ইসলামিক রিচার্জ

ইসলামিক রিচার্জ Assalamu Alaikum

Welcome to my page

31/05/2024

বান্দা যখন আমার দিকে হেঁটে অগ্রসর হয়, আমি তখন তার দিকে দৌড়ে অগ্রসর হই।’’
[বুখারি ৭৪০৫]
সুবহান-আল্লাহ💝

31/05/2024

★*★"আমি অপেক্ষা করি,,♡

তুমি আসবে,,,,࿔°•✮•°
ছড়িয়ে দিবে আমার অন্তরে এক শুভ্রতম ভালোবাসা,,,, ♡যার আসাতে চক্ষু শীতল হবে আমার....!
যার প্রতিটি কথা কাজ আমায় মুগ্ধ করবে...
"যার আসাতে পূর্ণতা পাবে আমার অর্ধেক দ্বীন..♡
কেটে যাবে একাকিত্বের প্রহর..যার রূপের নয়,,, চরিত্রের মায়ায় আমি পড়বো...♡
"যার এক একটা কথা ও কাজ আমায় দ্বীনের অনুপ্রেরণা দিবে..সে যখনই আসুক!
আসুক রবের সন্তুষ্টির সাথে!
"সুন্নাহের চাদরে জড়িয়ে!♡★*★*★

30/05/2024

..ইসলামিক কুইজ..
আমাদের পবিত্র আল-কুরআনে মোট কতটি সেজদা রয়েছে?

29/05/2024

নিশ্চয়ই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরতম আকৃতি দিয়ে। 📖
[সূরা ত্বীন':৪]

কত সুন্দর একটি আবেগি কথা চালু হয়েছে" যে,মাদ্রাসার ছেলে বা হুজুরদের স্ত্রী মর্যাদা ও সম্মান সব থেকে বেশি পায়"ভাই/বোন কথ...
29/05/2024

কত সুন্দর একটি আবেগি কথা চালু হয়েছে"
যে,মাদ্রাসার ছেলে বা হুজুরদের স্ত্রী মর্যাদা ও সম্মান সব থেকে বেশি পায়"

ভাই/বোন কথাটি এভাবে না বলে
বরং এটা বলুন ,
যে পুরুষের আখলাক ও তাক্বওয়া যত সুন্দর
তার স্ত্রী তার কাছে ততই মর্যাদা ও সম্মান পাবেন!

সংসার জীবনে তারাই সুখী হবেন
যাদের একে অপরের আখলাক ও তাক্বওয়া অতি উত্তম হবে"!

ইনশাআল্লাহ 🥰🥰

11/05/2024

রাসূলুল্লাহ (সাঃ) বলেন

যে ব্যক্তি তার জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজতে দ্বায়িত্ব নিবে আমি তার জান্নাতের দ্বায়িত্ব নিলাম।
(সহীহ বোখারী ৬৪৭৪)

09/05/2024

রাসূল (সাঃ) বলেছেন,
পিতা-মাতার প্রতি উত্তম ব্যবহারকারীর দু‘আ কবুল করা হয়।🤲🕋
(সহীহ বুখারী ৫৯৭৪)

09/05/2024

রাসূল (সাঃ) বলেছেন...!

যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত ও বেশি।🌸🌼

আলহামদুলিল্লাহ 💝

08/05/2024

হে আল্লাহ আমাকে এমন ভাবে পরিবর্তন করে দিন! যেভাবে থাকলে আপনি আমার উপর সবচেয়ে বেশি খুশি হন?
আমিন

08/05/2024

বিয়ে করুন এমন ছেলেকে যার দ্বীনের প্রতি অফুরন্ত ভালোবাসা আছে! যে আপনাকে পরিপূর্ণ পর্দায় রাখবে, হালাল রিজিক অন্বেষন করবে,সর্বশেষ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে!
ইন শা আল্লাহ!!🌸🤲🤲

ফাঁদে পা, দিয়ে ঝড়ে গেলো মাদ্রাসার ছাত্রীর প্রাণ!  মুসলিম হবার স্বপ্ন দেখিয়ে বিয়ে করবে বলে কথা দিয়েছিল উজ্জ্বল দাস, ৬ মাস...
08/05/2024

