Master দা'র পাঠশালা & Jobs News

Master দা'র পাঠশালা & Jobs News A social page for all types of facebook users, admin id:www.facebook.com/habibur104

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে মিষ্টি বিতরণকারী সেইসব  মাদারবোর্ড  গুলো এখন কোথায়???
14/08/2024

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে মিষ্টি বিতরণকারী সেইসব মাদারবোর্ড গুলো এখন কোথায়???

আল্লাহ আপনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন,আপনি আমার জীবনের প্রথম ব্যক্তি যার স্পষ্ট উচ্চারণ ও স্মার্ট  বাচনভঙ্গির ওয়...
14/08/2023

আল্লাহ আপনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন,
আপনি আমার জীবনের প্রথম ব্যক্তি যার স্পষ্ট উচ্চারণ ও স্মার্ট বাচনভঙ্গির ওয়াজ শুনে ইমান দ্বীপ্ত হতাম।
দঃখিত,বাংলাদেশের সবাই আপনাকে ভালবাসে শুধু আম-লিক ছাড়া।

06/06/2023

ও শেখ হাসিনা মা গো!!!😭😭😭😭😭😭

শুভ জন্মদিন লিজেন্ড।
10/03/2023

শুভ জন্মদিন লিজেন্ড।

12/02/2023

বাবা পাশে থাকলে এমন সাত সমুদ্রও পাড়ি দেয়া যায় অনায়াসে। লাভ ইউ আব্বা ❤️💝

 #হায়রে_মানবজীবন! ---------রাত ২.৩০ টায়  #রোগীটা মারা গেল। বয়স প্রায় ৭০, সঙ্গে শুধু স্ত্রী।জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর...
04/09/2022

#হায়রে_মানবজীবন!
---------
রাত ২.৩০ টায় #রোগীটা মারা গেল।
বয়স প্রায় ৭০, সঙ্গে শুধু স্ত্রী।
জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিল।

কেউ আসেনি?
এরপর এক #নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোনও মানসিক প্রস্তুতি ছিল না--
#রোগীর দুই ছেলে, #বড় জন সৌদি আরব, #ছোট ছেলে বাড়িতে।

বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা। ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এ অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিল-

" আমি তো হাসপাতালে নিতে বলিনি, #সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"
জিজ্ঞেস করলাম, #আত্মীয়_স্বজন….??

জানালো কেউ আসবে না। যখন তাদের #প্রয়োজন ছিল তখন এসেছে।

এখন লাশ নিতে আসলে যদি দুই #পয়সা খরচ করতে হয়..!

রাত ২.৩০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য #প্রয়াত #স্বামীকে নিয়ে একটি উপজেলা #হাসপাতালের ওয়ার্ডে,
সঙ্গে নেই কোনও চেনামুখ…!!

কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়…!!
আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে বাবা ?
#আজান দিতে আর কতক্ষণ…..??

আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা….!!
ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো #শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ #দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে #কান্না করছে, আবার একা একা এই #লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।
আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন, কোনও সমস্যা নাই"।

#ওয়ার্ড থেকে বের হয়ে ৭০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম #জীবন টা ঠিক কতটা #নিষ্ঠুর হতে পারে !!
শেষ পরিণতি হিসেবে #মৃত্যুর পর #লাশটা নেওয়ার মানুষটাও নেই।
আহারে জীবন……..!!
এ জীবন নিয়ে আবার কত #বড়াই আমাদের # কত বড়াই জায়গা-জমি নিয়ে….!!
অথচ ঠিকমতো #দাফন_কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই!
😭😢😭😢😭
# ডা: মোঃ সেলিম

24/11/2021

#সরকারি_প্রাথমিক_বিদ্যালয়ের_সহকারী_শিক্ষক নিয়োগের সার্কুলার হয়েছে।

প্রাথমিক শিক্ষকের চাকরি আর ছোট করে দেখার সু্যোগ নেই। কারণ গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০) তে উন্নীত করা হয়েছে। আপাতত ৩২০০০+ নিয়োগের কথা থাকলেও চূড়ান্ত নিয়োগে ৪০০০০+ হওয়া স্বাভাবিক। কারণ ততদিনে শুন্যপদ বাড়বে। তাই এই সু্যোগ হাতছাড়া না করে প্রস্তুতি নিন।

