Adventures Akash

Adventures Akash Traveler
(1)

তুমি রাখতে চাইলে আমি থাকতে বাধ্য..।🫂🥺
21/09/2024

তুমি রাখতে চাইলে আমি থাকতে বাধ্য..।🫂🥺



14/09/2024

সুখ পাখি.. সুখ পাখি
পাহাড়ে ঘুরে সুখ খুঁজি...
#পাহাড় #ঝর্না

09/07/2024

ঝর্নার দানবীয় রুপ

07/07/2024

just fell the sound

বৃষ্টি বিলাস উপভোগ করার সুযোগ সবার হয় না। যাদের হয় তারাই বুঝে প্রকৃতি কাঁদলে মানুষের কি সুখ
07/07/2024

বৃষ্টি বিলাস উপভোগ করার সুযোগ সবার হয় না। যাদের হয় তারাই বুঝে প্রকৃতি কাঁদলে মানুষের কি সুখ

06/07/2024

সহস্র ধারা ২ এই ট্রেইলে ঝর্ণা ছাড়াও আছে চমৎকার সহস্রধারা লেক, ওয়াটার ডেম, এবং পুরোনো মন্দির। সহস্রধারা-২ ঝর্ণার ট্রেইলে প্রবেশ করতে হলে প্রথমে সীতাকুণ্ডের ছোট দারোগার হাট বাজার থেকে সিএনজি অটোরিকশায় করে মাটির রাস্তা পর্যন্ত আসতে হবে। এখানে ভাড়া ২০ টাকা নিতে পারে। মেটে পথ ধরে সহস্রধারা লেক পর্যন্ত যেতে প্রায় ২৫ মিনিট হাটতে হবে। সহস্রধারা-১ নামে পরিচিত ঝর্ণাটির অবস্থান সীতাকুণ্ড ইকো পার্কের ভেতর।

মাটির রাস্তা ধরে হেটে গেলে প্রথমেই পড়বে সহস্রধারা সেচ প্রকল্প; এটিই সহস্রধারা লেক নামে পরিচিত। ঝর্ণার পানি ব্যবহার করে সেচ প্রকল্পের কাজ চলে। এই পথটি উভয় পাশে প্রচুর গাছ-গাছালিতে ভরপুর। এখানেই পুরোনো মন্দির, বুদবুদকুন্ড এবং ওয়াটার ডেম সব একসাথে পাওয়া যায়।

মন্দিরটিকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় প্রতি বছর স্থানীয় মেলা বসে। লেকের বামপাশের পথ ধরে এগিয়ে গেলে ঘাট থেকে সহস্রধারা-২ ঝর্ণায় যাওয়ার নৌকা পাওয়া যাবে। নৌকা ভাড়া মাথাপিছু ৪০ টাকা পড়তে পারে। লেক দিয়ে ঝর্ণা পর্যন্ত যেতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগতে পারে। এই ঝর্ণাটি মুল সহস্রধারা ঝর্ণা নামেও অনেকের কাছে পরিচিত। খুব সরু ও তুলনামূলক উচু এই ঝরনাটির ওপরে ওঠা বেশ কষ্টকর।

06/07/2024

প্রকৃতির মায়া বড় মায়া

ভরা যৌবনে খৈয়াছড়ার ঝর্নার
06/07/2024

ভরা যৌবনে খৈয়াছড়ার ঝর্নার

28/06/2024

A piece of sadness

📍Cox’s Bazar

05/06/2024

সাধারণ একটা জীবন চাই 😌😌

03/06/2024

বান্দরবানের প্রেমে পড়ার জন্য সাঙ্গু নদীর রূপই যথেষ্ট!

📍সাঙ্গুনদী, থানচি, বান্দরবান

বৃষ্টি আসার আগের মূহুর্ত টা ভয়ংকর সুন্দর..🖤
31/05/2024

বৃষ্টি আসার আগের মূহুর্ত টা ভয়ংকর সুন্দর..🖤

22/05/2024

মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি।

১৮৯০ দশকের পূর্বে স্পেনের করডোভা নগরীর আদলে জমিদার বাড়ীটি প্রতিষ্ঠিত হয়েছিল।স্বাধীনতা যুদ্ধে পাকবাহিনী মহেড়া জমিদার বাড়ীতে হামলা করে এবং জমিদার বাড়ীর কূলবধূ সহ পাঁচজন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে (১৯৭১)। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। এ জমিদার বাড়ীটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় (১৯৭২)।এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় (১৯৯০)

