ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ

ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
(2)

22/10/2024

Alhamdulillah🔰500 followers done.Thanks everyone for staying with us.

18/10/2024
আলহামদুলিল্লাহ। মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের গর্ব, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার সম্মানিত পরিচালক মুফতি আব্দুল মাল...
18/10/2024

আলহামদুলিল্লাহ।
মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের গর্ব, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার সম্মানিত পরিচালক মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব হয়েছেন।আমরা ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে শায়েখকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি 🌷

আলহামদুলিল্লাহ। লক্ষণপুর থেকে ভাউপুর খালপাড় সংলগ্ন রাস্তাটি সংস্কারের কাজ চলমান রয়েছে। ছোট বড় সকলে সম্মিলিতভাবে রাস্তা...
01/10/2024

আলহামদুলিল্লাহ। লক্ষণপুর থেকে ভাউপুর খালপাড় সংলগ্ন রাস্তাটি সংস্কারের কাজ চলমান রয়েছে। ছোট বড় সকলে সম্মিলিতভাবে রাস্তা মেরামতের কাজ করে যাচ্ছে। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আসুন একটি সাদকায়ে জারিয়ার কাজে সম্পৃক্ত হই -রাসূল (সাঃ) সাদকায়ে জারিয়ার যেসব খাত সম্পর্কে বলেছেন তার মধ্যে জনস্বার্থে রা...
23/09/2024

আসুন একটি সাদকায়ে জারিয়ার কাজে সম্পৃক্ত হই -

রাসূল (সাঃ) সাদকায়ে জারিয়ার যেসব খাত সম্পর্কে বলেছেন তার মধ্যে জনস্বার্থে রাস্তা মেরামত করা অন্যতম।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যখন মানুষ মারা যায় তখন তার আমল স্থগিত হয়ে যায়, কেবল তিনটি আমল ছাড়া; সদাকায়ে জারিয়া, কিংবা এমন জ্ঞান— যা থেকে মানুষ উপকৃত হয় কিংবা এমন সন্তান— যে তার জন্য দোয়া করে। (সহিহ মুসলিম, হাদিস : ১৬৩১)

২০২০ সালে খাল খননের পর থেকে বিগত কয়েক বছর লক্ষণপুর থেকে ভাউপুর পর্যন্ত খালপাড় সংলগ্ন রাস্তাটি ঝুঁকিপূর্ণ ছিল।সম্প্রীতি বন্যার কারণে রাস্তাটির আরো বেশি ক্ষয়ক্ষতি হয়। ফলে ধীরে ধীরে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। যদি অতি শীঘ্রই কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এটি আমাদের সকলের জন্য দুর্ভোগের কারণ হবে।

তাই আসুন সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তাটির সংস্কারে এগিয়ে আসি।

যুবক জাগলেই জাগবে জগৎ।
ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ

বন্যা কবলিত মানুষের এই  দুঃসময়ে  পাশে থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছে ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ।  গতকাল ...
02/09/2024

বন্যা কবলিত মানুষের এই দুঃসময়ে পাশে থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছে ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ।

গতকাল ত্রাণ বিতরণের সপ্তম দিনে ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ সরসপুর ইউনিয়নের প্রায় পনেরশত বন্যার্ত পরিবারে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দেয়।

কৃতজ্ঞতা জানাচ্ছি কুমিল্লা থেকে আগত আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের যাদের সার্বিক সহযোগিতায় ত্রাণ বিতরণ কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যা কবলিত মানুষের পাশে আছি।আপনারাও আপনাদের নিজ দায়িত্ববোধ থেকে বন্যা কবলিত মানুষের পাশে থাকুন।

আলহামদুলিল্লাহ।বন্যার্ত মানুষের আস্থার  সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ। আজ ত্রাণ বিতরণের ...
30/08/2024

আলহামদুলিল্লাহ।
বন্যার্ত মানুষের আস্থার সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ।

আজ ত্রাণ বিতরণের ষষ্ঠ দিনে ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ দক্ষিণ মনোহরগঞ্জ থানার সরসপুর ইউনিয়নের বন্যা কবলিত গ্রাম রুদ্রপুর, শ্রীধরপুর,আলোক পাড়া, মির্জা বাড়ি,ভাউপুর পশ্চিমপাড়া,ভাউপুর পূর্বপাড়া, পাটোয়ারী বাড়ি, মরিচা, এওচিয়া প্রভৃতি গ্রামের ৭০০ এর অধিক বন্যার্ত পরিবারে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রাথমিক চিকিৎসা সামগ্রী ও জরুরী ওষুধ পত্র পৌঁছে দেন।

