Golam Hossain Bulbuli Razvi

Golam Hossain Bulbuli Razvi আসসালামু আলাইকুম আমাদের পেইজে আপনাকে স্বাগতম �

মনোমুগ্ধকর। এটা কি জানতেন?   #ওসমানী  াংলা
11/03/2024

মনোমুগ্ধকর। এটা কি জানতেন?

#ওসমানী
াংলা

02/02/2024

আমরা অধিকাংশ মানুষই অলস,
অযোগ্য না।

সম্পুর্ণ ফ্রিতে প্রায় ৯৫% সিওর শট LIVE ক্লাস।আস সালামু আলাইকুম। সুদীর্ঘদিনের ট্রেডিং এবং টিচিং অভিজ্ঞতার আলোকে আপনাদের জ...
02/02/2024

সম্পুর্ণ ফ্রিতে প্রায় ৯৫% সিওর শট LIVE ক্লাস।
আস সালামু আলাইকুম। সুদীর্ঘদিনের ট্রেডিং এবং টিচিং অভিজ্ঞতার আলোকে আপনাদের জন্য সম্পুর্ণ নতুন একটি বাইনারী স্ট্রাটেজি শেয়ার করা হবে।
এবং এতে আপনি মাসে 70$ থেকে 150$ অর্থৎ ১০ থেকে ১৬ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
✔কাদের জন্য এই সেশন?
- শিক্ষার অপূর্ণতা থাকা সত্বেও যারা এই মার্কেটে প্রতিনিয়ত লস করে মুলধন হারাচ্ছেন।
- আপনার বর্তমান স্ট্যাটেজিতে মার্কেটে কাজ না করলে।
- কোন স্ট্রাটেজি না জেনেই যারা এই মার্কেটে প্রবেশ করে লস করছেন।
- ইমোসন কন্ট্রোল করে যারা ন্যুনতম আয় করতে চাচ্ছেন।
✔ কেন করবেন এই সেশন?
- একটি প্রফিটেবল স্ট্যাটেজি সম্পর্কে জানতে।
- স্ট্যাটেজির সীমাবদ্ধতা সম্পর্কে জ্ঞান রাখতে।
- এই স্ট্যাটেজির সাথে আপনার বর্তমান স্ট্যাটেজি মিলিয়ে ট্রেড করতে।
- ইমোসন কন্ট্রোলের দিকনির্দেশনা নিতে।
- নিজের মূলধন টিকিয়ে মার্কেট থেকে প্রফিট তুলে আনতে।
- সরাসরি প্রশ্নোত্তরের সুব্যাবস্থা।
✔ জয়েন করতে:
এই ফেবু আইডিতে নক দিন।

১লা ফেব্রুয়ারীতে ক্লাসের ভিডিও ইনবক্সের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ইনসা আল্লাহ।
Join my telegram channel 👇
https://t.me/+s2o65PqyM-hmY2Jl

01/02/2024

আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভাবে নিজের লিখিতো শানে রেজভী পরিবেশন করলেন /শেখ সাহিদুর রহমান সাইদ রেজভী ভাই 🥰 সবাই বেশি বেশি শেয়ার করেন।

সম্পুর্ণ ফ্রিতে প্রায় ৯৫% সিওর শট LIVE ক্লাস।আস সালামু আলাইকুম। সুদীর্ঘদিনের ট্রেডিং এবং টিচিং অভিজ্ঞতার আলোকে আপনাদের জ...
29/01/2024

সম্পুর্ণ ফ্রিতে প্রায় ৯৫% সিওর শট LIVE ক্লাস।
আস সালামু আলাইকুম। সুদীর্ঘদিনের ট্রেডিং এবং টিচিং অভিজ্ঞতার আলোকে আপনাদের জন্য সম্পুর্ণ ফ্রিতে একটি বাইনারী স্ট্রাটেজি শেয়ার করা হবে।
এবং এতে আপনি মাসে 70$ থেকে 150$ অর্থৎ ১০ থেকে ১৬ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
✔কাদের জন্য এই সেশন?
- শিক্ষার অপূর্ণতা থাকা সত্বেও যারা এই মার্কেটে প্রতিনিয়ত লস করে মুলধন হারাচ্ছেন।
- আপনার বর্তমান স্ট্যাটেজিতে মার্কেটে কাজ না করলে।
- কোন স্ট্রাটেজি না জেনেই যারা এই মার্কেটে প্রবেশ করে লস করছেন।
- ইমোসন কন্ট্রোল করে যারা ন্যুনতম আয় করতে চাচ্ছেন।
✔ কেন করবেন এই সেশন?
- একটি প্রফিটেবল স্ট্যাটেজি সম্পর্কে জানতে।
- স্ট্যাটেজির সীমাবদ্ধতা সম্পর্কে জ্ঞান রাখতে।
- এই স্ট্যাটেজির সাথে আপনার বর্তমান স্ট্যাটেজি মিলিয়ে ট্রেড করতে।
- ইমোসন কন্ট্রোলের দিকনির্দেশনা নিতে।
- নিজের মূলধন টিকিয়ে মার্কেট থেকে প্রফিট তুলে আনতে।
- সরাসরি প্রশ্নোত্তরের সুব্যাবস্থা।
✔ জয়েন করতে:
এই ফেবু আইডিতে নক দিন।

