Rabiul Aouwal

Rabiul Aouwal I Am Rabiul Aouwal. I Am A Professional Digital Marketer & Social Media Expert.
(2)

⚠️উ'গ্র হি'ন্দু'ত্ব'বা'দী'দে'র নতুন কৌশল⚠️সম্মানিত প্রিয় বোনেরা আপনারা অবগত আছেন যে উ'গ্র হি'ন্দু মা'লা'উ'নরা আপনাদের কে...
07/04/2024

⚠️উ'গ্র হি'ন্দু'ত্ব'বা'দী'দে'র নতুন কৌশল⚠️

সম্মানিত প্রিয় বোনেরা আপনারা অবগত আছেন যে উ'গ্র হি'ন্দু মা'লা'উ'নরা আপনাদের কে নিয়ে কি রকম ভয়ংকর ষড়যন্ত্র করতেছে, তাদের মুখোশ উন্মোচন হওয়ার পর এখন তারা নতুন মুখোশ পরেছে, কিন্তু আফসোস এই মুখোশে অনেক নারীরা অন্ধ,,তারা এখন হিন্দু পরিচয়ে মুসলিম হওয়ার কথা বলে আর নারীদের কে পটাতে পারেনা, কারণ এখন বেশির ভাগ নারীরা তাদের ব্যাপারে অবগত এবং সতর্ক।

প্রিয় বোনেরা সাবধান⚠
এই উ'গ্র হি'ন্দু মা'লা'উ'নরা এখন জি'হা'দি আইডি খুলে তারা নিজেদের কে মু'জা'হিদ দাবি করে মুসলিম নারীদের কে তাদের ফাঁদে ফেলার জন্য নতুন কৌশল অবলম্বন করতেছে, তারাও জানে মুসলিমরা জি'হা'দে আকৃষ্ট। ইতিমধ্যে আমরা কয়েকটি গ্রুপে এমন চিত্র দেখে অবাক হলাম! তাদের বিষয়ে তদন্ত করে দেখলাম তারা মেসেঞ্জারে একটি জি'হা'দি গ্রুপ খুলে ওই গ্রুপে মেয়েদের কে এড দিয়ে তাদের সাথে জি'হা'দ সংশ্লিষ্ট কথা বার্তা বলে তারা নারীদের কে তাদের প্রতি আকৃষ্ট করায় তারপর তাদের কে ইনবক্সে নিয়ে গিয়ে নোংরা কথা বলে তাদের কে লজ্জা শরম ভাঙায় তারপর ১৮+🚫 গ্রুপে এড করে।

এভাবে তাদের কে নোংরা কথা বলে লজ্জা শরম ভাঙিয়ে ভিডিও কলে কথা বলায় আস্তে আস্তে তারা তাদের সাথে সম্পর্ক তৈরি,করে তারপর তারা তাদের মূল মিশন সফল করে।

তাই প্রিয় বোনেরা জি'হা'দি আইডি দেখেই তাদের প্রতি অন্ধ হয়ে যেওনা বর্তমানে জি'হা'দী নামে আইডি গুলোর ৬০% হি'ন্দু ৪০% অতি আবেগি তাই অনলাইনে কোন গ্রুপ কিংবা ইনবক্সে অপরিচিত ছেলেদের সাথে কথা বলা বন্ধ করুন। সাবধান হোন, সতর্ক হোন।

বিশেষ নোটিশ : ব্যাচ D11M045 নাম্বার ব্যাচ ক্লোজ হওয়ার পর অনেকেই পেইজে মেসেজ দিয়ে জানিয়েছেন পূর্ববর্তী ব্যাচে এডমিশন নিতে...
13/03/2024

বিশেষ নোটিশ :

ব্যাচ D11M045 নাম্বার ব্যাচ ক্লোজ হওয়ার পর অনেকেই পেইজে মেসেজ দিয়ে জানিয়েছেন পূর্ববর্তী ব্যাচে এডমিশন নিতে পারেননি, লুমিনাস আইটি থেকে খুব দ্রুত নতুন ব্যাচ উপহার চেয়েছিলেন 😍

