RaisuL

RaisuL Admin

09/06/2024

এখনো মাঝে মাঝে
মাঝরাতে ঘুমের ঘোরে
শুনি তোমার পায়ের আওয়াজ
যেন তুমি এসেছো ফিরে

30/05/2024

তোমারে মনে পড়ে, তোমারে মনে পড়ে, তোমারে মনে পড়ে। এর চেয়ে উল্লেখযোগ্য আর কোন খবর আমার হৃদয়ের কাছে নাই

23/05/2024

তুমি হয়ে থেকো অন্যকারো ফুল🌸💔

20/05/2024

'আমি সমস্তই দেখিলাম, সমস্ত বুঝিলাম। যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুতেই জানিতে পারিল না।'

- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

🌸💔
14/05/2024

🌸💔

29/04/2024

I'm losing everything I love 💗

18/04/2024

কেউ নেই, কিছু নেই
সূর্য নিভে গেছে।

তোমারে ছাড়া কিচ্ছু ভাল্লাগে না আমার—এই বিশাল সমুদ্র, উজ্জল চাঁদ, সবুজ পাহাড় অথবা এই প্রিয় ঋতু শীতকাল।তোমারে ছাড়া কিছু ভা...
11/04/2024

তোমারে ছাড়া কিচ্ছু ভাল্লাগে না আমার—
এই বিশাল সমুদ্র, উজ্জল চাঁদ, সবুজ পাহাড় অথবা এই প্রিয় ঋতু শীতকাল।

তোমারে ছাড়া কিছু ভাল্লাগে না আমার। এই অগোছালো রুম, এই নগরী, বিলবোর্ড, শাটার, পোস্টার, মানুষ অথবা ঝকঝকে রঙীন আলো।

তোমারে ছাড়া কিচ্ছু ভাল্লাগে না আমার। সুমনের গান, জীবনানন্দের কবিতা কিংবা প্রিয় হুমায়ুনের উপন্যাস।

আমার শুধু ত্রিভুবন পিছনে ফালাইয়া তোমার কাছে ছুইটা যাইতে মন চাইতেছে। কিন্তু জীবন আমারে যেই দিক নিয়ে যাইতেছে - সে দিকে তোমার কাছে যাওয়ার রাস্তা নাই। জীবন আমারে সেই দিকেই নিয়া যাইতেছে যে দিকে কোনোদিনও যাইতে চাই নাই আমি।

এতসব অপেক্ষায়, আক্ষেপ, ব্যার্থতা, আর তোমার শূন্যতায় ভরপুর জীবন নিয়া নিজেরে এখন মনে হয় জবাই করে ফালাইয়া রাখা কবুতরের ছানা— বাঁইচা থাইকাও যেন ছটফট করতে করতে মইরা যাইতেছি রোজ।

লেখা: আরিফ হুসাইন।

Missing someone 🌸
09/04/2024

Missing someone 🌸

03/04/2024

অবশেষে সারাজীবনের জন্য যে তোমারে পাইলো, সে যেনো তোমারে আগলে রাখে ভীষণ যত্নে।

আমি ভাঙাচোরা মানুষ। তোমারে ছোঁয়ার সাধ্য আমার কখনোই ছিলো না। তবুও স্বপ্ন দেইখা গেছিলাম তোমারে নিজের কইরা পাওয়ার। আমি হতভাগা এতই কমদামি স্বপ্ন কেনার দামদরে তোমারে হারাইয়া ফেলছি।

যে তোমারে জিততা নিলো সে যেনো তোমারে ভালোবাসার কমতি বুঝতে না দেয়।আমি চাই না ভালোবাসার কমতি পরলে তুমি আমারে মনে করো।

তুমি যখনই আমারে মনে করবা তোমার দুঃখ হইবো আমার লাইজ্ঞা। আমি চাই তুমি সুখী থাকো আজীবন, দুঃখ তোমারে মানায় না।

যার কাছেই থাকো ভালো থাইক্কো, কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘশ্বাস সব বিফলে যাইবো। আমার ভালোবাসার দিকে তাকাইয়া হইলেও তুমি ভালো থাইক্কো।

Lines: Ashraf Ahmed

🌸
02/04/2024

🌸

29/03/2024

বিষয়টা তাহলে এমন - তোমার খবর জানতে চাইলেও পাই কই।
এখন আমার ধরা-ছোঁয়ার অনেক বাইরে তুমি।
এতোগুলো সময় পেরিয়ে এসেও পেলাম না।
এক অদৃশ্য দূরত্বের মাঝে দুজনার বসবাস -
মানতে না চাইলেও মেনে নিতে হয়, হচ্ছে।
ফিরে যাওয়ার সময় একদম নাই।

সম্পর্কটা নির্লিপ্ত হয়ে যাবে, ফুরিয়ে যাবে সময়ের গহবরে হয়তো।
হাহাকার করলেও পাওয়া যাবেনা কোনো পথ।
দূরে,আরো দূরে চলে যাচ্ছি আমরা।

হতে পারে দেখা হয়ে গেলো কোনো একসময়,জীবনান্দের 'কুড়ি বছর পরে' -অথবা যখন পৃথীবিতে থাকবেনা কোনো অস্তিত্ব।
যেখানে সমুদ্র মিলবে অমানিশার আড়ালে ;নয়তো যখন অপেক্ষা নিজেও ক্লান্ত হয়ে পড়বে অপেক্ষা করতে করতে - হয়তো।

- তুমি নামের শুণ্যতা

16/03/2024

তুমিতো জানোনা কিছু-না জানিলে,
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে--

12/03/2024
08/03/2024

নির্জন স্বাক্ষর🌸

আপনারে ছোয়ার তৃষ্ণা পাইলেআমি ফুলরে ছোয়ে দেই🌸
05/03/2024

আপনারে ছোয়ার তৃষ্ণা পাইলে
আমি ফুলরে ছোয়ে দেই🌸

23/02/2024

"তবু মনে রেখো, যদি মাঝেমাঝে উদাস বিষাদভরে কাটে সন্ধ্যাবেলা, অথবা শারদ প্রাতে বাধা পড় কাজে, অথবা বসন্ত -রাতে থেমে যায় খেলা। তবু মনে রেখো, যদি মনে পড়ে আর আঁখিপ্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধারা।"

-রবীন্দ্রনাথ ঠাকুর
📸 Damayanti B

17/02/2024

আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাইনা ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী

তোমার খোঁপায় গেথে দেবো বলে আজও ফুল নিয়ে বাসায় ফিরি!অথচ রোজ এসে দেখি তুমি নেই!কোথাও নেই।
13/02/2024

তোমার খোঁপায় গেথে দেবো বলে আজও ফুল নিয়ে বাসায় ফিরি!
অথচ রোজ এসে দেখি তুমি নেই!
কোথাও নেই।

তুমি আমার কল্পনা🖤
11/02/2024

তুমি আমার কল্পনা🖤

08/02/2024

আমার ক্লান্ত শরীর আজও তার স্পর্শ পেতে চায়
missing someone!

04/02/2024

মনেপড়ে
মন পোড়ে

😢
02/02/2024

😢

🌼
30/01/2024

🌼

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when RaisuL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Cumilla

Show All

You may also like