদের জন্য দয়া, ধৈর্য এবং ভালবাসা দান করেন।

🧿🗨️এক যুবতি মেয়ে একজন আলেমকে প্রশ্ন করলো➖❗🗨️মেয়েঃ সৌন্দর্য যদি লুকিয়েই রাখতে হবে,তবে কেন নারীকে স্রষ্টা এতো সৌন্দর্য ...
14/07/2023

🧿🗨️এক যুবতি মেয়ে একজন আলেম
কে প্রশ্ন করলো➖❗
🗨️মেয়েঃ সৌন্দর্য যদি লুকিয়েই রাখতে হবে,
তবে কেন নারীকে স্রষ্টা এতো সৌন্দর্য দিলেন ??
🗨️আলেমঃ মা-মনি বলছি। আগে বলো, তোমার হাতে কী ? আর এরকম কচ্ছপের মতো হাটছো কেন?
🗨️মেয়েঃ এগুলো ডিম। জোরে হাটলে
ভেঙ্গে যাবে তো, তাই।
🗨️আলেমঃ ভাঙলে অসুবিধা কী ? ডিম ভেঙ্গেই তো খেতে হবে।
🗨️মেয়েঃ কী যে বলেন ভেঙ্গে গেলে তো সর্বনাশ।
ডিম যাবে, রাস্তাও নষ্ট হবে। কেউ আবার তাতে পিছলে পড়ে আমাকে গালি দেবে।
🗨️আলেমঃ তার মানে, তুমি কি ডিম ভেঙ্গে খেতে চাও না?
🗨️মেয়েঃ খেতে হলে আমি এই রাস্তায় ভাঙবো কেন! বাসায় নেয়ার পর আম্মুকে দিবো।আম্মু রান্নার সময় ভেঙ্গে রান্না করবেন।
🗨️আলেমঃ দেখো মা-মনি সামান্য একটা ডিম ভাঙ্গার জন্য নির্দিষ্ট স্থান এবং পাত্র আছে। সবাই তা জানে। অথচ সৃষ্টিজগতের শ্রেষ্ঠ জাতি নারীর সৌন্দর্য যেথায় সেথায় প্রদর্শন করবে !!
নির্দিষ্ট স্থান এবং পাত্র থাকবে না। সেটা কি যুক্তিযুক্ত হল? ?
🗨️শোনো মেয়ে নারীদেরও সৌন্দর্য প্রদর্শনের জন্য, নির্দিষ্ট স্থান ও পাত্র আছে।সেখানেই সৌন্দর্য প্রদর্শন করো,অন্য কোথাও না।এখানে নারীর সৌন্দর্য প্রদর্শনের স্থান হল ঘর।আর নারীদের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার তার স্বামীর।আর অন্য কারো সে অধিকার নাই।
🗨️ইসলাম নারীর জন্য পর্দা ফরজ করে
দিয়েছে।ঘরের বাহিরে যেতে হলে অবশ্যই পর্দা করতে হবে তোমার সৌন্দর্য যেন অন্য কেউ না দেখে।তুমি তোমার সৌন্দর্য যেখানে সেখানে প্রদর্শন করতে পারবেনা।আর যাকে তাকে তোমার সৌন্দর্য দেখাতে পারবেনা।
🗨️অতএব,তুমি সৌন্দর্য প্রদর্শন করবে তোমার স্বামীর জন্য তাও নির্দিষ্ট স্থানে।অন্য কোথাও না।
আল্লাহ তাআলা সকল কে বুঝার তাওফিক দান করুক।আমিন।

10/07/2023

কাঠাল নিলাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৩ জন।

বিস্তারিত কমেন্ট বক্সে।


হাফপ্যান্ট পড়া আধুনিকতা নয় নির্লজ্জতা,,,হাফপ্যান্ট পরা যুবকদের সংখ্যা দিনদিন বাড়ছে...!!যা আগে আমাদের সমাজে কল্পনাও করা ...
09/07/2023

