Muhibbullah Al-mahdi মুহিব্বুল্লাহ আল-মাহদী

Muhibbullah Al-mahdi মুহিব্বুল্লাহ আল-মাহদী يا داخل الدار صلِي على النبي المختار

24/12/2023

ইয়া আল্লাহ 🤲
মৃত্যুর সময় কালেমা নসিব করিও.
لَا إِلٰهَ إِلَّا اللَّٰهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللَّٰهِ
•─────Amin─────•

21/12/2023

অতিরিক্ত মিশুক স্বভাব, অসম্মান বয়ে আনে।

শিখছো কোথায়?
ঠেকছি যেথায়।

16/12/2023

ভিন্ন ধারার দেশাত্মবোধক সংগীত
পরিবেশনায় : জুলফিকার হামদ-নাত ও গজল পরিবেশক দল।
ছারছীনা দরবার শরীফ।

বন্ধু 💙
11/12/2023

বন্ধু 💙

10/12/2023

মোহাম্মদ কে সাথে নিয়ে গ্রামের মেঠো পথে

কারো খাট আছে ঘুম নাই কারো ঘুম আছে খাট নাই.....
08/12/2023

কারো খাট আছে ঘুম নাই
কারো ঘুম আছে খাট নাই.....

08/12/2023

রায়েরকান্দি খলিফাপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদ।
মতলব উত্তর, চাঁদপুর।

জুমার আলোচনা পেশ করছেন
জনাব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আব্দুল মুনয়িম খান সাহেব।
ছারছীনা দরবার শরীফ।

আসসালামু আলাইকুম রায়েরকান্দি খলিফাপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদে আজকে জুমার বয়ান পেশ করবেন। জনাব আলহাজ্ব হযরত মাওলানা...
08/12/2023

আসসালামু আলাইকুম

রায়েরকান্দি খলিফাপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদে
আজকে জুমার বয়ান পেশ করবেন।

জনাব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী আব্দুল মুনয়িম খান সাহেব।
ছারছীনা দরবার শরীফ।

এই আইডি থেকে লাইভ হবে ইনশাআল্লাহ

04/12/2023

রাত ০১:৫৩ মিনিট
ঘুম 😭😭

30/11/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
বিগত তিন দিন আগে আমার এন্ড্রয়েড ফোন হারিয়ে যাওয়ার কারণে,
আমার শুভাকাঙ্খীরা আমার সাথে facebook imo অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারছেন না।

অ্যান্ড্রয়েড ফোন নেওয়ার আগ পর্যন্ত আমার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো এই দুইটি নাম্বার।
01632915619 | 01852043904

স্বার্থক রায়েরকান্দি খলিফাপাড়া যুব সমাজের মাহফিল।ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ঐতিহ্য ধন্য গ্রাম হলো রায়ে...
25/11/2023

স্বার্থক রায়েরকান্দি খলিফাপাড়া যুব সমাজের মাহফিল।

ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ঐতিহ্য ধন্য গ্রাম হলো রায়েরকান্দি, রায়েরকান্দি গ্রাম কয়েকটি সমাজে বিভক্ত, তার মধ্যে একটি হলো খলিফাপাড়া সমাজ।

গত ২৪ শে নভেম্বর রোজ শুক্রবার ২০২৩ ইং তারিখে খলিফাপাড়া যুব সমাজের উদ্যোগে, গ্রামের মান্যবর মুরুব্বী প্রয়াত মরহুম ডেঙ্গর ফকির সাহেবের স্মরণে ও কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে অষ্টম বার্ষিক ঈসালে সাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

▫️উক্ত মাহফিলে প্রধান অতিথির আসনে নিযুক্ত করা হয় ২ নং বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন সাহেবকে। শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেন নি, তবে প্রতিনিধি হিসেবে উক্ত ইউনিয়নের ৬ নং রায়েরকান্দি ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ সেলিম মেম্বার।

▫️প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ২ নং বাগানবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নান্নু মিয়া সাহেব । প্রধান বক্তার পূর্বে তিনি দোয়ার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্যে মাহফিলের আয়োজনে তিনি সন্তুষ্ট এবং প্রধান আকর্ষণঃ মুফতী আব্দুল মুনয়িম খান সাহেবের আলোচনায় পরিতৃপ্ত একথা বলতে ভুলেন নি।

