Family Of Chuadanga

Family Of Chuadanga
আমাদের প্রিয় "Family Of Chuadanga" পেজে লাইক দিয়ে যুক্ত হন! তথ্য দিন তথ্য নিন!
(5)

 #ইন্না_লিল্লাহ_ওয়া_ইন্না_ইলাহি_রজিউনকিছু মানুষের মৃত্যু পুরো পৃথিবীকে শূন্য বানিয়ে দিতে যথেষ্ট। আল্লাহ তোমাকে জান্নাত ব...
05/12/2023

#ইন্না_লিল্লাহ_ওয়া_ইন্না_ইলাহি_রজিউন
কিছু মানুষের মৃত্যু পুরো পৃথিবীকে শূন্য বানিয়ে দিতে যথেষ্ট।
আল্লাহ তোমাকে জান্নাত বাসি করুক মামনি🤲🤲🤲

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি সড়কে আলমসাধুর ধাক্কায় প্রাণ গেলো ৫ বছর বয়সী ঝরার। আজ সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে কুড়ুলগাছি গ্রামের শাহারিয়ার হেলাল ঝলকের মেয়ে ঝরা রাস্তা পারা-পারের সময় এ দূর্ঘটনা ঘটে।

25/11/2023

আগামীকাল এইচ.এস.সি ও সমমানের ফল প্রকাশ

20/11/2023

__𝘼𝙨𝙨𝙖𝙡𝙖𝙢𝙪𝙡𝙖𝙞𝙠𝙪𝙢.🦋🖤
সালামের_উওর_দেওয়া_ওয়াজিব. 🥰🥀🤍
❤️ যারা বেশি বেশি সালাম বিনয় করে,
তারা জান্নাতি !
{মুসলিম শরীফ:১০০}

 #কার্পাসডাঙ্গা_ডিগ্রী_কলেজ
12/11/2023

#কার্পাসডাঙ্গা_ডিগ্রী_কলেজ

 #নদী'টি চুয়াডাঙ্গা জেলায় কোথায় অবস্থিত,,,দেখি কে বলতে পারে???
24/10/2023

#নদী'টি চুয়াডাঙ্গা জেলায় কোথায় অবস্থিত,,,
দেখি কে বলতে পারে???

 #নবনির্মিত দর্শনা গলাই*দড়ি ব্রিজের নামকরণের কারণঃনফল পাল চৌধুরীর ছেলে রুদ্র একটি মুসলিম মেয়েকে ভালবাসে এবং বিয়ে করতে ...
19/10/2023

#নবনির্মিত দর্শনা গলাই*দড়ি ব্রিজের নামকরণের কারণঃ

নফল পাল চৌধুরীর ছেলে রুদ্র একটি মুসলিম মেয়েকে ভালবাসে এবং বিয়ে করতে চাই।
কিন্তু বাধ সাধেন মহাজনপুরের হিন্দু রাজা নফরপাল চৌধুরী। এজন্য রুদ্র তার চাচা বিপ্রদাস এর বাড়ি আসার সময় বাবার উপর রাগ করে বড় বট গাছের ডালে গলায় দড়ি দেয়।
তারপর থেকে ঘাটটি গলায় দড়ি ঘাট এবং গ্রামটি তার নামানুসারে রুদ্রনগর বলে মানুষের কাছে পরিচিতি পায়।

বিঃদ্রঃ, এটা আমার লোক মুখে শোনা কথা।
তবে, এটার কোনো শক্ত প্রমাণ আমার কাছে নাই।

 ্শ_বাবার_কিছু_উক্তি
04/10/2023

্শ_বাবার_কিছু_উক্তি

 #চুয়াডাঙ্গা সদর উপজেলা মডেল মসজিদ
01/10/2023

#চুয়াডাঙ্গা সদর উপজেলা মডেল মসজিদ

28/09/2023

আলহামদুলিল্লাহ
আজ বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ১২ই রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম দিন🖤😊

 #পৃথিবীতে কোন কিছুই  success নয় এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি :যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success,যখন হ...
27/09/2023

#পৃথিবীতে কোন কিছুই success নয়

এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি :

যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success,
যখন হাটতে শিখলাম মনে হল এটাই success,
যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success,

ভুল ভাঙল,

এরপর স্কুলে গেলাম,শিখলাম first হওয়াটা success,
এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটা success,
ভুল ভাঙল,বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেসাল্টটা ধরে রাখাই success,

এখানেই শেষ নয়,

এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে চান্স পাওয়াটাই success,

পরে বুঝলাম না কলেজ শেষে চাকরী পাওয়াটা success,
এরপর বুঝলাম না,নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটা success,
সেটাও নয়,নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল success,

আবার ভুল ভাঙল,

এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই success,

বছর ঘুরলো,দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই success,
ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই success,মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই success,

এরপর এলো রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক utilization ই success...

এরপর যখন সবাই মিলে কবরে শুইয়ে দিল,তখন বুঝলাম পৃথিবীতে কোন কিছুই success নয় ,

পুরো টাই competition, যার মুলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হয়না।

(সংগৃহিত)

27/09/2023

💔💔💔💔

✍️ প্রত্যেক বাবা মা এর উদ্দেশ্যে কিছু বলছি...😓বড় বড় দালান কোঠা দেখে মেয়ে বিয়ে দেওয়ার আগে,দেখে নিন বিল্ডিং এর মানুষগ...
19/09/2023

✍️ প্রত্যেক বাবা মা এর উদ্দেশ্যে কিছু বলছি...😓

বড় বড় দালান কোঠা দেখে মেয়ে বিয়ে দেওয়ার আগে,দেখে নিন বিল্ডিং এর মানুষগুলো মানুষ কি না।একটা ছেলের সম্পর্কে ভালো করে না জেনে না শুনে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন। মেয়ের জন্য যখন কোন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। তখন আপনি দেখেন ছেলের বাড়ি,গাড়ি, ব্যাংক ব্যালেন্স।অথচ এই কথাটি একটিবারের জন্য চিন্তা করেন না।ছেলেটি মদ খায়,না গাজা খায়, না হিরোইন খায়,কি ভা ইয়াবার সাথে সম্পর্কিত।ছেলের বাড়ি গাড়ি অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স দেখে মেয়েটাকে বিয়ে দেন।বিয়ের পর কিছুদিন যেতে না যেতে, মেয়েটা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়।
তাই মা-বাবা দেরকে বলতেছি টাকা পয়সা প্রকৃত সুখ না। মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে ভালোভাবে সেই ছেলেটার সম্পর্কে যাচাই-বাছাই করে নিন। ছেলেটার যোগ্যতা,সততা, আদর্শ, কর্ম এবং ধার্মিক পুরুষ কিনা।দালান কোঠা টাকা পয়সা হলেই আপনার মেয়েকে যে সুখে রাখবে বিষয়টা এরকুম না।
মনে রাখবেন,একটা কথা। মেয়েরা সুখি হয় তার স্বামীর ভালোবাসায় কেয়ার করাতে।

দালান কোটা,ধন সম্পত্তিতে সুখি হওয়া যায় না 🌺💖

শুভ জন্মদিনপ্রতিষ্ঠাতা, Family Of Chuadanga ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেইজ। মহান আল্লাহ্ আপনার মঙ্গল করুক।
13/09/2023

শুভ জন্মদিন
প্রতিষ্ঠাতা, Family Of Chuadanga ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেইজ।
মহান আল্লাহ্ আপনার মঙ্গল করুক।

 #কলমি_চাষকলমির যাদুকরি ক্ষমতা জানলে চাষ করবেন আপনিও☘️পুষ্টিগুণে অনন্য একটি শাক কলমি।☘️নিয়মিত কলমি শাক খেলে কোষ্ঠ কাঠিন...
10/09/2023

