আহ, কী সেই চাহনি! কী সেই আবেগ! দীর্ঘদিন পরে হাবিবের রওজা দেখার সৌভাগ্য! যুবকের হৃদয়ের সবটুকু আবেগ চোখের পানি হয়ে গলে গলে ঝরে পড়ছে!
আহা, কি তাঁর চাহনি! কি তাঁর আবেগ অনুভূতি!
নবী সা: এর প্রতি ভালোবাসায় যেন নেই কোন কমতি!
.
গায়ের রংটা যদিও কালো, অন্তর জুড়ে শুধুই আলো!
তাইতো তাহার অশ্রুতে ভিজে শুষ্ক চোখের মনি!
হে রব্বে কা'বা! আমাদেরও কবুল করো মালিক 🤲🥺
اللهم صلي على سيدنا محمد ❤️
হালাল উপার্জন! 🖤🥀
Abu Taw Haa Muhammad Adnan
আল্লাহ কাউকে কখনো ঠকান নাহ!
আহ্, আফ্রিকার দেশগুলো যেন আমাদেরই অতীতের পূণঃপ্রচার।
আমাদের দক্ষিণ অঞ্চলে এমন দৃশ্য প্রায় বিলুপ্তির পথে। এ অঞ্চলের শিশুরা মক্তব,কুরআন,ধর্মীয় শিক্ষা থেকে যেমনি দূরে সরে যাচ্ছে তেমনি ধীরে ধীরে আবির্ভাব হচ্ছে লোভ-লালসার মোহে অন্ধ,মাদকাসক্ত,নির্লজ্জতা আর বেহায়াপনায় মগ্ন থাকা এক সংকটময় প্রজন্ম।
ফজর নামাজের পর হিমেল শীতল হাওয়ায় কুয়াশায় ঘেরা রাস্তায় হাঁটার মজাই আলাদা। দূর হয়ে যাক যত ক্লান্তি আর ভ্রান্ত ধারণা। নতুন উদ্যুমে শুরু হোক এক নতুন পথচলা। অভ্যাস গড়ে তুলুন, অভ্যাস হয়ে উঠুক। এ প্রত্যাশায় শুভ সকাল! 🖤🥀
আমরা আজকে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার পথ হেঁটেছি। চাইলে আপনিও আমাদের সাথে জয়েন করতে পারেন।
Sakhawat Rayhan
#AshanpurVillage #Ashanpur #villagelife #village #villagelifechallenge #winter #wintermorning #SakhawatRayhan
Kullu Nafsin zaikatul maut. 🥺❤️
Al-Baqarah 02:222
Indeed, Allah loves those who are constantly repentant (Tawba), and loves those who purify themselves.
.
.
নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালবাসেন এবং ভালবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে।
যখন সুখ,দুঃখ,কষ্ট অভিযোগের সঠিক জায়গা খুঁজে পায়,
এমনই ভাবে বলতে থাকে মহান রবের আলিশান দরবারে।
মালিকের সাথে এভাবে কথা বলার মজাই যে অন্যরকম।
মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে
Abu Taw Haa Muhammad Adnan
At the end of the day no one can be permanent in this Duniya
Aytal qurshi
Shamsul Haque #aytalqurshi #shamsulhaque
Mashaallah ki oshadharon
Happy jumma day ☺️
#bestteacher #bestvideo #student #happyjummaday
Alhamdulillah!
#Rain #raining #rainyday #raindrops #river #RiverRain #eveningrain #evening #reelsfb #reels #reelsinstagram Sakhawat Rayhan
নিজের প্রতি যে কখনো যত্নবান হতে পারেনি, ভালোবেসে নিজেকে আগলে রাখতে জানেনি, সে নিশ্চিতভাবে হতভাগা। তার এই দূর্ভাগা জীবনে না সে সফল মানুষ হতে পারে, আর না খুঁজে পায় ভরসার কোনো হাত।
গতদিন সন্ধ্যের পর থেকেই আকাশে কিছুটা মেঘলা মেঘলা ভাব করেছে, মনে কিছুটা প্রশান্তির আবাস বইতে লাগলো। বেশ কয়েকদিন যাবত প্রচন্ড তাপদাহের কারণে মানুষ প্রায় অতিষ্ট! ভোরের ঘুম ভাঙতেই জানালা দিয়ে বাহিরের আকাশে ঘুরি ঘুরি বৃষ্টি দৃশ্যমান হলো! তেমন বেশি ঠান্ডা হাওয়া না থাকলেও বেশ ভালো লাগছে যে, আজ অন্তত রোদের তাপ নেই।
টুকটাক বৃষ্টির শব্দ, কুয়াশাচ্ছন্ন শহর! গাড়ির লুকিং গ্লাসে খুব যত্ন করে আটকে রাখা বকুল ফুলের মালার সুগন্ধ, মুগ্ধ করে দিচ্ছে! মনে হচ্ছে কোন এক অচেনা শহরের নইস্বর্গিক সৌন্দর্য তার মায়ায় মাতাল করে নিচ্ছে!
#sakhawat_rayhan
শরীরের প্রতিটা লোমকেশ স্পর্শ করে যায়, মাশাল্লাহ। অন্তরটা শীতল হয়ে যায় এটা শুনলে। আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসী। #আয়াতুল_কুরসী
স্বতন্ত্র দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ব হয়ে একে অপরের মূল দক্ষতাকে কাজে লাগাতে পারলেই সার্বিক সফলতা নিশ্চিত করা যায়।
পৃথিবীতে আমি স্বাধীন বলতে কিছু নেই। আসলেই কি সত্য?
পৃথিবীতে আমি স্বাধীন বলতে কিছু নেই। আসলেই কি সত্য?