Molla Nazim Uddin & Tariq Munawer

Molla Nazim Uddin &     Tariq Munawer Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Molla Nazim Uddin & Tariq Munawer, TV Channel, Cumilla.

দ্বীন প্রচার করে আমাদের একমাত্র লক্ষ্য। পাশাপাশি আমরা অর্গানিক ফুড নিয়ে কাজ করছি। আমাদের এই পেইজ থেকে খাঁটি মধু পাবেন, ইনশাআল্লাহ। অর্ডার করতে whatsapp- নাম্বার- 01715-707316
সরাসরি কল করুন- ☎️ 01711-952788

18/02/2025

ছাত্রদলের প্রতি আহ্বান।

ছাত্রদলকে আমরা শত্রু মনে করি না। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে। উনাদেরকে সরাসরি কিংবা কৌশলে অনেকবার বুঝানোর চেষ্টা করেছি- "অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসুন"।

কিন্তু বন্ধুপ্রতিম সংগঠনটি আমাদের আহ্বানে সাড়া না দিয়ে বিগত ফ্যাসিস্ট ও তাদের শাহবাগী দোষরদের পরামর্শে অগ্রসর হচ্ছেন। যার প্রতিফলন আজ কুয়েটে প্রমানিত হলো। আজকের ঘটনা আর জুলাই-আগষ্টে ছাত্রলীগের কর্মকাণ্ডের মাঝে পার্থক্য কোথায়?

আবারও বলছি আমরা আপনাদের শত্রু না। বিগত সময়ে আপনাদের যতটুকু ত্যাগ কম হোক বেশি হোক, তার স্বীকৃতি দিতে আমরা কৃপণতা করি না। কিন্তু আপনারা হাটছেন ঠিক আগের মতো উল্টো পথে। দখলদারিত্বের মনোভাব পরিহার করে, শিক্ষা ও সেবামূলক ছাত্ররাজনীতির ধারায় ফিরে আসুন। নতুন বাংলাদেশ বিনির্মানে সামর্থের আলোকে ভূমিকা রাখুন।

যাদের পরামর্শে সামনে অগ্রসর হচ্ছেন, তারা ছাত্রলীগের যে পরিণতি বরণ করিয়েছে আপনাদেরও একই পরিনতি করে ছাড়বে। শুভবুদ্ধির উদয় হোক এই কামনা। নতুবা সকল ব্যার্থতা ও পরিণতির দায় নিজেদেরকেই নিতে হবে। দায় চাপানোর রাজনীতি এখন চলে না। এই প্রজন্ম যথেষ্ট সচেতন।

বিশেষ অনুরোধ- ছাত্রশিবিরের উদারতাকে দূর্বলতা ভাববেন না। ছাত্রশিবির কোনো ব্যাক্তি বা দলের পূজা করে না। এক আল্লাহর গোলাম হিসেবে শুধুমাত্র রবের কাছেই মাথা নত করে।

জাহিদুল ইসলাম।
কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্রশিবির।

"বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে  #ঐতিহাসিক_পল্টন...
18/02/2025

"বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে #ঐতিহাসিক_পল্টন মোড়ে #বিক্ষোভ_সমাবেশে উপস্থিতি
#আজ ১৮ রজব ১৪৪৬ হিজরী, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার।

ধন্যবাদ জানাচ্ছি জনাব ইশরাক হোসেনকে।
18/02/2025

ধন্যবাদ জানাচ্ছি জনাব ইশরাক হোসেনকে।

মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল। স্থান: ঐতিহা...
18/02/2025

মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
স্থান: ঐতিহাসিক লালদিঘী ময়দান।

18/02/2025

কুমিল্লা মহানগর বিক্ষোভ মিছিল।
মুক্তি চাই মুক্তি চাই আজহার ভাইয়ের মুক্তি চাই।

17/02/2025

আগামীকাল বিকাল তিনটা কুমিল্লা টাউন হল থেকে এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে মিছিল হবে ইনশাআল্লাহ সকলে চলে আসুন।

বিএনপি’র নেতাদের থেকে বাম ও রামদের মত বক্তব্য জাতি প্রত্যাশা করে না। বিএনপির কিছু নেতা এখন প্রকাশ্যে ইসলাম বিরোধী বক্তব্...
17/02/2025

বিএনপি’র নেতাদের থেকে বাম ও রামদের মত বক্তব্য জাতি প্রত্যাশা করে না। বিএনপির কিছু নেতা এখন প্রকাশ্যে ইসলাম বিরোধী বক্তব্য দিচ্ছেন। যা শহীদ জিয়ার মন ও মননের সাথে সাংঘর্ষিক। এদেরকে থামতে হবে। নচেৎ এদেশের বিএনপি ও ইসলামপন্হী দলগুলো মুখোমুখী হয়ে যাবে। তখন আওয়ামী ফ্যাসিস্টরা আবারো মাথা তুলে দাঁড়াতে পারে।
বিএনপি বড় দল। পরবর্তীতে তারাই ক্ষমতায় আসবে, এটাই স্বাভাবিক ছিলো। কিন্তু তাদের আচরণ দিন দিন চরম বিব্রতকর হয়ে উঠতেছে। জনগন মুখ ফিরিয়ে নিলে উপায় থাকবেনা।

