ভালবাসার কষ্ট

ভালবাসার কষ্ট আমি তুমি, তোমরা,, আমরা সবাই কোন না কোন ভাবে ভালবাসারকস্টের সাথে জড়িত
(10)

মানুষের মনটা বড়ই অদ্ভুত কেউ কাদে একটু খানি সুখের আশায় আর কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়
,শুধু থেকে যায় রিদয়ে ♥ভালবাসার কস্ট ♥

31/01/2024

এই সব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে;
বাইরে হয়তো শিশির ঝরছে, কিংবা পাতা,
কিংবা প্যাঁচার গান; সেও শিশিরের মতো, হলুদ পাতার মতো।

জীবনানন্দ

মানুষের যেমন জন্ম মৃত্যু আছে, ঠিক তেমনি ইচ্ছেরও জন্ম মৃত্যু আছে। ইচ্ছেরা জন্মায়, ইচ্ছেরা মারা যায়! ইচ্ছেরা মারা গেলে-কিছ...
31/01/2024

মানুষের যেমন জন্ম মৃত্যু আছে,
ঠিক তেমনি ইচ্ছেরও জন্ম মৃত্যু আছে।
ইচ্ছেরা জন্মায়, ইচ্ছেরা মারা যায়!

ইচ্ছেরা মারা গেলে-
কিছুই ভাল্লাগে না আর।
লিখতে ভাল্লাগে না,
কথা বলতে ভাল্লাগে না,
আকাশ দেখতে ভাল্লাগে না! 🤍🥀

31/01/2024

-যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখে,
কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তার দোষ গোপন রাখবেন।

(মুসলিম-২৫১০)

31/01/2024

রাস্তায় শুয়ে থাকা মানুষগুলো জানে, স্নিগ্ধ কনকনে ঠান্ডা বাতাস কতটা কষ্টের! হয়তো শীতের রাতগুলো তাদের জন্য রোমান্টিক নয়!😥

দুটোই বিলুপ্ত! 🥲💔
30/01/2024

দুটোই বিলুপ্ত! 🥲💔

29/01/2024

- আমি হারিয়ে গেলে কারো শূন্য লাগে না.!❤️‍🙂

- অথচ কেউ একটু দূরে গেলেই আমার খারাপ লাগে.!😇❤️
কেন🥰🥰🥰🥰

29/01/2024

- এই শহরে প্রচুর অভাব.!🥺

- কারো শিক্ষার, কারো ভালবাসার, কারো ভাতের, কারো মনুষ্যত্বের.!💔

29/01/2024

- পরের জন্মে তুমি আমার হয়ে আসিও,.!!🙂

- আমিও ছেড়ে গিয়ে বুঝিয়ে দিবো, প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা কেমন..!!😅💔

29/01/2024

- তুমি টাকা কামাও..!! 😊

- সমাজ তোমাকে বিচারক বানাবে.!💝😅

যদি ভালো না লাগে, তাহলে বলে দিও।চুপ করে তোমার জীবন থেকে হারিয়ে যাবো,, কখনো প্রশ্ন করবো না?তবুও ব্যস্ততার অযুহাত দিয়ে অবহ...
29/01/2024

যদি ভালো না লাগে, তাহলে বলে দিও।
চুপ করে তোমার জীবন থেকে হারিয়ে যাবো,, কখনো প্রশ্ন করবো না?তবুও ব্যস্ততার অযুহাত দিয়ে অবহেলা করো না,,!🙂💔

29/01/2024

চাইলেই তার থেকে ভালো কাউকে পাওয়া যাবে,
কিন্তু আমার তাকেই লাগবে,
এটা হচ্ছে ভালোবাসা,🖤

-সম্পর্ক পুরনো হয়ে গেলে মোহ থাকে না,-হারিয়ে যায় সেই মানুষটার কিছু নিষ্ঠার অবহেলা, অযত্নে,-ঠিক যেমন পুরনো হয়ে গেলে,-পছন...
28/01/2024

-সম্পর্ক পুরনো হয়ে গেলে মোহ থাকে না,
-হারিয়ে যায় সেই মানুষটার কিছু নিষ্ঠার অবহেলা, অযত্নে,
-ঠিক যেমন পুরনো হয়ে গেলে,
-পছন্দের দামি পুশাকটাও আর ঠাই পায়না আলমারিতে,
-পরে থাকে অজানা কনো কোনায়,💔

26/01/2024

_অভিমান নাকি মানুষ কে ফেরাতে পারে.?
আমি করলে দেখি মানুষ আমাকে ছেড়ে যায়.!! 🌸

26/01/2024

নিজেকে লুকাতে লুকাতে,
একদিন দাফন করে ফেলবো!

