আলোকিত চৌদ্দগ্রাম

  • Home
  • আলোকিত চৌদ্দগ্রাম

আলোকিত চৌদ্দগ্রাম বস্তুনিষ্ঠ সংবাদ তুলে আনাই আমাদের কাম্য।

21/11/2025

চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন ১নং ওয়ার্ড পন্নারা গ্রামের বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের ৮ জন কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এই উপলক্ষে শুক্রবার সন্ধায় ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষনিক যুব বিভাগ তাদের ফুলের মালা পরিয়ে দলে গ্রহণ করে নেয়। যোগদানকৃতরা অনুভূতি প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সারাদেশে জামায়াতের গণজোয়ার সৃষ্টি হয়েছে, সে জোয়ারের সময়ে তারা কেন পিছিয়ে থাকবে? তাই তারাও জামায়াতের আর্দশে অনুপ্রাণিত হয়ে দলে যোগদান করেছেন।

21/11/2025

📣📣 ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে উপজেলার কনকাপৈত ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাসকরা-চন্দ্রপুর গ্রামের জামায়াত নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী গনসংযোগ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করছে।

🚨  #নিখোঁজ_সংবাদ_সন্ধান_চাই━━━━━━━━━━━━━━━━━━━নিখোঁজের তারিখ: ২০/১১/২০২৫নিখোঁজের স্থান: আঠারো বাঁক মারকাজুল উলুম মাদ্রাস...
21/11/2025

🚨 #নিখোঁজ_সংবাদ_সন্ধান_চাই
━━━━━━━━━━━━━━━━━━━
নিখোঁজের তারিখ: ২০/১১/২০২৫
নিখোঁজের স্থান: আঠারো বাঁক মারকাজুল উলুম মাদ্রাসা, চৌদ্দগ্রাম, কুমিল্লা

নাম: মোহাম্মদ বিন আলম জাজিব (চাঁন মিয়া সদ্দারের নাতি, দুলালের ছেলে)
বয়স: ১২ বছর
শারীরিক অবস্থা: সুস্থ ও স্বাভাবিক
পিতা: এ,কে,এম জাহাঙ্গীর আলম (দুলাল)
মাতা: জেসমিন আরা
ঠিকানা: আঠারো বাঁক-পূর্ব পাড়া, চাঁন মিয়া সর্দ্দারের বাড়ি, কাদৈর বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা

📝 ঘটনার বিবরণ:
হিফজ বিভাগের ছাত্র গত ২০ নভেম্বর ফজর নামাজের শেষে নিজ ইচ্ছায় মাদ্রাসা থেকে চলে যায়। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার মা–বাবা দুশ্চিন্তায় অসহায়ভাবে অপেক্ষা করছেন।

📢 অনুরোধ:
যদি কেউ তাকে কোথাও দেখে থাকেন বা কোনো তথ্য জানতে পারেন, দয়া করে দ্রুত যোগাযোগ করুন।
আপনার একটি শেয়ারও মোহাম্মদ বিন আলম জাজিবকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে বড় ভূমিকা রাখতে পারে।

📞 যোগাযোগ:
আঠারো বাঁক, কাদৈর বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা
📱 মোবাইল: +8801325165129 (বাবা),

21/11/2025

চৌদ্দগ্রাম উপজেলার মিঞা বাজার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ডাবল ফ্রিজ কাপ ফুটবল ফাইনাল খেলা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) বিএনপি মনোনীত প্রার্থী চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা উক্ত খেলার উদ্বোধন করেন। এ সময়ে অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

21/11/2025

⛔⛔ EXCLUSIVE VIDEO⛔⛔

দূর্ঘটনার আগে এভাবেই মোটর সাইকেল রার্নিংয়ে ভিডিও ধারণ করছিল নিহত নিশাদ। আর ড্রাইভিং করছিল অপর নিহত শাওন। ঘটনাস্থল হিঙ্গুলা ফরায়েজী বাড়ি থেকে মাত্র ২ কিলোমিটারের ব্যবধানে জঙ্গলপুর গ্রামে তাদের বাড়ি। কিসের এতো তাড়া ছিল। না তাড়া ছিলনা মূলত নিজ থেকেই বেপরোয়া গতি বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেয়ালে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। পরে একে একে দুইজনই মারা যায়।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চিওড়া অংশ...
21/11/2025

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চিওড়া অংশ...

আগাম শীতকালীন শাক-সবজী সয়লাব চৌদ্দগ্রামের গ্রামগঞ্জের বাজার গুলো...ছবিটি কনকাপৈত বাজার থেকে তোলা।
21/11/2025

আগাম শীতকালীন শাক-সবজী সয়লাব চৌদ্দগ্রামের গ্রামগঞ্জের বাজার গুলো...
ছবিটি কনকাপৈত বাজার থেকে তোলা।

ছেলেটিকে ধরিয়ে দিলে পুরষ্কৃত করা হবে। সে আলোকিত চৌদ্দগ্রাম এর স্টাফ রিপোর্টার সাইদুলহকের  ছোট ভাইয়ের সাথে কাজ করতো। গত প...
21/11/2025

ছেলেটিকে ধরিয়ে দিলে পুরষ্কৃত করা হবে।
সে আলোকিত চৌদ্দগ্রাম এর স্টাফ রিপোর্টার সাইদুলহকের ছোট ভাইয়ের সাথে কাজ করতো। গত পরশু দিন তার বৌয়ের সাথে কথা বলার নাম করে নতুন একটি এন্ড্রোয়েট সেট যার মুল্য (১৮৯৯৯) ও এর আগে ঘরে থাকাকালীন সময়ে ছোট ভাইয়ের বৌয়ের স্বর্ণ ও ওয়ার্লশপ থেকে মালামাল কিনতে দেয়া নগদ ২০,০০০ হাজার টাকা নিয়ে পালিয়েছে। দীর্ঘ সময় মোবাইলে নির্দিষ্ট কোথায় আছে তা না বলে পরবর্তীতে মোবাইল অফ করে আত্মগোপন করে।

যোগাযোগঃ ০১৭৯৬৭০৬৪১৫

21/11/2025

সারাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। চৌদ্দগ্রামের কোথাও ভূমিকম্পের কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমাদের অবশ্যই জানাতে পারেন।

21/11/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা চিওড়া ইউনিয়নে চলছে ৭নং ওয়ার্ডের নির্বাচনী গণসংযোগ।

21/11/2025



ভূমিকম্পে ঢাকায় নিহত ২...

21/11/2025

দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে মুন্সিরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের দেড়কোটা-ফেলনা গ্রামের জামায়াত সমর্থিত সর্বস্তরের নেতাকর্মীদের গনসংযোগ শেষে দেড়কোটা বাজারে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে....

Address


Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত চৌদ্দগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোকিত চৌদ্দগ্রাম:

  • Want your business to be the top-listed Media Company?

Share