স্মৃতির জানালায় কিছু ছবি,কিছু
সময়,কিছু কল্পনা,কিছু
ভালোলাগার ক্ষন। স্মৃতি। মানুষের জীবনের এক
আশ্চর্য বাস্তবতা। প্রত্যেক
মানুষেরই স্মৃতির পাতায়
জমে থাকে অনেক
না বলা কথা। অনেক
ভালো লাগা, অনেক কষ্ট- বেদনা, দুঃখ-যন্ত্রণা সবসময়ই
স্থান করে নেয়
প্রতিটি মানুষের স্মৃতির
পাতা। সবারই রয়েছে জীবনভর
নানারকম স্মৃতি। জীবনের
যে কোনো বয়সে এসে স্মৃতির পাতা হাতড়ে বের করা যায়
এমন অনেক মুহুর্ত যা এক মূহুর্তের
জন্য মুখে
এক চিলতে হাসির
কারণ হয়ে যায়। আবার এমন
অনেক মূহুর্ত স্মৃতির পাতায়
বন্দী হয়ে রয় যেগুলো নিমিষেই হাসিখুশি মনটাকে করে দিতে
পারে বর্ষার মেঘের মতোই
মলিন। প্রত্যেকের স্মৃতিগুলোই যেন
বৈচিত্র্যময়। একজনের জীবন
কীভাবে কেটেছে তা হয়তো
আরেকজন দেখতে পারে, তার জীবনী লিখতে পারে, কিন্তু
কারো স্মৃতির পাতা কেউ
লিখতে পারে না। স্মৃতির
পাতা যেন প্রতিটি মানুষের
পরম আপন। মানুষ নিজে চাইলেও
যেন তার স্মৃতির পাতাকে হুবহু ভাষায় প্রকাশ
করতে পারে না। প্রকৃতি তাকে সেই
শক্তি দেয়নি। সে কেবল তার
স্মৃতির
পাতা সম্পর্কে অন্যকে কিছুটা
ধারণা দিতে পারে মাত্র। স্মৃতি, সে যে শুধু তারই একান্ত
ব্যক্তিগত সম্পত্তি।
প্রতিটা মানুষের স্মৃতির
পাতা যদি কাগজে লিখে
বিক্রি করা যেত, তাহলে তার
প্রত্যেকটিই হতো একেকটি বেস্ট সেলার
নভেল। আলাদা আলাদা ধলনের
প্রতিটি নভেলই যেন
কারো না কারো মন
ছুঁয়ে যাবে। ট্রাফিকে ফুল
বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে রোড ডিভাইডারেই
শুয়ে ঘুমিয়ে থাকা মেয়েটির যেমন
রয়েছে বিচিত্র একরাশ
স্মৃতি বিজড়িত পাতা, ঠিক
তেমনি চার চাকার
মোটরযানে চড়ে যাওয়া টাই- স্যুট পড়া চোখের
সামনে ডেইলি স্টার
ধরে রাখা ভদ্রলোকেরও
রয়েছে আরেক ধরনের কিছু
স্মৃতি। এদের কারোটাই
কারো থেকে কম বৈচিত্র্যপূর্ণ নয়।
হয়তো আপাতঃদৃষ্টিতে তা ধরা পড়
বে না। কিন্তু যদি স্মৃতির
পাতা কাগজে লেখা সম্ভব
হতো, তাহলে আমরা দেখতাম
বিধাতা কত বড় সাহিত্যিক! স্মৃতি প্রতিটি মানুষেরই
একান্ত সঙ্গীর মতো থাকে।
যখন আশেপাশে বন্ধুসুলভ
কোনো মানুষ থাকে না, যখন
একাকীত্বের মধ্য দিয়ে সময়
অতিবাহিত করতে হয়, ঠিক তখনই মানুষ আনমনেই যেন
স্মৃতির পাতা হাতড়ে চলে।
সেই স্মৃতির পাতায়
রয়েছে নানা সুখ-দুঃখ। সেই
স্মৃতির পাতা যেন একবার চোখ-
মুখ করে তোলে স্বপ্নীল, পরমূহুর্তেই করে ফেলে মলিন। স্মৃতি। সবার এক
অনন্য সঙ্গী।
সেই স্মৃতির
পাতা হাতড়ে কাগজে না হোক,
ভার্চুয়াল খাতায় লিখে রাখার
এক ছোট্ট ইচ্ছের বাস্তবায়নই যেন এই সিরিজ, স্মৃতির
পাতা হাতড়ে;
যেখানে থাকবে কেবল আমি,
আমার কিছু অনুভূতি ও আমার
জীবনের কিছু মূহুর্তের
স্মৃতিচারণ।