Sakhawat Rayhan

Sakhawat Rayhan اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيم
Ya Allah guide us to the straight path

don't give up on your dreams. if you can't do it right today, try again tomorrow.
29/05/2024

don't give up on your dreams. if you can't do it right today, try again tomorrow.

A great future doesn’t require a great past.-william chapman
18/05/2024

A great future doesn’t require a great past.

-william chapman

Alhamdulillāh 🖤🥀
13/12/2023

Alhamdulillāh 🖤🥀

29/11/2023

ফজর নামাজের পর হিমেল শীতল হাওয়ায় কুয়াশায় ঘেরা রাস্তায় হাঁটার মজাই আলাদা। দূর হয়ে যাক যত ক্লান্তি আর ভ্রান্ত ধারণা। নতুন উদ্যুমে শুরু হোক এক নতুন পথচলা। অভ্যাস গড়ে তুলুন, অভ্যাস হয়ে উঠুক। এ প্রত্যাশায় শুভ সকাল! 🖤🥀

আমরা আজকে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার পথ হেঁটেছি। চাইলে আপনিও আমাদের সাথে জয়েন করতে পারেন।

Sakhawat Rayhan

23/11/2023

হে আমার রব

19/11/2023

Kullu Nafsin zaikatul maut. 🥺❤️

Smell of peace ✨
14/11/2023

Smell of peace ✨

আহা কি প্রশান্তি..... একেই বলে "মনের বাড়ি"। স্বপ্নাতুর চোখ খোঁজে এমন স্নিগ্ধ অনুভূতি।
25/09/2023

আহা কি প্রশান্তি.....
একেই বলে "মনের বাড়ি"।
স্বপ্নাতুর চোখ খোঁজে এমন স্নিগ্ধ অনুভূতি।

ঢাকার নারীরা নিজেদের ঢেকে রাখতে পছন্দ করতছবি:-1954
21/09/2023

ঢাকার নারীরা নিজেদের ঢেকে রাখতে পছন্দ করত

ছবি:-1954

08/06/2023

নিজের প্রতি যে কখনো যত্নবান হতে পারেনি, ভালোবেসে নিজেকে আগলে রাখতে জানেনি, সে নিশ্চিতভাবে হতভাগা। তার এই দূর্ভাগা জীবনে না সে সফল মানুষ হতে পারে, আর না খুঁজে পায় ভরসার কোনো হাত।

গতদিন সন্ধ্যের পর থেকেই আকাশে কিছুটা মেঘলা মেঘলা ভাব করেছে, মনে কিছুটা প্রশান্তির আবাস বইতে লাগলো। বেশ কয়েকদিন যাবত প্রচন্ড তাপদাহের কারণে মানুষ প্রায় অতিষ্ট! ভোরের ঘুম ভাঙতেই জানালা দিয়ে বাহিরের আকাশে ঘুরি ঘুরি বৃষ্টি দৃশ্যমান হলো! তেমন বেশি ঠান্ডা হাওয়া না থাকলেও বেশ ভালো লাগছে যে, আজ অন্তত রোদের তাপ নেই।

টুকটাক বৃষ্টির শব্দ, কুয়াশাচ্ছন্ন শহর! গাড়ির লুকিং গ্লাসে খুব যত্ন করে আটকে রাখা বকুল ফুলের মালার সুগন্ধ, মুগ্ধ করে দিচ্ছে! মনে হচ্ছে কোন এক অচেনা শহরের নইস্বর্গিক সৌন্দর্য তার মায়ায় মাতাল করে নিচ্ছে!

নিজের পাপ নিয়ে যখন বড়াই করা শুরু করেন...-------------- * -----------------ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমাদের কোন ইচ্ছে-আকা...
06/06/2023

নিজের পাপ নিয়ে যখন বড়াই করা শুরু করেন...
-------------- * -----------------

ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমাদের কোন ইচ্ছে-আকাঙ্ক্ষাগুলো স্বাস্থ্যকর এবং কোনগুলোকে দমন এবং নিয়ন্ত্রণ করতে হবে। প্রবৃত্তির আকাঙ্ক্ষাটা নিজে পাপ নয়। কোনো কামনা থাকার কারণে আপনি শাস্তি পাবেন না। নির্দিষ্ট কোনো কামনা আপনাকে অমানুষ বানায় না।

