আলহামদুলিল্লাহ।
আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে । ইনশাআল্লাহ যত রাতই হোক আমরা আজ সকলের ঘরে খাবার পৌঁছে দিবো। যদি কেউ বাদ পড়েন বা আপনার প্রয়োজন হয় তো আমাদেরকে জানাবেন। আমরা নিজ দায়িত্বে আপনার ঘরে খাবার সামগ্রী দিয়ে আসবো।
প্রয়োজনে কল করতে পারেন:
ইমরান- 01580764285
সালমান- 01632218091
মহিন- 01314-646901
আলহামদুলিল্লাহ।
আমাদের কাজ চলমান। প্রথম ধাপে ১০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে।
লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চলছে স্থানীয় বাজারের সর্বশেষ গরুর হাট।মাঠের কানায় কানায় গরুতে পরিপূর্ণ। গরু ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চলছে তুমুল দর কষাকষি 🐂🐂
জুমআর দিন মুসলিম উম্মাহর জন্য রয়েছে ফজিলতপূর্ণ অনেক আমল। এগুলো মধ্যে একটি আমল অনেক গুরুত্বপূর্ণ। তা হচ্ছে জুমআর দিনে ‘সুরা কাহফ’ তেলাওয়াত করা। পবিত্র কুরআনুল কারিমের ১৫তম পারার ১৮নং সুরা এটি। যদি কেউ সম্পূর্ণ সুরাটি তেলাওয়াত করতে না পারে তবে সে যেন এ সুরার প্রথম এবং শেষ ১০ আয়াত তেলাওয়াত করে।
জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত - যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ হতে আগামী জুমাহ পর্যন্ত চমকাতে থাকবে। (মিশকাত ২১৭৫)।
ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকে এলাকার অসহায় মানুষদেরকে নানাভাবে সহযোগিতা করে আসছে।এর ধারাবাহিকতায় নিম্নোক্ত ব্যক্তিদের চিকিৎসা প্রদানে আর্থিক সহযোগিতা করছে।আপনিও আপনার অবস্থান থেকে ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদে সম্পৃক্ত হয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও অসহায় মানুষদের সহযোগিতা প্রদানে শামিল হোন।
★ভাউপুর পূর্বপাড়া মুন্সি বাড়ির মোহাম্মদ লোকমান এর ছেলে মোঃ জোনায়েদ ফুসফুসে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।চিকিৎসার খরচ বহন করতে আর্থিকভাবে অসামর্থ্য।
★ভাউপুর পূর্বপাড়া দক্ষিণ বাড়ির মো তাজুল মিয়ার মেয়ে সীমা আক্তার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত।অতিসত্বর অপারেশন করা লাগবে।
★ভাউপুর পূর্বপাড়া পশ্চিম বাড়ির সুলতান আহমেদের ছেলে মোহাম্মদ জায়েরও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় চিকিৎসার
আলহামদুলিল্লাহ 🖤
ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