Nisa Daily Life

Nisa Daily Life বাহ্যিক সৌন্দর্যে মোহিত হয়ে নয়, অন্তরের শুদ্ধতায় মানুষ চিনতে হয়!

মানিয়ে নিয়ে ভালো সাজার অভিনয় করতে পারব না🌸
29/01/2025

মানিয়ে নিয়ে ভালো সাজার অভিনয় করতে পারব না🌸

মানুষের কিছু দুঃখ থাকে,আলমারিতে তুলে রাখা নতুন কাপড়ের মত। বিশেষ বিশেষ দিনে মনে পড়ে ❤️🩹
03/01/2025

মানুষের কিছু দুঃখ থাকে,আলমারিতে তুলে রাখা নতুন কাপড়ের মত। বিশেষ বিশেষ দিনে মনে পড়ে ❤️🩹

01/01/2025

একটি দরজা বন্ধ হয় মূলত আরেকটি দরজা খুলে যাওয়ার জন্য। আমি ব্যক্তিজীবনে অনেক কিছু ছেড়ে আসা মানুষ। আমি দেখেছি, ছেড়ে এলেই বরং ভালো থাকা হয়। কোনো কিছু আল্লাহ কঠিন করে দিচ্ছেন মানে, কোনো-একদিকে আল্লাহ সহজ কোনো দরজা খুলে রেখেছেন। আল্লাহ ভরসা।

31/12/2024

কারো আগ্রহে থাকি আর না থাকি,কারো অবহেলায় কখনোই থাকবো না,যেখানে আমার গুরুত্ব নেই,সেখানে আমি নিজেই দুরত্ব বাড়িয়ে দেই,সবাই যে যার মতো ভালো থাকুক ☺️

31/12/2024

আপাতত দূরে সরে এসেছি। প্রচুর মানুষের থেকে, প্রচুর অশান্তি থেকে। আপাতত কথা বলতে চাইছি না কারোর সাথে। আপাতত চাইছি না কেউ আমায় বুঝুক। এক্সপ্ল্যানেশন দিতে চাইছি না। আপাতত কারোর ভুল ধারণা ভাঙতে চাইছি না। মিথ্যে শুনতে চাইছি না। বাহানা চাইছি না। অবহেলা চাইছি না। যে'খান যে'খান থেকে আঘাত পেয়েছি, সেসব জায়গায় ঘুরে তাকাতে চাইছি না। আপাতত নতুন করে বিশ্বাস করতে চাইছি না, ভরসা করতে চাইছি না। একটু ভালোবাসা পাওয়ার লোভে এ দরজা, ও দরজায় হাত পাততে চাইছি না।

আপাতত দূরত্ব চাইছি। অনুভূতি আর মানুষের থেকে...

যে থেকেও নেই তার থাকার দরকার নেই 🖤
29/12/2024

যে থেকেও নেই তার থাকার দরকার নেই 🖤

আমরা সবাই❤️
28/12/2024

আমরা সবাই❤️

যে থেকেও নেই তার থাকার দরকার নেই🖤
28/12/2024

যে থেকেও নেই তার থাকার দরকার নেই🖤

28/12/2024

জীবন আরো সুন্দর হতো যদি সময়ের আগে মানুষ চেনা যেতো 🙂

26/12/2024

মাঝে মাঝে সম্পর্কগুলো খারাপ হওয়া দরকার, মানুষের আসল চরিত্র ধরা পড়ে!😊💔

24/12/2024

যতদিন বোকা হয়ে থাকবেন, ততদিন সম্পর্ক ঠিক থাকবে!
যখন থেকে ভুলকে ভুল, সঠিককে সঠিক বলা শুরু করবেন ঠিক তখনই সম্পর্ক শেষ..!❤️‍🩹

24/12/2024

সবকিছুর শেষে...
আমি যা বুঝলাম, আমি যেমন আছি তেমনই যথেষ্ট।আমার প্রতিটা ভাঁজ, প্রতিটা ক্ষত, প্রতিটা অপূর্ণতা এসবই আমার গল্পের অংশ। Perfect বলতে আসলে কিছুই হয় না।
I am enough as I am...!🌸

24/12/2024
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 আসমা ইসলাম, Sadiya Akter, Dip Shil, Ratn...
23/12/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 আসমা ইসলাম, Sadiya Akter, Dip Shil, Ratno Butic, Safiya Islam Sathi, Mujibul Hoque, Reshma Khatun, Niamul Haque, Saddam Shikdar, SA Mishu

23/12/2024

অন্যের ভালো দেখতে পারাটাও পারিবারিক শিক্ষার অন্তর্ভুক্ত ❤️

23/12/2024

একসময় আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইতাম। আমাকে এটাই দিও , প্লিজ । না পেলে অভিমান করতাম।
ইদানিং শুধু বলি " যেটা ভালো মাবুদ, সেটাই করো। আত্মা প্রশমিত হোক আমার। "

আল্লাহ কোনোদিনও আমায় নিরাশ করেন নি। আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদী , স্বল্পমেয়াদী নয়। মানব মস্তিষ্ক তাঁর হিসাব রিড করতে পারবেনা, অসম্ভব।
তাঁর উপর সব ছেড়ে দিয়ে পথ চলায় একটা অন্য প্রশান্তি আছে।🤍

21/12/2024

নারীকে ভাঙ্গা সহজ হলেও, জুড়ে দেওয়া অতোটা সহজ না।কারণ, তারা অন্যের দ্বারা ভাঙ্গে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না।বরং, ভেঙ্গে যাওয়ার পর নিজের মতো করে বাঁচে নীরবতায়, একাকী, নিঃসঙ্গতায়! কারণ, সে ভাঙ্গার আগে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে যেনো ভাঙ্গা না হয়।কিন্তু তার চেষ্টার ফল শূণ্য হলে, সে বাধ্য হয় ঐ ভাঙ্গন থেকে নিজেকে সরিয়ে আনতে...||❤️‍🩹🥀

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nisa Daily Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share