Afsar's Quest

Afsar's Quest আমি মানুষের কথা কই।
আমি বাংলাদেশের কথা কই।
(2)

খালার মত বলবে নাকি? কি অপরাধ ছিলো আমার?বাকি আছে সম্পত্তি জয় বাংলা হওয়ার। 🤣
14/01/2025

খালার মত বলবে নাকি? কি অপরাধ ছিলো আমার?

বাকি আছে সম্পত্তি জয় বাংলা হওয়ার। 🤣

14/01/2025

আজকের ভিডিও দেখেছেন?

শফিক সাহেব, হুসে আছেন?কৃষক, শ্রমিক, দিনমুজুর গরিব নিন্ম মধ্যবিত্তের উপর কেন ভ্যাট চাপিয়ে দিচ্ছেন? পারলে ধনিদের উচ্চবিলাস...
14/01/2025

শফিক সাহেব, হুসে আছেন?

কৃষক, শ্রমিক, দিনমুজুর গরিব নিন্ম মধ্যবিত্তের উপর কেন ভ্যাট চাপিয়ে দিচ্ছেন? পারলে ধনিদের উচ্চবিলাসী জীবন যাপনে ট্যাক্স বাড়ান। জায়গা মতো খাড়ায় না তাইনা?

পারেন তো সব সময় অসহায়ের সাথে, এই গরীবরাই জীবন দিয়ে গদিতে বসাইসে, সো called এলিটরা না, বরং ওরা আন্দোলনের সময়ও হাসিনারে আরো খুন করতে উৎসাহী করে গেছে।

যারা পালায় গেছে, তাদের অবৈধ সম্পদ উদ্ধার করে সেটা দিয়ে রাজস্ব ব্যাকআপ দেন, গরিবের উপর কেন রোলার চাপিয়ে দিতে হবে? হুসে আসেন, নাইলে গদি তো যাবে, সাথে জামা কাপড় ও হারাবেন।

আজকের ভিডিও 🫵
14/01/2025

আজকের ভিডিও 🫵

Bangladesh Airforce update | Video33 | Afsar's Quest আধুনিক যুদ্ধ মোকাবেলায় আমাদের বিমান বাহিন...

Check out the combox🤝
14/01/2025

Check out the combox🤝

আজ সন্ধ্যা ৬টায় নতুন ভিডিও আসছে। কিছু গেস করা যায়?
13/01/2025

আজ সন্ধ্যা ৬টায় নতুন ভিডিও আসছে।

কিছু গেস করা যায়?

We are looking for sotru✊✊✊
09/01/2025

We are looking for sotru✊✊✊

এই জনতা বেঁচে থাকতে এক ইঞ্চি মাটি নিবা?🤫
09/01/2025

এই জনতা বেঁচে থাকতে এক ইঞ্চি মাটি নিবা?🤫

07/01/2025

গরু রাজনীতির গোপন বাস্তবতা | Narendra Modi Expose | Afsar's Quest | | Full video

07/01/2025

New Gift For Narendra Modi.
Check out the comment box.

ইলিয়াসের লাইভে ওটা কোন ডালিম ফালিম ছিলো না,সামিরে মেকআপ করাইয়া ডালিম বানিয়ে আনা হয়েছে। স্ক্রিপডেট শো😃সোর্স: চালাইদেন।
06/01/2025

ইলিয়াসের লাইভে ওটা কোন ডালিম ফালিম ছিলো না,

সামিরে মেকআপ করাইয়া ডালিম বানিয়ে আনা হয়েছে। স্ক্রিপডেট শো😃

সোর্স: চালাইদেন।

অজুহাত শুনতে চাইনা। চাই একশন।
06/01/2025

অজুহাত শুনতে চাইনা। চাই একশন।

06/01/2025

মেজর ডালিম খুনি, হাসিনা জান্নাতি হুর🤣

শরিফুল হক ডালিম, বীর উত্তম: এক অকুতোভয় বীর দেশপ্রেমী সাহসী যোদ্ধার গল্প!শরিফুল হক ডালিম, বীর উত্তম, ১৯৪৬ সালে জন্মগ্রহণ ...
05/01/2025

শরিফুল হক ডালিম, বীর উত্তম: এক অকুতোভয় বীর দেশপ্রেমী সাহসী যোদ্ধার গল্প!