শুধু আকাঙ্ক্ষা করাটা পাপ নয়। আল্লাহ এর জন্য আপনাকে শাস্তি দিবেন না। আপনি যদি মনের কোনো অস্বাস্থ্যকর ইচ্ছের সাথে লড়াই করে যাচ্ছেন, আমরা আপনার প্রতি সহানুভূতিশীল। আমরা আপনার জন্য দুআ করি। আপনি আমাদের ভাই/বোন।

কিন্তু প্রিয় ভাই এবং বোনেরা, প্রবৃত্তির প্রতিটি আকাঙ্ক্ষাকে বৈধতা দিতে হবে না। প্রবৃত্তির প্রতিটি আকাঙ্ক্ষাকে কাজে পরিণত করতে হবে না। যত পারেন নিয়ন্ত্রণ করুন। আল্লাহ যাকে অস্বাস্থ্যকর বলেছেন তা নিয়ন্ত্রণ করুন, যত বেশি সম্ভব।

যদি নিজের প্রবৃত্তির আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন সম্ভবত আপনি আল্লাহর কাছে আমার চেয়ে বেশি পুরস্কার পাবেন। কারণ, আপনাকে এমনভাবে পরীক্ষা করা হচ্ছে যা আমার পক্ষে কল্পনা করা সম্ভব নয়।

আর যদি কখনো ভুল করে ফেলেন, যদি কোনোদিন গর্তে পড়ে যান—আচ্ছা, এখন আপনার এ পাপটাকে ঢেকে ফেলুন। আমরা কেউই পাপমুক্ত নই। কখনো নিজের পাপকে আলিঙ্গন করে নিবেন না। কখনো নিজের পাপকে জনসম্মুখে প্রচার করে দিবেন না। কখনো নিজের পাপের আলোকে নিজের পরিচয় দিবেন না।

যদি কখনো পাপ করে ফেলেন। আমরা দুআ করি আল্লাহ আপনাকে মাফ করে দিন। নিজের ত্রুটিটাকে গোপন করে ফেলুন। নিজের গলদটাকে লুকিয়ে ফেলুন। এটাকে শুধু আল্লাহর এবং আপনার মাঝে রাখুন। আল্লাহ হলেন গাফুর(যিনি বড় বড় পাপও মাফ করে দেন), আল্লাহ হলেন রহিম (যিনি পরকালে আপনার প্রতি দয়া দেখাবেন), আল্লাহ হলেন রহমান (যিনি এখন আপনার প্রতি দয়া প্রদর্শন করছেন)।

কিন্তু এমন লাইফস্টাইলকে আলিঙ্গন করবেন না, যা পাপ হিসেবে পরিচিত, যা ক্ষতিকর হিসেবে পরিচিত। যদি কখনো পদস্খলন হয়ে যায়, এটাকে আল্লাহ এবং আপনার মাঝে রাখুন। মানুষের কাছে বলে বেড়াবেন না। আল্লাহ হলেন গাফুর, আল্লাহ হলেন রহিম।

কিন্তু যদি আল্লাহর দ্বীনকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, যদি শয়তানি একটি জীবন পদ্ধতিকে আলিঙ্গন করে নেন, যদি এমন কিছু নিয়ে বড়াই করেন যা অনৈতিক, নীতিবিগর্হিত এবং হারাম—ঠিক এমন সময়ে এসে আমরা সত্যিই আপনার ঈমান নিয়ে উদ্বিগ্ন।

আপনার প্রাইভেট জীবনে যা-ই করেন, যদি ব্যাপারটাকে আল্লাহ এবং নিজের মাঝে রাখেন, আপনার জন্যে এখনো আশা আছে। কিন্তু যে মুহূর্তে আপনি এটা নিয়ে প্রকাশ্যে চলে আসবেন এবং নিজের পাপ নিয়ে গর্ব করা শুরু করবেন, যা নিয়ে কখনোই আপনার গর্ব অনুভব করার কথা নয়—আঊযুবিল্লাহ— এটা অন্তরের মেজর সমস্যা। বড় ধরণের গলদ। আমরা এটা থেকে আল্লাহর আশ্রয় চাই।

— ড. ইয়াসির কাদি

06/06/2023

বিয়েতে উকিল বাপ রাখা যাবে কি?

