Ashraful Alam Sourov

Ashraful Alam Sourov আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মদ।
(1)

13/01/2025

ক্ষমতার হাতের চেয়ে উদারতার হাত বেশি শক্তিশালী।
- শেখ সাদী ( রহঃ)

13/01/2025

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি বলেছেন -

আপনি যদি বানরদের সামনে কলা এবং টাকা রাখেন,
তবে বানররা কলা বেছে নেবে।
কারণ, তারা জানে না যে, টাকা দিয়ে অনেক গুলো কলা কেনা যায়।
তেমনি, আপনি যদি মানুষকে চাকুরী এবং ব্যবসার প্রস্তাব দেন। তারা চাকুরি করা বেছে নেবে।
কারণ বেশিরভাগ লোকই জানে না যে,
একটি ব্যবসা বেতনের চেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারে।

12/01/2025

এই দুনিয়াতে আল্লাহর পরে তোমার জন্য তোমাকে ছাড়া তোমার আর কেউ নেই।

11/01/2025

যৌবনকালে যদি আপনি সময়'কে অবহেলা করেন,
বৃদ্ধকালে সময় আপনাকে অবহেলা করবে।

04/01/2025

বাঙালির স্বজাত স্বভাব।
ব্যর্থ ব্যক্তিকে নিয়ে উপহাস করা।
সফল ব্যক্তিকে নিয়ে হিংসা করা।

দুই বোনের জন্য সবাই দোয়া করবেন।
02/01/2025

দুই বোনের জন্য সবাই দোয়া করবেন।

01/01/2025

Good Morning.
Happy new year - 2025.

30/12/2024

ধাক্কা লেগে লেগে সব জিনিস ভেঙ্গে যায়।
আর ধাক্কা খেতে খেতে মানুষ সফলতা লাভ করে।

শুভরাত্রি। সবার জন্য শুভকামনা রইল।
25/12/2024

শুভরাত্রি। সবার জন্য শুভকামনা রইল।

25/12/2024

মানুষটি ভালো ছিলো।
এই কথাটি শুনতে হলে আপনাকে মরতে হবে।
মরার আগে পৃথিবীতে কেউ ভালো হতে পারে না।

23/12/2024

ফেসবুকে সফল হতে চাইলে অরিজিনাল নিজের ভিডিও নিয়মিত আপলোড করতে হবে।

19/12/2024

" আমি আমার জীবনে সবাইকে গুরুত্ব দেই কারণ যারা ভালো তারা আমাকে সমর্থন করবে আর যারা খারাপ তারা আমাকে শিক্ষা দেবে, জীবন যাপনের জন্য শিক্ষা এবং সমর্থন দুটোই প্রয়োজন।"

- বিল গেটস

18/12/2024

পুরনো ভবন ভাঙ্গার শ্রমিক দিয়ে নতুন ভবন নির্মাণ করা যায় না।
যারা পুরনো বিল্ডিং ভাঙ্গতে পারে,
কিন্তু তারা নতুন বিল্ডিং নির্মাণ করতে পারে না।

16/12/2024

আজ ১৬ ডিসেম্বর - ২০২৪।
মহান বিজয় দিবস।
সবাইকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন।

14/12/2024

বাংলাদেশে এখন আর মধ্যবিত্ত নেই।
আছে শুধু উচ্চবিত্ত আর নিন্মবিত্ত।

13/12/2024

একটি চিঠি কেবল চিঠি নয়।

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেন, চিঠিটির বাংলায় অনুবাদ হলো :

প্রিয় অভিভাবক,
কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে।
আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। আপনাদের সুনাম অর্জন করবে।

(১) একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।

( ২) একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের কোনো প্রয়োজন নেই।

(৩) একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তাঁর ভবিষ্যতে কিছু আসে-যায় না৷

(৪) একজন খেলোয়াড় হবে, তাঁর শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি।

(৫) যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

(৬) তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

(৭) আপনি আপনার সন্তানকে আজই বলুন যে, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না!

(৮) প্লিজ, এই কাজটি করুন, যখন এটা করবেন দেখবেন যে, আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!

(৯) একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না ৷

(১০) প্লিজ, আরেকটা কথা মনে রাখবেন যে, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্ৰ সুখী মানুষ নন ৷

চিঠিটি পড়া শেষে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভূলবেন না।

Address

Village: Haidonkandi, Post: Islamabad, PS: Titas, Dist:
Cumilla
3519

Alerts

Be the first to know and let us send you an email when Ashraful Alam Sourov posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashraful Alam Sourov:

Videos

Share

Category