#শিক্ষক_নিয়োগের_প্রক্রিয়া_জেনে_নিন

প্রাথমিকে দুই ধাপে পরীক্ষা হয়। MCQ Type লিখিত থাকে ৮০ মার্ক। ৮০ টি MCQ থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন ১ মার্ক। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে।
দ্বিতীয় ধাপে ২০ মার্কের ভাইভা থাকবে। MCQ টে উত্তীর্ণরা ভাইভা দিবেন। মোট ১০০ থেকে মেধাতালিকা করা হবে সম্পূর্ণ উপজেলা ভিত্তিক।

েনে_নিন_মানবণ্টন :

ক. ইংরেজি ২০
খ. বাংলা ২০
গ. গণিত ২০
ঘ. সাধারণ জ্ঞান ২০

#কিভাবে_প্রস্তুতি_নিবেন:

ক. ইংরেজি

ইংরেজিতে ২০ নম্বরে ভালো করতে হলে এই টপিকগুলো অবশ্যই দেখবেন
A. Grammar
1. Parts of Speech
2. Identification of Parts of Speech
3. Interchange Parts of speech.
4. Phrase & Clause
5. Gerund & Participle
6. Number & Gender
7. Preposition
8. Right form or Verb
9. Voice & Narration
10. Subject-Verb Agreement
12. Conditional Sentence
13. Synonym, Antonym & Spelling

B. লিটারেচার

Literature 2/1 টা আসতে পারে। আবার নাও আসতে পারে। সেরা প্রস্তুতির জন্য বিগত প্রাইমারি, বিসিএস ও নন ক্যাডারের প্রশ্ন পড়বেন। পাশাপাশি Shakespeare, John Milton, Wordsworth সহ যাদের নাম এইচএসসির ইংরেজি বইয়ে আছে তাদের কয়েকটা বইয়ের নাম জেনে যাবেন।

খ. বাংলা

বাংলায় ভালো করতে হলে ব্যাকরণ বেশি পড়তে হবে।
সাহিত্য থেকে ৩-৪ টার বেশি আসে না।

i) ব্যাকরণ

১. সন্ধি
২. বানান
৩. সমার্থক ও বিপরীত শব্দ
৪. শব্দের প্রকারভেদ
৫. ধ্বনি, বর্ণ ও অক্ষর
৬. পরিভাষা
৭. উপসর্গ
৮. কারক ও বিভক্তি
৯. প্রত্যয় ও সমাস
১০. বাক্য সংকোচন ও বাগধারা
১১. পদ প্রকরণ

ii) বাংলা সাহিত্য

১. বিগত বিসিএস, নন ক্যাডার ও প্রাইমারির প্রশ্ন পড়বেন।
২. ষষ্ঠ থেকে এইচএসসি পর্যন্ত বাংলা বইয়ের লেখক পরিচিত পড়বেন।
৩. চর্যাপদ
৪. রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, শামসুর রহমান, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৫. মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটা গল্প, উপন্যাস ও নাটক।
৬. সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি।

৩. গণিত

এই অংশে একটু বেশি শ্রম দিবেন। গণিতকে ৩ টা অংশে ভাগ করা যায়।

i) পাটিগণিত

এখান থেকে ১০-১৩ টা প্রশ্ন আসবে।
১. পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পাটিগণিত করবেন।
২. মুনাফা, লাভ-ক্ষতি, শতকরা, অনুপাত, মৌলিক ও বাস্তব সংখ্যা, ঐকিক নিয়ম, বয়স, ভগ্নাংশ।
ii) বীজগণিত

এখান থেকে ৩-৪ টা আসবে।
১. বীজগাণিতিক রাশি, উৎপাদককে বিশ্লেষণ, এক চলক ও দ্বিচলকবিশিষ্ট সমীকরণ
২. সূচক, লগারিদম ও ধারা
৩. বিগত বছরের প্রাইমারি সব গণিত প্রাকটিস করবেন।
iii)জ্যামিতি

