Uchsash Tousif

Uchsash Tousif আমি বিখ্যাত কেউ নই। মূলত বই পড়তে পছন্দ করি।
(3)

বেঁচে আছি গল্পগুলি বলবো বলে
----------------------------------------------
বই পড়তে অসম্ভব পছন্দ করি। গল্প, কল্প-বিজ্ঞান, বিজ্ঞান, ইতিহাস এবং পুরাণের গল্প। সেই সঙ্গে লিখতে পছন্দ করি। উদ্দেশ্যটা সহজ, সবাই যেন এই ব্যাপারগুলো জানতে পারে। এই চাওয়াটুকুই মানুষকে এতোদূর নিয়ে এসেছে।

বেশ কয়েক জায়গায় লেখার সৌভাগ্য হয়েছে আমার। বিজ্ঞানচিন্তা এবং রোর বাংলা তার মধ্যে অন্যতম। মূলত নন-ফিকশন, ইতিহাস এবং বিজ্ঞান এখ

ানে মূল উপজীব্য হিসেবে এসেছে। এছাড়াও টুকটাক গল্প লিখেছি। ঘুরতে গেলে, ফিরে এসে লিখেছি ট্রাভেলগ।

২০১৯ সালের অমর একুশে বই মেলায় প্রথমবারের মতো একটি বিজ্ঞানের বই অনুবাদ করেছি। ঝটপট জ্যোতিঃপদার্থবিজ্ঞান। নীল ডিগ্র্যাস টাইসনের 'অ্যাস্ট্রোফিজিক্স ফর পিপল ইন অ্যা হারি' বইটার অনুবাদ। ২০২০ সালে আমার অনুবাদে প্রকাশিত হয়েছে রিচার্ড ফাইনম্যানের 'সিক্স ইজি পিসেস' এবং স্টিফেন কিংয়ের 'দ্য ব্রিদিং মেথড ও ডোলানস ক্যাডিলাক' এবং 'দ্য বডি'। সামনের দিনগুলোতে অনুবাদের পাশাপাশি কিছু মৌলিক কাজও করার ইচ্ছে আছে।

পার্সোনাল ব্লগ খোলার কথা ভাবছি অনেকদিন ধরেই। তার আগ পর্যন্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা লেখাগুলোর খোঁজ পাওয়া যাবে পেইজে। আর, ব্লগ খোলার পরে পেইজটা পাঠকের সঙ্গে ব্লগের যোগসূত্র হিসাবে কাজ করবে।

কোথায় কী লিখছি, কী বই পড়ছি বা মুভি-টিভি সিরিজ দেখছি কিংবা কী ভাবছি, এই সব কিছুর-ই ট্র্যাক থাকবে এই পেইজে। যদি কেউ আগ্রহী হয়ে থাকেন, আমার আপন ভুবনে আপনাকে স্বাগতম।

[মার্কেজের একটি বইয়ের নাম ঘেঁষে এই লেখার নাম দেওয়া হয়েছে। জীবনের অদ্ভুত আঁকবাঁকের গল্পের প্রকাশ জাদু-বাস্তবতার সঙ্গে কখনো কখনো এক সুতোয় মিলে যায়। সেই শ্রদ্ধা থেকেই এই নাম। কৃতজ্ঞতা, মার্কেজ।]

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Uchsash Tousif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uchsash Tousif:

Share

বেঁচে আছি গল্পগুলি বলবো বলে

বই পড়তে অসম্ভব পছন্দ করি। গল্প, কল্প-বিজ্ঞান, বিজ্ঞান, ইতিহাস এবং পুরাণের গল্প। সেই সঙ্গে লিখতে পছন্দ করি। উদ্দেশ্যটা সহজ, সবাই যেন এই ব্যাপারগুলো জানতে পারে। এই চাওয়াটুকুই মানুষকে এতোদূর নিয়ে এসেছে। বেশ কয়েক জায়গায় লেখার সৌভাগ্য হয়েছে আমার। বিজ্ঞানচিন্তা এবং রোর বাংলা তার মধ্যে অন্যতম। মূলত নন-ফিকশন, ইতিহাস এবং বিজ্ঞান এখানে মূল উপজীব্য হিসেবে এসেছে। এছাড়াও টুকটাক গল্প লিখেছি। ঘুরতে গেলে, ফিরে এসে লিখেছি ট্রাভেলগ। এবারের অমর একুশে বই মেলায় প্রথমবারের মতো একটি বিজ্ঞানের বই অনুবাদ করেছি। ঝটপট জ্যোতিঃপদার্থবিজ্ঞান। নীল ডিগ্র্যাস টাইসনের অ্যাস্ট্রোফিজিক্স ফর পিপল ইন অ্যা হারি বইটার অনুবাদ। সামনের দিনগুলোতে বিজ্ঞানের পাশাপাশি বেশ কিছু ফিকশন এবং নন-ফিকশন বই নিয়েও কাজ করার ইচ্ছে আছে।

আমার বিভিন্ন লেখা নানা জায়গায় ছড়িয়ে গেছে। সবকিছুকে মোটামুটি এক জায়গায় জড়ো করতেই এই পেইজ।

পার্সোনাল ব্লগ খোলার কথা ভেবেছিলাম। তবে, সাজিয়ে-গুছিয়ে প্রফেশনাল ব্লগ করার মতো অবস্থা আপাতত নেই। আর, ব্লগ করলে সেটা ঠিক করেই করতে চাই ভবিষ্যতে। সেজন্যেই, আপাতত এই পেইজেই সব এক করে রাখবো যথা সম্ভব।

কোথায় কী লেখছি, কী বই পড়ছি বা মুভি-টিভি সিরিজ দেখছি কিংবা কী ভাবছি, এই সব কিছুর-ই ট্র্যাক থাকবে এই পেইজে। যদি কেউ আগ্রহী হয়ে থাকেন, আমার আপন ভুবনে আপনাকে স্বাগতম।


Other Digital creator in Cumilla

Show All