লুমিনাস আইটি আপনাদের উপহার দিয়ে দিয়েছেন। আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় আমাদের D11M046 ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী ১৬ই মার্চ অব্দি 😇😇

এডমিশন চলছে 💝

মোবাইলেও কাজ করা সম্ভব যদি ইচ্ছা শক্তি থাকে ধৈর্য যদি থাকে ইনশাআল্লাহ 🤗🥰
07/03/2024

মোবাইলেও কাজ করা সম্ভব যদি ইচ্ছা শক্তি থাকে ধৈর্য যদি থাকে ইনশাআল্লাহ 🤗🥰

রেকর্ড ব্রেক পারফর্মেন্স 💥

প্রথম অর্ডারেই ১৭০ ডলার সেটাও আবার ফোনের মাধ্যমে 😱😱

আমাদের লুমিনাস আইটি ইন্সটিটিউটের শিক্ষার্থী যখন আমাদের কো অরডিনেটরকে এসে বলে ফোনের মাধ্যমে অর্ডার পেয়েছে সেটাও আবার ১৭০ ডলারের, বিষয়টি আমাদের জন্য অনেকটা চমকপ্রদ ছিলো 🥰🥀

Great congratulations Rakib Hossain 🌹
ব্যাচ শেষ হওয়ার পরেও এক প্রকার জেদ ধরে ফোনের মাধ্যমে কাজ করে অর্ডার পেয়েছেন 💝🫰

07/03/2024

বাবা🤗💓🤲
🥰

06/03/2024

মা💗🤲

05/03/2024

Maf kaardena🥹

প্রশ্ন :পড়ালেখা করেন কেনো? উ: চাকরি পাওয়ার জন্য ।প্রশ্ন: চাকরি পেয়েছেন❓উ: না পাইনি ।প্রশ্ন: কেনো পাননি❓উ: ঘুষ চাইছে ১...
05/03/2024

প্রশ্ন :পড়ালেখা করেন কেনো?
উ: চাকরি পাওয়ার জন্য ।

প্রশ্ন: চাকরি পেয়েছেন❓
উ: না পাইনি ।

প্রশ্ন: কেনো পাননি❓
উ: ঘুষ চাইছে ১০ লাখ। দেওয়া সম্ভব না।

প্রশ্ন: তাহলে ফ্রিল্যান্সিং করেন না কেনো❓
উ: সব জায়গায় টাকা দিয়ে শিখায় তাই । এত টাকা দিয়ে করা সম্ভব না।

প্রশ্ন: চাকরি পাওয়ার জন্য পড়ালেখা করলেন কত বছর❓
উ: অনার্স পাস করেছি।

প্রশ্ন: অর্থাৎ আপনি যে ১৬ বছর পড়ালেখা করলেন এতে আপনার মোট কত টাকা খরচ হয়েছে ❓
উ: আইডিয়া নেই।

প্রতি মাসে স্কুল কলেজের বেতন যদি ১৫০ টাকা হয় তাহলে স্কুল কলেজ মিলে ১২ বছরে মোট খরচ হয় ২১,৬০০ টাকা।
আর প্রাইভেট কোচিং মিলে প্রতি মাসে ১০০০ করে হলে ১২ বছরে দাড়াই ১,৪৪০০০ টাকা।

অর্থাৎ (২১,৬০০+১,৪৪,০০০)= ১,৬৫,৬০০ টাকা আপনার পড়া লেখার খরচ।
এত টাকা খরচ করে পড়া লেখা শিখলেন চাকরি পাওয়ার জন্য। আবার চাকরির ক্ষেত্রেও চাই ১০ লাখ টাকা।

প্রশ্ন: তাহলে ফ্রিল্যান্সিং শিখার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে পারবেন না কেনো❓
উ: বাসা থেকে রাজি হবে না এত টাকা দিতে।