প্রসঙ্গ বিয়েতে উকিল বাপঃ কোন কোন এলাকায় বিয়ের ক্ষেত্রে দেখা যায়, মেয়ের কাছ থেকে বিয়ের অনুমতি (ইযন) আনার জন্য একজন লোক ঠিক করা হয়, যে মেয়ের বাপ ভাই ব্যতীত অন্য কেউ হয়। এক্ষেত্রে অধিকাংশ সময় গায়রে মাহরাম ব্যক্তিকেই ঠিক করা হয়। এ ব্যক্তিকে বলা হয় উকিল বাবা। এ ব্যক্তি মেয়ে থেকে বিয়ের অনুমতি এনে বিবাহের মজলিসে মেয়ের পক্ষে ওকালতি করে। এ ব্যক্তি পরবর্তী সময়ে বাপের মর্যাদায় ভূষিত হয়ে বিভিন্ন ধরনের হাদিয়া-তোহফায় অংশীদার হওয়ার পাশাপাশি মেয়ের মাহরামদের মত গণ্য হয় এবং তার সাথে কোন ধরনের পর্দার প্রয়োজন নেই বলে মনে করা হয়।
আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, উকিল বাবার সাথে বর-কনে দুপক্ষেরই দুজন করে সাক্ষী যায় এবং মেয়ের কাছ থেকে অনুমতি আনার সময় সাক্ষী হিসেবে উপস্থিত থাকে ! এ সাক্ষী থাকাকেও জরুরি মনে করা হয়।

এটা একটা ভুল প্রথা। এ প্রথার মাঝে অনেক ভুল ও গর্হিত কাজের সমাহার ঘটে। প্রথমত ইসলামী বিবাহে বিনা প্রয়োজনে মেয়ের মাহরাম থাকা সত্ত্বেও কোন গায়রে মাহরাম ব্যক্তিকে উকিল হিসেবে মেয়ের কাছ থেকে বিবাহের অনুমতি আনার জন্য নির্ধারণ করার কোন বিধান নেই। দ্বিতীয়ত ধারণাভিত্তিক একটি প্রচলনের উপর ভিত্তি করে একজন গায়রে

মাহরাম ব্যক্তিকে মাহরামের স্থলাভিষিক্ত করা এবং তাকে বাপের মত মনে

করার কোন সুযোগ ইসলামে নেই। এসব পরিহার করা জরুরি।

তৃতীয়ত মেয়ের কাছ থেকে বিয়ের অনুমতি আনার সময় দুজন সাক্ষী উপস্থিত থাকা জরুরি এ কথাও ঠিক নয়। শুধু একজন তার কাছ থেকে অনুমতি নিয়ে নিলেই হয়। সাক্ষী উপস্থিত থাকার বিষয়টি আকদের ক্ষেত্রে জরুরি, অনুমতি আনার ক্ষেত্রে নয় ।

ইযন আনার উক্ত পদ্ধতি ভিত্তিহীন; তাছাড়া এটি এমন একটি কুপ্রথা, যার কারণে পর্দার মত শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান মারাত্মকভাবে লঙ্ঘিত হয়। তাই এসব ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত!

(সংগ্রহীত)

14/05/2023

সম্পর্ক চারাগাছের মতো— এতে পানি দিতে হয়, সার দিতে হয়, পরিষ্কার করে দিতে হয় চারপাশের আগাছা।

সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। তার মানে কিন্তু এই নয় যে— একজন কেবল অন্ধের মতো বিশ্বাস করেই যাবে আর অন্যজন হয়ে উঠবে স্বেচ্ছাচারী। আপনাকে অন্ধভাবে বিশ্বাস করার জন্য প্রতিনিয়ত বিপরীত দিকের মানুষটার সামনে কার্যকারণ হাজির করতে হবে।

বিয়ের মতো পবিত্র সম্পর্কও যত্নের অভাবে ভেঙে যেতে বাধ্য, সেখানে বন্ধুত্ব, ব্যবসায়িক সম্পর্ক তো একেবারে হিশেবের বাইরে।

সম্পর্ক টিকানোর মূলমন্ত্র একটাই— বিপরীতদিকের মানুষটাকে সম্মান করা, তাকে বোঝা এবং তার প্রতি যত্নবান হওয়া৷ সেটা বন্ধুত্ব, আত্মীয়তা, পারিবারিক বা ব্যবসায়িক— যে বন্ধনই হোক। 🖤🥀

আরিফ আজাদ

28/11/2021

স্বতন্ত্র দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ব হয়ে একে অপরের মূল দক্ষতাকে কাজে লাগাতে পারলেই সার্বিক সফলতা নিশ্চিত করা যায়।

11/11/2021

পৃথিবীতে আমি স্বাধীন বলতে কিছু নেই। আসলেই কি সত্য?

25/10/2021

ইনশাল্লাহ! 🖤🥀

Address

Debidwar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakhawat Rayhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakhawat Rayhan:

Videos

Share