ফাঁদে পা, দিয়ে ঝড়ে গেলো মাদ্রাসার ছাত্রীর প্রাণ! মুসলিম হবার স্বপ্ন দেখিয়ে বিয়ে করবে বলে কথা দিয়েছিল উজ্জ্বল দাস, ৬ মাসের প্রেমের সম্পর্ক করার পরে গত ২ মে থাকে তার বন্ধুদের নিয়ে গনধর্ষন করে এবং তার ভিডিও করে রাখেন। আত্ম সম্মানের ভয়ে মেয়েটি গত রাত বিষ পান করে সুই* সাই*ড করে,,আলীয়া মাদ্রাসার ছাত্রী আফসোস !😥😥😥
আহ!💔 আফসোস লাগে এত করে বলার পরে আমরা সতর্ক হচ্ছি না কেন?

07/05/2024

দিন শুরুতে রবের শুকরিয়া "!!
আলহামদুলিল্লাহ্"!! 🤍

06/05/2024

যে রব ২৪ ঘন্টা নিশ্বাস চালু রেখেছেন
তার প্রতি একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ

__"ইউসুফ নবীর" সৌন্দর্য দেখে.!☺️       মিশরের মেয়েরা..!!😘__লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে ছিল..!!🥀🥰 "আম্মাজান আয়েশা...
06/05/2024

__"ইউসুফ নবীর" সৌন্দর্য দেখে.!☺️
মিশরের মেয়েরা..!!😘
__লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে ছিল..!!🥀🥰
"আম্মাজান আয়েশা" (রাঃ)বলেছেন__
তারা যদি আমার স্বামী..!!😇
----"প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)"কে দেখতো..!!🥰
-----তাহলে কলিজা কেটে টুকরা টুকরা করে দিত..!!🥀💔
--------"সুবহানআল্লাহ"-------🥀🥰🥰

06/05/2024

আমরা সেই নবীৱ উম্মত
যাৱ পিছনে
70,000 ফেৱেশতা নামাজ পড়েছিল।
''আলহামদুলিল্লাহ''🌼🌺☘️

06/05/2024

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রাসূল (সঃ) বলেছেনঃ

আল্লাহ যার মঙ্গল চান, তাকে দুঃখ কষ্টে ফেলেন।

[রিয়াদুস সালেহীনঃ ৪০; বুখারী-৫৬৪৫, আহমাদ-৭১৯৪, মুওয়াত্তা মালেক-১৭৫২]

শিক্ষিকা: তুমি কি কোন লোহার দোকানে গিয়েছো?ছাত্রী:জি, গিয়েছি।শিক্ষিকা: তা কিভাবে রাখা হয়?ছাত্রী :খোলা মেলা।শিক্ষিকা: ত...
05/05/2024

শিক্ষিকা: তুমি কি কোন লোহার দোকানে গিয়েছো?
ছাত্রী:জি, গিয়েছি।
শিক্ষিকা: তা কিভাবে রাখা হয়?
ছাত্রী :খোলা মেলা।
শিক্ষিকা: তুমি কি রুপার দোকানে গিয়েছো?
ছাত্রী :হ্যাঁ গিয়েছি।
শিক্ষিকা: তা কিভাবে রাখা হয়?
ছাত্রী :সংরক্ষণ করে রাখা হয়।
শিক্ষিকা: তুমি কি স্বর্ণের দোকানে গিয়েছো?
ছাত্রী :জি হ্যাঁ গিয়েছি।
শিক্ষিকা: তা কিভাবে রাখা হয়?
ছাত্রী :তা রুপার চেয়েও বেশী সংরক্ষণ করে রাখা হয়।
শিক্ষিকা: তুমি কি হীরার দোকানে গিয়েছো?
ছাত্রী :হ্যাঁ গিয়েছি।
শিক্ষিকা: তা কেমনে রাখা হয়?
ছাত্রী :তা স্বর্ণের চেয়েও বেশী গুরুত্ব সহকারে ঢেকে রাখা হয়।
শিক্ষিকা: কেন জান?
ছাত্রী :কেননা তার দাম অত্যন্ত বেশী তাই।যেন তাতে ময়লা না লাগে।
শিক্ষিকা মুচকি হেঁসে বললেন: সকল ধর্মে মহিলাদের মান ও সম্মান হীরার চেয়েও অনেক অনেক বেশী। তাই তুমি পর্দায় থাকবে।
ছাত্রী :সর্ট ড্রেসে সমস্যা কি মেডাম?!
শিক্ষিকা: যারা তোমাকে সর্ট ড্রেস পরতে বলছে, তারা তোমাকে লোহার মত ব্যবহার করতে চাচ্ছে। তারা তোমার শ*রী*রে দা*গ দেবে, ময়লা লাগাবে, মরিচা ফেলবে। তারপর ছু*ড়ে ফেলে দেবে ডাস্টবিনে। ওরা কোনদিন তোমাকে সৌন্দর্যময় হীরা ভাববে না, বরং ভাববে ব্যবহারেরর লোহা। যা সাময়িক ব্যবহারের পর ফেলে দেবে। তাই একটু বিবেক বুদ্ধি দিয়ে ভেবে দেখ, তোমার মান সম্মান ও ভবিষ্যৎ এর কথা । মনে রাখবে এই দুনিয়াই কিন্তু শেষ নয়, আখিরাত বলেও কিছু একটা আছে।..