26/01/2024

আপনি চাইলেই এই ১৮ কো'টি মানুষের মাঝে থেকে খুব নিঁখুত, রূপে-গুণে পরিপূর্ণা কে বেছে নিতেই পারতেন। তবুও ঘুরেফিরে সেই বেকার ছেলেটার প্রেমে পড়েছেন,অনেক খুঁজাখুঁজি করেও সেই শ্যাম বর্ণের কাজল চোখের মেয়েটাকেই ভালোবেসেছেন।

সম্পর্ক এমন হোক, একজনের বে'কারত্ব আর অপরজনের অসম্পূর্ণতার দোহাই সম্পর্ক ভে'ঙ্গে না যাক। ক্যারিয়ার পরিবার এর অজুহাত না হোক!

সম্পর্কের কদর হোক। বি'চ্ছেদ না হোক!

26/01/2024

যার কাছে আপনার চোখের পানির মূল্য নেই, ধরে নিবেন তাঁর কাছে আপনার ও কোনো মূল্য নেই 🥀

26/01/2024

আজ নীলের বিয়ে,,,
♣♥৩য় পর্ব♥♣

নানান রকম ভাবনার মধ্যে দিয়ে নীলের মাথা যেন ভারি হয়ে আসছে,,,।
#পাগল_তোর জন্য রে পাগল,,, হঠাৎ করেই নীলের মোবাইল এ এই রিংটোন টা বেজে উঠল,,,
নীলের স্বপ্নরানি যাকে সে ভালবাসতো, তার ফোন,,,,।
যার সাথে তার দীর্ঘদিনের রিদয়ের আদান প্রদান,,কিন্তু আর কিছুক্ষন পর তার সাথে সব সম্পর্ক ইতি হয়ে যাবে অনন্যা নামে একটা মেয়েকে বিয়ের মাধ্যমে,,,,।
যে অনন্যা নীলকে শুধু বেদনায় নীলই করেনি, করেছে দিশেহারা,কলংকিত আর তার রিদয়ের গহিন অরন্যে লুকিয়ে থাকা মানুষটা থেকে করেছে চিরতরে আলাদা,,,।
নীলের এই রিংটোন টা খুবই প্রিয় কারন তার ভালবাসার অনেক অনুভতি আর ভালবাসা জমে আছে এই গানটার মধ্যে।
এই গানটা যে তার ভালবাসার মিস্টি নাম 💋শ্রাবন্তি তাকে প্রতিনিয়ত কানের কাছে ফোন রেখে তাকে গেয়ে শুনাত।
নীল ফোনটা রিসিভড করতেই ওপাশ থেকে 💋শ্রাবন্তির অভিমান আর কান্না ভরা কন্ঠে রিদয় আবেগ জড়ানো মিস্টি গালি,,, যা নীলের এক প্রকার প্রাপ্য বলা যেতে পারে।
শ্রাবন্তির কান্না আর অভিযোগ নীলকে যেন পাথর থেকে পাথর দিচ্ছে,,,।
কিন্তু কি করবে নীল, সে যে নিরুপায়,,,নীল যেন কথা না বলতে পারা একটা বোবা মানব হয়ে বসে আছে মাইক্রোর সিটে।
শ্রাবন্তি আগেই হয়তো জেনে গেছে তার নীল আজ হারিয়ে যাচ্ছে তার রিদয়ের নীলসাগর থেকে তাকে একা করে, হয়তো তার রিদয় সাগরে নীল আর কখনো ঢেউয়ের তালে তুলবে না গানের সুর,রিনিঝিনি সুর বাজবে না আর দুই রিদয়ের একসাথে পথচলার মাঝে,,,।
শ্রাবন্তি কেদেই চলেছে অঝর ধারায় আর মুখ থেকে বের হচ্ছে সেই অভিমান ভরা রিদয়ের অব্যক্ত কথা,,,।
মাইক্রো থামানো আর চেঁচামেচিতে নীল বুঝতে পারল যে তারা বিয়ে বাড়িতে চলে এসেছে,,
তাই তারাতারি নীল ফোন টা কেটে দিয়ে সুইজ অফ করে দিল,,,,।
