![▶️ সোশ্যাল মিডিয়ার মার্কেটিং কাকে বলে??☑️ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ মার্কেটিং এবং ব্রান্ডিং এর উদ্দেশে কন্টেন্ট শেয়...](https://img4.medioq.com/462/482/122107201694624821.jpg)
25/11/2024
▶️ সোশ্যাল মিডিয়ার মার্কেটিং কাকে বলে??
☑️ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ মার্কেটিং এবং ব্রান্ডিং এর উদ্দেশে কন্টেন্ট শেয়ার করাকে বলা হয়ে থাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়াতে পোস্ট- টেক্সট, ভিডিও, এবং ছবি, করে অডিসেন্স তৈরি করার মাধ্যমে মার্কেটিং করা যায়। সোশ্যাল মিডিয়াতে বেশি পরিমানে রিচ করার জন্য পেইড এডভার্টাইজিং অপশন রয়েছে।
☑️ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে সংক্ষেপে বলা হয় (SMM)। আমাদের লেখায় বার বার সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখলে সুন্দর দেখাবে না। তাই প্রয়োজন অনুসারে আমরা এসএমএম ব্যবহার করবো। আশা করি পাঠক বুঝতে পারবেন।
☑️ সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social Media Marketing)
সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং-এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্র্যান্ড প্রচার, কাস্টমারদের সাথে যোগাযোগ এবং পণ্য বা সেবা বিক্রি করা হয়। 🌐✨
☑️ জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো হলো:
✅ ফেসবুক (Facebook):
বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে বিজ্ঞাপন ও অর্গানিক পদ্ধতিতে টার্গেট অডিয়েন্সে পৌঁছানো সম্ভব।
✅ ইনস্টাগ্রাম (Instagram):
ভিজ্যুয়াল কন্টেন্ট যেমন ছবি, ভিডিও, এবং স্টোরি ব্যবহার করে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করার প্ল্যাটফর্ম।
✅ টুইটার (Twitter):
ট্রেন্ডিং বিষয় বা তাৎক্ষণিক খবর প্রচারের জন্য আদর্শ।
✅ লিংকডইন (LinkedIn):
ব্যবসা ও প্রফেশনাল সংযোগ স্থাপনের জন্য পারফেক্ট।
✅ টিকটক (TikTok):
শর্ট ভিডিও কনটেন্টের মাধ্যমে দ্রুত অডিয়েন্স আকৃষ্ট করার প্ল্যাটফর্ম।
✅ পিন্টারেস্ট (Pinterest):
ভিজ্যুয়াল আইডিয়া শেয়ারিং এবং ক্রিয়েটিভ মার্কেটিং-এর জন্য জনপ্রিয়