Islamic Education &Quiz

Islamic Education &Quiz ইসলাম ��

02/12/2023

"তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?"

[সূরা আল-মুলক, আয়াত: ১৬]

30/11/2023

সবচেয়ে খুশির সংবাদ হলো-
আল্লাহর,
রাগের চেয়ে দয়ার পরিমাণ বেশি।
-আলহামদুলিল্লাহ❤️

প্লেন ল্যান্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন- পুরো প্লেন পরিষ্কা...
25/11/2023

প্লেন ল্যান্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন- পুরো প্লেন পরিষ্কার করতে।পরিষ্কার করতে করতে তিনি পাইলটের ককপিটে আসেন। দেখেন-সেখানে একটা বই। বইয়ের উপরে লিখাঃ
কিভাবে পাইলট হতে হয় (ভলিউম ১)

উৎফুল্ল পরিচ্ছন্ন কর্মী - বইয়ের প্রথম পাতা উল্টান। সেখানে লিখা - লাল বোতামে টিপুন- প্লেনের ইঞ্জিন চালু হবে।

তিনি তাই করলেন- লাল বোতামে চাপ দেয়ার সাথে সাথে ইন্জিন চালু হয়ে গেলো।

পরের পাতায় লিখা- উড়োজাহাজকে সামনে অগ্রসর করাতে চাইলে এবার এই নীল বোতাম টিপুন। তিনি আর অপেক্ষা না করে তাই করলেন। সাথে সাথে উড়োজাহাজ সামনে এগোতে লাগলো।

তারপরের পাতায় লিখাঃ গ্রাউন্ড থেকে শূণ্যে উড়াতে চাইলে এবার সবুজ বোতাম টিপুন।

পরিচ্ছন্ন কর্মী অবাক- প্লেন শূণ্যে উড়া শুরু করেছে। উপরে ওঠছে তো ওঠছে।

তার আনন্দের সীমা নেই। এতো সহজেই প্লেন আকাশে উড়ানো যায়। প্রায় বিশ মিনিট তিনি আকাশে উড়লেন। এবার নামার পালা।

বইয়ের পরের পাতা উল্টালেন। সেখানে লিখাঃ প্লেন কিভাবে নীচে ল্যান্ড করাতে হয় সেটা শিখতে চাইলে (ভলিউম ২) বইটি কিনুন এবং আমাদের ফ্লাইট লার্ণিং কোর্সে ভর্তি হয়ে যান।

সারমর্ম : অল্প বিদ্যায় পারদর্শিতা আপনাকে হয়তো সাময়িক সময়ের জন্য আকাশে উড়াতে পারে, কিন্তু একসময় ঠিক নিচে নামবে জীবিত অথবা মৃত না হয় কেটে ছিড়ে!

সংগৃহীত --

24/11/2023

সব কাজের শুরুতে কি বলতে হয়???
ইসলাম ধর্মের অনুসারীগন
উত্তর দিবেন🥰

24/11/2023

জিবরাঈল আঃ বলেন, আমি বৃষ্টির ফোটা পর্যন্ত গুনতে পারি, কিন্তু যৌবনকালের ইবাদতের নেকি গুনতে পারি না। 🤔
🌹সুবহানাল্লাহ🌿🤲🤲🤲

24/11/2023

- ❝নিজেকে যেভাবে দুশ্চিন্তামুক্ত রাখবেন.!!!!!!!❞

• ১) প্রথমে এক গ্লাস পানি নিন।
• ২) তাতে কিছু কাঁদা মাটি ছেড়ে দিন।
• ৩) এবারে চামচ দিয়ে নাড়তে থাকুন।

👉 কি দেখলেন? পানি ঘোলা হয়ে গেছে তাইতো??

এখন একে পরিষ্কার করার জন্য নাড়াচারা করতে'ই থাকুন।
👉 পরিষ্কার না হয়ে, আরো ঘোলা হয়ে গেলো তাইতো..?

❝এখন কিছুই না করে রেখে দিন। আস্তে আস্তে দেখবেন পানি পরিষ্কার হয়ে যাচ্ছে!!❞
ভাবছেন পানি ঘোলা আর পরিষ্কারে আমার কি হবে....!???

👉 ঘোলা পানি হলো আপনার দুশ্চিন্তা।।। মনে রাখবেন,, ❝আপনি যতই ঘাটাবেন ততই দুশ্চিন্তার কাঁদায় ডুবতে থাকবেন।।❞

❝যাই হোক না কেনো ছেড়ে দিন আল্লাহর ঊপর,, নামাজ পরেন,, আল্লাহ কে ডাকেন, ভরসা টা রাখেন,, আল্লাহ তায়ালা ঠিক'ই একদিন সব ঠিক করে দিবেন.!!❞

💟🥀_____ইন'শা'আল্লাহ _____🖤🥰

24/11/2023


#শায়খআহমাদউল্লাহ
এর

20/11/2023

❤️

19/11/2023

ASSALAMUALIKUM

05/10/2023

আসসালামু আলাইকুম

22/09/2023

Assalamualikum.

Address

Dakhalduar

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Education &Quiz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share