১লা ফেব্রুয়ারীতে ক্লাসের ভিডিও ইনবক্সের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ইনসা আল্লাহ।
Join my telegram channel 👇
https://t.me/+s2o65PqyM-hmY2Jl

রিকশা চালিয়ে স্ত্রীকে করিয়েছেন এম এ পাস, অবশেষে চাকরি বগুড়ার গাবতলী বাগবাড়ি এলাকার রিকশা চালক ফেরদৌসের এমএ পাশ স্ত্রী স...
17/01/2024

রিকশা চালিয়ে স্ত্রীকে করিয়েছেন এম এ পাস, অবশেষে চাকরি

বগুড়ার গাবতলী বাগবাড়ি এলাকার রিকশা চালক ফেরদৌসের এমএ পাশ স্ত্রী সীমানুর খাতুন এখন শিক্ষক। সোমবার (১৫ জানুয়ারি) বগুড়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখার সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েই যোগদান করেছেন। আরও পেয়েছেন ঋণ পরিশোধের অর্থ, বাড়ির টিন ও আউটসোর্সিং করার জন্য ল্যাপটপ।

তিনি সরকারি আজিজুল হক কলেজ থেকে এম এ পাস করেছেন।

চিতাবাঘটি একটি মা বানরকে হ*ত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃ*ত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ ...
16/01/2024

চিতাবাঘটি একটি মা বানরকে হ*ত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃ*ত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের চিত্রগ্রাহক ইগর আলতুনা। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জনগণের ভোটের মাধ্যমে এই ছবিকে ওই বছরের সেরা পাঁচ ছবির একটি নির্বাচন করে। এই জগতে সন্তানের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে তার মা।
আর বাকি ছবিগুলো আমার সোনার বাংলা।

11/01/2024

আজ কেনো পৃথিবী টা লাগে এত সুন্দর❤️❤️❤️❤️

রজব মাসে প্রিয় নবী ﷺ যে দোয়া করতেন...
11/01/2024

রজব মাসে প্রিয় নবী ﷺ যে দোয়া করতেন...

10/01/2024

লঞ্চ ঘাটে আসার সাথে সাথেই স্পাইডার ম্যানরা যেভাবে লঞ্চে উঠে।

কিয়ামত সন্নিকটে! 🕋    াংলা
10/01/2024

কিয়ামত সন্নিকটে! 🕋 াংলা

08/01/2024

ইয়া গাউছুল আজম দস্তোগীর❤️❤️❤️

হাল্কা 🌚চোখ বন্ধ করে দেখলে বুঝবেন🤔
07/01/2024

হাল্কা 🌚চোখ বন্ধ করে দেখলে বুঝবেন🤔

তোমরা বললা, পুরুষ মানুষের ভালোবাসা ভয়ানক সুন্দর। কিন্ত তোমরা কেউ প্রশ্ন তুললা না পুরুষ মানুষটারে বউ বাচ্চা সহ মারলো কে.?...
06/01/2024

তোমরা বললা, পুরুষ মানুষের ভালোবাসা ভয়ানক সুন্দর। কিন্ত তোমরা কেউ প্রশ্ন তুললা না পুরুষ মানুষটারে বউ বাচ্চা সহ মারলো কে.? কেন মারলো.? সিসিটিভি ক্যামেরার ফুটেজ কই.? ট্রেনের অগ্নিনির্বাপক যন্ত্রাংশ কই.? ট্রেনের দায়িত্বশীলরা সব কই.? ফায়ার সার্ভিস আসতে ১ ঘন্টা দেরি করলো কেন.?