এই পেজটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে,, ইসলামিক রিচার্জ

05/05/2024

"সিজদায়" গিয়ে কান্না করা প্রতিটা ব্যক্তির দোয়া যেন আল্লাহ কবুল করে নেন।(আমিন)🤲

★..এক অপূর্ব সুন্দরী নারী এক কৃষক কে বলল আমি তোমাকে বিবাহ করিব।.. ☺️ কৃষক তো নারীর চেহারা দেখে পাগল। কৃষক দেরি না করে না...
04/05/2024

★..এক অপূর্ব সুন্দরী নারী এক কৃষক কে বলল আমি তোমাকে বিবাহ করিব।.. ☺️ কৃষক তো নারীর চেহারা দেখে পাগল। কৃষক দেরি না করে নারীকে নিয়ে কাজী অফিসে গিয়ে বলল,.আমাদের বিবাহ দাও।

কাজী নারীর চেহারা দেখে সে নিজেও পাগল। আরে বেটা কৃষক, তুই তো এই নারীর উপযুক্তই না, আমি বিবাহ করিব কৃষক আর কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল __🥀 তাড়াতাড়ি কৃষক আর কাজী বিচার নিয়ে গেলো বাদশাহের দরবারে!

বাদশাহ নারীর চেহারা দেখে সে নিজেও পাগল। এক পর্যায় বাদশাহ বলেন তোরা দুজনেই এই নারীর অযোগ্য বিবাহ আমি করিব।🥀

তখন নারীকে বলা হলো, তুমি সিদ্ধান্ত দাও তুমি কাকে বিবাহ করিবে?

নারী সিদ্ধান্ত দিলো, যে আমাকে দৌড়ে ধরতে পারবে। আমি তাকেই বিবাহ করিব। ☺️ নারী দৌড় দিলো, এবং তার পিছু- (১) কৃষক (২)কাজী এবং (৩)বাদশাহ ওর

৩ জন দৌড়াতে লাগলো। এবং ৩ জন এ দৌড়াতে দৌড়াতে এক সময় ছটফট করতে করতে কৃষক মারা গেলো। তার কিছুদুর পর একই অবস্তায় কাজী টাও মারা গেল। বাদশাহ নারীকে বলেন, এখন তো আমি একা, চল বিবাহ করিব__🙂 তবুও নারী বলে। ( না) আমাকে আগে দৌড়ে ধরতে হবে। তখন বাদশাহ বলেন,হে নারী দাড়াও বল, তুমি আসলে কে...❓

নারী বলে আমি হলাম (দুনিয়া) আমার মধ্যে আছে শুধু চাকচিক্য, মোহ, আর লোভলালসা। আমার পিছে যে দৌড়াবে, সে শুধু এভাবেই মরবে বিনিময়ে কিছুই পাবে না।

