It’s Nilima

It’s Nilima Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from It’s Nilima, Digital creator, Chandina, Cumilla.
(5)

আসসালামু আলাইকমু 🌸
আমার পেইজে আপনাকে স্বাগতম ❤️
ভালোবাসা ও সাপোর্ট দিয়ে পেইজের পাশে থাকবেন।
মাস শেষে এক্টিভ মেম্বার কিন্তু পেয়ে যাবে গিফ্ট😍
কোন ভুল ত্রুটি হলে, নিজ দায়িত্বে ভুল ধরিয়ে দেয়ার অনুরোধ রইলো👏

04/12/2024

আগরতলা দিয়ে বাংলাদেশে ঢুকতে হলে প্রথমেই আপনাদের "ব্রাহ্মণবাড়িয়া" পাড়ি দিতে হবে

বাকিটা দেখেন যা ভালো মনে করেন 🫣

ফিরে আসার সম্ভাবনা মাত্র পাঁচ শতাংশ জেনেও নিজের হাজবেন্ডকে এখন পর্যন্ত লাইফ সাপোর্ট দিয়ে যাচ্ছেন তনি আপু।প্রতিদিন লাখ ল...
28/11/2024

ফিরে আসার সম্ভাবনা মাত্র পাঁচ শতাংশ জেনেও নিজের হাজবেন্ডকে এখন পর্যন্ত লাইফ সাপোর্ট দিয়ে যাচ্ছেন তনি আপু।প্রতিদিন লাখ লাখ টাকা খরচ করা।ব্যাংকক - বাংলাদেশ, বাংলাদেশ - ব্যাংকক আসা যাওয়া তার এখন নিত্যদিনের রুটিন।

আমরা আসলে শুধু অসমবয়সী কোনো কাপল দেখলেই খিল্লি উড়াতে পারি।বাস্তবে কেউ পারলে তনির মতো হয়ে দেখান।

হাজবেন্ডের প্রতি তনি আপুর এই ভালোবাসা দৃষ্টান্ত হয়ে থাকা উচিত।।

©

জীবনে একবার হলেও কিনেছেন এমন কাস্টমারদের দেখতে চাই!🤨
22/11/2024

জীবনে একবার হলেও কিনেছেন এমন কাস্টমারদের দেখতে চাই!🤨

18/11/2024

শীতের কাপড় পরা কবে থেকে শুরু করবো সবাই মিলে ডেট ফিক্স করে ফেললে ভালো হয়🙄

যেদিন থেকে আমি বুঝতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি...
16/11/2024

যেদিন থেকে আমি বুঝতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে।
আলহামদুলিল্লাহ!!!🌸🌸🌸

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনা, কারও ভালো দেখে আমি কাতর হইনা। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন হবেও না!
আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি❤️

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই অকাদ আল্লাহ তায়ালা কাউকে দেননি।
"রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না"

আর হ্যা! শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!
পরিবারের সুখশান্তি, পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক,টাকা পয়সা, নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ ❤️

12/11/2024

নির্জন জায়গায় একা যাবেন না। কোনোভাবে চলে গেলে ভয় না পেয়ে-
১।সবসময় ফোনে কিছু নেট রাখবেন। কাছের মানুষদের কাছে নিজের লাইভ লোকেশন শেয়ার দিয়ে রাখবেন আপনার আতংকের কথা জানিয়ে।
২।ফেসবুক লাইভে থেকে পথটি অতিক্রম করতে পারেন নীরবে।
৩।পঞ্চেন্দ্রিয় সচল রেখে চলবেন।
৪।প্রতিবর্তী ক্রিয়ার জন্য ব্রেনকে রেডি রাখবেন। সেটা হবে নিজেকে নিরাপদে রাখার জন্য যেকোনো স্টেপ।
৫।নির্ভরযোগ্য কারো সাথে ফোনকলে থেকে আশেপাশের বিভিন্ন স্থাপনার বিবরণ এর মাধ্যমে ক্লু দিয়ে রাখবেন।
৬।কোথাও থেকে কোনো ডাক আসলে থামবেন না। রেস্পন্স না করে কিভাবে সেইফ থাকা যায় সেটা নিয়ে চিন্তা করবেন।
৭।একা কখনো বেরই হবেন না, বিশেষত রাতে।
আর এসবের আগে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করবেন।
একটু আগেই ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক মেয়েকে যেভাবে পাওয়া গেছে। এ বাদেও দেশজুড়ে শত শত নিখোঁজের ঘটনা।
ভালো থাকুন, ভালো রাখুন।
ইফেক্টিভ মনে হলে পোস্টটি শেয়ার করতে পারেন।