রাস্তার ধারেই অনন্যাদের বাসা,,,
মাইক্রো থেকে নেমেই নীল দেখতে পেল বিয়ের গেট সাজানো,,,অনেক লোকজন তাকে দেখতে ভিড় করেছে,, এতে নীল ভিতরে ভিতরে অনেক লজ্জা পাচ্ছিল,,,,।
অন্য মনস্ক নীলকে বসানো হলো গেটে পেতে রাখা চেয়ারে,,,,,সেখানে টেবিলের উপর একটি থালায় অনেক গুলো রংবেরং এর শরবতে ভরা গ্লাস রাখা,,,,পাশেই মিস্টি আর একটি প্যাকেটে সিগারেট,,,,।
নীলের যেন মনে হলো প্যাকেটের সব গুলা সিগারেট একসাথে ধরিয়ে মুখে নিয়ে টান দিতে যাতে তার মানসিক একটা প্রশান্তি আসে মনের মধ্যে,,,,।
যাহোক গেটের আনুস্টাকিতা সেরে উঠতেই নীলের গলায় ফুলের মালা দিয়ে আর চারিদিক থেকে ফুল ছিটিয়ে বরন করে নেওয়া হচ্ছে,,,।
কয়েক কদম যাওয়ার পরেই নীলদের বসার জায়গায় চলে আসলো,,,,।
শরবত আর নাস্তার পর্ব শেষ করেই বিয়ে পর্ব শেষ করার জন্য কাজী এসে নীলের পাশে বসলেন,,,,।
লেখালেখি, সাক্ষি আর কলেমা পড়িয়ে যখন নীলকে কবুল বলতে বলা হলো তখন যেন নীলের মনের মধ্যে একপ্রকার ঝড় বইতে শুরু করল,,,,
কিন্তু চোখের পানি আটকাতে পারল না,,।
অনেক কস্টে নীলের মুখ থেকে কবুল বের হলো,,,,,।
আর সাইন করার সময় যেন মনে হলো যে নীল কোনদিন কলম ধরেনি,,,কিভাবে লিখতে হয় নীল জানেনা,,,,,,।
কোন রকম বিয়ে পর্ব শেষ করে খাওয়া দাওয়া সেরে উঠে নীল পাশেই একটু আড়ালে গেলো সিগারেট টানার জন্য,,,,।
কিন্তু একি নীল যেন এক নতুন গ্রহে প্রবেশ করেছে,,,।
তার মনের মধ্যে চেয়ে না দেখা 😍অনন্যার কথা ভিড় করছে,,,।
💋শ্রাবন্তিকে সে আর যেন তার মনের মধ্যে আনতে পারছে না,,,এইতো কিছুক্ষন আগেও তো তার মন জুড়ে শ্রাবন্তি ছিল,,, এখন আসছে না কেন,,, আস্তে আস্তে শ্রাবন্তি যেন ঝাপসা হয়ে যাচ্ছে,,,,কিন্তু কেন??????
তাহলে কি আল্লাহর কলেমা পড়ে ওই তিনটি কবুল বলার মধ্যে কি কোন অলৌকিকতা আছে,,,,,।
হবে হয়তো,, তা না হলে দুইটা অপরিচিত রিদয় কিভাবে কলেমা পড়ে আর মুখে কবুল বলে একত্র হয়ে যায়,,,এযে এক আল্লাহ প্রদত্ত অসীম মায়ার বাধন,,,,।
বিয়ে বাড়ির আরো কিছু আনুস্টাকিতা সেরে নীল তার নতুন বউ অনন্যাকে নিয়ে আসছে নিজ বাড়িতে,,,,।
যার সাথে এই মাত্র ঘন্টা খানেক আগে বেধেছে এক নতুন জীবন শুরু করার
এক বন্ধন,,,,,।
অনন্যার গলা ফাটিয়ে কান্নার সুর আর সবার আশির্বাদ নিয়ে নীল এগিয়ে যাচ্ছে মাইক্রোর দিকে,,,,,।
কিছুক্ষন পর মাইক্রো ছুটে চললো তার গন্তব্যের দিকে, নীলের পাশে সদ্য বিয়ে হওয়া অনন্যাকে সংগি করে,,,,,।