তোমরা কি তার বার্বিকিউ পরিবেশন করবে বলে, প্রশ্নগুলারে ধামাচাপা দিয়া প্রেমের গান ধরলা.?

05/01/2024

আসলেই সত্য কথা!🤣

সমালোচনার ঝড় ওঠার কিছু নাই।যারা এটা করেছেন, তারা তো ইচ্ছা করে করেননি, ভুল(!)  হয়ে গিয়েছে।তবে সমস্যাটা অন্যখানে। গত কয...
05/01/2024

সমালোচনার ঝড় ওঠার কিছু নাই।
যারা এটা করেছেন, তারা তো ইচ্ছা করে করেননি, ভুল(!) হয়ে গিয়েছে।

তবে সমস্যাটা অন্যখানে। গত কয়েক বছর ধরে তাদের
ভুল হয়েই যাচ্ছে
ভুল হয়েই যাচ্ছে
ভুল হয়েই যাচ্ছে...

তারা যদি দয়া করে আর ভুল না করতেন, তাহলে শিক্ষার্থী এবং অভিভাবকগণ খুবই উপকৃত হতেন।
কপি::
আমার এখানে প্রশ্ন ✋এই দেশে সাম্প্রদায়িক উস্কানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য কাকে দায়ী করবো.???
মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন করছি,
দয়া করে এই বিষয়টি ইসলাম শিক্ষা পাঠ্যপস্তুক থেকে রিমুভ করে দেওয়ার ব্যাবস্তা করে দেন🙏🙏🙏

05/01/2024

ওরে মানুষ কেনো শুকরিয়া নাই! তোদের মনে🥲

মাসাআল্লাহ
04/01/2024

মাসাআল্লাহ

ইনি হলেন মাওলানা মুস্তফা মাদানী। যিনি জামিয়াতুল মদীনায় পড়ালেখা করতে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানেই 'আলিম শিক্ষাপাঠ' সম...
03/01/2024

ইনি হলেন মাওলানা মুস্তফা মাদানী। যিনি জামিয়াতুল মদীনায় পড়ালেখা করতে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানেই 'আলিম শিক্ষাপাঠ' সম্পন্ন করেন।
আজ তার মাধ্যমে মালাউইতে 🇲🇼, শত শত অমুসলিম ইসলামে ধর্মে প্রবেশ করেছে। ২টি শিক্ষাকেন্দ্র পরিচালিত হচ্ছে, ২টি ময়দানে ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে। তিনি একজন দক্ষ শিক্ষক, যিনি একই সময়ে ২টি ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।
حفظه الله
াংলা

অথচো ইসলামিক রাষ্ট্রে?? ইসলামিক সংগীতের কোন মূল্য নেই।।  আজেবাজে জিনিস এই আমাদের ইসলামের মানুষ গুলো এখন বেশি দেখে।
03/01/2024

অথচো ইসলামিক রাষ্ট্রে?? ইসলামিক সংগীতের কোন মূল্য নেই।। আজেবাজে জিনিস এই আমাদের ইসলামের মানুষ গুলো এখন বেশি দেখে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মসজিদ আল আক্বসার সাবেক খতিব শায়েখ আল সালামা গতকাল ফিলিস্তিনের গাঁজায় শহীদ হয়েছেনম...
03/01/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মসজিদ আল আক্বসার সাবেক খতিব শায়েখ আল সালামা গতকাল ফিলিস্তিনের গাঁজায় শহীদ হয়েছেন

মহান আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন 🤲

Meeting a dear friend after a long year. I want everyone to pray for us 🤲Location : Gouripur
01/01/2024

Meeting a dear friend after a long year.
I want everyone to pray for us 🤲
Location : Gouripur

- প্রশ্ন: ইসলামে আহলুল গুরাবা কারা?রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “ইসলাম শুরুতে অচেনা ছিল, অচিরেই তা আবার শুরুর মতো অচেনা হয়ে যা...
28/12/2023

- প্রশ্ন: ইসলামে আহলুল গুরাবা কারা?

রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “ইসলাম শুরুতে অচেনা ছিল, অচিরেই তা আবার শুরুর মতো অচেনা হয়ে যাবে। সুতরাং এরূপ অচেনা (গুরাবা) অবস্থায়ও যারা ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য শুভকামনা।” [সহিহ্ মুসলিম ১৪৫]

ভুয়া-সালাফিরা নিজেদেরকে বড় কিছু প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করে (যেমন, নিজেদেরকে 'গুরাবা' বলে) কিন্তু এই দাবিটি সর্বদা তাদের বিরুদ্ধে চলে যায়।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ইসলাম “পূর্বের মতো অচেনা” হয়ে যাবে। “সর্বদাই এমন থাকবে” তা নয়।

অর্থাৎ সেই নির্ধারিত সময়ের আগে ইতিহাস জুড়ে, প্রকৃত ইসলামকে অচেনা বলে গণ্য করা হবে না!

দুর্ভাগ্যবশত ভূয়া-সালাফিরা (ইমাম ইবনে হাজার رَحِمَهُ ٱللَّٰهُ কতৃক মুশাব্বিহাহ উপাধিপ্রাপ্তরা) ইতিহাসে প্রত্যাখ্যানকারী এবং 'অচেনা' হিসেবে রয়েছে।

কিন্তু আশ'আরি এবং মাতু'রিদিরা ইসলামের প্রতিনিধিত্ব করে এসেছেন, অর্থাৎ উনারাই অপরিচিতিতে ফিরে যাবেন।

আপনি যখন দেখবেন আশ'আরি এবং মাতু'রিদিরা পরিচিতি হারাচ্ছেন, তখন বুঝবেন তাদের ব্যাপারেই সুসংবাদ দেওয়া হয়েছে।

– হাদিস শরিফের বর্ণনাটির সঠিক উপলব্ধি কি??

এখন পরবর্তী প্রশ্ন হল আশ'আরি ও মাতু'রিদিরা পুনরায় কিভাবে অচেনা হবে?

উপরোক্ত সুপরিচিত হাদিস অনুযায়ী, ইসলাম একটি অচেনা এবং নিরঙ্কুশ পদ্ধতিতে শুরু হয়েছিল। ইহা যেভাবে শুরু হয়েছিল, সেভাবেই আবার অচেনা হয়ে উঠবে; তাই সুসংবাদ বা طوبي অপরিচিতদের জন্য [সেই যুগে]। অন্য একটি হাদিসে বলা হয়েছে: “পৃথিবীতে একজন অচেনা (গারিব) বা পথচারীর মতো হও; এবং নিজেকে মৃতদের মধ্যে গণ্য কর।” [সহিহ্ বুখারি ৬৪১৬]

‘গারিব’ মানে অপরিচিত, অচেনা; 'গুরাবা' এর বহুবচন। গারিব হল অসহায় ও ভিনদেশী হওয়া। ইসলাম, প্রাথমিক যুগে ঐসকল লোকদের কাছে একটি অচেনা এবং ভিনদেশী বিষয় হিসাবে সাব্যস্ত হত যারা তাদের চাহিদার পূজা করত এবং শুধুমাত্র সম্পদ ও ক্ষমতাকে সম্মান করত। যে মুসলমান ভোগসুখ থেকে বিরত ছিল এবং কঠোর আত্মসংযমী হওয়ার চেষ্টা করেছিল, তাকে একজন বহিরাগত (গারিব) হিসাবে দেখা হতো। রাসূলুল্লাহ ﷺ ভবিষ্যদ্বাণী করেছিলেন, “ইসলাম আরও একবার অচেনা হয়ে যাবে।” সত্যিকারের মুসলমান, ভালো এবং ন্যায়পরায়ণ হওয়ার চেষ্টাকারী মুসলমানদেরকে বিদেশী বা ‘গুরাবা' হিসেবে দেখা হবে।

যখন রাসূলুল্লাহ ﷺ কে জিজ্ঞাসা করা হয়েছিল যে গুরাবা কারা, তিনি বললেন: “ঐ সকল ব্যক্তি যারা মানুষের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়লে ন্যায়পরায়ণ থাকে।”

ইমাম আবু বকর মুহাম্মাদ ইবনুল হুসাইন আল-আজুররি رَحِمَهُ ٱللَّٰهُ (ইন্তিকাল ৩৬০ হিজরি) ছিলেন একজন বিখ্যাত মুহাদ্দিস এবং শাফেয়ী আইনবিদ এবং পবিত্র মসজিদুল হারাম শরীফের ইমাম। কিতাবুল গুরাবা মিনাল মু'মিনীন গ্রন্থে তিনি ইসলামের শুরুর দিকে অচেনা এবং ভিনদেশির অর্থ ব্যাখ্যা করেন। এই গ্রন্থে তিনি সুন্দরভাবে বলেছেন:
“আমি একজন অচেনা। একজন অচেনা ব্যক্তি যদি কাঁদে, তাকে ভৎসনা করা হয় না।