ভুলে গেলে চলবেনা- ইমরান খাঁনের তেহরিকে ইনসাফ পার্টি যখন ক্ষমতায় এসেছিলো, তখন উপজেলা পর্যায়ে তার দলের অফিসও ছিলো না। কিন্তু পাকিস্তানের বড় দলগুলো তার কাছেই পরাস্ত হয়েছিলে। তাই সাধু সাবধান।

ড. আবুল কালাম আজাদ বাশার

গু*ম হওয়া স্বামী বলছেন পবিত্র - শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধ*র্ষন করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় তিনবার ধ*র্ষন করা হ...
17/02/2025

গু*ম হওয়া স্বামী বলছেন পবিত্র - শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধ*র্ষন করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় তিনবার ধ*র্ষন করা হয়েছে স্বামীকে ক্র*সফা*য়ারের ভয় দেখিয়ে।

শেষবার ধ*র্ষনের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরন করেন।

ধ*র্ষক র‍্যাবের একজন উর্ধতন কর্মকর্তা,নাম আলেপ। স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারংবার ফোন দিতে থাকে আলেপ রিপ্লাইয়ে জানান।

"ব*ন্দি মেয়ে বা ব*ন্দি পুরুষদের স্ত্রীদের সাথে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত "........

মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা/ স্ত্রী/মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে!

এই র‍্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত।

সবাই আওয়াজ তুলুন..! ✊

অবিলম্বে আজহার ভাইয়ের মুক্তি চাই। মুক্তি দিতে হবে ইনশাআল্লাহ।
16/02/2025

অবিলম্বে আজহার ভাইয়ের মুক্তি চাই। মুক্তি দিতে হবে ইনশাআল্লাহ।

মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামেরমুক্তির দাবীতে ❝বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল❞দলে দলে যোগ দিন কুমিল্লা টাউন হল মাঠ।বাংল...
16/02/2025

মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের
মুক্তির দাবীতে ❝বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল❞
দলে দলে যোগ দিন কুমিল্লা টাউন হল মাঠ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী,কুমিল্লা মহানগরী।

16/02/2025

এ টি এম আজহার ভাইয়ের মুক্তি এবং নিবন্ধন ইস্যুতে জামায়াত এই সরকারকে ৬ মাস পর্যন্ত সময় দিয়ে দেখলো ফলাফল শুন্য। লীগের দায়ের করা হত্যা, দুর্নীতি সব ধরনের মামলা থেকে বিএনপির নেতারা মুক্তি পেলেও জামায়াত নেতা আজহার ভাইকে এখনো মুক্তি দেওয়া হয়নি। আওয়ামীলীগ সরকার জামায়াতের নিবন্ধন বাতিল করেছিল সেটা ফিরে পাওয়ার জন্যে ৬ মাস অপেক্ষা করেও লাভ হয়নি। বিএনপির একজন সম্পাদককে এটার্নি জেনারেল বানিয়ে অনেক কিছুতে হাইকোর্ট দেখানো হচ্ছে কিনা ভাবতে হবে! জামায়াতের প্রতি এটা সরকারের চরম বৈরি আচরণের বহিঃপ্রকাশ।

জামায়াতের প্রতি যেমন সরকার বৈরি আচরণ দেখিয়েছে সুতরাং জামায়াতের ঘোষিত আন্দোলনও সরকারকে বৈরিতা দেখাতে পারে। একটি বিক্ষোভের পরেই হাইকোর্ট, সচিবালয়, ডিসি অফিস, নির্বাচন কমিশন অনির্দিষ্ট কালের জন্য ঘেরাও কর্মসুচী ঘোষণা দেওয়ার সম্ভাবনা আছে। ফ্যাসিবাদ বিরোধী স্টেকহোল্ডার হিসাবে এই দুই পাওনা ছিল খুবই প্রাথমিক পাওনা ছিল। সেটাতে বঞ্চিত করায় জামায়াত খুব সইজে ছেড়ে দেবে মনে হয় না। ৬ মাস অপেক্ষা করা ছিল তাদের জন্য কঠিন কাজ। সব দিকে ব্যার্থ হওয়ায় যেহুতু আন্দোলনে যেতে হচ্ছে সেই আন্দোলনে খুব কঠিন প্রতিক্রিয়া দেখাবে জামায়াত।

ইসলামি আন্দোলনের নেতৃত্বকে জালিমের হাত থেকে মুক্তির জন্য জামায়াত শিবিরে শত শত ভাই জীবন দিয়েছে। এখনো জীবন দিতে প্রস্তুত আছে। একবার আন্দোলন শুরু হলে সেটা দাবানলের মত ছড়িয়ে পড়বে বলেই আমার বিশ্বাস। সরকারি এবং রাজনৈতিক সব পক্ষ থেকে বুদ্ধিমত্তার সাথে ইস্যু দুইটা ডিল করা প্রয়োজন।

15/02/2025

তারেক রহমান সাহেব বুঝতেছেন কিনা জানিনা!
রিজভী, রুমিন, দুদু, হারুন ও ফখরুলের মতো লোকেরা তার বাবার গড়া দল ডুবানোর জন্য যথেষ্ট।

14/02/2025

স্থানীয় নির্বাচন দিয়ে এই সরকারকে প্রমাণ করতে হবে, জাতীয় নির্বাচনে তারা দখলদারদের কন্ট্রোল করতে পারবে।

13/02/2025

সংস্কারের আগে নির্বাচন চায়না জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর সাথে আপনি কি একমত?

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Molla Nazim Uddin & Tariq Munawer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Molla Nazim Uddin & Tariq Munawer:

Videos

Share

Category