Sumaiya's world

Sumaiya's world vlog.travel. kitchen ,cooking recipes,home Decro

ছোটোবেলায় আম্মু রান্নাঘরে অনেকক্ষণ একা থাকলেই ভাঙচুর করতো। এটা ছুঁড়ে মারতো, ওটা ছুঁড়ে মারতো। জিনিসটা খেয়াল করেছিলাম অনেক...
18/11/2024

ছোটোবেলায় আম্মু রান্নাঘরে অনেকক্ষণ একা থাকলেই ভাঙচুর করতো।
এটা ছুঁড়ে মারতো, ওটা ছুঁড়ে মারতো।
জিনিসটা খেয়াল করেছিলাম অনেকদিন পর। পানির গ্লাস নেয়ার জন্য রান্নাঘরে গিয়ে দেখি নিচে আম্মু মশলা বাটতেছে আর উপরে কড়াইতে পেঁয়াজ!। আমি বললাম, "আম্মু পেঁয়াজ তো পুড়ে যাচ্ছে!"
আম্মু খেইই করে চিল্লান দিয়ে বললো, "পুড়তাসে দেখসোস তাইলে নাড়োস না কেন?" আমি তড়িঘড়ি করে চুলার জ্বাল ছোটো করে পেঁয়াজ নাড়তে থাকলাম, এরপর আম্মু বললো "এবার আদাবাটা রসুন বাটা দে। এবার মরিচ গুড়া দে, এবার ধনিয়া দে। এবার অল্প পানি দিয়ে কষা।"
এমন করতে করতে পুরা রান্নাটাই প্রায় হয়ে গেলো।
রান্না ঢেকে দিয়ে আমি চলে এসেছিলাম নিজের কাজে।
একটু পর শুনি রান্নাঘর থেকে আবার ভাঙচুরের শব্দ আসছে।

পেঁয়াজ নেড়ে দেয়ার জন্যে আম্মুর একজন মানুষের দরকার ছিলো। সেই মানুষ না পেলেই আম্মু অস্থির হয়ে যেতো, পাগলপ্রায় হয়ে যেতো!
যেমনটা এখন আমি হই।
ভাবি, কেউ রাঁধতে না জানলে, আলু ছিলে দিক!
ছিলতে না জানলে ধুয়ে দিক!
শুধু থাকুক পাশে!
আমি জানি অন্তত, আমি একা নই!

"আসো, দুজন মিলে করি।" এই বাক্যটার মধ্যে যুদ্ধ থামানোর ক্ষমতা আছে। ভেঙ্গে যাওয়া বাঁধ আটকে দেয়ার ক্ষমতা আছে। ধ্বংসস্তুপের নিচ থেকে তাজা গোলাপ বের করে আনার ক্ষমতা আছে। হাজার বছরের জমে থাকা বরফ গলানোর ক্ষমতা আছে।
আমরা বুঝতে চাইনা।
অকৃতজ্ঞের মতো প্রশ্ন করে বসি, "আলু ছিলার জন্যেও যদি হেল্প লাগে তাহলে জীবনে ভাত খাবা কি করে?"

মা হয়ে ওঠা 🥰আচ্ছা একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কি কি বিসর্জন দিতে হয় জানেন তো?  একটা মেয়ে তার সৌন্দর্য, তার ফিটনেস,  তা...
31/10/2024