নিঃসন্দেহে অচেনা ব্যক্তির কান্না শোভনীয়।

হে, ভোগবিলাসি ও সুখের ছায়ায় হারিয়ে যাওয়া।

অচেনা হও এবং এই পার্থিব জীবনকে পার করবার পথ বানাও।

যতদিন বেঁচে থাকবে ততদিন নিজেকে মৃতদের মধ্যে গণনা কর।

এই পৃথিবীকে পরিত্যাগ কর এবং এই ভ্রান্তির ঘরকে বিশ্বাস করো না।”

উপসংহারে বলা যায়, আখিরুজ জামান তথা শেষ সময়ে যে অল্পসংখ্যক লোক ব্যাপক ফিতনা ফাসাদ ও দুনিয়ার ভোগ-বিলাসকে প্রতিহত করবেন উনারা আশ'আরি ও মাতু'রিদিদের থেকে হবেন - অর্থাৎ আহলে গুরাবা' হবেন।
াংলা

27/12/2023

খতমে গাউছিয়া পড়ে টাকা নেয়
কিন্তু যাদের অবদানে খতমে গাউছিয়া পাইছি তাদের শান পড়া দরকার পড়ে না! কেমন বেওয়াফা মোল্লারা

আল্লাহ'র হাবিব ﷺ বলেন,"যে বান্দার পদযুগল আল্লাহ'র পথে ধূলিমলিন হবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবেনা।"[সহিহ্ বুখারি ২...
26/12/2023

আল্লাহ'র হাবিব ﷺ বলেন,
"যে বান্দার পদযুগল আল্লাহ'র পথে ধূলিমলিন হবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবেনা।"
[সহিহ্ বুখারি ২৮১১]

াংলা

খুলনার কিছু এলাকার নামকরণ যেভাবেফান পোস্ট
26/12/2023

খুলনার কিছু এলাকার নামকরণ যেভাবে

ফান পোস্ট

জানাযার পর দাফন পর্যন্ত থাকার ফজিলত:::::ঈমানের সঙ্গে ছাওয়াবের নিয়তে মৃত ব্যক্তির জানাযা পড়া এবং দাফন পর্যন্ত কবরস্থানে অ...
23/12/2023

জানাযার পর দাফন পর্যন্ত থাকার ফজিলত:::::

ঈমানের সঙ্গে ছাওয়াবের নিয়তে মৃত ব্যক্তির জানাযা পড়া এবং দাফন পর্যন্ত কবরস্থানে অপেক্ষা করা সুন্নাত। মৃত ব্যক্তির দাফনের জন্য কবরস্থানে যাওয়া পুরুষদের জন্য বৈধ। মহিলাদের জন্য বৈধ নয়। জানাযার পর দাফন পর্যন্ত অপেক্ষার ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদিস আছে। যা তুলে ধরা হলো-হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নিশ্চয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাযায় ঈমান সহকারে ও ছাওয়াবের আশায় শরিক হয় এবং জানাযা ও সমাধি পর্যন্ত থাকে সে দুই কিরাত নেকি পাবে। প্রতি কিরাত হচ্ছে ওহুদ পাহাড়ের সমান। আর জানাযা পড়ে দাফনের পূর্বে ফিরে যাবে সে এক কিরাত নেকি নিয়ে ফিরবে। (বুখারি, মুসলিম)সুতরাং সময় এবং সুযোগ থাকলে জানাযার নামাজের পর মৃত ব্যক্তিকে দাফন পর্যন্ত কবরস্থানে অপেক্ষা করে দুই কিরাত নেকি লাভ করা উত্তম কাজ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুই কিরাত নেকি লাভ করার তাওফিক দান করুন।

আপনার আশেপাশে লক্ষ করুন একবার।আগের মতো কি আর কাক দেখা যায়🙂⁉️For Free Facebooker,s: বর্তমানে অনেক কম আনাগোনা দেখা যায় কা...
23/12/2023