এ থেকে বুঝা যায় লোভ মানুষকে ধ্বংস করে। তাই তুমি ফিরে যাও আল্লাহর দিকে। সৌভাগ্য ফিরবে তোমার দিকে। পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে ।
কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নাই।🧡
কাউকে বারবার ডাকলে সে রাগ হয়। কিন্তু আল্লাহ কে বারবার ডাকলে তিনি খুশি হন।🧡❤️

দুনিয়ার মোহ ত্যাগ করো, আল্লাহ তোমায় সঠিক পথ দেখাবে ইন-শা-আল্লাহ।।

04/05/2024

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

اَلَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ بِالَّیْلِ وَ النَّهَارِ سِرًّا وَّ عَلَانِیَةً فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ وَ لَا خَوْفٌ عَلَیْهِمْ وَ لَا هُمْ یَحْزَنُوْنَؔ۝

যারা নিজেদের সম্পদ দিনে ও রাতে ব্যয় করে, প্রকাশ্যেও এবং গোপনেও। তারা তাদের প্রতিপালকের কাছে নিজেদের সওয়াব পাবে এবং তাদের কোনো ভয় থাকবে না আর তারা কোনো দুঃখও পাবে না।

সূরা বাকারা, আয়াত ২৭৪সূত্র : তাফসীরে তাওযীহুল কুরআন

04/05/2024

পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে সহজ কাজ হল অন্যের সমলোচনা করা. ....
(হযরত আলী রাঃ)

02/05/2024

🌑ফেসবুক আপনার জান্নাতের পথ হয়ে দাড়াতে পারে যদি আপনি মানুষকে ইসলামের দাওয়াত দিতে পারেন!
ফেসবুক আপনার জাহান্নামের পথ হয়ে দাড়াতে পারে যদি উহা খারাপ কাজে ব্যয় করেন! তাই সাবধান🌑

01/05/2024

স্বামীকে খুশি করতে রুপের প্রয়োজন নেই,
স্বামীর কথা শুনুন, পর্দা করুন, ধৈর্য ধরুন, আর ভালো ব্যবহার এই টুকুই যথেষ্ট।।

30/04/2024

হারাম সম্পর্ক, যিনা- ব্যভিচার, জাস্ট ফ্রেন্ড, অশ্লীল অন্যায় কাজ হতে বিরত থাকতে বলা মানুষটা আপনার শত্রু নয়।
আমরা আপনার শত্রু নই, বরং এমন মানুষগুলোই প্রকৃত বন্ধু।
"একজন সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ ﷺ ! বন্ধু বা সঙ্গী হিসেবে আমাদের মধ্যে কে সর্বোত্তম?
রাসূলুল্লাহ ﷺ বললেন,
১. যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে;
২. যার কথা শুনলে ইলম বাড়ে;
৩. যার আমালে আখেরাতের কথা স্মরন হয়।"
(আত তারগীব ওয়াত তারহীবঃ ১/৮৯)
আপনি আজ না হলেও একদিন ঠিকই বুঝবেন, আফসোস সেদিন বুঝেও হয়তো কোনো ফায়দা হবে না। তাই সময় থাকতে ফিরে আসুন।
"আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ তার কী উপকারে আসবে?"
(আল ফজর : ২৩)

©️©️

30/04/2024

– ইসলাম অহংকার করতে শেখায় না!
– ইসলাম শুকরিয়া আদায় করতে শেখায়!

30/04/2024

•—সৌন্দর্য শুধু নজর কেড়ে নেয়,•
°আর উত্তম চরিত্র হৃদয় কেড়ে নেয়° 🥰

আলহামদুলিল্লাহ
28/04/2024

আলহামদুলিল্লাহ

Alhamdulillah,,♥️❣️♥️
27/04/2024

Alhamdulillah,,♥️❣️♥️

27/04/2024

➤ দেখি কাদের সংখ্যা বেশি!
১৷কওমি মাদ্রাসা
২৷আলিয়া মাদ্রাসা
৩৷স্কুল
৪৷কলেজ
৫৷ইউনিভার্সিটি

Address

Daudkandi

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক রিচার্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামিক রিচার্জ:

Videos

Share

Category



You may also like