প্রশ্ন: মোবাইল কিনার জন্য তো কতই না জেদ করেন। তখন ঠিকই আপনার পরিবার রাজি হয় ১৫০০০/২০০০০ টাকা দিয়ে মোবাইল কিনে দিতে। তাহলে আপনি আপনার সুন্দর ক্যারিয়ার গড়তে সামান্য কিছু টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখার জন্য কেনো জেদ করতে পারবেননা ❓

দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে 😌

কালকের ক্লাসে হঠাৎ দেখি 50 বছরের এক নারী ক্লাস করছে। আমি দেখে অবাক হয়ে গেলাম এই মা জননী এখনো তার ক্যারিয়ার নিয়ে চিন্ত...
14/03/2023

কালকের ক্লাসে হঠাৎ দেখি 50 বছরের এক নারী ক্লাস করছে। আমি দেখে অবাক হয়ে গেলাম এই মা জননী এখনো তার ক্যারিয়ার নিয়ে চিন্তিত আর আমরা ফ্রী ফায়ার বা অন্যান্য গেমস নিয়ে ব্যস্ত। জিবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন সবাই দেখে কিন্তু সবাই প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাজ করে না।
ইচ্ছা শক্তি থাকলে সব করা সম্ভব ✅✅
মানুষের বয়স আসলে একটা সংখ্যা যা কখনো মানুষের ইচ্ছা শক্তিকে আটকে রাখতে পারে না, একমাত্র ইচ্ছা শক্তি পারে অসম্ভব ও সম্ভব করতে।✌️
বলতেছি রেবেকা সুলতানার কথা বয়স ৫০ বছরে বেশি হওয়ার সত্ত্বেও নিজের অনেক ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আমাদের সাথে ডিজিটাল মার্কেটিং শুরু করেন 🥰❤️
সর্বদা আপনার সুস্থতা ও সাফল্যের কামনা করি 🥰💞
(collected)




Freelancing career 📲🖥মাত্র পনেরো (💵১৫)-বিশ(২০💵) হাজার টাকা বেতনের জন্য যদি মিনিমাম ২৩ বছর পর্যন্ত পড়াশোনা করে লক্ষ লক্ষ ...
11/03/2023

Freelancing career 📲🖥
মাত্র পনেরো (💵১৫)-বিশ(২০💵) হাজার টাকা বেতনের জন্য যদি মিনিমাম ২৩ বছর পর্যন্ত পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন! তাও চাকরি অনিশ্চিত😔!
আর বিজনেস📲/অনলাইন📲/ ফ্রিল্যান্সিং📲/আউটসোর্সিং📲 এর জন্য মাত্র কিছু টাকা দিয়ে কোর্স করতে এত আপত্তি🙂! ইনকাম নিশ্চিত থাকা স্ব‌ত্তেও🙂? ফ্রি তে কখ‌নো দক্ষতা অর্জন করা যায়না❌।
💫আসুন নিজেকে যোগ্য করে তুলি Skill develop করি😍😍,,, ঘরে বসে ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে ইনকাম নিশ্চিত করি✅।
,
🥰 নতুন এক‌টি সিন্ধান্ত নি‌য়ে চলুন
বসে না থে‌কে শেখা শুরু করি🥰,,
আর আমার এই পোস্টটা হয়তো আপনার জীবন বদলে দিতে পারবে না কিন্তু জীবন বদলানোর একধাপ এগিয়ে যেতে পারেন 🙂🙂 💪💪

আলহামদুলিল্লাহ 🤲 আলহামদুলিল্লাহ 🌹🥀👉আগামী ১৫/৩/২০২৩ইং শুরু হতে যাচ্ছে আমাদের নতুন ব্যাচ ১৪ নং ব্যাচ।✅এক ঝাক নতুন আপকামিং ...
05/03/2023