শরিফুল হক ডালিম, বীর উত্তম, ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ছিলেন এক উদ্যমী ও প্রতিশ্রুতিবদ্ধ মানুষ। বি.এসসি. ডিগ্রি অর্জনের পর, তিনি ১৯৬৪ সালে পাকিস্তান বিমানবাহিনীতে যোগদান করেন। তবে, ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যুদ্ধের পর, তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৭১ সালের এপ্রিল পর্যন্ত কর্মরত ছিলেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, তখন ইতিহাস তাকে এক নতুন দায়িত্বে আহ্বান করে। তিনি পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন, যা তাকে তার জাতির স্বাধীনতার যুদ্ধে প্রথম সারির একজন নেতায় পরিণত করে।
মহান মুক্তিযুদ্ধে ১ নাম্বার সেক্টরের সাব কমান্ডার হিসেবে রণাঙ্গণে সামনে থেকে যুদ্ধ করে গেছেন। একের পর এক সম্মুখ যুদ্ধে দেখিয়েছেন অসীম সাহসিকতা।
তার অসামান্য সাহসিকতা এবং নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশের সর্বোচ্চ জীবিত সাহসিকতার পুরস্কার "বীর উত্তম" অর্জন করেন।

স্বাধীনতার পর, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর গঠনে একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে, ১৯৭৪ সালে অন্যায়ভাবে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির আদেশ নং ৯ (পিও-৯) এর অধীনে তাকে আগাম অবসরে যেতে বাধ্য করে।

১৯৭৫ সালের ১৫ই আগস্টের ঐতিহাসিক বিদ্রোহ, যা সরকারের পরিবর্তন ঘটায়, তার জীবনকে নতুন দিশা দেয়। তিনি পুনরায় সেনাবাহিনীতে যোগ দেন এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি লাভ করেন।

এরপর ১৯৭৬ সালে, তার কূটনৈতিক ক্যারিয়ার শুরু হয়। তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয় এবং প্রথমে চীনে বাংলাদেশের কূটনীতিক হিসেবে নিযুক্ত করা হয়। এরপর, ১৯৮০ সালে তিনি লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে যোগ দেন। ১৯৮২ সালে, তিনি হংকংয়ে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮৮ সালে, তিনি কেনিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পান, যেখানে তিনি তানজানিয়ার জন্যও দায়িত্বপ্রাপ্ত হন। একই সঙ্গে তিনি UNEP এবং Habitat-এর স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। সোমালিয়ার যুদ্ধে, তিনি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে পাঠানো বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থ রক্ষার অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

১৯৯৫ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর, তিনি নিজস্ব ব্যবসা শুরু করেন।

ব্যক্তিগত জীবনে, তিনি একজন অসাধারণ স্বামী এবং কন্যাসন্তানের পিতা।
তার দেশপ্রেম, দেশের জন্য ত্যাগ এবং মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য নতুন প্রজন্মের কাছে তিনি অত্যন্ত সম্মানের জায়গা দখল করে আছেন।

মেজর ডালিম একজন জীবন্ত কিংবদন্তি। একজন যোদ্ধা। একজন বীর সৈনিক। দেশপ্রেমের মূর্ত প্রতীক। বাংলাদেশের প্রতিটি মানুষের পক্ষ থেকে মেজর ডালিমের প্রতি রয়েছে আমাদের শ্রদ্ধা। তিনি থাকবেন ভালোবাসায়, অনুপ্রেরণায়।
ইনকিলাব জিন্দাবাদ।

Love and respect sir💚❤️

আমি যখন লোকটির বই পড়েছি, তখন কল্পনা করতাম এতো দেশপ্রেম নিয়েও মানুষ জন্মাতে পারে? লোকটিকে যদি একটি বারের জন্য জীবিত দেখতে...
05/01/2025

আমি যখন লোকটির বই পড়েছি, তখন কল্পনা করতাম এতো দেশপ্রেম নিয়েও মানুষ জন্মাতে পারে? লোকটিকে যদি একটি বারের জন্য জীবিত দেখতে পারতাম। কিছু কথা তার মুখ থেকে শুনতে পারতাম?

সৃষ্টিকর্তা এই বীরকে বাঁচিয়ে রেখেছেন। একজন দেশপ্রেমী সোলজার এর ভিতর কতটা স্পিড থাকে, সেটার জ্বলন্ত উদাহরণ জীবন্ত কিংবদন্তি মেজর ডালিম স্যার।

দীর্ঘ ৫০ বছর ধরে লোকটি কথা বলতে পারে নি, আজ সেটা সম্ভব করে দিয়েছেন। ধন্যবাদ ইলিয়াস হোসাইনকে।

২৪ এর অভভুথানে একটা স্লোগান ছিল, আমরা সবাই ডালিম হবো।

ডালিম যেহেতু আছেন, we want him back .

জাতির এই সূর্য সন্তানকে ফিরিয়ে নিয়ে আসা হোক।

Address

Cumilla
3581

Telephone

+8801825017260

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afsar's Quest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afsar's Quest:

Videos

Share

Category