এখান থেকে ৩-৪ টা আসবে।
১. রেখা, কোণ ও ত্রিভুজ
২. পীথাগোরাসের উপপাদ্য
৩. বৃত্ত
৪. পরিমিতিতে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ও সমকোণী ত্রিভুজ সংক্রান্ত সমস্যা।

ঘ. সাধারণ জ্ঞান

i) বাংলাদেশ বিষয়াবলী
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও বর্ণনা, মুক্তিযুদ্ধের ইতিহাস (১৯৪৭ থেকে ১৯৭১), কৃষি ও জলবায়ু, জনসংখ্যা, সংবিধান ও সরকারের অর্গানসমূহ, বাংলাদেশের অর্থনীতি। (নবম শ্রেণির সামাজিক বিজ্ঞান, ইতিহাস, পৌরনীতি ও অর্থনীতি বই থেকে এই টপিকগুলো দেখবেন)

ii)আন্তর্জাতিক বিষয়াবলী

১. কিছু গুরুত্বপূর্ণ দেশের রাজধানী ও মূদ্রা
২. কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা।
৩. প্রণালী
৪.বর্তমান বিশ্ব রাজনীতি
৫. চীন, ভারত ও যুক্তরাষ্ট্র

(সাম্প্রতিক অংশের জন্য পরীক্ষার আগের মাস বাদ দিয়ে এর আগের ৩-৪ মাসের কারেন্ট এফেয়ার্সের সাম্প্রতিক অংশের ২ পেজ পড়বেন)

iii) সাধারণ বিজ্ঞান

বেসিক প্রশ্ন করবে। তাই ৮ম ও ৯ম শ্রেণির সাধারণ বিজ্ঞানের বেসিক অংশ পড়বেন।

iv)কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

এখানেও বেসিক প্রশ্ন করবে। যেমন, ইনপুট ও আউটপুট ডিভাইস, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, Twitter, Instagram. এছাড়াও রয়েছে Google, Youtube, Messenger, What's App, E-mail, Web Browser etc.
(Easy Computer পড়তে পারেন)

****পুরোপুরি সিলেবাস শেষ করার পর অবশ্যই বিগত ১৫ বছরের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্ন ভালোভাবে আয়ত্ব করে যাবেন। পাশাপাশি ১০ম থেকে ৪০ তম বিসিএসের (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান)প্রশ্ন পড়বেন। (সংগ্রহীত)

সবার জন্য শুভ কামনা❤️

16/10/2021

জী, ম্যাডাম,
ধর্ম যার যার, উৎসব সবার।
বিয়ে যার যার, বউ সবার।
পুকুর যার যার, মাছ সবার।
জমি যার যার, ফসল সবার।

প্রিয় নেতা,নেত্রী বয়স তো অনেক হলো,এবার তো কবরের কথা ভাবেন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্হাফপ্যান্ট পরা যুবকদের সংখ্যা দিনদিন বাড়ছে, যা আগে আমাদের সমাজে কল্পনাও ক...
28/09/2021

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্

হাফপ্যান্ট পরা যুবকদের সংখ্যা দিনদিন বাড়ছে, যা আগে আমাদের সমাজে কল্পনাও করা যেতো না৷ অথচ হাঁটু ঢেকে কাপড় পরা ফরয৷ হাঁটু খোলা রাখা হারাম৷ আর এটা এমন হারাম যা গোপনে নয়, প্রতিনিয়ত জনসম্মুখে লিপ্ত হতে হয়৷নাভীঁ থেকে হাটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ ছেলেদের জন‍্য।

আমাদের মুসলিম যুবকদের মাঝে সেই হারামে লিপ্ত হওয়ার প্রবণতা ও ঝোঁক বেড়েই চলেছে৷ কোনো গোনাহ প্রকাশ্য করতে করতে একসময় ভেতর থেকে অনুশোচনা বা অপরাধবোধের অনুভূতিটুকু বিনষ্ট হয়ে যায়৷