মা হয়ে ওঠা 🥰
আচ্ছা একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কি কি বিসর্জন দিতে হয় জানেন তো? একটা মেয়ে তার সৌন্দর্য, তার ফিটনেস, তার সুন্দর মেঘ কালো চুল, তার ঘুম, কখনো কখনো তার পেট ভরে খাওয়াটাও হয় না। কতদিন যে সে তৃপ্তি নিয়ে খেতে পারে না শুধুমাত্র সেই জানে, কিন্তু এতকিছুর পরেও সে খুশি থাকে তার মাথায় এগুলো আসেই না যে সে আর আগের মতো সুন্দর নেই, তার চেহারায় গ্লো নেই, সে ফিট থাকে না তার সব চিন্তা জুড়েই শুধু তাঁর সন্তান 😊সন্তান কি খাবে, কি নিবে, কি করবে, কখন ঘুমাবে সব কিছু। তার পরেও তার সংসার টাও তাকেই সামলাতে হয়, এতসব করার পরেও সে অভিযোগ রাখে না। সে বেশ খুশি থাকে কিন্ত কোন একটা মানুষ যদি দিনশেষে বলে তুমি আর সুন্দর নেই, তুমি আার ফিট নেই, তোমাকে আর আগের মতো ভালো লাগে না, তার মনের অবস্থা টা কেমন হতে পারে বুঝেন?সে কি কখনো আপনাকে এগুলো বলেছে? আপনার ৩০+ বয়সেও কি আপনি একই রকম সুন্দর আছেন? নিজের দিক টা কি কখনও ভেবেছেন? একটা মেয়ে সংসারের এক টাকা বাঁচানোর জন্য যে মেয়ে একসময় একহাজার টাকার ক্রিম ব্যাবহার করতো সেটা ৫০-৬০ টাকায় নামিয়ে আনে আর আপনার যে মেয়েকে দেখে সুন্দরী মনে হয় গিয়ে দেখুন সে হয়তো এখন কোনো আদরের ঘরের দুলালী নাহলে কোনো বিজনেস ম্যাগনেট এর বৌ মধ্যবিত্ত ঘরের বৌ এর মতো তাকে হাজার টা ইচছা বিসর্জন দিতে হয় না 🙂 বাবা হওয়ার স্বাদ বা বাবা ডাকটা শুনাতে যে মানুষ টা এতো কষ্ট করে দিন শেষে তাকে সাহস দিন, ভালোবাসা আদরে আগলে রাখুন সে হয়তো এর থেকে বেশি কিছু চায় না তার শরীরের যত্ন আপনি নিন তাকে সুন্দর রাখার ভালো রাখার দায়িত্ব আপনার ❤️রাতে এসে খোঁজ নিয়ে দেখুন তার শরীর ঠিক আছে কি না? একটু মাথায় হাত বুলিয়ে কি গল্প শুনিয়ে ঘুম পাড়ালে সকালে হয়তো খুব একটা দেরি হবে না আপনার অফিসের 🙂 মনে রাখবেন সংসার টা আপনারও সেটাকে সুখী করতে আপনার দিনশেষে সামান্য যত্ন ছোট কয়েকটা সুন্দর কথাই যথেষ্ট আপনার যত্ন আর ভালোবাসায় আরেকজনের সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা সে সারাদিনের শক্তি খুঁজে পায় ❤️
ভালোবাসার মানুষটির খুঁত না ধরে তাকে বুঝান যে আপনার দেখা পৃথিবীর সবথেকে সুন্দর নারীটা আপনার সন্তানের মা🥰
আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর কোন মানুষ আমি পৃথিবীতে দেখি না🤗

একজন স্ত্রী মানসিক ভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি কথাই যথেষ্ট ***

ভলোবাসা অসম্ভব সুন্দর সবসময় সুন্দর
যদি ভালোবাসার মানুষটার যত্ন নেওয়া যায় তাকে আগলে রাখা যায় পরম ভালোবাসায়❤️

ভালোবাসা ঠিক থাকলে আর ভালোবাসা ভরা চোখ নিয়ে ভালোবাসার মানুষের দিকে তাকালে, বুঝতে পারবেন তার সেই ক্লান্ত মাখা শুষ্ক মুখ আর এলোমেলো চুলেও সে কতো সুন্দর🥰 একবার তাকিয়ে দেইখেন কতো মায়া লাগে এই মানুষটাকে এভাবে যুগের পর যুগ তার সাথে কাটিয়ে দিলেও আপনার কখনেই ক্লান্তি আসবে না তার ওপর🥰