▫️বিশেষ মেহমান হিসেবে ছিলেন: খলিফাপাড়ার দুই কৃতি সন্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ শাহীন মিয়া খলিফা ও রাশিয়া প্রবাসী জনাব মোঃ দেলোয়ার হোসেন খলিফা।

▫️প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেন বাংলার খ্যাত শতাব্দীর ঐতিহ্যধন্য ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-এ নেছারীয়া দীনিয়ার স্বনামধন্য শিক্ষক আলহাজ্ব হযরত মাওলানা মুফতী মুহিব্বুল্লাহ আল মুঈন সাহেব (মা.জি.আ) M***i Muhibbullah Al Moyen সুরা আল-মুমিনুন থেকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন।

▫️প্রধান আকর্ষণ হিসেবে কুরআন সুন্নাহ থেকে আলোচনা করে শ্রোতাদের মন কেড়ে নেন ছারছীনা দরবার শরীফের মুবাল্লিগ একাধিক জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত ইসলামী সংগীত শিল্পী ও ক্বারী জনাব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী আব্দুল মুনয়িম খান সাহেব (মা.জি.আ) M***i Abdul Munim Khan
বিশেষ করে যুবকরা আলোচনা শুনে ভক্তে পরিণত হন।

▫️বিশেষ আকর্ষণ হিসেবে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্বারী, হাফেজ মাওলানা ক্বারী আবুজর গিফারী সাহেব (মা.জি.আ) পরিচালক, মাহাদুল কুরআন বাংলাদেশ।

▫️বিশেষ বক্তা হিসেবে বাদ মাগরীব ছারছীনা মাসলাকের নিয়মে তা'লীম ও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন
হযরত মাওলানা মাসুম বিল্লাহ আনসারি সাহেব ।

ওয়াজ নসীহার পর আখেরী মুনাজাতের পূর্বে বক্তব্য রাখেন উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম খলিফা । সফল সভাপতি, রায়েরকান্দি খলিফাপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদ।

আরও বক্তব্য পেশ করেন, ২ নং বাগানবাড়ী ইউনিয়নের ৬ নং রায়েরকান্দি ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ সেলিম মেম্বার ।

প্রায় ৩ হাজার মুসল্লীদের নিয়ে আখেরী মুনাজাত পরিবেশন করেন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী মুহিব্বুল্লাহ আল-মুঈন সাহেব (মা.জি.আ)
সারা বিশ্বের জীবিত ও মৃত সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়।

মাহফিল বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন, রায়েরকান্দি খলিফাপাড়ার দুটি সংগঠন।
🔵 রায়েরকান্দি উত্তরণ সমাজকল্যাণ পরিষদ । ও ⚪ রায়েরকান্দি খলিফাপাড়া একতা বন্ধু সংগঠন।

🖋মুহিব্বুল্লাহ আল-মাহদী ।
নগন্য খাদেম, রায়েরকান্দি খলিফাপাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদ।

শিষ্যের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন দুই গুরু।আমার মাথার তাজ M***i Muhibbullah Al Moyen সাহেব ও M***i Abdul Munim Khan সাহে...
25/11/2023

শিষ্যের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন দুই গুরু।

আমার মাথার তাজ M***i Muhibbullah Al Moyen সাহেব ও M***i Abdul Munim Khan সাহেব।

😭
19/11/2023

😭

মক্তব মুসলমানের প্রথম পাঠশালা।কোরআনে কারিম শিক্ষার প্রাথমিক স্তর মক্তব। ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে মক্তব হচ্ছে মুসলমা...
05/11/2023

মক্তব মুসলমানের প্রথম পাঠশালা।

কোরআনে কারিম শিক্ষার প্রাথমিক স্তর মক্তব। ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে মক্তব হচ্ছে মুসলমানদের প্রথম পাঠশালা। প্রাচীনকাল থেকে মসজিদকে কেন্দ্র করে চলে আসছে মক্তব শিক্ষার কার্যক্রম। ইতিহাসে পাওয়া যায়, অনেক রাজা-বাদশাহ, আমির-উমারা, অলি-দরবেশ, পীর-মাশায়েখ, শিক্ষক-সাংবাদিক, কৃষক-শ্রমিক মক্তবের মাধ্যমে শিক্ষাজীবন শুরু করেছেন। অনেক লোককে বলতে শোনা যায়, আমি জীবনে কোনোদিন স্কুলের ধারে-কাছে যাইনি। কিন্তু মক্তবে যাইনি, এমন কথা বলার মতো মানুষ সমাজে পাওয়া মুশকিল। এই হলো মক্তব শিক্ষার প্রভাব ও বিস্তৃতি। এভাবেই মক্তব শিক্ষা মুসলিম সমাজের অন্যতম সংস্কৃতিতে পরিণত হয়েছে। বলা হয়, ভালো মানুষ হওয়ার জন্য মক্তব শিক্ষার কোনো বিকল্প নেই।