হাদীসে এসেছে রাসূল ﷺ বলেছেন-
كلُّ أُمَّتي مُعافًى إلا المجاهرين
আমার উম্মত সবাইকে মাফ করে দেয়া হবে, কেবল প্রকাশ্য গোনাহকারী ছাড়া৷ (সহীহ বুখারী, ৬০৬৯ ও মুসলিম, ২৯৯০)

কারণ-
- প্রকাশ্য গোনাহকারীর মধ্যে অপরাধবোধের পরিবর্তে তার ভেতর গোনাহের উপর একপ্রকার অহংবোধ চলে আসে৷ যেন ড্যামকেয়ার ভাব৷

- প্রকাশ্য গোনাহকারী তার কৃত গোনাহের দিকে অপরকে আহবান করতে থাকে৷ মৌখিক আহবান নয়, নিজে আমলের মাধ্যমে নিরব আহবান৷

- প্রকাশ্য গোনাহকারী অপরকে তার গোনাহের সাক্ষী বানিয়ে নিলো৷ এক/দুইজন নয়, অসংখ্য সাক্ষী৷ এরা কিয়ামতের দিন তার বিপক্ষে তার কৃত গোনাহের সাক্ষী হবে৷

আল্লাহ আমাদের সব রকমের প্রকাশ্য ও-অপ্রকাশ্য গোনাহ থেকে হেফাজত করুন৷

27/06/2021

👉ভয় পেয়োনা করোনায়👈
আমেরিকার বোস্টনে একজন আসামীর ফাঁসির আদেশ হয়। কয়েকজন বিজ্ঞানী সরকারের কাছে আবেদন করেন, এই আসামীকে নিয়ে আমরা একটা রিসার্চ করতে চাই । সরকারি অনুমোদন মিললো।
কিছুদিন পর কয়েকজন বিজ্ঞানী আসামীর সঙ্গে দেখা করে তাকে বলে, "আপনাকে ফাঁসি দেওয়া হবে না, সাপের দংশনে মারা হবে"
যথারীতি নির্দিষ্ট দিনে বিজ্ঞানীরা আসামীর কাছে গেলো। তাকে একটী চেয়ারে বসিয়ে হাত পা বেধে মুখ ঢেকে দেওয়া হলো। বিজ্ঞানীরা একটী আলপিন দিয়ে তার পায়ের আঙুলে দুটো ফুটো করে দিলো। কিছু সময়ের মধ্যে লোকটী মারা গেলো। কি করে সম্ভব ? বিজ্ঞানীদের মতে, তার শরীরে নেগেটিভ এনার্জি কাজ করেছে, কয়েকদিন ওই আসামী সাপের ছোবলে মারা যাবে, এই চিন্তাই করেছে।
নেগেটিভ এনার্জি তার হার্ট ফেল করিয়েছে।
গল্পটা এই জন্য বললাম, করোনা নিয়েও মানুষের মনে নেগেটিভ এনার্জী কাজ করছে। এটা ভয়ঙ্কর প্রবনতা। কোন মানুষ এই প্রবনতার শিকার হলে, তার বাঁচা মুশকিল। পজেটিভ ভাবুন, মাত্র 2, 3% মানুষ মারা যায়। সতেজ থাকুন, ভয় পাবেন না, কাউকে ভয় দেখাবেন না।
#বাসায়_থাকুন۔۔۔
#ভালো_থাকুন۔۔۔

20/05/2021

সবাই এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন।







🇵🇸
🇬🇧
🇺🇸
🇷🇺
🇹🇷
🇩🇪

🇪🇦
🇮🇹






#أنقذوا_حي_الشيخ_جراح

#فلسطين








29/04/2021

Baba Mane Hazar Bikal=বাবা মানে হাজার বিকেল

শিল্পীঃ জাইমা নূর
কথা ও সুরঃ তাসনীম সাদিয়া
ডাউনলোড করতেঃ https://youtu.be/hslIODZ9QSk

সড়ক ও জনপথ অধিদপ্তর সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ♦প্রায় সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে।
01/03/2021