- সংগৃহীত

শুভ সন্ধ্যা🌸ভালো করে লক্ষ্য করে দেখলাম ৪/৫ দিন।লাইক , কমেন্ট করেন কিন্তু শেয়ার টা ঠিক মত করেন না কেউ ই!আবার পোস্ট করার ২...
06/11/2024

শুভ সন্ধ্যা🌸
ভালো করে লক্ষ্য করে দেখলাম ৪/৫ দিন।
লাইক , কমেন্ট করেন কিন্তু শেয়ার টা ঠিক মত করেন না কেউ ই!
আবার পোস্ট করার ২ দিন পর এসে শেয়ার করে অনেকে।
আমার যদি উপকারেই না আসে তবে এমন কাজকে তো আমি এক্টিভ ধরব না!
মাস শেষে টাকা খরচ করে গিফ্ট দিব অবশ্যই নিজের উপকারের জন্যই🙂
কিন্তু গিফ্ট পাবার মত এই মাসে কাউকে দেখিনা, সবাই দুইদিন রুলস মানে তারপর শেষ😑

আমি একটা ব্যাপারে খুব বিশ্বাস করি,ব্যক্তিগত ভাবে মেনে চলার ও চেষ্টা করি।সেটা হচ্ছে-"সর্বদা নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাক...
05/11/2024

আমি একটা ব্যাপারে খুব বিশ্বাস করি,ব্যক্তিগত ভাবে মেনে চলার ও চেষ্টা করি।
সেটা হচ্ছে-"সর্বদা নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকা!"❤️

ইটের জবাবে পাটকেল ছুড়তে আমার হাত কাঁপে,অপমানের জবাবেও ভালো আচরণ করার চেষ্টা করি।
ঠকানোর জবাবে প্রতিশোধ কিংবা মন্দ না চেয়ে-ক্ষমা করা কিংবা ইগ্নোর করতে পছন্দ করি।
যাকে প্রয়োজনে পাশে পাইনি,তার বিপদে পাশে দাঁড়াতে পারলে ভালো লাগে। কারন সে দেড়িতে হলেও রিয়েলাইজ করবে সে পাশে থাকেনি অথচ আমি পাশে ছিলাম😊
কাউকে মেপে মূল্যও দিতে পারিনা,যাকে প্রায়োরিটি দেই,বিশাল আকারেই দেই😊
ভালোবাসলেও বাসি প্রাণপণ!❤️

এসবে সস্তা হয়ে যায় কি না-জানি না'তবে'নিজের প্রতি অভিযোগের জায়গাটা আর থাকে না।
বরং যারা অবহেলা করে,ছেড়ে যায়,বদলে যায়,প্রয়োজনে পাশে থাকে না-এদের'ই একটা অনুশোচনার সম্ভাবনা থেকে যায় ভবিষ্যতে।
সেটা না হলেও অবশ্য ক্ষতি নেই।ঐ 'যে বল্লাম শুরুতেই,নিজের কাছে নিজে স্বচ্ছ থাকা।"এটাই বা কম কিসে!!💚

শুভ সকাল😍😊সারাটা দিন সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক❤️
03/11/2024

শুভ সকাল😍😊
সারাটা দিন সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক❤️

ঘুমানোর আগে সারাদিনের সব কিছুর হিসাব নিকাশ করে, নিজের ভুল ত্রুটির জন্য মাফ চেয়ে নিবেন উপরওয়ালার কাছে😊হতেও পারে এই রাত টা...
02/11/2024

ঘুমানোর আগে সারাদিনের সব কিছুর হিসাব নিকাশ করে, নিজের ভুল ত্রুটির জন্য মাফ চেয়ে নিবেন উপরওয়ালার কাছে😊
হতেও পারে এই রাত টা জীবনের শেষ রাত🥹
শুভ রাত্রি🌸

29/10/2024

বাংলাদেশের অধিকাংশ মানুষ এত বছর জানতই না আমাদের ছাপাখানা বন্ধ রেখে ভারত হতে আমাদের পাঠ্য বই ছাপানো হত। কি চমৎকার দেশপ্রেম ছিল।

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!
29/10/2024

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!