শিশুরা নৈতিক শিক্ষার প্রাথমিক জ্ঞান লাভ করে কোরআন শিক্ষার পাঠস্থান মক্তব থেকে। কিন্তু দুঃখের কথা হলো, ধীরে ধীরে সমাজ থেকে মক্তব শিক্ষা হারিয়ে যেতে বসেছে। ভোরবেলায় শিশুদের মক্তবে যাওয়ার চিরাচরিত দৃশ্য এখন আর গ্রামবাংলায় খুব একটা দেখা যায় না। মসজিদের বারান্দাগুলো দরুদ শরিফ, হামদ-নাত আর আলিফ-বা-তা এর মিষ্টি মধুর সুরের শব্দে মুখরিত হয় না। শোনা যায় না, শত কণ্ঠে সকালে কোরআনের আওয়াজ।


যেহেতু মক্তব থেকে শিশুদের নৈতিক শিক্ষার যাত্রা শুরু, তা যদি হারিয়ে যায়, তাহলে আমাদের সামনেই আমাদের শিশুরা নৈতিকতা বিবর্জিত অবস্থায় বড় হয়ে উঠবে। যা কোনোভাবেই কাম্য নয়। কেননা আজকের শিশু আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। সেই শিশুরা সুন্দরভাবে বেড়ে না ওঠলে সভ্য সমাজের আশা করা যায় না। এ জন্য মক্তবগুলো চালু রাখা দরকার।

অনেক মক্তব রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও যা চালু আছে, সেগুলোতে আগের মতো আনন্দ নেই, শিক্ষার্থীর উপস্থিতি নেই, নামে মাত্র চলে। একজন মুসলমান হিসেবে যতটুকু জ্ঞানার্জন জরুরি তার সিংহভাগ মক্তব থেকেই অর্জন করা সম্ভব। যে ব্যক্তি সঠিকভাবে অজু করতে জানে না বা ফরজ গোসল করতে জানে না, সে নামাজ পড়বে কিভাবে? অন্তত নামাজ পড়ার জন্য কয়টি সুরা শুদ্ধভাবে জানা প্রয়োজন, একজন মুসলমান হিসেবে সেগুলো শিখে রাখা জরুরি। আর শৈশবেই এ আলোকে সন্তানদের গড়ে তোলা না গেলে কারণে-অকারণে সে সুযোগ হয়ে ওঠে না। এমন চিন্তা থেকে একসময় ভারতীয় উপমহাদেশে মসজিদে মসজিদে চালু হয় মক্তব শিক্ষা, যার মাধ্যমে প্রতিটি শিশু ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে পারত।

০২. ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে মক্তব হচ্ছে মুসলমানদের প্রথম পাঠশালা


মুঘল আমলে মক্তব শিক্ষার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ছিল। মক্তবে কোরআন শিক্ষার পাশাপাশি মা-বাবা, আত্মীয়-স্বজন ও বড়দের সালাম এবং সম্মান দেওয়া, সুন্দর ও মার্জিত ভাষায় কথা বলা ছাড়াও শিক্ষা দেওয়া ছাড়া বিভিন্ন প্রয়োজনীয় বিষয়। মক্তবে সহিহ-শুদ্ধভাবে সুরা-কেরাত পড়ার যোগ্যতা অর্জন, বিশুদ্ধভাবে নামাজ আদায়ের মাসয়ালা শেখানোর সঙ্গে সঙ্গে অজু, গোসল, তায়াম্মুম, দোয়া-দরূদ, কালেমা, নামাজ, রোজা, মৃত ব্যক্তির গোসল, কাফনের কাপড় পড়ানো, দাফন করার নিয়মসহ বিভিন্ন খুঁটি-নাটি বিষয় শেখানো হয়।

