Sharmin toma

Sharmin toma Comilla

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
14/09/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছ খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সবকয়টি সবুজ পাতা।

শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে- এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না।

মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ক'টা ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

শারমিন তমা‌‌‌!!""🥀

বর্তমান সময়ে ডিভোর্স এবং পরকীয়া একটা  মহামারীর মতো সমাজে ছড়িয়ে পড়ছে..!.........মাঝে মাঝে চিন্তা করি, সম্পর্ক গুলো কেন টি...
14/09/2024

বর্তমান সময়ে ডিভোর্স এবং পরকীয়া একটা মহামারীর মতো সমাজে ছড়িয়ে পড়ছে..!.........মাঝে মাঝে চিন্তা করি, সম্পর্ক গুলো কেন টিকছেনা ?

আসলে প্রেম বেশিদিন বাঁচেনা, মায়া বাঁচে । এই মায়াটাই মরে যাচ্ছে!! না আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ, না আছে সম্পর্ক বাঁচিয়ে রাখার মতো মানসিকতা।

সম্পর্ক এতো সহজ বিষয় না । সম্পর্ক হোলো চারা গাছের মতো । এটাকে পরিচর্যা করতে হয় । আমরা বীজ রোপন করি। সেই বীজ থেকে চারা জন্মায়। চারা গাছ আমরা পরিচর্যা করি । যত্ন নিই। একসময় চারা গাছ শতবর্ষী বৃক্ষে রুপ নেয় । মানব জীবনের সম্পর্ক গুলোও এমন। সম্পর্কগুলোর যত্ন নিতে হয় । পরিচর্যার অভাবে সম্পর্ক অংকুরেই বিনষ্ট হয় । কোনো কোনো সম্পর্ক তো ভ্রুন অবস্থাতেই হয় খুন । আবার কোনো কোনো সম্পর্ক সঠিক যত্নে যুগ যুগ অটুট থাকে ভালোবাসায়, প্রেমে, পারস্পরিক বোঝাপড়ায় , শ্রদ্ধায়।

শুধু ভালোবাসায় সম্পর্ক টেকেনা, যেমন টেকেনা শুধু সিমেন্টে তৈরি কোনো গাঁথুনি। আমরা সিমেন্টের সাথে বালি দিই, জল দিই । তারপর না তৈরি হয় শক্ত ইটের গাঁথুনি । তেমনি সম্পর্ক কেবল প্রেমে টেকেনা। সেখানে শ্রদ্ধা মেশাতে হয়। বিশ্বাস মেশাতে হয়। ধৈর্য মেশাতে হয়। তারপরই তৈরী হয় সফল রসায়ন।

জীবনটা সরল রেখা নয়। এটা বক্র রেখার মতো। উঁচু নিচু কত বাঁক। প্রায়ই এরকম কোনও না কোনও কঠিন বাঁকে আমরা খুব দ্রুত জাজমেন্টাল হয়ে পড়ি । ব্যক্তিত্বের দ্বন্ধে জড়িয়ে প্রচন্ড ইগোতে সম্পর্ক গুলোকে খুন করি। সবসময় নিজেকে সঠিক মনে করি। মনে করি, আমি কম কিসে। এই অহম, ইগো আমাদের শেষ করছে।

সম্পর্ক গুলো নষ্ট করবেননা, প্লিজ। সম্পর্কগুলো বাঁচিয়ে রাখুন, মায়ায়, শ্রদ্ধায়, ভালোবাসায় ❤️❤️
❤️ sharmin toma ❤️❤️

⛔সবটুকু পড়ার জন্য অনুরোধ করছি⛔ "একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।তখন সে গহনা, শাড়ি...
10/09/2024

⛔সবটুকু পড়ার জন্য অনুরোধ করছি⛔

"একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।
তখন সে গহনা, শাড়ি, দামী জিনিস এসবের প্রতি ভালোলাগা খুঁজে পায়।

-"স্ত্রী হলো মাটির মত আর ভালোবাসা হলো জল,
আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মত আকৃতি দিতে পারবেন।

-"আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ্য টাকা দামের জিনিস চাইবেনা, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে ৩০ টাকা দামের ফুচকা খান।

-"আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবেনা, আমাকে দামী গাড়ী কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান।

-"পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবেনা আমার কষ্ট হচ্ছে,
যদি আপনি আপনার স্ত্রীর কে ভালোবেসে কপালে একটা চুমু খান, তাঁর কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছো।

-"ভালোবাসা তো শুধু দামী জিনিসের মধ্যেই লুকিয়ে থাকেনা,

-"মাঝে মধ্যে ভালবাসা ১৫ টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া ৩০ টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে,

-" কেয়ার থাকলে সংসার যুদ্ধ ক্ষেত্র না হয়ে, হবে স্বর্গ.....