আলহামদুলিল্লাহ 🤲 আলহামদুলিল্লাহ 🌹🥀

👉আগামী ১৫/৩/২০২৩ইং শুরু হতে যাচ্ছে আমাদের নতুন ব্যাচ ১৪ নং ব্যাচ।

✅এক ঝাক নতুন আপকামিং ফ্রীল্যান্সিং তরুণ - তরুণীদের নিয়ে, নিজের ক্যারিয়ার সুনিশ্চিত করতে।

✅অনেক বেশি দোয়া, ভালোবাসা ও শুভ কামনা রইলো ১৪ নং ব্যাচ এর সবার জন্য🤲🥰🌹🥀

congratulations 🥰🌹🥀




বাম হাতে অসুস্থ বাচ্চা, ডান হাতে কলম, সামনে ফ্রিল্যান্সিং এর ক্লাস করছেন এক মা।👩‍🎓👩‍💻স্যালুট মা আপনাকে, আপনার থেকে আমাদে...
27/02/2023

বাম হাতে অসুস্থ বাচ্চা, ডান হাতে কলম, সামনে ফ্রিল্যান্সিং এর ক্লাস করছেন এক মা।👩‍🎓👩‍💻
স্যালুট মা আপনাকে, আপনার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।🫡🫡🎋💐
চাইলে আলহামদুলিল্লাহ সব কিছু সম্ভব। সমস্যাগুলো শুধু অযুহাত মাত্র।🥰✨🔥

স্বপ্নকে বাস্তব করার জন্য কোনও জাদুমন্ত্র নেই। স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম, ঘাম, আর ইচ্ছাকে কাজে লাগাতে হয়।🥰সপ্ন পূরণ...
27/01/2023

স্বপ্নকে বাস্তব করার জন্য কোনও জাদুমন্ত্র নেই। স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম, ঘাম, আর ইচ্ছাকে কাজে লাগাতে হয়।
🥰সপ্ন পূরণের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখানে থেকে আপনি নিজেকে খুব কম সময়ে দক্ষ করার পাশাপাশি ইনকাম করতে পারবেন💰।
স্বপ্ন পূরণের জন্য আপনাকে সব গুলো সিঁড়ি দেখতে পাওয়ার দরকার নেই,শুধু প্রথম সিঁড়িটা দেখতে পেলেই হবে।


0

মেনে নিলেই শান্তি🤗মনে নিলেই অশান্তি😢
17/01/2023

মেনে নিলেই শান্তি🤗
মনে নিলেই অশান্তি😢

আজ ১৬ই ডিসেম্বর । মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৩০ লক্ষ শহীদের তাজা প্রাণ এবং দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনি...
16/12/2022

আজ ১৬ই ডিসেম্বর । মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৩০ লক্ষ শহীদের তাজা প্রাণ এবং দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা পেয়েছি এই দেশ । তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ।

বিজয়ের শুভেচ্ছা যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বিজয় সেই সকল সূর্য সন্তানদের জানাই বিনম্র শ্রদ্ধা।প্রিয় বাংলাদেশ🇧🇩!
#১৬ ডিসেম্বর!
#মহান বিজয় দিবস ২০২২

সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে ও তুমিও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি!আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস🇧🇩🇧🇩।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা……….১৯৭১ সালে যাদের মহান আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীনসার্বভৌম রাষ্ট্র, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শ্রদ্ধার সাথে স্বরন করছি জাতিরশ্রেষ্ট সন্তানদের।

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে সুতরাং এই দেশটি বিশ্বের মানচিত্রে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং অমর হয়ে থাক-এই শুভকামনা। বিজয় মানে একটি লাল পতাকা, বিজয়’ মানে একটি মানচিত্র, বিজয় মানে গৌরব, বিজয় মানে আনন্দ বিজয় উল্লাস। স্বাধীনতার ৫১তম উদযাপন উপলক্ষে সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

১৯৭১ সালের আজকের এ দিনেই লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বিজয় অর্জন করে বাংলাদেশের মানুষ, মুক্তি পায় পরাধীনতা থেকে। যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