_____♦^♥একাকী জয়

26/01/2024

আজ নীলের বিয়ে,,,,,
(২য় পর্ব)
------------------------------------
ঠিক দুপুরের দিকে নীলকে তার বাবা এসে বলল যে বাসায় যাও ডাকছে,,,,,,
নীল বুঝে উঠতে পারলনা,,,
এই সময় কেন তাকে বাসায় যেতে বলছে,,,,, নীলের বাসায় যাওয়ার সময় এখনো হয়নি,,
সাধারনত নীল বাসায় যাই ২:৩০ থেকে ৩টার দিকে,,,,,
এতো সাত পাচ না ভেবে নীল তার বাবার কথা মত বাসায় আসলো,,,,।
কিন্তু বাসায় এসে নীলের যেন মাথায় আকাশ ভেংগে পড়ল,,,,,,।
বিয়ে করতে যেতে হবে তাই তারাতারি গোসল করে রেডি হতে হবে,,,,।
অনেক কস্টে নীল নিজেকে সামলে নিয়ে একা একা গোসল করার জন্য কলপারের দিকে এগিয়ে গেল কিন্তু পাড়ার কয়েক জন ভাবি এসে একপ্রকার জোর করে নীল গোসল করিয়ে দিল,,,,,।
যা কোন ভাবেই নীলের প্রত্যাশা ছিলনা।
এরপরেইই আসল নীলের জীবনে কান্নার সবচেয়ে বেদনামধুর সময়,,,,।
নীলকে যখন ক্ষীর খাওয়ানো হবে বা হচ্ছিল তখন নীল আর নিজেকে কন্ট্রোল করতে পারলনা।
আকাশ বাতাস একাকার করে নীল কান্নার রোল শুরু করে দিল।
কারন তার সব স্বপ্নের মৃত্য ঘটবে যে আর মাত্র কিছুক্ষন পর।
এমন কান্না কোনদিন করেছে কিনা নীলের মনে পড়েনা,,,।
সবাই নীলকে ক্ষির মুখে তুলে দিচ্ছে আর নীল অঝরধারায় কান্না করে যাচ্ছে।
এইতো আর কিছুক্ষন পর নীল অনন্যাকে বিয়ে করতে যাচ্ছে,,,,, যে অনন্যা নীলের কস্টের সব অস্তিত্ব জুড়ে রয়ে গেছে রিদয়সাগরে,,,,।
অনন্যা,,দুই ভাই আর এক বোনের মধ্যে খুব আদরের একমাত্র ছোট বোন,,,,,।
চঞ্চল, ছটফটে আর নিজেকে সবার থেকে বড় ভাবা একজন সদ্য আই এ পাস করা একটা নিম্নবিত্তের আধুনিকা মেয়ে,,,
বাবা মারা গেছে বছর ছয়েক হলো,,,,।
তাই মা আর দুই ভাইয়ের বনের পাখির মত ছেড়ে দেওয়া এক সকল বাধাহীন একটা মেয়ে যা তার স্বভাব আর চলাফেরাকে করেছে বেপরোয়া।
এদিকে তার বাবার দ্বিতীয় পক্ষের ঘরেও আছে একটা ভাই, যদিও তারা একসাথে থাকেনা কিন্তু নীল অনন্যার
এসবের কিছুই জানতো।
যদিও কোন এক সময় নীল অনন্যাকে একবার দেখেছিল ঘটনাচক্রে।।।।
এখন নীলের চোখের সামনে ভেসে উঠছে,,, গতকাল বিকালেও তার রিদয় উজাড় করা ভালবাসার মানুষটার সাথে দেখা করে আসল আজ তাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে,,,,,।
বাসার পাশেই একটি মাইক্রো এসে থামলো,, আর সাথে সাথেই নীলের তিন বোন, দুইটা দুলাভাই আরও কয়েকজন তারাহুড়ো করতে লাগলো বের হওয়ার জন্য,,,,।
নীল পায়জাম শেরয়ানি আর মাথায় বিয়ের টুপি পড়ে মাকে সালাম করে বিদায় নিয়ে আসতে আসতে মাইক্রোবাসের দিকে অগ্রসর হতে লাগলো,,,,।
কিন্তু নীলের যেন মনে হচ্ছে তার পায়ে কয়েক মণ পাথর বেধে দেওয়া হয়েছে,
কোন ভাবেই পা আর তুলে মাইক্রোবাসের দিকে যেতে পারছেনা,,,,,।কোন মতে মাইক্রোর মধ্যে উঠে নীল তার জায়গায় বসল, পাশে নীলের বড়বোন আর একপাশে দুলাভাই,,,,।
মাইক্রো স্টার্ট দিয়েই চালক চলা শুরু করল,,,,।
নীল আজ যাচ্ছে তার নতুন জীবন শুরু করতে অনন্যার সাথে যে এখন নীলের জীবনের কস্টের প্রতিচ্ছবি হয়ে জমে আছে প্রতিটি ক্ষনে,,,,
মাইক্রো চলছে তার গতিতে আর নীলের রিদয় মনে জেগে উঠছে এক নতুন শংকা,,,,,,সে কি পারবে মানিয়ে নিতে নতুন জীবন অনন্যার সাথে,,,,,?????
--------চলবে