আপনার আশেপাশে লক্ষ করুন একবার।আগের মতো কি আর কাক দেখা যায়🙂⁉️

For Free Facebooker,s: বর্তমানে অনেক কম আনাগোনা দেখা যায় কাকের। আগের থেকে কাকের সংখ্যা কমছে দাবি বিশেষজ্ঞদের। বাস্তুতন্ত্রের প্রভাবেও এমনটা হতে পারে।

🔹Content Editor: Imam Hossain Anjir
🔹Script Writer: Imam Hossain Anjir
🔹Content Researcher: Imam Hossain Anjir

Team- &Experiment



ইবনে বতুতা সংবাদ ভাইজান... ১.আকীদাহ সহীহ করার জন্য আকীদাহর মৌলিক কিতাবসমূহ পড়তে পারলাম না, না পারলাম কুরআন ও হাদীসের ব্য...
23/12/2023

ইবনে বতুতা সংবাদ ভাইজান...

১.আকীদাহ সহীহ করার জন্য আকীদাহর মৌলিক কিতাবসমূহ পড়তে পারলাম না, না পারলাম কুরআন ও হাদীসের ব্যাপক অধ্যয়ন করে "সম্পূর্ণ চিত্র" বুঝতে। শুধুই প্রিয় শাইখ দের ওয়াজ+ফতোয়া+লেখনী পড়ে+শুনে সেটাকেই এবং 'আংশিক চিত্র' কেই সহীহ মেনে নিলাম...

২.হাদীস সহীহ ও যাঈফ এর মানদন্ড শিখতে পারলাম না, শুধু প্রিয় শাইখ গণের তাহকীক অন্ধভাবে মেনে নিয়ে লক্ষ লক্ষ হাদীসের হাফেয ইমাম গণের বর্ণিত রেওয়ায়াত সমূহ জাল বানিয়ে দিলাম...

৩. মানহাজ কি ও কেন সেটাই বুঝতে পারলাম না, শুধু প্রিয় শাইখদের উপস্থাপনা ও কথাকেই absolute আদর্শ মেনে কালামুল্লাহর ন্যায় গ্রহণ করলাম...

৪. বেদয়াতের অপকারীতা সম্বন্ধে তো সুন্নাহ থেকে শিখলাম, কিন্তু বিদয়াতের "সংজ্ঞা" টা আসলে কি তা সুন্নাহ থেকে না শিখে প্রিয় শাইখ দের ব্যাখ্যা-বিশ্লেষণ থেকেই শিখলাম ও তারই অনুসরণ করলাম...

৫. প্রকৃত মুজাহিদীনগণকে খারাপ জেনে,,,,যারা নিরস্ত্র মানুষের ওপর বোমা হামলা করে তাদের মানহাজ মারকাযের ই অনুসরণ করলাম... ও তাদেরকে একনিষ্ঠ আদর্শ হিসেবে মেনে নিলাম...
(উল্লেখ্য যে, তালেবান, হামাস ও হিযবুল্লাহ নিরস্ত্রদের মারে না এবং তাদের যুদ্ধ মূলত মুসলিমদের বিরুদ্ধেও নয়, বরং মাযলুম মুসলিমদের জমিন দখল করে রাখা যালিম-কুফফারদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য। তাদেরকে অধিকাংশ মুসলিম দেশ, এমনকি অনেক অমুসলিম রাষ্ট্রও জংগী মনে করে না।

কিন্তু আল কায়েদা, বোকো হারাম, আই এস, বাংলা ভাই, ইসলামিক জিহাদ ইত্যাদি ইত্যাদি গ্রুপ যারা নিরস্ত্র মানুষের ওপর হামলা চালায়, এবং কাফির-যালিমদের কম উলটো মুসলিমদের বেশি হত্যা করেছে, এবং যাদের কারণে সারা দুনিয়া ইসলাম ও মুসলিদের ওপর থথু দিতো,,, তারা সকলেই কিন্তু একই মানহাজের অনুসারী। বলেন তো মানহাজটার নামটা কি???)

আবেগ বিবর্জিত বিবেক, বা বিবেকে বিবর্জিত আবেগ। কোনোটাই তৈরী করতে পারলাম না। আহহহহহহহহহায়ায়ায়ায়া!!!! কষ্ট, অনেক কষ্ট।🙄🙄🙄

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Golam Hossain Bulbuli Razvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golam Hossain Bulbuli Razvi:

Videos

Share


Other Digital creator in Cumilla

Show All