হাফপ্যান্ট পড়া আধুনিকতা নয় নির্লজ্জতা,,,
হাফপ্যান্ট পরা যুবকদের সংখ্যা দিনদিন বাড়ছে...!!
যা আগে আমাদের সমাজে কল্পনাও করা যেতো না৷
অথচ হাঁটু ঢেকে কাপড় পরিধান করা ফরয৷
হাঁটু খোলা রাখা হারাম৷
আর এটা এমন হারাম যা গোপনে নয়,প্রতিনিয়ত জনসম্মুখে লিপ্ত হতে হয়৷

আমাদের মুসলিম যুবকদের মাঝে সেই হারামে লিপ্ত
হওয়ার প্রবণতা ও ঝোঁক বেড়েই চলেছে৷
কোনো গোনাহ প্রকাশ্য করতে করতে একসময়
ভেতর থেকে অনুশোচনা বা অপরাধবোধের
অনুভূতিটুকু বিনষ্ট হয়ে যায়৷

হাদীসে এসেছে রাসূল ﷺ বলেছেন-আমার উম্মতের সবাইকে মাফ করে দেয়া হবে,কেবল প্রকাশ্য গোনাহকারী ছাড়া৷(সহীহ বুখারী ও মুসলিম)

কারণ-
প্রকাশ্য গোনাহকারীর মধ্যে অপরাধবোধের পরিবর্তে তার ভেতর গোনাহের উপর একপ্রকার অহংকার বোধ চলে আসে৷
যেন ড্যামকেয়ার ভাব৷

প্রকাশ্য গোনাহকারী তার কৃত গোনাহের দিকে অপরকে আহবান করতে থাকে৷
মৌখিক আহবান নয়,নিজে আমলের মাধ্যমে নিরব আহবান৷

প্রকাশ্য গোনাহকারী অপরকে তার গোনাহের সাক্ষী বানিয়ে নিলো৷
এক/দুইজন নয়,অসংখ্য সাক্ষী৷
এরা কিয়ামতের দিন তার বিপক্ষে তার কৃত গোনাহের সাক্ষী হবে৷

আল্লাহ আমাদের সব রকমের প্রকাশ্য-অপ্রকাশ্য গোনাহ থেকে হেফাজত করুন৷
আল্লাহুম্মা আমীন।...

: একদাম দশলাখ।   : কম হবে না, ভাই? 'দশলাখ' দামটা একটু বেশি বেশি  হয়ে যায় না?  : কী যে বলেন আপনি, মেয়ের চেহারা দেখছেন কত ...
24/06/2023

: একদাম দশলাখ।

: কম হবে না, ভাই? 'দশলাখ' দামটা একটু বেশি বেশি হয়ে যায় না?

: কী যে বলেন আপনি, মেয়ের চেহারা দেখছেন কত সুন্দর!! আপনারা কত হলে নিবেন?

: একদাম পাঁচলাখ, এর বেশি দেব না।

: কী যে বলেন ভাই, আজকাল তো রিকশা ওয়ালার মেয়রেও পাঁচলাখ কাবিন দিয়ে নেয়, সেখানে আমার সুন্দরী, শিক্ষিত (মোটাতাজা) মেয়েরে পাঁচলাখ?

: পাঁচলাখে মেয়ে দিলে দেন, না দিলে আমরা অন্য মেয়ে দেখি।

এই কথা বলে ছেলেপক্ষ উঠে গেল।

মেয়ের বাবা পিছন থেকে বলতে লাগল, "আটলাখ হইলে আইসেন ভাই, কথা ফাইনাল করব।"

বিঃদ্রঃ গল্পটা হাস্যকর হলেও এটাই বাস্তবতা।
pic for attention 🙂

14/05/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

26/04/2023

এদারায় মোট মুমতাজ —৫৯
জামেয়া দরগায় মোট মুমতাজ—২৫
আলহামদুলিল্লাহ ❤️

Eid mubarak
23/04/2023

Eid mubarak

04/04/2023

💠রিয়া কাকে বলে???