------♦♣♥একাকী জয়

26/01/2024

#বউয়ের_আদর
লিখাঃ-
এই ওঠ না ওঠ।
-😴😴
- ওফ নীল তুমি কি ওঠবে?
- ফুসসস ফুসসস ( নাক ডাকছে)
- আহ তোমার এই নাক ডাকা ছাড়া কি আর কোন কাজ নাই নাকি?
- ফুসসসস ফুসসসস
- তোমার তো আর এভাবে ঘুম ভাঙ্গবে না তাই না??
- ফুুসসস ফুসসস
- আমি কিন্ত শেষ বার বলছি তুমি ওঠবে নাকি?
নীল আর একটু কাথাটা টেনে মুখ পর্যন্ত আনে, নাকা ডাকা শুরু করলো।
বুঝছি তোমাকে কিভাবে ওঠাতে হবে তা আমার জানা আছে,,,
নীলের বউ ওয়াশরুমে গিয়ে এক বালতি পানি আনে,,, 👿
- তুমি কি ওঠবে না।
- ফুুসসসসস,,
আর সহ্য হয় না, নীলের বউ পুরো বালতির পানিটা নীলের উপরে ঢেলে দিয়ে,,,,,
নীল ঃ- ( কাথা নিয়ে ধরফরিয়ে ওঠে ) এই নিলা নিলা নিলা ঝড় ঝড় ঝড়
নিলা ঃ-👿👿👿 নীলের মাথা থেকে এক ঝাটকা দিয়ে কাথাটা নামিয়ে,,
এই হারামজাদা ঝড় কোথা থেকে পেলে তুই?
নীল ঃ- (চোখ কচ লাতে কচলাতে)তুমি আবার পানি ফালিয়েছ আমার উপর?
নিলাঃ- পানি ফালিয়েছি তা অনেক, না হলে তো তোর উপর গরম গরম তেল এই ফালিয়ে দিতাম,
নীলঃ- কি সাংঘাতিক বউ রে আমার।
নিলাঃ- এ্যা সাংঘাতিক এর কি দেখলি তুই?( জামার কলার ধরে)
নীলঃ-😢😢😢 আচ্ছা আচ্ছা সোনা তোমার মধ্যে সাংঘাতিক এর কিছুই নাই। সব সাংঘাতিক শুধু আমার মধ্যে।
নিলা ঃ- একদম। তোর মতো একটা কুম কারনের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল
নীলঃ-😱😱😱😱( আনার জীবনটা যে তেজপাতা করে দিচ্ছ তা বুঝলো না আমার বউ,, আর সে নাকি বলে আমি তার জীবন তেজপাতা করে দিচ্ছি) (বিড়বিড় করে)
নিলাঃ- এই তুই কি বললি?
নীল ঃ- কোথায় সোনা পাখি কি বললাম আমি।
বললাম আমার সোনা পাখিটা এমন রেগে আছে কেন?
নিলা ঃ- কয়টা বাজে তোর কোন খবর আছে?
আজ না আমার বাপের বাড়ি নিয়ে যাবি বলছিলি?
নীলঃ- হায়রে মায়গো বাপের বাড়ি যাওয়ার কি আছে এতো।এই শীতকালে যে বউয়ের কতো দরকার আমার বউটা বুঝে না কেন? ( মনে মনে)
একমাস আগে তো গিয়ে আসলে সোনা।
নিলা নীলের কলার আরো শক্ত করে ধরে ঃ- কি বললি তুই?
নীল ঃ- না না মানে আজকে না গেলে হয় না বউ??
নিলাঃ- তোরে কবর দিলে হবে?
নীল ঃ- এক ঢোক গিলে,,,
সোনা তুমি এতো জলদি বিধবা হতে চাও?
আমাদের নাট বল্টুর কি হবে।
নিলাঃ- কে বলছে আমি বিধবা হবো?
তোকে কবরে পাঠায় সাথে সাথে বিয়ে করে বসবো।
আর নাট বল্টু অন্য কাউকে পাপ্পা বলবে,,
এবার জলদি কর এই কাথাটা ছাদে গিয়ে শুকাতে দিয়ে আয় আর জলদি গিয়ে গোসল করে আয়। 👿( কলার ছেড়ে দিয়ে)
নীল ঃ- 😨😨😨এই হলো বউ আমার ( মনে মনে)
আচ্ছা বলে জলদি কাথাটা নিয়ে ছাদের উদ্দেশ্য পা বাড়ালো,,