ছোট ভাই বানায় আর আমি আরামে খাই😀
28/10/2024

ছোট ভাই বানায় আর আমি আরামে খাই😀

শুভ সকাল 😍🌸
28/10/2024

শুভ সকাল 😍🌸

অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন।যদিও আমি নিজে ডাক্তার না, তবে যেহেতু ছোট বাচ্চা আছে তাই তার জন্য হলেও অনেক কিছু জানার চেষ...
27/10/2024

অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন।
যদিও আমি নিজে ডাক্তার না, তবে যেহেতু ছোট বাচ্চা আছে তাই তার জন্য হলেও অনেক কিছু জানার চেষ্টা করি।
আর মাসে মাসে বাচ্চাকে চ্যাকআপে নেয়ার ফলেঅনেক নতুন নতুন টিপস জানতে পারি।

✅বাচ্চার মায়েদের জন্য কিছু টিপস😊❤️

✔️১ বছরের কম বাচ্চাদের খাবারে লবন , চিনি দিতে ডাক্তার রা নিষেধ করে।
বাচ্চাদের ব্রেইন ডেভলপমেন্ট কমিয়ে দিতে পারে লবন আর চিনি।
✔️ ১ বছরের কম বাচ্চাদের খিচুড়ি তে ২ টার বেশি সবজি দিবেন না। এতো ছোট বাচ্চাদের হজম ক্ষমতা অনেক কম থাকে। হরেক রকম সবজি দিলে হজমে গন্ডগোল + লিভারে সমস্যা হতে পারে।
✔️ একই রকম সবজি বার বার দিবেন না, একেক দিন একেক টা দিবেন। একই রকম সবজি বার বার দিলে দেখা যাবে একই ভিটামিন অতিরিক্ত বাচ্চার শরীরে চলে গেছে। যার জন্য কোষ্ঠকাঠিন্য হতে পারে। আবার কোন সবজি আপনি একবারও দেন নি , যার ফলে বাচ্চার কিছু ভিটামিনের অভাব হতে পারে।

✔️ একদিন মাছ দিলে পরের দিন মাংস দেবার চেষ্টা করবেন। একটানা মাংস বা একটানা মাছ দিবেন না।

✔️ একই খাবার বার বার দিবেন না, এতে বাচ্চার খাবারের প্রতি অনীহা জন্মাবে।
✔️ প্রতিদিন না পারলেও একদিন পর পর বাচ্চাকে ডিম খাওয়াবেন। আর প্রতিদিন দিতে পারলে বেস্ট!
✔️ বাচ্চাকে ফর্মালিন দেয়া ফল দিবেন না।
✔️ বাচ্চাকে ফার্মের মুরগি দিবেন না, বেস্ট হয় দেশি মুরগি দিলে।

✔️ বাচ্চার নাস্তায় খেজুর , বাদাম রাখবেন।
১ বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে সাগু, সুজি বা ওটসের সাথে খেজুর আর বাদাম পেস্ট দিয়ে দিতে পারেন।
যেহেতু চিনি নিষেধ এক বছরের আগে , খেজুর খাবার টা মিস্টি করবে + খেজুরে ক্যালসিয়াম , জিংক, আয়রন সহ অনেক ভিটামিন রয়েছে।
*** বাদামে রয়েছে ক্যালসিয়াম , ওমেগা ফ্যাটি এসিড, যা বাচ্চার হাড্ডি গঠন ও ব্রেইন ডেভলপমেন্ট এ অনেক ভূমিকা রাখে।

27/10/2024

আমি যেভাবে মিনি কুকিং পটে রিযিক পাখির জন্য খিচুড়ি রান্না করি😊❤️

শুভ রাত্রি ❤️
24/10/2024

শুভ রাত্রি ❤️

গরমের কারনে ২০ পিস আইস ললি আর ২০ পিস চকোবার কিনছিলাম🙂অ মা, একদিনের বৃষ্টি তেই শীত আইসা গেছে মনে হইতাছে🙄আইসক্রিম না গলিয়ে...
24/10/2024

গরমের কারনে ২০ পিস আইস ললি আর ২০ পিস চকোবার কিনছিলাম🙂
অ মা, একদিনের বৃষ্টি তেই শীত আইসা গেছে মনে হইতাছে🙄
আইসক্রিম না গলিয়ে গরম করে খাওয়ার কোন রেসিপি থাকলে জানাইয়েন 😕

Address

Chandina
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when It’s Nilima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Cumilla

Show All