সাধারণত বর্তমান সময়ে ছবি তুলে সেগুলো আপলোড করার ক্ষেত্রে ক্যাপশন প্রদান করা হয় এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা এই কথাটি অন্তত লিখতে হয়। তাই আপনি যখন ছবি আপলোড দেবেন তখন সেই ছবি আপলোড করার সময় অবশ্যই আপনাকে একটি ক্যাপশন প্রদান করতে হবে।

৫ বছর বয়সে তার বাবা মারা যান। 16 বছর বয়সে তিনি স্কুল ছেড়ে দেন। 17 বছর বয়সে তিনি ইতিমধ্যে চারটি চাকরি হারিয়েছিলেন। 1...
15/12/2022

৫ বছর বয়সে তার বাবা মারা যান।

16 বছর বয়সে তিনি স্কুল ছেড়ে দেন।

17 বছর বয়সে তিনি ইতিমধ্যে চারটি চাকরি হারিয়েছিলেন।

18 বছর বয়সে তিনি বিয়ে করেন।

18 থেকে 22 বছর বয়সের মধ্যে, তিনি সেনাবাহিনীতে তালিকাভুক্ত হন, তারপর রেলওয়েতে কাজ করেন,,,, এবং ব্যর্থ হন। তিনি আইন অনুষদে আবেদন করেছিলেন এবং তার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছিল। তিনি একটি বীমা কোম্পানির বিক্রয়কর্মী হয়েছিলেন এবং আবার ব্যর্থ হন। 19 বছর বয়সে তিনি বাবা হন। 20 বছর বয়সে, তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, তাদের সন্তানকে নিয়ে। তিনি একজন বাবুর্চি হয়েছিলেন এবং একটি ছোট ক্যাফেতে বাসন ধুতেন। তিনি তার মেয়েকে অপহরণ করার চেষ্টায় ব্যর্থ হন এবং অবশেষে তার স্ত্রীকে বাড়ি ফিরে যেতে রাজি করান। 65 বছর বয়সে, তাকে অবসরের বয়সে পৌঁছানোর জন্য অবসরের জন্য উল্লেখ করা হয়েছিল অবসরের প্রথম দিনেইতিনি সরকারের কাছ থেকে 105 ডলারের একটি চেক পেয়েছেন। তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন, কারণ তিনি দেখেছিলেন যে তিনি আর বেঁচে থাকার যোগ্য নন। কারণ সে অনেক ব্যর্থ। তিনি তার উইল লিখতে একটি গাছের নিচে বসেছিলেন, কিন্তু পরিবর্তে, তিনি তার জীবনে যা অর্জন করেছিলেন তা লিখেছিলেন এবং আবিষ্কার করেছিলেন যে শুধুমাত্র একটি জিনিসই তিনি ভালো ছিলেন, আর তা হল রান্না করা। তিনি 87 ডলার ধার নিয়েছিলেন, আলু এবং কিছু মুরগি কিনেছিলেন, নিজের রেসিপি ব্যবহার করেছিলেন এবং ঘরে ঘরে গিয়ে কেনটাকিতে তার প্রতিবেশীদের কাছে বিক্রি করেছিলেন। এবং 88 বছর বয়সে তিনি কেনটাকি ফ্রাইড চিকেন (KFC) সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা একজন বিলিয়নিয়ার কর্নেল স্যান্ডার্স হয়েছিলেন। আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং প্রতিশ্রুতি দিতে হবে

🌹 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🌹
23/10/2022

🌹 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 🌹

❣️আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ❣️🌹 'মুক্তপাঠ' থেকে কিছু সনদ অর্জন 🌹
07/10/2022

❣️আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ❣️
🌹 'মুক্তপাঠ' থেকে কিছু সনদ অর্জন 🌹

disconnect from the people who are holding you back 🥰
06/10/2022

disconnect from the people who are holding you back 🥰

14/08/2022

এভাবেই হাজারও স্বপ্নে ভরা CV গুলো ঠাই পায় ডাস্টবিনে। ঝালমুড়ি ওয়ালা জানতেও পারেনা, এখানে কাগজের আড়ালে কত স্বপ্ন লুকিয়ে ছিল।
তাই আসুন সরকারি চাকরির পেছনে না ছুটে ফ্রিল্যান্সিং করি নিজ ক্যারিয়ার গড়ি। নিজের স্বপ্ন গুলো বাস্তবে রূপ দেই🥰