আমার_বউ_কিছুই_করে_না----আপনি কি করেন?--- আমি একটা ব্যাংকের ক্যাশ অফিসার।--- বাহ্! খুব ভালো। তা আপনার স্ত্রী?--- সে কিছুই...
30/10/2024

আমার_বউ_কিছুই_করে_না

----আপনি কি করেন?
--- আমি একটা ব্যাংকের ক্যাশ অফিসার।
--- বাহ্! খুব ভালো। তা আপনার স্ত্রী?
--- সে কিছুই করে না। স্রেফ গৃহিণী।
--- তাই নাকি? তা ভাই, সকালে আপনার ফ্যামিলীর জন্য নাস্তা কে বানান?
--- আমার বউই করে। কারণ সে তো কিছু করে না।
--- ঠিকি তো। আচ্ছা, এখন বলুন তো, তিনি ঘুম থেকে কখন ওঠেন?
--- সে ভোর পাঁচটায় ওঠে। কারণ নাস্তা বানানোর আগে তাকে ঘর-দোর পরিস্কার করতে হয়।
--- আপনার বাচ্চাদের কে স্কুলে নিয়ে যায়?
--- সে-ই নিয়ে যায়। কারণ, তার তো আর অন্য কোনো কাজ নেই।
--- হা হা হা.... বেশ বলেছেন। আচ্ছা এখন বলুন তো, বাচ্চাদের স্কুলে দিয়ে তিনি কোথায় যান? কি করেন?
--- বাচ্চাদের স্কুলে দিয়ে সে বাজারে যায়, বাসায় ফিরে কাপড় কাচে, ঘর-মেঝে পরিস্কার করে, রান্না-বান্না করে। এছাড়া তার তো আর কাজ নেই।
--- বেশ। এবার বলুন- লাঞ্চের পর তিনি কি করেন?
--- তেমন কিছু না। ধোয়া কাপড়-চোপড় ঘরে এনে ইস্ত্রি করে, ঘর-বিছানা গোছায়, বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসে, খাওয়ায়, টিউটরের জন্য নাস্তা রেডি করে -- এইসব টুকিটাকি কাজ আর কি। এইটুকু না করলে তো শরীর ভারী হয়ে যাবে, অসুখ-বিসুখ বাসা বাঁধবে।
--- খুবই খাঁটি কথা বলেছেন। আচ্ছা, বিকেল থেকে রাতে শোয়া পর্যন্ত তিনি আর কি কি করেন?
--- হা হা হা ... ওই যে বললাম - তেমন কিছু না। টুকিটাকি হালকা কাজ।
--- যেমন?
--- এই ধরেন, বিকেলের নাস্তা-চা বানায়, ঘর-আঙ্গিনা ঝাট দেয়, রাতের জন্য রান্না করে, বাচ্চাদের পড়াতে বসায়, আত্মীয়-মেহমান এলে তাদের অপ্যায়ন করে, সবাইকে ডিনার করিয়ে নিজে খায়, এঁটো বাসন-কোসন মাজে, বাচ্চাদের ঘুম পাড়িয়ে নিজে ঘুমায়।
--- বুঝলাম আপনার বউকে তেমন কিছুই করতে হয় না। অনেক শান্তিতে আছেন তিনি। এবার আপনার রুটিনটা বলুন।
--- আমার তো ভাই ম্যালা কাজ, ম্যালা ঝাক্কি-ঝামেলা। সেই সকাল আটটায় উঠি, তাড়াতাড়ি রেডি হয়ে নাস্তা করেই অফিসের দিকে ছুটি।
--- তারপর?
--- সন্ধ্যার আগে আগে বাসায় ফিরি।
--- বাসায় ফিরে কি করেন?
--- সারাদিনের হাজারো কাজে খুব টায়ার্ড হয়ে যাই, তাই ঘন্টা দুয়েক রেস্ট করি। বউ চা দেয়, চা খেতে খেতে টিভি দেখি, পেপার পড়ি।
--- তারপর কি করেন?
--- হালকা ড্রেস আপ করে বাজারে বা ক্লাবে যাই। শারীরিক মানসিক পরিশ্রমে বোরড হয়ে যাই। একটু রিক্রিয়েশন না করলে মাথা ঠিক থাকে না।
--- বাজারে গিয়ে কি করেন?
--- বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দেই, তাস খেলি, চা-কফি, পান-বিড়ি খাই।
--- বাসায় ফেরেন ক’টায়?
--- এই ধরেন.. সাড়ে দশটা - এগারটা।
--- তারপর?
--- তারপর আর কি? খেয়ে-দেয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি।
--- বাচ্চারা জেগে প্রস্রাব-পায়খানা করতে চাইলে কে ওঠেন? আপনি না ভাবী?
--- আমার ক্লান্ত শরীর, ঘুম-বিশ্রামের খুব প্রয়োজন। গিন্নী তো কিছুই করে না, তাই সেইই ওঠে। হা হা হা হা হা 😜