আজ ত্রাণ বিতরণে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি SF
Ahmed, Sorif, Humayra ও Abdullah Al Arif এর প্রতি। যাদের সার্বিক সহযোগিতা ও অর্থায়নে এই মহৎ কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি md mansur rahman mohin এর প্রতি যার অক্লান্ত পরিশ্রমে আজকের কর্মসূচি সফল হয়েছে। এছাড়াও দোয়া ও ভালোবাসা প্রকাশ করছি আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের প্রতি যারা বন্যা কবলিত মানুষদের বিরতিহীন ভাবে সেবা দিয়ে যাচ্ছেন।

সরসপুর ইউনিয়নের বন্যার্ত মানুষের যেকোনো প্রয়োজনে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ।

আলহামদুলিল্লাহ। আজ ত্রাণ বিতরণের ৫ম দিনে সরসপুর ইউনিয়নের বিভিন্ন মহল্লায় বন্যা কবলিত মানুষের সার্বিক খোঁজখবর এবং তাদের ম...
29/08/2024

আলহামদুলিল্লাহ।
আজ ত্রাণ বিতরণের ৫ম দিনে সরসপুর ইউনিয়নের বিভিন্ন মহল্লায় বন্যা কবলিত মানুষের সার্বিক খোঁজখবর এবং তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ।

এ সময় আমাদের সেচ্ছাসেবকগণ বন্যার্ত মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে এবং তাদের চাহিদা অনুযায়ী সহযোগিতা করার আশ্বাস দেয়।

আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বন্যার্ত মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি। আপনিও আপনার অবস্থান থেকে বন্যার্ত মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

পরিশেষে যারা শ্রম,পরামর্শ,অর্থ ও দোয়া দিয়ে বন্যার্ত মানুষদের সহযোগিতা করে যাচ্ছেন সবাইকে আল্লাহ তায়ালা উত্তম জাযাহ দান করুন।

মানবতার অন্যতম বৈশিষ্ট্য হলো একে অপরের বিপদে নিঃস্বার্থভাবে সহযোগিতা করা। যার বাস্তব চিত্রই যেন বন্যার্তদের ঘিরে  ভাউপুর...
28/08/2024

মানবতার অন্যতম বৈশিষ্ট্য হলো একে অপরের বিপদে নিঃস্বার্থভাবে সহযোগিতা করা। যার বাস্তব চিত্রই যেন বন্যার্তদের ঘিরে ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ এর স্বেচ্ছাসেবকদের নিত্যদিনের কর্মযজ্ঞ।

বর্তমান বন্যা পরিস্থিতিতে মনোহরগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়ন বন্যার পানি দ্বারা প্লাবিত। এ পরিস্থিতিতে বন্যার্তদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছে ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ। এর ধারাবাহিকতায় আজ ত্রাণ বিতরণের চতুর্থ দিনে প্রায় দুই শতাধিক পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

বিশেষ কৃতজ্ঞত জ্ঞাপন করছি Abdullah Al Arif ও ওনার সহধর্মিনীসহ উনাদের বন্ধু মহলের প্রতি যারা আজকের সমস্ত খরচ বহন করেছে।

এছাড়াও এনজিও এবং যারা নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।

আলহামদুলিল্লাহ।ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ এর উদ্যোগে বন্যার্তদের মাঝে  তৃতীয় দিনের ত্রাণ সামগ্রী  বিতরণের কাজ চলম...
27/08/2024

আলহামদুলিল্লাহ।
ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ এর উদ্যোগে বন্যার্তদের মাঝে তৃতীয় দিনের ত্রাণ সামগ্রী বিতরণের কাজ চলমান রয়েছে । আমরা অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সেচ্চাসেবক ভাইদের প্রতি যারা সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে মানুষের ঘরে ঘরে হাদিয়া গুলো পৌঁছে দিচ্ছেন। মহান আল্লাহ তোমাদের মঙ্গল করুন, আমিন।

বিশেষ কৃতজ্ঞতা : ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট যারা আজকের পুরো খরচ বহন করেছে।

বন্যাবাসীদের জন্য নিবেদিত আমাদের ভাইয়েরা।তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা। 🤍
26/08/2024