ফ্রিল্যান্সিং - এ বিশ্ব Ranking  এ দ্বিতীয়  স্থানে আছে বাংলাদেশ  🥰বর্তমানে ৩০০ মিলিয়ন  ডলার আয় করছে বাংলাদেশের ফ্রিল্যান...
23/05/2022

ফ্রিল্যান্সিং - এ বিশ্ব Ranking এ দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ 🥰
বর্তমানে ৩০০ মিলিয়ন ডলার আয় করছে বাংলাদেশের ফ্রিল্যান্সারা❤️
সেটা বাংলাদেশের সরকার ২০২৫ এর মধ্যে ১০০০ মিলিয়ন ডলার হবে বলে মনে করেন।
তাই আজই বেকারত্ব জিবনকে বিদায় জানিয়ে ফ্রিল্যান্সিং শুরু করেন, "চাকরি নয় ফ্রিল্যান্সার হও"
আয় করুন ফিল্যান্সিং করে মাসে মাসে হাজার হাজার টাকা, ছাএ থেকে শিক্ষক সবাই ঝুঁকছে ফ্রিল্যান্সিং পেশায়❤️
এই মুক্তপেশাকে নিজের ক্যারিয়ার এন্ড স্কিল ডেভেলপের মধ্যে দিয়ে আপনি হতে পারেন একজন টপ ফ্রিল্যান্সার,🥰🤗

* ফ্রিল্যান্সিং কি? (What Is Freelancing )সােজা ভাবে বললে, ফ্রিল্যান্সিং এমন একটি আলাদা মাধ্যম বা উপায়, যার দ্বারা আপনা...
11/05/2022

* ফ্রিল্যান্সিং কি? (What Is Freelancing )
সােজা ভাবে বললে, ফ্রিল্যান্সিং এমন একটি আলাদা মাধ্যম বা উপায়, যার দ্বারা আপনারা অনলাইন কাজ করে টাকা আয় করতে পারবেন। এক কথায় বলতে গেলে, ফ্রিল্যান্সিং এর মানেই হলাে স্বাধীন ভাবে কাজ করা বা মুক্তপেশা।

* ফ্রিল্যান্সিং করে আমরা কি পাবো বা (আমাদের লাভ কি) ?

১* সুনিশ্চিত ক্যারিয়ার।
২* দেশে বেকারত্ব দূরীকরণে বিশেষ অবদান।
৩* সুন্দর ও পজিটিভ কমিউনিটির মাধ্যমে নিজের উন্নয়ন সাধন।
৪* স্থায়ী ইনকামের নিশ্চয়তা
৫* সফল এবং সুখী জীবন।
***ধন্যবাদ*** Happy freelancing 🥰🥰🥰

🤗কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করুন,🤗✅আর স্বপ্ন পূরণ করতে চাইলে ফ্রিল্যান্সিং করুন✅
27/04/2022

🤗কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করুন,🤗

✅আর স্বপ্ন পূরণ করতে চাইলে ফ্রিল্যান্সিং করুন✅

যে দেশে ১৭ বছর পড়ালেখা করেপড়ালেখার পাঠ চুকিয়ে চাকরিরআবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না...
22/04/2022