সড়ক ও জনপথ অধিদপ্তর সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রায় সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে।

Argentinian football legend Diego Maradona, 60, dies of a heart attack just two weeks after being released from hospital...
25/11/2020

Argentinian football legend Diego Maradona, 60, dies of a heart attack just two weeks after being released from hospital after treatment for bleed on his brain

09/11/2020

এটাই জীবন------
বয়স যখন ৪০ পার হয় তখন উচ্চ শিক্ষিত আর নিম্ন শিক্ষিত সবাই সমান, বয়স যখন ৫০ পার হয় তখন কালো ফর্সা সবই সমান,কার চেহারা সুন্দর,দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবেনা...

বয়স যখন ৬০ পার হয় তখন উচ্চ পজিশনে চাকুরী আর নিম্ন পজিশনে চাকুরী এটা আর কোন ব্যাপার নয়।
এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায়না...

বয়স যখন ৭০ তখন আপনার বড় ফ্ল্যাট,বড় বাসা কোন গর্বের বিষয় নয় বরং বাসা বড় হলে সেটা মেইনটেইন করাই কঠিন,
ছোট একটি রুম হলেই আপনার চলে...

বয়স যখন ৮০ তখন আপনার টাকা থাকলে যা না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেননা...

বয়স যখন ৯০ আপনার ঘুমানো আর জেগে থাকা একই,
আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেননা...

বয়স যখন ১০০ তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে কিছুই যায় আসে না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবেনা...

জীবনের মানে টা এতটুকুই... এর বেশি কিছুই না... এতো চাপ নিয়ে,লোভ করে,মানুষের ক্ষতি করে লাভ কি???

নিজ নিজ জায়গা থেকে জীবনটা উপভোগ করতে শিখুন,অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন। সময়টা ভালো কাজে লাগান,পৃথিবীটা আপনার জন্য সুন্দর হবে।(সংগ্রহীত)

22/09/2020

আঞ্চলিক ভাষায় কথা বলা কোন দূর্বলতা নয়। এটা ঐতিহ্যের বাহক।

11/09/2020

#বাংলাদেশের_জানা_অজানাঃ

★★★★★★★★★★
1* বাংলাদেশের একমাত্র জলপ্রপাত

কোথায় অবস্থিত?

উওর : মৌলভীবাজার

2* বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত?

উওর : খুলনা

3* ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত?

উওর : ঢাকা

4* বাংলাদেশের প্রথম ইকো পার্ক

কোথায় অবস্থিত?

উওর : চট্টগ্রামে

5* বাংলাদেশের শীতল পানির

ঝর্ণা কোথায় অবস্থিত?

উওর : হিমছড়ি পাহাড়, কক্সবাজার

সম্প্রদায়---

উপজাতির নাম---- আবাসস্থল

গারো------------ ময়মনসিংহ

চাকমা------------রাঙ্গামাটি ও খাগড়াছড়ি

সাঁওতাল------------ রাজশাহী ও দিনাজপুর

রাখাইন------------ পটুয়াখালী

মারমা------------ কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী

হাজং------------ ময়মনসিংহ ও নেত্রকোনা

রাজবংশী------------ রংপুর

মুরং------------ বান্দরবানের গভীর অরণ্যে

কুকি ------------ সাজেক ভেলী (রাঙ্গামাটি)

হুদি------------ নেত্রকোনা

পাংখো------------বান্দরবান

খাসিয়া------------সিলেট

ওরাও------------বগুড়া, রংপুর

টিপরা ------------খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম

লুসাই ------------পার্বত্য চট্টগ্রাম

খুমি------------ বান্দরবান

মনিপুরী------------ সিলেট

তনচংগা------------ রাঙ্গামাটি

রনজোগী------------ বান্দরবানের গভীর অরণ্যে

১.বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম?

উঃ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

২. বাংলাদেশের বৃহত্তম ব্যাংক?

উঃ সোনালী ব্যাংক

৩. বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল?