এক সময়য়ে ঐতিহ্য মক্তব শিক্ষা দিন দিন হারিয়ে যাচ্ছে। অথচ মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার পেছনে মক্তব শিক্ষার বিশেষ ভূমিকা রয়েছে। মক্তব শিক্ষা হচ্ছে ইসলামের আদি এবং মৌলিক শিক্ষা।

জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। বিশেষত ধর্মীয় জ্ঞান না থাকলে ধর্ম মোতাবেক জীবনযাপন করা সম্ভব নয়। আর ধর্মীয় শিক্ষার হাতেখড়ি হয় মক্তবে। মক্তবের সুবিধা হলো, এখানে সকালে এক ঘণ্টা ধর্মীয় তালিম নিয়ে পড়ে স্কুলে স্বাভাবিক পড়াটা পড়া যায়। মুসলমানদের ঐতিহ্যের ধারক মক্তবগুলো আজ বিলুপ্তপ্রায়। মক্তবের অভাবে তৈরি হচ্ছে ধর্মীয় জ্ঞানশূন্য বিশাল জনগোষ্ঠী। দেশের সর্বত্র আজ মক্তবের সময় বিভিন্ন বেসরকারি স্কুল, কিন্ডারগার্টেন ও ইংলিশ মিডিয়াম স্কুলে মর্নিং শিফট চালু হওয়ায় শিশুরা মক্তবের শিক্ষা থেকে বঞ্চিত। একশ্রেণির অভিভাবক মক্তব শিক্ষার ব্যাপারে উদাসীন হওয়ায় শিশুদের কচি মনে ইসলামি মূল্যবোধের পরিবর্তে বিজাতীয় সংস্কৃতি প্রবেশ করছে- যা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপদজনক। মক্তব শিক্ষার সে মূল্যবান সময়টুকু যদি পুনরুদ্ধার করা না যায়, তাহলে এটা নিশ্চিত যে, ঈমান-আকিদায় সমৃদ্ধ মুসলমান জাতি ভবিষ্যতে একটি দুর্বল জনগোষ্ঠিতে পরিণত হবে। শিশুদেরকে জীবনের প্রথমভাগে ইসলামি বুনিয়াদি শিক্ষা দেওয়া না হলে তাদের মনে ইসলাম সেভাবে স্থান পাবে না। ফলে পরবর্তী জীবনে নানা অপকর্মে জড়িয়ে ধ্বংসের মুখে পতিত হবে। ফলে ভবিষ্যত প্রজন্ম টিকিয়ে রাখার স্বার্থেই মক্তব শিক্ষাকে বিলুপ্তি থেকে রক্ষায় চেষ্টা করা সবার নৈতিক দায়িত্ব।

21/10/2023

মনের সুখটাই বড় সুখ;
মনের অসুখটাই বড় অসুখ!

যাত্রীদের পাসপোর্ট চেক করছেন ইমিগ্রেশন কর্মকর্তারা মদিনা এয়ারপোর্ট, সৌদি আরব | ১৯৫০সাল
11/10/2023

যাত্রীদের পাসপোর্ট চেক করছেন ইমিগ্রেশন কর্মকর্তারা

মদিনা এয়ারপোর্ট, সৌদি আরব | ১৯৫০সাল

04/10/2023

কে এলো মদীনায় রাসূল নামে

কথা ও সুর : পল্লী কবি জসিমউদ্দীন
কন্ঠ : মুহিব্বুল্লাহ আল-মাহদী

26/09/2023

নবীজি সাল্লাল্লাহু আলাই সালাম এর মিলাদের আলোচনা করা নফল ইবাদতের চেয়ে উত্তম
সকল গরানার আলেমদের ঐক্যমত।

-আল্লামা জুনায়েদ আল হাবিবি (মা.জি.আ)

19/09/2023

ইয়েমেনে লাখো মানুষ একত্রিত হয়ে পালন করছেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

লজ্জা শরম না থাকলে যা হয় আরকি।
18/09/2023

লজ্জা শরম না থাকলে যা হয় আরকি।

18/09/2023

হক্কানী আলেমগণ ঠিকই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পায়,
কেবলমাত্র তোমরা মাথামোটারাই পাওনা।

09/09/2023

যেদিন মোটামুটি বড়লোক হবো'😉

সেদিন থেকে টাফনিল খাওয়া ছেড়ে দিয়ে"🥱

মাথা টিপার জন্য লোক ভাড়া রাখবো..!!🤧

07/09/2023

এখন থেকে এই আইডিতে একটিভ থাকবো বেশী
Mahedi Hasan Santo

26/08/2023

বৃষ্টি উপভোগ করছেন তো?