#কলমি_চাষ
কলমির যাদুকরি ক্ষমতা জানলে চাষ করবেন আপনিও
☘️পুষ্টিগুণে অনন্য একটি শাক কলমি।
☘️নিয়মিত কলমি শাক খেলে কোষ্ঠ কাঠিন্য দূর হয়।
☘️ জন্মের পর শিশু মায়ের বুকের দুধ না পেলে মাকে কলমি শাক রান্না করে খাওয়ালে শিশু পর্যাপ্ত পরিমানে দুধ পাবে।
☘️কলমি শাকে রয়েছে প্রচুর পরিমানে লৌহ ও ভিটামিন সি।
☘️উপকারি এই শাকটি কোন রকম রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করেই টবে চাষ করা যায়। ছাদ বাগানে কলমি চাষ খুব লাভজনক। একবার চাষ করে বেশ কয়েক দফা ফলন পাওয়া যায় । আসুন জেনে নিই এর সহজ চাষ পদ্ধতি।
🌱বীজ মিনি প্যাক মাত্র ৩৫ টাকা

চাষ পদ্ধতিঃ
প্রায় সব ধরণের মাটিতেই কলমি চাষ করা যায় । অপেক্ষাকৃত কম গভীরতার পাত্র কলমি শাক চাষের জন্য বেশি উপযোগি। ছাদ বা ব্যালকনিতেও কলমি চাষ সম্ভব।
৫ লিটার সাইজের পানির বোতল কেটেও টব তৈরি করা যায়। প্রথমে টবের নীচে ৩-৪টি ছিদ্র করে নিতে হবে। পরবর্তীতে দোআঁশ বা বেলে দোআঁশ মাটি ঝুরঝুরে করে একটি টবের ২ ভাগ মাটি ও ১ ভাগ জৈব সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে টব মাটি দিয়ে পূর্ন করতে হবে। অথবা মাঝারি সাইজের টবের জন্য টব প্রতি ১০০-১৫০ গ্রাম ও বড় সাইজের টবের জন্য ২০০-২৫০ গ্রাম জৈব সার ব্যবহার করতে হবে। এভাবে প্রস্তুতকৃত টব ৭ দিন রেখে মাটি খুচিয়ে দিতে হবে। মাটি যখন খুব ঝুরঝুরে হবে তখন কলমি শাকের বীজ বপন করতে হবে । সবচেয়ে ভাল হয় ৫-৬ ইঞ্চি দূরত্বে একসংগে ১০-১২টি করে বীজ বপন করা । বীজ বপনের পর হালকা পানি দিতে হবে। ঘনত্ত্ব বেশি হলে পরবর্তীতে অতিরিক্ত গাছ তুলে ফেলতে হবে। কলমি শাক অর্ধজলজ উদ্ভিদ হলেও টবে কলমি চাষে কম পানি দেয়া ভাল। তাতে কলমি শাক সোজা এবং শক্ত থাকবে।
কলমি শাকে রোগ-বালাই ও পোকামাকড় হয়না বললেই চলে। তবে কিছু কিছু বিটল, পাতাখেকো পোকা দেখা দিতে পারে। উক্ত পোকামাকড় খুব সহজেই হাত দিতে পিষে দমন করা যায়। আক্রমণ বেশি হলে জৈব বালাইনাশক ব্যবহার করা যেতে পারে (যেহেতু পরিবারে চাহিদা মিটাতে লাগানো সেহেতু রাসায়নিক বালাইনাশক ব্যবহার না করাই উত্তম)।

 #ফ্যান্টাসি_চুয়াডাঙ্গা
05/09/2023

#ফ্যান্টাসি_চুয়াডাঙ্গা

11/08/2023

-নিজেকে কবরে রেখে, দুনিয়াকে কল্পনা করুন
-দেখুন কেউ থেমে নেই আপনার জন্য🙂

01/08/2023

একাকিত্ব, হতাশা, ডিপ্রেশন, নিঃস্বাস
যখন ভারী হয়ে আসে তখন নিজেকে বলুন… “হাসবুনালাহু ওয়া নি'মাল ওয়াকিল"
আমার জন্য আমার আল্লাহ’ই যথেষ্ট
💙💙💙

28/07/2023

আজকে এস,এস,সি পরিক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে।
সকল পরিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন।
যারা ফেল করেছে তাদের প্রতি সমবেদনা।