বন্যাবাসীদের জন্য নিবেদিত আমাদের ভাইয়েরা।তোমাদের জন্য দোয়া ও ভালোবাসা। 🤍

আলহামদুল্লিাহ।দ্বিতীয় দিনের কার্যক্রম চলমান। আমাদের সেচ্ছাসেবক টিম সকল পরিস্থিতিতে আপনাদের পাশে আছে এবং থাকবে, ইনশাআল্লা...
26/08/2024

আলহামদুল্লিাহ।
দ্বিতীয় দিনের কার্যক্রম চলমান। আমাদের সেচ্ছাসেবক টিম সকল পরিস্থিতিতে আপনাদের পাশে আছে এবং থাকবে, ইনশাআল্লাহ।

পানি ভেঙে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা।🤍সারাদিন পরিশ্রম করে প্যাকেটিং এর কাজ শেষে বৃষ্...
25/08/2024

পানি ভেঙে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা।🤍

সারাদিন পরিশ্রম করে প্যাকেটিং এর কাজ শেষে বৃষ্টির মধ্যে যতটুকু সম্ভব হয়েছে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন।আর বাকিগুলো কাল সকালের মধ্যেই পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।

25/08/2024

প্রিয় স্বেচ্ছাসেবী ভাইরা প্রস্তুত থাকুন,
পরিস্থিতি খারাপ হবার সম্ভাবনা আছে।

25/08/2024

আলহামদুলিল্লাহ।
আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে । ইনশাআল্লাহ যত রাতই হোক আমরা আজ সকলের ঘরে খাবার পৌঁছে দিবো। যদি কেউ বাদ পড়েন বা আপনার প্রয়োজন হয় তো আমাদেরকে জানাবেন। আমরা নিজ দায়িত্বে আপনার ঘরে খাবার সামগ্রী দিয়ে আসবো।

প্রয়োজনে কল করতে পারেন:
ইমরান- 01580764285
সালমান- 01632218091
মহিন- 01314-646901

25/08/2024

আলহামদুলিল্লাহ।
আমাদের কাজ চলমান। প্রথম ধাপে ১০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে।

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যার পানি দ্বারা প্লাবিত।এ পরিস্থিতিতে জনস্বার্থে নিম্নোক্ত পদক্ষেপ গুলো গ্রহণ করুন-...
22/08/2024

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যার পানি দ্বারা প্লাবিত।এ পরিস্থিতিতে জনস্বার্থে নিম্নোক্ত পদক্ষেপ গুলো গ্রহণ করুন-

➡️বেশি বেশি ইস্তেগফার পাঠ ও দোয়া করুন।

➡️মোবাইলে চার্জ রাখুন।

➡️শুকনা খাবার/ মোমবাতি ঘরে রাখুন।

➡️প্রাথমিক ঔষধ/চিকিৎসা সরঞ্জাম কাছে রাখুন।

➡️যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল
দিয়ে ঘেরাও করে রাখুন।

➡️ছোট বাচ্চাদের সাবধানে রাখুন।

➡️গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে। সাবধানতা অবলম্বন করুন।

➡️সিজারিয়ান অপারেশন লাগবে এমন প্র‍্যাগনেন্ট মহিলা থাকলে ডাক্তারের সাথে কথা বলে নতুন করে ডেট ফিক্স করুন (বন্যার অবস্থা বুঝে)।

➡️গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।

➡️বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।

হে আল্লাহ। আমাদের সবাইকে বন্যার ক্ষতি থেকে রক্ষা করুন।

وَقِیلَ یَـٰۤأَرۡضُ ٱبۡلَعِی مَاۤءَكِ وَیَـٰسَمَاۤءُ أَقۡلِعِی..."আদেশ হল, হে জমীন তোমার পা‌নি গি‌লে ফেল, হে আকাশ, পা‌ন...
22/08/2024

وَقِیلَ یَـٰۤأَرۡضُ ٱبۡلَعِی مَاۤءَكِ وَیَـٰسَمَاۤءُ أَقۡلِعِی...
"আদেশ হল, হে জমীন তোমার পা‌নি গি‌লে ফেল, হে আকাশ, পা‌নি বর্ষণ বন্ধ ক‌রো!"
(সূরা হূদ : ৪৪)
-
হে আল্লাহ! আপ‌নি হযরত নূহ আ.-এর প‌ক্ষে আকাশ ও জমীন‌কে যেভা‌বে আদেশ ক‌রে‌ছেন, আমা‌দের প‌ক্ষেও সেরূপ রহম করুন!
আমিন।
-
সংগৃহীত

Address

Cumilla
3571

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাউপুর পূর্বপাড়া যুব কল্যাণ পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Cumilla

Show All