Mily's Ideas Of Life

Mily's Ideas Of Life অভিমানে ফুটেনা গোলাপ 🥀🥀

১. তারা অল্পতে রেগে যায় আবার ঠিকও হয়ে যায়।২.তারা কাউকে ঠকানোর কথা চিন্তাও করেনা।৩.তারা সহজে মানুষকে বিশ্বাস করে বিপদে পর...
09/11/2024

১. তারা অল্পতে রেগে যায় আবার ঠিকও হয়ে যায়।
২.তারা কাউকে ঠকানোর কথা চিন্তাও করেনা।
৩.তারা সহজে মানুষকে বিশ্বাস করে বিপদে পরে যায়।
৪.তারা সব সময় চিন্তা করে যেনো তার জন্য কেউ মনে কষ্ট না পায়।

04/11/2024

যদি আমার আকাশে আর সূর্য্য না উঠে তবে আমার কাফন এখন কোথায় আছে।

27/10/2024

♥আল্লাহ্ তার প্রতিটা সৃষ্টির প্রতি কতোই না দয়ালু♥

26/10/2024

বিপদ যখন নেয়ামত তখন সেই বিপদ আনন্দের হয়ে যায়। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ যা করেন সেটা বান্দার ভালোর জন্যই করেন।

11/10/2024

প্রিয় মানুষটার অসুস্থতায় নিজেকে অনেক অসহায় লাগে,
যেনো নিজেকেই অসুস্থ মনে হয়।

07/10/2024

আপনার জীবনের সবচেয়ে সুন্দর সময় পার করছেন কত সালে?
"আমার ২০১৯ এবং ২০২০"

আসসালামুআলাইকুম
07/10/2024

আসসালামুআলাইকুম

এত বড় পেঁপে গাছ এই প্রথম দেখলাম।
10/09/2024

এত বড় পেঁপে গাছ এই প্রথম দেখলাম।

26/08/2024

লীগ মনে হচ্ছে ''যেমন খুশি তেমন সাজো" প্রতিযোগিতা শুরু করেছে।
ডাকাত, পুলিশ,হিন্দু, HSC’24, আনসার, রিক্সা, বিদ্যুৎ ....তারপর? 🤔

দেশে এখন দাবি আদায়ের আন্দোলন চলতেছে তাইগৃহীনিদের ৮ দফা আন্দোলন:১. গৃহীনিদের কাজের সময় ২৪ ঘন্টা থেকে কমিয়ে সকাল ৮টা থেকে ...
26/08/2024

দেশে এখন দাবি আদায়ের আন্দোলন চলতেছে তাই
গৃহীনিদের ৮ দফা আন্দোলন:

১. গৃহীনিদের কাজের সময় ২৪ ঘন্টা থেকে কমিয়ে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত করা
২. বেতনভুক্ত করা।
৩. বারতি কাজের জন্য ওভারটাইম সিস্টেম চালু করা।
৪. মাসে একবার শপিং করতে নিয়ে যাওয়া।
৫. মাসে একবার ট্যুরে যাওয়া।
৬. মাসে ২বার পার্লারে যেতে দেওয়া।
৭. সাপ্তাহে একদিন ছুটি দেওয়া।
৮. মাঝে মাঝে বাহিরে খেতে নিয়ে যেতে হবে।
"এই দাবি সকল স্বামীকে মানতে হবে মানতে হবে"

গত ১৫ বছর মুখ ফাক করে একটা কথাও বলতে পারেনি আর এখন এই ১৫ দিনে কত আন্দোলন শুরু হয়ে গেছে😡
আগে বন্যার্তদের পাশে দাড়ান, মানুষ বাঁচান

24/08/2024

ফটো অব দ্যা ডে 📸📸📸
মুরব্বি মুরব্বি উহু উহু এরা কিন্তু গ্রাজুয়েট চিকিৎসক না। ডিএমএফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসক। বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করছে।

24/08/2024

বন্যাদুর্গতদের জন্য আমার সামান্য উপহার পাঠিয়ে দিলাম।

Send a message to learn more

এই আইন যদি আমাদের দেশেও হতো
23/08/2024

এই আইন যদি আমাদের দেশেও হতো

আমি ৩ জন নাফিসাকে চিনি আর এই তিনজনই অন্যের সুখের সংসার ভাংগার কারন।
20/08/2024

আমি ৩ জন নাফিসাকে চিনি আর এই তিনজনই অন্যের সুখের সংসার ভাংগার কারন।

মাঝে মাঝে আল্লাহ তা'আলা আমাদের একা করে দেন, পুরোপুরি একা। ঠিক সেই মুহুর্তে আমরা বুঝি এই দুনিয়ায় আমরা যাদের আষ্টেপৃষ্টে ব...
17/08/2024

মাঝে মাঝে আল্লাহ তা'আলা আমাদের একা করে দেন, পুরোপুরি একা। ঠিক সেই মুহুর্তে আমরা বুঝি এই দুনিয়ায় আমরা যাদের আষ্টেপৃষ্টে বাঁচতে চেয়েছি, যাদের আপন ভেবেছি, নিজের থেকেও যাদের বেশি ভরসা করেছি তারা কেউই পুরোপুরি আমাদের নয়।

ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জন্য গভীর সমুদ্রে মাছের পেটে যেমন কেউ ছিল না, বিবি হাজেরার জন্য জনশূন্য মরুভূমিতে যখন কেউ ছিল না, নদীতে ভাসিয়ে দেওয়া শিশু মুসা আলাইহি ওয়াসাল্লামের পাশেও কেউ ছিল না।

সর্বদা মনে রাখবেন, বান্দার কঠিন সময়গুলোতে শুধু আমাদের রব ছিলেন, তিনি আছেন এবং শেষ পর্যন্ত শুধু তিনিই থাকবেন।

07/08/2024

রাত ১টা থেকে ৩টা এক জোগে সমস্ত ঢাকায় ডাকাতের হামলা।এটা ষড়যন্ত্র কারিদের একটা পরিকল্পনা। ডাকাতের ইসু সামনে এনে যেনো ছাত্রদের সফলতা পন্ড করতে পারে।

07/08/2024

আজকে প্রায় সারা ঢাকায় ডাকাতের হামলা।
এটার পিছনে কোন গভির ষড়যন্ত্র হচ্ছে না তো?

Address

Demra

Telephone

+8801995266097

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mily's Ideas Of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mily's Ideas Of Life:

Videos

Share

Category

Nearby media companies