27/07/2023

২৮ তারিখ SSC রেজাল্টের দিন সবার মুখে হাসি ফুটুক!'❤

আমিন! 🤲🥰

 #ব্রেকিং_নিউজ #অভিনন্দন নারী ক্রিকেটে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করলেন ফারজানা হক পিংকি।ভারতকে ২২৬ রানের ট...
22/07/2023

#ব্রেকিং_নিউজ

#অভিনন্দন
নারী ক্রিকেটে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করলেন ফারজানা হক পিংকি।
ভারতকে ২২৬ রানের টার্গেট দিয়েছে বাঘীনিরা।

 #শেষ গোসলের  প্রসাধনী,,বরই পাতা....??
22/07/2023

#শেষ গোসলের প্রসাধনী,,বরই পাতা....??

20/07/2023

#চেয়ারম্যান ও এ্যাসিস্টেন্ট বলদ ১০০ টাকার পরিবর্তে ১০ টাকা নেয়।

19/07/2023

কুড়ুলগাছি রুদ্রনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ :কুড়ুলগাছি গ্রামের রুপান্তর আর্ট(সেতুর) এর ছেলে রাতুল ঘটনাস্থলে নিহত।

 #সোহাগ_কম্পিউটার_এন্ড_পেপার_হাউজসুবিধা সমূহঃ- ০১। কম্পিউটার এর মাধ্যমে সকল সুবিধা দেওয়া হয়-  যেমন- টাইপিং, প্রিন্ট, স্ক...
15/07/2023

#সোহাগ_কম্পিউটার_এন্ড_পেপার_হাউজ
সুবিধা সমূহঃ-
০১। কম্পিউটার এর মাধ্যমে সকল সুবিধা দেওয়া হয়-
যেমন- টাইপিং, প্রিন্ট, স্ক্যানিং,লেমোনেটিং ও ফটোকপি করা হয়।
০২। Online এর সকল কার্যক্রম করা হয়।
০৩। স্কুল কলেজ এর সকল প্রকার ষ্টেশনারী মালামাল পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়।
০৪। বিকাশ, নগদ সহ সকল প্রকার মোবাইল ব্যাংকিং, লেনদেন করা হয়(দেশ+বিদেশ)।
০৫। সকল মোবাইল সিমের- এমবি কার্ড, মিনিট কার্ড বিক্রয় করা হয়।

স্থানঃ-
সোহাগ কম্পিউটার এন্ড পেপার হাউজ,
মন্ডল সুপার মার্কেট,
ডাচ্-বাংলা ব্যাংকের সামনে,
বাজার মসজিদ গলি,
কার্পাসডাঙ্গা বাজার,দামুড়হুদা,চুয়াডাঙ্গা।
সকলকে আমন্ত্রণ জানাচ্ছি...... ❤

যোগাযোগ-01893-170376

09/07/2023

#বর্তমান বিদ্যুৎ কর্মীদের চাকুরী ও মাইর বাঁচাতে অভিনব কাইদায় বিদ্যুৎ ইউনিট সংগ্রহ ও বিল প্রদান।

ঐতিহাসিক মুজিবনগর,মেহেরপুর।
08/07/2023

ঐতিহাসিক মুজিবনগর,মেহেরপুর।

08/07/2023

#যৌতুক হিসাবে জেনারেটর বতর্মানে কারেন্টের পরিস্থিতির জন্য ছেলের বাবার দাবী।

07/07/2023

#কৃষকের মুখে শুনুন তাদের বুকের ভিতর জমিয়ে রাখা করুণ কষ্টের কথা।

01/07/2023

আগামীকাল রবিবার সকাল ১০ ঘটিকায় এক বিশাল নৌকা-বাইছ খেলার আয়োজন করা হয়েছে।
আপনারা সকলেই আমন্ত্রিত।
স্হানঃ সুবলপুর ভৈরব নদী।
আয়োজনেঃ সুবলপুর গ্রামবাসী

 #দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের কৃতি সন্তানদের বন্ধু মহল ও গ্রামবাসীর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জা...
29/06/2023

#দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের কৃতি সন্তানদের বন্ধু মহল ও গ্রামবাসীর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘ বছর ধরে সুবলপুর ও কাঞ্চনতলা গ্রামের কৃতি সন্তানেরা প্রতিটি ঈদ একসাথে উদযাপন করে থাকেন। এ যেন মনে হয় ভ্রাতৃত্বের এক অমূল্য বন্ধন।

 #ভাই_বোন_ক্রিয়েশন,,,থেকে এখন টিশার্ট, পাঞ্জাবির পাশাপাশি ফতুয়া হ্যান্ডপেইন্টিংও করা হচ্ছে, সামনে ঈদ, পূজা, আবার বিভিন্...
27/06/2023

#ভাই_বোন_ক্রিয়েশন,,,থেকে এখন টিশার্ট, পাঞ্জাবির পাশাপাশি ফতুয়া হ্যান্ডপেইন্টিংও করা হচ্ছে, সামনে ঈদ, পূজা, আবার বিভিন্ন বিয়ের অনুষ্ঠান চলতেই আছে। তাই পাঞ্জাবির পাশাপাশি হ্যান্ডপেইন্টিং ফতুয়াও দারুন ভাবে মানিয়ে যায়, যার সৌন্দর্যও হয় ভিন্ন ধরনের !! যারা নিবেন, ইনবক্স করবেন!

এছাড়াও বিভিন্ন ক্লাব, জাতীয় দল রিলেটেড পেইন্টিং টিশার্ট, ক্যানভাস কিংবা অন্য যে কোন পছন্দের ডিজাইনের টিশার্ট, ক্যানভাস, ব্যাক কভার বানিয়ে দিবে ভাই বোন ক্রিয়েশন.

ভাই বোন ক্রিয়েশন সব সময় উন্নতমানের টিশার্টে উন্নতমানের পেইন্টিং করে থাকে... কাস্টমার যেন খুশি হয় সেইদিকটাই আমাদের মেইন লক্ষ্য!

টিশার্ট, ক্যানভাস, ড্রেস/শাড়ি/পাঞ্জাবি / ফতুয়া / মাস্ক পেইন্টিং,মোবাইল ব্যাক কভার, বিভিন্ন ভাবে রঙ তুলিতে রাঙিয়ে তুলি।

আমাদের ভাই বোন ক্রিয়েশন পেজ এবং গ্রুপের সাথে থাকবেন সব সময়, আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে আপনার পছন্দের জিনিসটি বানিয়ে দিবো।
ডিটেলস জানতে ইনবক্স করুন।

স্থানঃ কার্পাসডাঙ্গা বাজার,দামুড়হুদা,চুয়াডাঙ্গা।

26/06/2023

#গ্রাম্য ঘটক গ্যাসলাইট ও ল্যাম্পুর ছেলে পোলতে কে বিয়ে নিয়ে স্পেশাল দম ফাটানোর হাসির শর্ট ফ্লিম।

24/06/2023

#আর নয় লোডশেডিং নিয়ে চিন্তা এখন হকার ঝুড়িতে করে বিদ্যুৎ/কারেন্ট গ্রামে গ্রামে বিক্রয় করে বেড়াচ্ছে।কি যুগ আসলো রে ভাই।

22/06/2023

#শয়তানকে দেখিবার জন্য ব্যাকুল ব্যক্তির কান্ড কারখানা।

21/06/2023

#মানুষকে উপকার করলে তার বিনিময়ে মানুষ যেটা উপহার দেয়।

20/06/2023

#বেপরোয়া ভাবে বাইক চালানোর পরিনাম যা হয়।

16/06/2023

#হেঁশেল_ঘর_ক্যাফে_এন্ড_রেস্টুরেন্ট
দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন,চুয়াডাঙ্গা।

15/06/2023

আপনার পোষা প্রাণীর নাম কী?

গাছে উঠে বৃষ্টি উপভোগ করছে🥰🥰🥰
14/06/2023

গাছে উঠে বৃষ্টি উপভোগ করছে🥰🥰🥰

Address

Darsana

Alerts

Be the first to know and let us send you an email when Family Of Chuadanga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Darsana

Show All

You may also like