(পুরুষ মানুষ কে অসম্মান করার জন্য এই পোস্ট নয়।তাদের অক্লান্ত পরিশ্রমে ভালো আছি নারী জাতি।যারা বুঝেনা তাদের জন্য এই পোস্ট)

পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরের শক্তি থাকেনা, পকেটের জোর থাকে না, এতোদিন যাদেরকে খাইয়েছিলো , যাদের কথায় নে...
30/10/2024

পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরের শক্তি থাকেনা, পকেটের জোর থাকে না, এতোদিন যাদেরকে খাইয়েছিলো , যাদের কথায় নেচেছিলো তারা কেও পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ঐ অবলা নারী তার স্ত্রী। যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিলো, মানুষের কথায় তার উপর মানসিক, শারীরিক নির্যাতন করেছিলো।

পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী।

একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততোদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুশ ফিরে কে তার আপন আর কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না।

আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, হেলায় অবহেলায়, ভালোবাসায়, যত্নে কোনোকিছুতে সে খুশি অখুশি হতে পারে না।

সংসার এক মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আকঁড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়।কত-শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তানও এক সময় পর হয়ে যায়।

শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়েও হিসেব মিলেনা। সেই অবহেলিত, অযাচিত নারীই আপনার শেষ বয়সে আপনাকে বাহুড়োরে বেঁধে রাখে বিপদে-আপদে, সুখে দুঃখে।

আজ থেকেই সতর্ক হোন, নিজের সহধর্মিণীকে মূল্য দিন, শেষ বয়সে অন্ততঃ লজ্জিত হতে হবে না তার কাছে।

সংগৃহীত

আমি আমার মাকে কখোনো‌ মাথায় চিরুনি করে দেইনি তবে একজনকে দিয়েছি,,,আমি আমার মাকে কখোনো রান্না করে খাওয়াইনি তবে একজনকে খা...
30/10/2024

আমি আমার মাকে কখোনো‌ মাথায় চিরুনি করে দেইনি তবে একজনকে দিয়েছি,,,

আমি আমার মাকে কখোনো রান্না করে খাওয়াইনি তবে একজনকে খায়েছি,,,,

আমি আমার মায়ের কাপর কখোনো ধুয়ে দেইনি তবে এজনের কাপর সহ যাবতীয় সব করে দিয়েছি,,,,

আমি আমার মা কে কখোনো বিকেলের নাস্তায় চা বিস্কুট করে দেইনি তবে একজনকে দিয়েছি,,,,

আমি আমার মায়ের সাথে কাজে কখোনো হেল্প করিনি তবে একজনের মন পাওয়ার জন্য ঘরের সব কাজ করেছি,,,

তবুও আমি আমার মায়ের কাছে তার ভালো‌ মেয়ে ছিলাম 😭😭

আর যাকে এতো কিছু করেছি,,,
দিনশেষে তার কাছে আমি নিকৃষ্ট মানুষ রয়ে গেলাম কে সেই মানুষটি বলতে পারো আপুরা??

