NexGen

NexGen Transforming lives through education, healthcare, and community development. We’re dedicated to fostering a sustainable future and empowering the people .

Together, we create opportunities and drive progress.Join us in creating a brighter Future....🌹

11/09/2024

জাহান্নাম একটি ধর্ম নিরপেক্ষ স্থান সেখানে সব ধর্মের লোক থাকবে।
জান্নাত কিন্তু সাম্প্রদায়িক যেখানে শুধু ঈমানদারগনই থাকবেন।🤲🤲



আপনি যখন কোনো কিছু করা, বা কোনো ভালো কাজ করা শুরু করবেন আর সেই কাজে যদি বাধা আস্তে শুরু করে তাহলে মনে করবেন আপনি সঠিক কা...
08/09/2024

আপনি যখন কোনো কিছু করা, বা কোনো ভালো কাজ করা শুরু করবেন আর সেই কাজে যদি বাধা আস্তে শুরু করে তাহলে মনে করবেন আপনি সঠিক কাজ করছেন আর এই কাজকে আপনি ধরে রাখতে পারলে ইন-শা-আল্লাহ সফলকাম হবেন 🤲🤲🤲

বন্যায় কবলিত মানুষদের জন্য আমাদের সংগঠন এর ছোটো প্রচেষ্টা। 🤲🤲
24/08/2024

বন্যায় কবলিত মানুষদের জন্য আমাদের সংগঠন এর ছোটো প্রচেষ্টা। 🤲🤲

"মুক্তিযুদ্ধের চেতনা,          রাষ্ট্র কারো বাপের না"সঙ্গে থাকলে সঙ্গী,                 বিরুদ্ধে গেলে জ'ঙ্গী,যদি চাও অধি...
16/07/2024

"মুক্তিযুদ্ধের চেতনা,
রাষ্ট্র কারো বাপের না"
সঙ্গে থাকলে সঙ্গী,
বিরুদ্ধে গেলে জ'ঙ্গী,
যদি চাও অধিকার,
বানিয়ে দিবো রা'জা'কার! তুমি কে আমি কে
রাজাকার রাজাকার ।
চাইলে অধিকার, বানিয়ে দেয় রাজাকার।
হোক লড়াই আরেক বার,
ধ্বংস হোক স্বৈরাচার ।

বাতাসে ভেসে আসে রক্তের ঘ্রাণএকটি কাক ডেকে জানান দেয় সে আরও একটি খাবারের সন্ধান পেয়েছে।সেই ডাকে শতশত কাক উড়ে আসে ছিড়ে খায়...
16/07/2024

বাতাসে ভেসে আসে রক্তের ঘ্রাণ
একটি কাক ডেকে জানান দেয়
সে আরও একটি খাবারের সন্ধান পেয়েছে।
সেই ডাকে শতশত কাক উড়ে আসে
ছিড়ে খায় নিষ্পাপ মৃত মানুষের মাংশ।

বাতাসে কান্নার শব্দ ভেসে আসে
একটি মা’য়ের চিৎকার জানান দেয়
সে আরও একটু সন্তান হারিয়েছে।
সেই চিৎকারের সুড়ে শতশত সন্তান
দৌড়ে আসে, মা'কে বাঁচাতে হবে বলে।

এবার তুমি বলো— তবুও তুমি ঘরে থাকবে?

বয়কট  আমি এমনিতেই এইগুলা কম খাই। আর এখন তো এইগুলার দিকে তাকাই ও না।Dream Hunter
02/03/2024

বয়কট

আমি এমনিতেই এইগুলা কম খাই। আর এখন তো এইগুলার দিকে তাকাই ও না।

Dream Hunter

09/05/2021

তুমি ধুপ ছায়া জেনেও ,
ছুটি তোমার পিছু ।
লাভ হবে না জানি ,
তবে ক্ষতি হবে কিছু ।

Address

Rupganj
Demra
1464

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when NexGen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share