১) নামায শেষ করে উঠে যাওয়ার সময় জানতে পারলাম মেহমান চলে এসেছে। এজন্য মেহমান ঘরে প্রবেশ করা পর্যন্ত জায়নামাজে বসে থাকলাম। সম্পুর্ন ইচ্ছাকৃত না হলেও অবচেতন মন চাইছে নামায যে পড়তেছি মেহমান দেখুক! এটি ই রিয়া।

২) কেউ জিজ্ঞেস করলো-আপনি কি করছেন???
উত্তরে বললাম-আমি নামায পড়ে উঠে নাস্তা করতেছি বা নামায পড়ে উঠে এখন রান্না করতেছি।এখানে শুধু নাস্তা বা রান্না করার কথা বললেই হতো, সাথে -নামায পড়ে উঠে" কথাটি জুড়ে দিয়ে অতি সুক্ষভাবে নামাযকে প্রচারে নিয়ে আসা হল। এটি ই রিয়া।

৩) ফজরে যে নামায পড়তে উঠলাম কিন্তু কেউ জানলো না, তাই সেটা মানুষকে জানানোর জন্য দিলাম ফেসবুকে একটা পোস্ট, লিখলাম : "সবাই নামায পড়তে উঠুন/ঐ সময় ই ফজর নামাজের ফযীলত সম্পর্কিত/শাস্তি নিয়ে পোস্ট করলাম।" আমি জানি আমার এই পোস্টে কারো ঘুম ভাংগবেনা,তাও দিলাম। মোদ্দাকথা নামাযের ব্যাপারটা সবাইকে জানাতেই হবে। এটি ই রিয়া।

৪) নফল রোজা রেখে দুপুরে বন্ধুর সাথে চ্যাট করছি, হঠাৎ তাকে জিজ্ঞেস করেছি,ভাত খেয়েছিস কিনা?অথচ আজীবন তার ভাতের খবর নেয়নি,সে হ্যাঁ/না উত্তরের সাথে যে "তুই খেয়েছিস?"এটা জিজ্ঞেস করবে সেটার গ্যারান্টি সূর্য উঠার মতই,সে সুযোগে না দোস্ত রোজা রেখেছি বলে রোজার প্রচার করে দিলাম, এটি ই রিয়া।

৫) কুরবানির গরু কিনলাম, অফলাইনের আশেপাশের সবাই দেখলেও অনলাইন বন্ধুদের সামনে তো আর শো আপ করা হলো না।তাই প্রাইভেসি পাবলিক করে দিয়ে দিলাম পোস্ট, আলহামদুলিল্লাহ্‌ Done এইটি রিয়া।

৬) বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় মজার ছলেই টেকনিকে বলে দিলাম, তুই বেটা কিপটা, কিছুই দান করিস না। প্রতিউত্তরে, "তুই কি দান করে উল্টিয়ে ফেলছিস? এই প্রশ্নটা যে করবে তা জানুয়ারির পর ফেব্রুয়ারি আসার মতই নিশ্চিত আমি, সাথে সাথেই দিয়ে দিলাম আমার দানের লিস্ট, সম্পূর্ণ ডিটেল সহকারে। এইটি রিয়া।
৭) আলোচনার মাঝে এক বন্ধু জিজ্ঞেস করলো এবার রমজানে কে কি আমল করেছো??? গর্ব করে কেউ বল্লো আমি প্রতি বছর দু খতম কুরআন পড়ি, কেউ বল্লো আমি ছোটো বেলা থেকেই ৩০ টা রোজাই রাখি, কেউ বল্লো আমি ইফতার পার্টি করে অনেক ইয়াতিমদের খাইয়ে দিয়েছি। এইটি রিয়া।

আল্লাহ পাক আমাদের সবাইকে এসব লোক দেখানো ইবাদত করার থেকে দূরে থাকার তাওফিক দান করুন, আমিন।