ও আচ্ছা আপনাদের তো পরিচয় এই দিলাম না। আমি নীল রহমান,,,, আর এই যে একটা দজ্জাল মেয়ে দেখলেন সে আমার স্ত্রী নিলা রহমান। আপনারা আবার বলে দিয়েন না যে আমি একে দজ্জাল ডেকেছি।
আমাদের বিয়ে ৩ বছর,,, এই ৩ বছর ধরে একটা দজ্জালের সাথে থাকা কি মিসকিল তা আপনারা বুঝবেন না। বিয়েটা হয় পারাবারিক ভাবে,, যখন প্রথম বার দেখেছিলাম তখন এক নজরে ভালো লেগে গিয়েছিল। আর তখনো ছিল খুব শান্ত শিষ্ট। কিন্তু এই শান্ত শিষ্ট মেয়ে বাসর রাতে এমন দজ্জাল গিরি করছে যে জীবনে আর আমি সিংহ হয়ে উঠতে পারলাম না। বাসর রাতের গল্প না হয় আর একদিন বলবো, আজ থাক আজ শুধু এই টুকু জানেন। আসেন গল্পে যাই)
কাথা মেলে বাসায় ঢুকতে বউ আগেই ডাক,,,
ওই নীললললললল😠😠😠
নীল ঃ- কি হলো বউ😱😱😱
নিলাঃ- তোর এতক্ষন লাগলো কেন একটা কাঁথা মেলতে?
নীল ঃ- পাশের বাসার ভাবী ডাকছিল একটু!!
নিলা ঃ-😤😤😤😤 কেন?
নীল ঃ- বললো আমি কিছু দিন পর পর এতো কাঁথা মেলতে আসি কেন? আমার বাসায় তো একটা বাচ্ছা কাচ্চা নাই।
নিলাঃ-😡😡😡 তুই কি বললি??
নীল ঃ- তেমন কিছু না ভাবি।
আসলে
আসলে আসতে আসতে ভাআি থামায় দিয়ে বললো থাক ভাই আর বলতে হবে না।
বললো ভাবী তো দিন দিন একদম বুড়ী হয়ে যাচ্ছে,, আর আপনি সুন্দর, রহস্য কি।
আমি বললাম কোন রহস্য না ভাবী। তারপর আমি বললাম ভাবী আপনি দেখতে আজ খুব সুন্দর লাগছেন। ( মিথ্যা)
( যদি এই সব বলাতে বউ একটু লক্ষী হয় তাই)
নিলা শাড়ির আঁচলটা কেমড়ে গুজে দিয়ে তাই সোনা,,
নীল ঃ- আহ আমার বউটা কতো ভালো হয়ে গেছে।
নিলা ঃ- সোনা দরজাটা লাগিয়ে বস আমি আমি তোমার জন্য লেবু সরবত নিয়ে আসছি।
নীল ঃ- আচ্ছা বউ বলে দরজা লাজিয়ে সোফা বসলো( ২২ টা দাঁত বের করে)
নিলা কিচেনে গিয়ে একটা দাও নিয়ে এক চিল্লান দিয়ে নীল রহমান আজ তুই শেষ বলে কিচেন থেকে দাও হাতে নিয়ে বের হলো,,,
নীল ঃ- বসবো কি নিলার এই রুপ দেখে এখনো দৌড়াচ্ছে,, পালা নীল পালা।
এই জরবন রাখতে চাইলে পালা।
নিলাঃ- এই থাম হারামজাদা। আজ তোকে মেরেই ফেলবো।
নীল ঃ- পালাচ্ছে তো পালাচ্ছে আর নিলা তার পিছনে, নীলের এই জীবনে বউয়ের আদর পাওয়ার শখ মিটে গেছে।
***(সমাপ্ত)***

26/01/2024

আজ নীলের বিয়ে (১ম পর্ব)

২১শে মার্চ ২০১২,বুধবার
আজ নীলের বিয়ে, বিয়ে একটা ছেলের জীবনে অনেক বড় কাংখিত একটি স্বপ্ন,,,,
যে জিনিসটার উপর দাড়িয়ে সে পার করতে চাই জীবন মরনের সন্ধিক্ষনের মাঝের পথটা।
আর পাচটা বিয়ের মত নীলের বিয়েটা হচ্ছে না,,,,,
পরিবেশ,সমাজ, পরিবার, আত্মীয় স্বজন আর বোনদের পিড়াপিরিতে
নীল কে আজ নিজের রিদয়ে লুকিয়ে থাকা অনেক স্বপ্ন আর ভালবাসাকে বিসর্জন দিয়ে একটা অপরিচিত মেয়েকে বিয়ে করতে হচ্ছে,,,
কিন্তু মাত্র কয়েক ঘন্টা আগেও নীল জানতো না যে,,, সামনে কয়েক ঘন্টা পরে তার জন্য কি অপেক্ষা করছে,,,,,
অপেক্ষা করছে তার জীবনে নতুন ফুলেল সৌরভের জীবন নামক এক যন্ত্রণা আর কস্ট ভরা ভালবাসার গল্প।

