01/02/2020
সৈদুর রহমান তালুকদার: একটি জাতিকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই, আর এই শিক্ষার মুল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছেন এবং হাতে নিয়েছেন। বছরের শুরুতেই শিশুদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। শতভাগ উপবৃত্তি দেওয়া হচ্ছে। শিক্ষকদের আধুনিক যুগোপযোগী ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সরকার আমাদের সব দিচ্ছেন কিন্তু আমরা যদি আন্তরিকভাবে শ্রেনী কক্ষে পাঠদান না করাই তবে সব কিছুই বিলিন হয়ে যাবে তাই প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি ম্যানেজিং কমিটি, সমাজের সচেতন ও শিক্ষিত সমাজকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। ছাত্রছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে আসার যে উদ্যোগ নেওয়া হয়েছে মিড ডে মিলের মাধ্যমে তা ঝরে পড়া রোধে অনেক কাজে আসবে। সরকার ও প্রতিটি বিদ্যালয়ে ঝরে পড়া রোধে মিড ডে মিলের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে। আজ ব্যক্তিগত উদ্যোগে শিশুদের মধ্যে মিড ডে মিলের ব্যবস্থা যিনি করেছেন উনাকে আন্তরিক ধন্যবাদ।জ্ঞান অর্জন করতে হলে প্রথম যে শিক্ষা নিয়ে থাকি তা হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই প্রাথমিক শিক্ষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা ছাড়া কোন উন্নয়ন ই সম্ভব নয়। গতকাল শনিবার দুপুরে দিরাই উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বাস্তবায়ন করতে' মায়ের দেওয়া খাবার খাই মনের আনন্দে স্কুলে যাই এই শ্লোগান কে সামনে নিয়ে দিরাই উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার বিতরন অনুষ্ঠানে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। গতকাল শনিবার দুপুরে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম তোহা চৌধুরীর সভাপতিত্বে ও মধুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা,উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল হালিম, সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, বিশিষ্ট শিক্ষানুরাগী শিবলী চৌধুরী, মিড ডে মিলের দাতা সৈয়দ মফরুল হোসেন, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, দিরাই প্রেসক্লাব কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী আনেছ উদ্দিন তালুকদার, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র কুমার তালুকদার, পান গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু হালদার, ইজারা কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ছাত্রছাত্রীদের মধ্যে উন্নত খাবার বিতরন করেন অতিথিরা।
http://openbangla24.com/archives/3195
সৈদুর রহমান তালুকদার: একটি জাতিকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই, আর এই শিক্ষার মুল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। ....