তাই নিজের স্ত্রীকে উত্তম ভালবাসাটা দিন. !🖤
শারমিন তমা 🫶SK🫶

* Sharmin Toma # #"""""" কাউকে তোমার পৃথিবী বানানোর আগে অনেক বার ভেবে নিও। একটা মানুষ কখনোই তোমার পৃথিবী হতে পারেনা, হওয়...
10/09/2024

* Sharmin Toma # #"""""" কাউকে তোমার পৃথিবী বানানোর আগে অনেক বার ভেবে নিও। একটা মানুষ কখনোই তোমার পৃথিবী হতে পারেনা, হওয়া সম্ভব না !!

ভেবে দেখো, এই পৃথিবীর পুরোটাই জল হলে তুমি ভেসে যেতে, পুরোটাই স্থল হলে তুমি তৃষ্ণায় মরে যেতে, সব কিছুতে ব্যালেন্স লাগে !!

শুধু চা-পাতা দিয়ে চা হয় না, শুধু চিনি দিয়েও চা হয় না, দুটোই লাগে পরিমিত পরিমাণে লাগে। তোমাকে পরিমানটা বুঝতে হবে, কতটুকু তুমি দিচ্ছো একটা মানুষকে? কতটুকু দেয়া দরকার?

প্রশ্ন করো নিজেকে, সময় থাকতেই প্রশ্ন করো!! ভালো লাগা থাকবেই, ভালো লাগা মানুষকে অন্ধ করে দেয়, অন্ধ মানুষ একটা হাত পেলেই তাকে ভরসা করতে শুরু করে। সে জানে না, ঐ হাতটা তাকে গন্তব্যে পৌঁছে দেবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে !!

অন্ধ মানুষটা মাঝে মাঝেই হেরে যায়, বিশ্বাস করে, ভরসা করে হেরে যায়। চোখ থাকার পরেও অন্ধ হয়ে হেরে যেও না। এই পৃথিবী হেরে যাওয়া মানুষদের মনে রাখে না !!

কাউকে পুরো পৃথিবী বানিয়ে ফেলো না,
কাউকে পুরো পৃথিবী দিয়ে ও ফেলো না,
এক আকাশ সমান ভালোবাসা দেয়ার আগে ভেবে নিও, এক আকাশের নিচে তারা গোনার স্বপ্ন দেখে ছিলে যে মানুষটার সাথে, সেই মানুষটা থাকবে তো? হয়তো এক দিন মানুষটা তোমার ঐ আকাশ টাও চুরি করে নিয়ে চলে যাবে, তোমার বুকের ভেতর জমে থাকা মেঘগুলো কিন্তু তখনো রয়ে যাবে !!

সেই মেঘ ঝরে ঝরে সমুদ্র সমান অশ্রু হবে, সেই সমুদ্রের তীরে তুমি একা দাঁড়িয়ে থাকবে, তুমি টের পাবে, তোমার আকাশ বিহীন পৃথিবীতে তুমি ভীষণ ভীষণ একা, কারণ একটা মানুষকে পুরো পৃথিবী বানানোর সময়টাতে অন্য মানুষ গুলোকে তুমি নিজের অজান্তেই সরিয়ে দিয়েছিলে অনেক দূরে, অনেক অনেক দূরে !!

নিজের "সব" কাউকে দিয়ে দিতে হয় না, "কিছু" দিতে হয়, ঐ "কিছু" নিয়ে কেউ চলে গেলে কিছু থেকে যায়, বাকি কিছুকে আকড়ে ধরে বাঁচা যায়, সব নিয়ে কেউ চলে গেলে, শুধু শূন্যতা থেকে যায়, শূন্যতা আকড়ে ধরে বাঁচা যায় না।
একদম বাঁচা যায় না !!" (SA)""""""""

Address

Pothoaly
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin toma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share