25/02/2023

সেক্সুয়াল কিছু মোবাইলে দেখাবে না এরকম এপ্সের নাম কী?
শুরুতেই আপনার ফোনের সেটিংস এর Wireless Connections অপশনে যেতে হবে।

সেখানে যাওয়ার পর Private DNS অপশনটিতে যেতে হবে। তবে বলে রাখা ভালো যে, কোনো কোনো ফোনে Private DNS অপশনটি অন্য জায়গায় থাকতে পারে।

পর্ন সাইট বন্ধ করার জন্য এই Private DNS অপশনটি প্রয়োজন।

তাই, আপনার ফোনের সেটিংস থেকে Private DNS অপশনটি খুজে বের করুন।

এরপর, Private DNS অপশনটিতে ক্লিক করার পর তিনটি অপশন পাবেন।

এর মধ্যে একটি অপশন এ ক্লিক করলে এডিট করা যায়, যেটিতে এডিট করা যায়, সেটিতে adult-filter-dns.cleanbrowsing.org লিখে সেভ করে দিন।

এতোটুকু করলেই সমস্ত পর্নসাইট আপনার ফোন থেকে বন্ধ হয়ে যাবে। কোনরকম পর্নসাইট আপনার ফোন থেকে খুঁজে পাওয়া যাবে না।

সফলতা কামনা করি
17/02/2023

সফলতা কামনা করি

বাবা মানে একটু শাসন, অনেক ভালোবাসা। প্রতিটি মানুষের জীবনে বাবা ছাদ হয়ে থাকেন। কালবৈশাখী ঝড়ে হঠাৎ ভেঙে যাওয়া বটবৃক্ষের...
09/02/2023

বাবা মানে একটু শাসন, অনেক ভালোবাসা।

প্রতিটি মানুষের জীবনে বাবা ছাদ হয়ে থাকেন। কালবৈশাখী ঝড়ে হঠাৎ ভেঙে যাওয়া বটবৃক্ষের মতো হয়তো কারও কারও জীবনে বাবা নামক বৃক্ষটি হারিয়ে যায়।

তখন বটবৃক্ষের নিচে থাকা গাছগুলোর মতো বাবাহারা সন্তাদের সমস্ত ঝড়-বৃষ্টি-রোদ মোকাবেলা করে পৃথিবীতে টিকে থাকতে হয়।

বাবা-দুটি অক্ষরে গঠিত শব্দটির মর্মার্থ এত বিশাল যে তা কোনো সংজ্ঞায় বা ভাষায় আবদ্ধ করা যায় না।

বাবা মানেই একটি সুশীতল ছায়ার বটবৃক্ষ। বাবা তো সে জন যার হাত ধরে শেখা যায় জীবনে হোঁচট খেয়ে পড়ে গিয়ে ও কীভাবে উঠে দাঁড়াতে হয়, কীভাবে স্বপ্ন পূরণের দুর্গম পথে পাড়ি দিতে হয়।

বাবা মানে উত্তপ্ত রৌদ্রে মাথার উপর বটবৃক্ষের ছায়া, বাবা মানে আকাশ সমান মায়া।
বাবা শব্দটি উচ্চারণ করলে মনটা কোমল হয়ে ওঠে। এ যেন আস্থায় উচ্চারিত এক প্রিয় শব্দ। বাবার ভালোবাসার কাছে পৃথিবীর সকল ভালোবাসা ম্রিয়মাণ হয়।

সেই ছোট্ট বেলায় বাবাকে হারিয়েছি!
যখন দেখতাম কেউ তার বাবা-র পাশে বসে গল্প করতে আমার তখন সহ্য হতোনা!

আল্লাহ তাআলা আমার বাবাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন!

আমিন!!!!

Good morning.
04/02/2023

Good morning.

দরগাহ হযরত শাহ জালাল রহঃ সিলেট
03/02/2023

দরগাহ হযরত শাহ জালাল রহঃ সিলেট

Address

Chondipur Derai
Derai

Telephone

+8801750182781

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abul Hasan Bin Malik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abul Hasan Bin Malik:

Videos

Share