নীল নিম্ন মধ্যবিত্ত পরিবারের চার ভাই_বোনের মধ্যে দ্বিতীয় এবং তিন বোনের একমাত্র ভাই,,,,সবার অনেকের আদরের আর বাবা মায়ের অতি আদরের সন্তানএবং অনেক বড় আশার প্রদীপ, যাকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা। তাইতো শত কস্টের মাঝে সংসার চালিয়েও নীলকে তার বাবা নিজ শহরে না পড়িয়ে ঢাকার একটি নাম করা কলেজে অনার্স পড়িয়েছে,,,,।
কত আশা, কত স্বপ্ন, কত চাওয়া সব আজ জলাঞ্জলি দিয়ে নীল আজ যাচ্ছে বিয়ের পিড়িতে বসতে।
কিন্তু এমন তো হওয়ার কথা ছিলনা,,,
কথা ছিল নীলের রিদয়ের সমুদ্রের গহীনে সাতার কাটা এক অপরুপ রানি যার সাথে জিবনের বাকিটা পথ পাড়ি দেবে এক সাথে দুটি হাত ধরে,,,,,।
যার বুকে খুজেছিল এক আকাশ সুখ, এক পৃথিবী স্বপ্ন আর জীবন সমুদ্রের মাঝে ঢেউয়ের তালে পাড়ি দেওয়ার মত একটি রিদয়,,,,,।
কিন্তু তা আর হলোনা জীবন যুদ্ধে হেরে যাওয়া নীলের, কোন এক অন্ধকার সমাজের, না দেখা এক নস্ট ইতিহাসের নস্টালজিক কাহিনীর প্রেক্ষিতে তার রিদয় জমিনের সব চাওয়া পাওয়া,আনন্দ হাসি আর কারোর হাতে রেখে হাত দেওয়া প্রতিশ্রুতি সবকিছুই
যেন হারিয়ে গেল এক নিমিষেই,,,,,,।
কিন্তু কেন, ভাগ্যদেবি হয়তো চাইনি নীল কখনো সুখের মাঝে থাক,,,,
এমনও হতে পারে নীলের জীবনটা ঘিরে থাক নীল বর্নের নীলাভাব আর নীল আকাশের সীমাহীন নীল কস্ট নিয়ে,,,।
নীল যাচ্ছে নাম না জানা চেয়ে না দেখা ছটফটে চঞ্চল নীলের কস্টের প্রতিচ্ছবি অনন্যাকে বিয়ে করতে,,,,,।
কল্পনার পৃথিবীতে জীবন গড়ে তুলা এক অপ্সরিকে বিয়ে করতে হচ্ছে যা পরবর্তিতে নীলের জিবনে এক অভিশাপ হয়ে দেখা দিয়েছে,,,,।
নীল আজ নিঃস্ব, রিক্ত, কস্টে জর্জরিত, পিপাসিত,ভালবাসা হারানোর বেদনায় ফেরারি আসামি,,,,,,,,।
,,,,,,,,,,(চলবে)

----------♦♣♥ একাকী জয়

তুমি এমন ধীরে এসো,যাতে মুখোমুখি হলেই আমার আয়ু শেষ হয়।তোমার চলে যাওয়া দেখতে না হয়।
23/01/2024

তুমি এমন ধীরে এসো,
যাতে মুখোমুখি হলেই আমার আয়ু শেষ হয়।
তোমার চলে যাওয়া দেখতে না হয়।

22/01/2024

সুখী হওয়ার জন্য কমপক্ষে এক মুঠো ভালোবাসার দরকার। নারীদের পাশে একজন দায়িত্বশীল পুরুষ দরকার। পুরুষদের পাশে একজন বিশ্বাসী নারী।

জীবনে টাকা পয়সা দিয়ে সবকিছু হয়। শুধু ভালোবাসা হয় না! ভালোবাসা টাকা- পয়সায় থাকে না! ভালোবাসা থাকে হৃদয়ে।মুগ্ধতা থাকে দায়িত্বশীলতা,বিশ্বস্ততা,যত্নশীলতা আর মায়াবী চাহনিতে।

একজন পুরুষের পাশে যখন একজন নারী ছায়ার মতো পাশে দাঁড়ায়। তার ভেতরে সুখ সুখ ভাব হয়। হৃদয় সতেজ থাকে। মন খুশিতে নাচতে থাকে। তার সবকিছু ভালো হতে থাকে।

একজন নারীকে যখন একজন পুরুষ ঘাম জড়িয়ে টাকা ইনকাম করে তার ভরণপোষণের খরচ যোগায়।দায়িত্ব নিয়ে আগলে রাখে। তাঁর ভালো মন্দ সবকিছু নিজের করে নেয়। তখন তার মনেও সুখ সুখ ভাব হয়।

ভোগবিলাসতাকে সুখ বলে না! সুখ হলো সেটা, যেটা হৃদয়ে প্রশান্তি দেয় । হৃদয়কে তাজা রাখে। মনকে বসন্তের কোকিলের মতো উড়ায়। যে সুখ একমাত্র ভালোবাসার মধ্যেই থাকে । যে সুখ কেবল ভালোবাসার মানুষেরাই দিতে পারে।

সবাই শুধু বিয়ে করতে বলে কিন্তু কেউ নিজের বোন/কাজিন/মেয়েকে বিয়ে দিতে রাজি হয়না😆হিসাব মিলে না দয়াল
22/01/2024

সবাই শুধু বিয়ে করতে বলে কিন্তু কেউ নিজের বোন/কাজিন/মেয়েকে বিয়ে দিতে রাজি হয়না😆
হিসাব মিলে না দয়াল

একার মাঝে নিজেকে রেখো,ক্ষণিক সময় পেলে আমায় ভেবো  ..নিজের মাঝে হারিয়ে বিষন্ন মন যদি শান্তির খোঁজে বের হয় । তবে, তারে আ...
22/01/2024

একার মাঝে নিজেকে রেখো,
ক্ষণিক সময় পেলে আমায় ভেবো ..
নিজের মাঝে হারিয়ে বিষন্ন মন যদি শান্তির খোঁজে বের হয় ।
তবে, তারে আমার ঠিকানা দিও !