একজন স্বামীর এটা পড়া উচিত❤️স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়। তার আত্মিক শান্তিটা খুবই জরুরী। সবাই বিল...
28/10/2024

একজন স্বামীর এটা পড়া উচিত
❤️স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়। তার আত্মিক শান্তিটা খুবই জরুরী। সবাই বিলাসিতায় সুখী হয়না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জাজ করতে।

আপনি জানেননা আপনার স্ত্রীর ত্যাগের গল্প, আপনার চোখে সে সর্বসুখী। এরকম হলে সমস্যা আপনার চোখের,সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেননা। একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয়,বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে।

স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে।

স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক্ব রয়েছে।সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন নাহয় যেটা সাংসারিক জীবটায় বিষাদ করে দেয়।জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘাঁ কোনো মলমেই শুকাবে না।

স্ত্রী অনুভুতি গুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে।বিশ্বাস করুন জগতের সব নারীই ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙাল। এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়।

আপনি একটু ভাবুন,স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন।হয়তো কোনোদিন শ্বশুর বাড়ি পা রাখবেননা। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটায় হয়ে চলে। যেখানে আপনিই পারেননা ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন?

মেয়ে বলে? মেয়ে বলে কি মানুষ না? আপনিও যেই মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারিও। আচ্ছা কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? না রাষ্ট্রীয় আইন আর না ইসলামিক শরিয়াহ্।শরিয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে। না করলে বাধ্য নয়। স্ত্রীকে সম্মান দিতে শিখুন। কেননা আল্লাহ্ র কাছে ঐ ব্যক্তিই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। আমার কথা না হাদিসের কথা।

একজন স্বামীকে খুব বেশিই সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এতো বেশি তিক্ত হয়!!!
এটাও ঠিক সবার নসীবে সব জোটেনা।থাকনা অপূর্ণ, চলুক এভাবেই!!
এইতো কয়টা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ
দুনিয়ায় কস্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে সুখ চেয়ে নেবো পরকাল।

👉আপনার ঘর পরিষ্কার করে কে ?♥️আপনার স্ত্রী🏵️👉আপনার ঘর সাজিয়ে রাখে কে ?♥️আপনার স্ত্রী🏵️👉আপনাকে রান্না করে খাওয়ায় কে ?♥️...
28/10/2024

👉আপনার ঘর পরিষ্কার করে কে ?
♥️আপনার স্ত্রী🏵️

👉আপনার ঘর সাজিয়ে রাখে কে ?
♥️আপনার স্ত্রী🏵️

👉আপনাকে রান্না করে খাওয়ায় কে ?
♥️আপনার স্ত্রী🏵️

👉আপনাকে মানসিক তৃপ্তি দেয় কে ?
♥️আপনার স্ত্রী🏵️

👉আপনাকে শারীরিক তৃপ্তি দেয় কে ?
♥️আপনার স্ত্রী🏵️

👉আপনাকে বাবা হতে সাহায্য করে কে ?
♥️আপনার স্ত্রী🏵️

👉আপনার ছেলে মেয়ের প্রাথমিক শিক্ষা দেয় কে ?
♥️আপনার স্ত্রী।🏵️

👉আপনার বৃদ্ধ মা-বাবার সেবা যত্ন করে কে ?
♥️আপনার স্ত্রী🏵️

👉আপনার বাড়িতে আসা মেহমানদের আপ্যায়ন করে কে ?
♥️আপনার স্ত্রী🏵️

👉আপনার অসুস্থতার সময় আপনার পাশে থাকে কে ?
♥️আপনার স্ত্রী🏵️

👉👉👉তাহলে বিয়ে করার সময় যৌতুক চান কেন আপনি ?
👉👉যৌতুক কি সামাজিক প্রথা নাকি?