উঃ মনিহার (যশোর)

৪. বাংলাদেশের বৃহত্তম কন্টেনার জাহাজ?

উঃ বাংলার দূত

৫. বাংলাদেশের বৃহত্তম শহর?

উঃ ঢাকা

৬. বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর?

উঃ চট্টগ্রাম বন্দর ৭. বাংলাদেশের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র?

উঃ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র

৮. বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র?

উঃ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র

৯.বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?

উঃ তিতাস, ব্রাহ্মণবাড়িয়া

১০. বাংলাদেশের বৃহত্তম হোটেল?

উঃ হোটেল সোনারগাঁও, ঢাকা

১১. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ?

উঃ তাজিংডং (বিজয়) (১২৩১ মিঃ)

১২. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়?

উঃ গারো (ময়মনসিংহ)

১৩. বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ?

উঃ বৈলাম (প্রায় ৬১মিটার)

১৪. বাংলাদেশের দীর্ঘতম নদী?

উঃ সুরমা

১৫. বাংলাদেশের প্রশস্ততম নদী?

উঃ যমুনা

১৬. বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু ?

উঃ হার্ডিঞ্জ ব্রীজ (১৭৯৬ মি:)

১৭. বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু?

উঃ বঙ্গবন্ধু যমুনা ব্রীজ (৪.৮ কি: মি:)

১৮. বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত?

উঃ কক্সবাজার (পৃথিবীর মধ্যে দীর্ঘতম)

১৯. বাংলাদেশের দীর্ঘতম মানুষ?

উঃ পরিমল বর্মন, জিঞ্জিরা, ঢাকা (৮ফুট ৩ ইঞ্চি)

২০. বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত?

উঃ লালখান, সিলেট (৩৮৭৭ মি:মি:) ২১. বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত? উঃ লালপুর, নাটোর ২২. বাংলাদেশের উষ্ণতম স্থান? উঃ নাটোরের লালপুর (৪৫.১ ডিগ্রী)

২৩. বাংলাদেশের শীতলতম স্থান?

উঃ সিলেটের শ্রীমঙ্গল (২.৮ ডিগ্রী)

১, বাংলাদেশে স্টক একচেন্জ কয়টি?

উ, ২ টি

২, বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?

উ, যমুনা সেতু

৩, লালন জাদুঘর কোথায় অবস্থিত?

উ, কুষ্টিয়া

৪, অভ্যন্তরীন কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত?

উ, চট্টগ্রাম

৫, জাতীয় পতাকা দিবস কবে?

উ, ২মার্চ

৬, কত সালে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়?

উ, ১৯৫৫

৭, সমুদ্রে বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র কোনটি?

উ, সাঙ্গু

৮, হলুদ বিহার কোথায় অবস্থিত?

উ, নওগাঁ

৯, বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে?

উ, ১৯৮৬

১০, ময়নামতি কোন সভ্যতার নিদর্শন?

উ, বৌদ্ধ

১১, সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?

উ, ঢাকা

১২, পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত?

উ, সোনারগাঁও

১.সবচেয়ে বড় বিভাগ- চট্টগ্রাম।

২.সবচেয়ে ছোট বিভাগ- সিলেট।

৩.আয়তনে বড় জেলা- রাঙামাটি।

৪.আয়তনে ছোট জেলা- নারায়নগন্জ।

৫.জনসংখ্যায় বড় জেলা- ঢাকা।

৬.জনসংখ্যায় ছোট জেলা-বান্দরবন।

৭.আয়তনে বড় থানা- শ্যামনগর (সাতক্ষীরা)

৮.আয়তনে ছোট থানা- কোতোয়ালী(ঢাকা)।

৯.জনসংখ্যায় বড় থানা- বেগমগঞ্জ (নোয়াখালী)।

১০.জনসংখ্যায় ছোট থানা- রাজস্থলী (রাঙামাটি)।
(বিঃদ্রঃ কোন ভূল থাকলে কমেন্টে জানাবেন)

Address


Alerts

Be the first to know and let us send you an email when Master দা'র পাঠশালা & Jobs News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category