আমি অন্যের কাছে নিজেকে খুচরো পয়সার মতন জমা করে দেখে ছিলাম কিন্তু তারা কেউই খুব বেশিদিন সেগুলোর যত্ন নিতে পারে নি  হয় বিল...
21/01/2024

আমি অন্যের কাছে নিজেকে

খুচরো পয়সার মতন জমা করে দেখে ছিলাম

কিন্তু তারা কেউই খুব বেশিদিন সেগুলোর

যত্ন নিতে পারে নি হয় বিলিয়ে দিয়েছে নয়ত হারিয়ে ফেলেছে.!!🌸

নির্জন কোলাহল মুক্ত, নিরিবিলি পরিবেশ 🖤আহা! জীবন বোধহয় এখানেই সুন্দর.. ☘️
21/01/2024

নির্জন কোলাহল মুক্ত, নিরিবিলি পরিবেশ 🖤
আহা! জীবন বোধহয় এখানেই সুন্দর.. ☘️

"পড়ুয়া মেয়েকে বধুয়া করুন!""যদি একটি পড়ুয়া মেয়ে খুঁজে পান, তাকে আপন করে নিয়েন। রাত দুটোয় ঘুম ভেঙ্গে যদি হঠাৎ দেখেন সে একট...
21/01/2024

"পড়ুয়া মেয়েকে বধুয়া করুন!"

"যদি একটি পড়ুয়া মেয়ে খুঁজে পান, তাকে আপন করে নিয়েন। রাত দুটোয় ঘুম ভেঙ্গে যদি হঠাৎ দেখেন সে একটি বই বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে, এক কাপ চা দিয়েন তাকে, তারপর শক্ত করে জড়িয়ে ধরে রাখিয়েন। কিছুক্ষণের জন্য সে হয়তো হারিয়ে যাবে,

আপনার হয়তো মনে হবে আপনার বুকে মাথা রেখেও সে আসলে হেঁটে বেড়াচ্ছে অন্য কোনো জগতে।

ভয় পাবেন না, শেষ পর্যন্ত সে আপনার কাছেই ফিরে আসবে। সে এমনভাবে কথা বলবে যেন বইয়ের সব চরিত্রগুলোই বাস্তব, কারণ কিছুক্ষণের জন্য তারা আসলেই তাই।

🖊️শায়খ আতিক উল্লাহ হাফিঃ🌸

আপনি যদি বিয়ে করতে আগ্রহী হন, তাহলে সম্ভাব্য জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীর মধ্যে যেন তিনটি বিষয় থাকে তা চেয়ে আল্লাহর কাছে দু’আ ...
20/01/2024

আপনি যদি বিয়ে করতে আগ্রহী হন, তাহলে সম্ভাব্য জীবনসঙ্গী/জীবনসঙ্গিনীর মধ্যে যেন তিনটি বিষয় থাকে তা চেয়ে আল্লাহর কাছে দু’আ করুন:

১) হে আল্লাহ! এমন একজন সঙ্গী দান করুন যে আমাকে আপনার কথা স্মরণ করিয়ে দিবে।

২) হে আল্লাহ! এমন একজন সঙ্গী দান করুন যে জান্নাতে আমার হাত ধরে ঘুরে বেড়াবে।

৩) হে আল্লাহ! এমন একজন সঙ্গী দান করুন যে আমার ঈমানকে বাড়িয়ে দিবে।

""শতাব্দী যদি তোমাকেই ভালোবাসতাম প্রতি দমে,প্রতি কদমে; চোখের পলকে পলকে!এই ক্ষুণজন্মা জীবনে জখমে ভরা দিলে প্রবল ভালোবাসায...
16/01/2024

""শতাব্দী যদি তোমাকেই ভালোবাসতাম প্রতি দমে,প্রতি কদমে; চোখের পলকে পলকে!এই ক্ষুণজন্মা জীবনে জখমে ভরা দিলে প্রবল ভালোবাসায় তবে কেন ও অপূর্ণতা আমার?""

Address

Chuadanga
Darsana
7200

Telephone

+8801728232326

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালবাসার কষ্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like