#অবস্থান

মহেড়া জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে প্রায় আট (৮) একর জায়গা জুড়ে এই মহেড়া জমিদার বাড়ি বিস্তৃত। ঢাকা - টাংগাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক ৪ কিলোমিটার পূর্বে মহেড়া জমিদার বাড়ি অবস্থিত।

#দর্শনীয়

এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথের আগেই রয়েছে ‘বিশাখা সাগর’ নামে বিশাল এক দীঘি এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে ২টি সুরম্য গেট। এছাড়াও মূল ভবনে পিছনের দিকে পাসরা পুকুর ও রানী পুকুর নামে আরো দুইটি পুকুর রয়েছে এবং শোভাবর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান। বিশাখা সাগর সংলগ্ন দক্ষিণ পার্শ্বে রয়েছে বিশাল আম্র কানন ও বিশাল তিনটি প্রধান ভবনের সাথে রয়েছে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমস্তাদের ঘর, দীঘিসহ ও আরো তিনটি লজ। সেখানে একটি ফোয়ারা আছে সেটা ১৮৯০ সালে র্নিমান করা হয়েছে।

#অন্যান্য_স্থাপনা

চৌধুরী লজঃ জমিদার বাড়ি প্রবেশের পরেই মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ। এটির গোলাপি রঙের ভবনটির পিলার গুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশাখচিত এই ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ।

মহারাজ লজঃ বাইজেনটাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে ছয়টি (৬) টি কলাম রয়েছে। সেখানে গোলাপি রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ির বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা যা ভবনের শোভা বৃদ্ধি করেছে। ভবনটিতে মোট কক্ষ আছে বারো (১২) টি, সামনে বাগান ও পেছনে একটি টেনিসসহ কোর্ট রয়েছে। এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়।

আনন্দ লজঃ মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হলো আনন্দ লজ। নীল ও সাদা রঙের মিশ্রনে ভরা ভবনটির সামনে আট (৮) টি সুদৃশ্য কলাম রয়েছে। তিন তলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এ ভবনকে করেছে আরো দৃষ্টিনন্দন। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু-পাখির ভাস্কর্যসহ একটি চমৎকার বাগান আছে।

কালীচরণ লজঃ জমিদারী প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটা আলাদা। ইংরেজি ‘ইউ’ (U) অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যোন্য স্থাপত্য শৈলীর জন্য বিকেল বেলা ভবনের ভেতর থেকে সুন্দর আলোর ঝলকানি দেখা যায়।

22/05/2024

মায়াবী ঝর্না 🏞️

জঙ্গলেই মঙ্গল🥴

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।  #সিলেট
20/05/2024

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।

#সিলেট

08/05/2024

ভালোবাসার চেয়ে, ভালোবাসি বোঝানো টা অনেক কঠিন ...!🖤

02/05/2024

Travel Group Homna Cumilla
তৃতীয় নম্বর ক্যাম্পিং ট্যুর

লোকেশন : টিটির চর, মেঘনা। — at Titirchar । টিটিরচর - মেঘনা উপজেলা, কুমিল্লা।

25/04/2024

পাঠায় দেন🫡🫡🫡

24/04/2024

মেরিন ড্রাইভ রোড, কক্সবাজার ❤

কক্সবাজার এর কলাতলি, সুগন্ধা,লাবণী পয়েন্ট যতটা না সুন্দর তার চাইতে সুন্দর ও রোমান্ঞ্চকর হল কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার এই পথটি মেরিন ড্রাইভ। এক কথায় অসাধারণ,কাব্যক,স্বপ্নের মত সুন্দর। এই পথ দিয়ে যাওয়ার সময় দু মনা হয়ে যাবেন আপনি। কারণ একপাশে বিস্তৃর্ন সমুদ্রের বালুকা বেলা আর এক পাশে সবুজ পাহাড়ের সাড়ি,আর ঝর্ণা। কোনটা ছেড়ে কোনটা দেখবো এটাই যেন মনে আসে। ৮০ কি.মি. এর এই পিচ ঢালা মেরিন ড্রাইভ বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘ সড়ক(মেরিন ড্রাইভ) । কেউ কক্সবাজার গেলো অথচ এই পথ ধরে ছুটলো না তার পুরো ভ্রমণটাই যেন মাটি।

প্রথমে দেখে যারা মনে করে ছিলেন গ্রাফিক্স , তারা বাস্তবে গিয়ে দেখতে পারেন!

23/04/2024

কক্সবাজার ট্যুরে কেনো যাচ্ছেন না? 🤔

20/04/2024

আমার একটু সমুদ্র দেখতে যাওয়া দরকার🌊

16/04/2024

magical part of sangu river

Address

Cumilla
3546

Telephone

+8801742060206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adventures Akash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Cumilla

Show All