যে দেশে ১৭ বছর পড়ালেখা করে
পড়ালেখার পাঠ চুকিয়ে চাকরির
আবেদন করতে গিয়ে বেকার যুবক শোনে
"অভিজ্ঞতা ছাড়া চাকরি দেয়া হয়না।
তখন প্রশ্ন জাগে তাহলে ১৭ বছর
ওয়ার্কশপে কাজ শিখলেই হতো !
- যে দেশে পাশ করার ৪ বছরের মধ্যে
বিয়ে করতে গেলে পাত্রীর মা
"প্রতিষ্ঠিত পাত্রের" দোহাই দিয়ে
বিদায় করে দেয় সেখানেও প্রশ্ন আসে
১৭ বছর পড়ালেখা না করে তো ব্যবসার
চিন্তা করলেই হতো, কাড়ি কাড়ি
টাকা থাকতো !
- এদেশে কি সার্টিফিকেট আর ২
টাকার পুরোনো নোটের মধ্যে আদৌ
কি কোন পার্থক্য থাকছে ?
১৭ বছর পড়াশোনা করে যদি ১২ হাজার
টাকা বেতনে সকাল ৯টা টু রাত ৯টা
ডিউটির অফার আসে, তাহলে নামের
আগে ওই "ইঞ্জিনিয়ার/ গ্রেজুয়েট"
শব্দের
দরকার কি ?
সিএনজি চালিয়েও ১৫ হাজারের ও
বেশী ইনকাম করা যায় !
সময় থাকতে পরিবর্তন হই🥰

Happy freelancing 😊

-বড় হতে চাইলে জীবনের ঝুঁকি নাও 😑         -জিতলে তুমি নেতৃত্ব দিবে ✌️-আর হারলে অন্যকে পথ দেখিয়ে দিবে-!💯               আ...
22/04/2022

-বড় হতে চাইলে জীবনের ঝুঁকি নাও 😑
-জিতলে তুমি নেতৃত্ব দিবে ✌️
-আর হারলে অন্যকে পথ দেখিয়ে দিবে-!💯

আলহামদুলিল্লাহ 🥰🥰

প্রথমে তারা তোমাকে উপহাস করবে, তারপর তারাই তোমার কাছে পরামর্শ চাইবে ✌️
20/04/2022

প্রথমে তারা তোমাকে উপহাস করবে, তারপর তারাই তোমার কাছে পরামর্শ চাইবে ✌️

দেশের ইতিহাসে সর্বোচ্চ ডলার রেট আজ!1 USD = 87.11 BDTজীবন সুন্দর ফ্রিল্যান্সিং এর সাথে 🥀
18/04/2022

দেশের ইতিহাসে সর্বোচ্চ ডলার রেট আজ!
1 USD = 87.11 BDT

জীবন সুন্দর ফ্রিল্যান্সিং এর সাথে 🥀

.                    চলো, জান্নাতের পথে.....           যাচ্ছ কোথায়?        দূর অজানায়!            কিসের জন্য?          দ...
16/04/2022

. চলো, জান্নাতের পথে.....
যাচ্ছ কোথায়? দূর অজানায়!
কিসের জন্য? দ্বীনের জন্য!
থাকবে বুঝি? হয়তো ক'দিন!
ফিরবে কবে? শহীদ হলে!
হবে কি তা? নয়তো গাজী!
ভয় নেই বুঝি? খুব যে করে!
তবুও যাবে? রবের ভয়ে!
সাথে কি নিবে? রহমত আছে!
লাভ কি তাতে? বিজয় হবে!
কিসের বিজয়? শতাব্দীর বিজয়!
কি পেতে চাও? জান্নাত যে খুব!
ইচ্ছে কি আর? আল্লাহ্ দ্বীদার!
এই কেবলি? খুব যে বেশি!
আমায় নিবে? চলো এক সাথে!

☆ 🏵️..চলো জান্নাতের পথে...☆ 🏵️ 💗💗

13/04/2022

💥✨ফ্রিল্যান্সিং কি? (What Is Freelancing?)

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

13/04/2022

- টাকা না থাকলে বুঝা যায় দুনিয়া কি জিনিস..!🙂🖤🥀

Address

Nabiabad, Comilla, Chittagong Division
Cumilla
3543

Alerts

Be the first to know and let us send you an email when Rabiul Aouwal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rabiul Aouwal:

Videos

Share

Nearby media companies


Other Social Media Agencies in Cumilla

Show All