14/08/2023

বাংলাদেশের প্রাচীন ও প্রথম কামিল মাদরাসা, হাজারো আলেম গড়ার কারখানা ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা'র সাবেক ছাত্র, প্রবীণ আলেমে দ্বীন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ পাক! তার ভুল গুলো ক্ষমা করে, ভালো আমল গুলো কবুল করুন, আমীন

14/08/2023

পরের যায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই
আমিতো সেই ঘরের মালিক নই।

#পরের #যায়গা #গজল #আলহামদুলিল্লাহ
#মুহিব্বুল্লাহ_আল_মাহদী #জুলফিকার #ঘর #মালিক #দেশ

12/08/2023

পেইজ থেকে এই প্রথম লাইভে
কেউ চাইলে সাথে যুক্ত হইতে পারেন। ।

09/08/2023

وَاِنۡ یَّمۡسَسۡکَ اللّٰہُ بِضُرٍّ فَلَا کَاشِفَ لَہٗۤ اِلَّا ہُوَ ؕ وَاِنۡ یَّمۡسَسۡکَ بِخَیۡرٍ فَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ


আল্লাহ যদি তোমাকে কষ্ট দান করেন, তবে স্বয়ং তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই। আর তিনি যদি তোমার কল্যাণ করেন, তবে তিনি তো সব বিষয়ে শক্তিমান।

—আল আনআম - ১৭

09/08/2023

আমি মিলাদ ও কিয়াম মহব্বত করে করি, নবীকে ভালোবেসে করি।

#ছারছীনা_দরবার

08/08/2023

আরজু ভরা দিল নিয়ে মোর জিন্দেগী ভর ইন্তেজার

#মুহিব্বুল্লাহ_আল_মাহদী #গজল #গজল
#আলহামদুলিল্লাহ #ছারছীনা #জুলফিকার

07/08/2023

বিয়ের নামাজ পড়া শিখে নিলাম। 🤣 🤣

মুখে দাড়ি নেই কিন্তু ,নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিলো আকাশ চুম্বি।যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছে । *বলছিলাম  ১৯...
07/08/2023

মুখে দাড়ি নেই কিন্তু ,নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিলো আকাশ চুম্বি।যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছে ।

*বলছিলাম ১৯২৩সালের সেই কাঠ মিস্ত্রী ইলমুদ্দিনের কথা।

বর্তমান পৃথিবীতে বড্ড প্রয়োজন কাঠ মিস্ত্রি " ইলমুদ্দিনের " মতো একজন খাঁটি আশেকে রাসুল এর খুবই অভাব।

যিনি ১৯২৩ সালে প্রিয় রাসুল সাঃ কে নিয়ে অবমাননাকরী " রঙ্গিলা রাসুল " বই প্রকাশ করার কারনে প্রকাশক রাজপালকে হত্যা করে ফাঁসির কাষ্ঠে উঠেছিলেন । রাস্ট্রের সকল এডভোকেটগণ তার পক্ষে, তারা বলল ইলমুদ্দীন তুমি বলবে, তখন তোমার মাথা ঠিক ছিল না,, কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগড়ায় দাড়িয়ে বলল
আমি স্বচ্ছায় স্বজ্ঞানে তাকে হত্যা করলাম, কারণ সে রাসূল (সাঃ)কে, রাঙ্গিলা রাসূল বলার কারনে,,,

পরে যখন এডভোকেটগণ জিজ্ঞেসা করলেন, তুমি এইভাবে বলেছ কেন,, তিনি বলেন আমাকে স্বপ্নে রাসূল (সাঃ) বলছেন, ইলমুদ্দীন তারাতারি আস আমি তোমার জন্য অপেক্ষায় আছি,

তার জানাজার ইমামতি করেছিলেন পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলি খান , খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ড , ইকবাল । কবরে লাশ শায়িত কল্পে অশ্রুস্বজল নয়নে কবি আক্ষেপ করে বলেছিলেন " এই মুৰ্খ লোকটি আজ সকল শিক্ষিতদের হারিয়ে দিল

Address

Daudkandi
3516

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhibbullah Al-mahdi মুহিব্বুল্লাহ আল-মাহদী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhibbullah Al-mahdi মুহিব্বুল্লাহ আল-মাহদী:

Videos

Share

Category