24/05/2022
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত সকল গ্রাহক ও সুধীজনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন বর্ষাকালে ঝড়, বাতাস ও ঘূর্নিঝড়ের কারণে আপনার এলাকায় যদি নিম্নবর্ণিত অবস্থা/ পরিস্থিতি দেখেনঃ
১) বিদ্যুৎ এর তার ছিড়ে পড়ে রয়েছে
২) বিদ্যুৎ লাইনের উপর বাঁশ, গাছ, ডালপালা ও গাছের ভাংঙ্গা অংশ পড়ে থাকা
৩) ট্রান্সফরমার, লাইটিং এ্যারেস্টার, ইনসুলেটর ভাংঙ্গা, ঝুলে থাকা ও মাটিতে পড়ে থাকা
৪) বৈদ্যুতিক লাইনে বিকট শব্দ ও আগুন লাগা
দূর্ঘটনাজনিত এলাকায় বিদ্যুৎকর্মী না যাওয়া পর্যন্ত আপনারা কেউ বৈদ্যুতিক লাইনে হাত দিয়ে স্পর্শ করবেন না।
এ সংক্রান্ত তথ্য নিকটবর্তী অভিযোগ কেন্দ্রের নম্বরে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অভিযোগ কেন্দ্রের নম্বর বিদ্যুৎ বিলের অপর পৃষ্টায় দেয়া আছে। আপনার দেওয়া তথ্য অনুযায়ী বিদ্যুৎ অফিস লাইনটি দ্রুত নিরাপদ / ঝুঁকি মুক্ত করতে সক্ষম হবে।
একইসাথে আপনার প্রদত্ত তথ্যের প্রেক্ষিতে "আলোর গেরিলা টীম" তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গমণ করে বৈদ্যুতিক লাইনের সকল বাধা নিরসন করে লাইন চালু করতে সক্ষম হবেন। আপনাদেরই দেওয়া তথ্যের সহযোগিতায় ঝড়-বৃষ্টির কারণে সৃষ্ট বিদ্যুৎ বিভ্রাট নিরসনের সময় কমিয়ে দ্রুত বৈদ্যুতিক লাইনসমূহ চালু করা যাবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে বিদ্যুৎ অফিসকে এই দুর্যোগকালীন সময়ে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য।