স্ত্রী কোনো বিষয় নিয়ে রাগ বা অভিমান করলে একটু ভালোবেসে তার রাগ না ভাঙিয়ে চুলের মুটি ধরে 👉পিটান😓 কেন আপনি ?

👉একজন নারী এতকিছু করার পর ও কেন
কিছু কিছু স্বামীদের নিকট তার সঠিক মর্যাদা পায় না ?
এটাই কি আপনার সমাজ ?
ধিক্কার জানাই এমন সমাজ ব্যবস্থাকে....
উত্তর কি আছে আপনার কাছে ?
👉সতর্ক হোন:-
আর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন!🙏
কালেক্ট🥰
ভালো লাগলে পাশে থাকবেন
♥️♥️♥️♥️♥️♥️♥️

প্রতিটা মায়ের প্রতিদিনের কাহিনী😒
13/10/2024

প্রতিটা মায়ের প্রতিদিনের কাহিনী😒

এই শহরে আমার একটা মায়ের বাসা বা বোনের বাসা খুব দরকার ছিল। মন খারাপ বা শরীর খারাপ হলে যেখানে বাচ্চা নিয়ে গুটিশুটি পায়ে ওঠ...
02/10/2024

এই শহরে আমার একটা মায়ের বাসা বা বোনের বাসা খুব দরকার ছিল।
মন খারাপ বা শরীর খারাপ হলে যেখানে বাচ্চা নিয়ে গুটিশুটি পায়ে ওঠা যাবে। ছেলে মেয়েকে আম্মা খালারা নিয়ে ব্যস্ত থাকবে। খাওয়াবে, গোসল করাবে। আম্মা টেবিলে গরম তরকারি বেড়ে দিয়ে বলবে আমি রাখতেসি বাবুদের তুই খা গিয়ে। আর আমি মুরগীর হাড়গুলো আরাম করে চাবাতাম একদিন। কোন তাড়া থাকতোনা৷ রাতে আম্মা আর বোন দুইবাচ্চা নিয়ে রাখতো আর বলতো তুই ঘুমা। আমি দুনিয়ার সব ভুলে একটা ঘুম দিতাম। একঘুমে মাস ছয়েক এর ক্লান্তি ভুলে যেতাম।

আসলে এগুলো অলস মস্তিস্কের কল্পনা। এই শহরে এক প্লেট ভাত খেতে চাইলেও আমাকে চাল ফুটিয়ে নিতে হবে। দম বন্ধ লাগলেও আমার রুমটায় বসে এক ই রুটিনে জীবন কাটাতে হবে। নিজের শরীর খারাপ লাগলেও বাচ্চার সব দায়িত্ব আমাকে পালন করতে হবে। কারো কথায় আচরনে কস্ট পেলেও চোখের পানি একাই মুছতে হবে।

জীবন!

27/09/2024

আলহামদুলিল্লাহ। সকালের কিছু মুহূর্ত

23/09/2024

আলহামদুলিল্লাহ এক সুন্দর সকাল। সারাদিন বাচ্চাদের নিয়ে সংসারের কাজ করতে গিয়ে নাজেহাল হওয়ার অবস্থা

08/09/2024

#ইসলামিক

06/09/2024

আজকের দুপুরে রান্না

05/09/2024

ঢাকা মিরপুর চিড়িয়াখানা

04/09/2024

কাজের ব্যস্ততা ও কিচেন পরিষ্কার করা

17/08/2024

আজকের সকালের রান্না

05/08/2024

আলহামদুলিল্লাহ
দেশ স্বাধীন।

গতকালের আকাশে দৃশ্য মাশাল্লাহ
16/07/2024

গতকালের আকাশে দৃশ্য মাশাল্লাহ

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share