Arefin Iftaekar

Arefin Iftaekar Contaent Maker And Video Creator

মা এখনও অংক বোঝেনা, ১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।কোথাও  যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়। ❤️মা ইংরেজিও...
05/11/2023

মা এখনও অংক বোঝেনা,

১ টা রুটি চাইলে ২ টো নিয়ে আসে।
কোথাও যাওয়ার সময় ২০ টাকা চাইলে ৫০ টাকা পকেটে ঢুকিয়ে দেয়। ❤️

মা ইংরেজিও বোঝে না, 🙂

I hate u বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয়।❤️

মা মিথ্যেবাদী, 😔

না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে।🥰

মা বোকা, 😔

সারাজীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালোমন্দের পিছনে কাটিয়ে দেয়। 🥰

মা চোর, 😔

বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়।🥰

মা নির্লজ্জ,😔

মাকে কতবার বলি আমার জিনিষে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।❤️

মা বেহায়া, 😔

আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।❤️

মায়ের কোন কমনসেন্স নেই,

আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে। খোকা এতো খাবার কম কেন? এই বলে প্লেটটা ভর্তি করে দেয়। এতো খাওয়ার পরেও মায়ের চোখে যেন কত দিনের না খাওয়া ছেলে। 🥰

মা কেয়ারলেস,

নিজের কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ঔষধের কথা বলে না। অথচ আমাদের একটা কাশিতে তাঁর দিনটা যেন ওলটপালট হয়ে যায় ডাক্তার, হাকিম, বৈদ্য সব এক করে বসে। 🥰

মা আনস্মার্ট,

অনেকের মায়ের মতো করে মা দামী দামী শাড়ি পড়ে না। ভ্যানিটিব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায়না। সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালোমন্দের চিন্তায় পুরোনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়।🥰

মা স্বার্থপর,

নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।❤️

পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাঁদের এত কষ্ট দেই। তবুও তাঁদের পরিবর্তন হয়না। প্রতিদিন এসব আচরণগুলো বারবার তাঁরা করে। একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি। তবুও তারা বোকার মতো আল্লাহুর কাছে আমাদের জন্য প্রার্থনা করে। 🥰🥰
সারাজীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে 'মা' ডাক শুনতে চান। তাঁরা কতো নির্বোধ তাই না😥😥
আসুন যাদের মা বেঁচে আছেন তাদের কে সন্মান করুন নিঃস্বার্থ ভালোবাসা মূল্য করুন। যাদের মা মারা গেছেন তাদের জন্য নিয়মিত দোয়া করেন।
আমিন
মা ছাড়া দুনিয়াটা অন্ধকার,,

19/01/2023

Honesty is a very expensive gift.Dont expectthis from Cheap people

07/11/2022

#বিপদে পরে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে। তারমানে এই নয় যে আপনার জন্য অলস টাকা নিয়ে সে বসে ছিলো। কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে। লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে। তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে..

কেউ আপনাকে বিনয়ের সাথে 'সরি' বলেছে মানে এই নয় যে সব দোষ তার। কিছু দোষ হয়তো আপনারও ছিল অথবা তার আসলে কোনো দোষই ছিল না, শুধু অহেতুক ঝগড়া করে সম্পর্কটা নষ্ট করতে চায়নি বলেই সে সরিটা নিজেই বলে দিয়েছে। এটা তার দুর্বলতা নয়, এটা তার বিনয়।

কেউ আপনার সব কথা মেনে নিয়েছে মানে এই নয় যে, আপনি সবসময় যৌক্তিক কথা বলেন। বরং আপনাকে সে প্রচন্ড ভালোবাসে বলেই আপনার যৌক্তিক অযৌক্তিক সব কথাই সে মেনে নেয়। যাতে আপনি এতটুকু কষ্ট না পান।

সব কথার জবাব সবাই মুখে দেয় না। কেউ কেউ সময়ের হাতে ছেড়ে দেয়। কেউ একটু হেসেই চলে যায়। তার হাসির মানে এই নয় যে আপনার কথা তার ভালো লেগেছে।

যার সম্পর্কে আপনি খুব মিথ্যা বাজে কথা বলেছেন তিনি সেসব শুনেও প্রতিবাদ না করে চলে গেছে মানে এই নয় যে সে আসলেই তাই যা আপনি তার সম্পর্কে বলেছেন। বরং লোকটার তার নিজের প্রতি সম্মানটা অনেক বেশি যার কারণে কারো নোংরা কথার জবাব দিয়ে তিনি তর্কে জড়াতে চায়নি।

কেউ আপনাকে ক্ষমা করে দিয়েছে মানে এই নয় যে আপনি খুব ছোট ভুল করেছেন বা কোনো অপরাধই করেননি। বরং এমনও হতে পারে তিনি বিচারটা মহান স্রষ্টার হাতেই তুলে দিয়েছেন।

প্রতিশোধ না নেওয়াটাই কখনো কখনো বড় প্রতিশোধ হয়ে যায়।
©Post

15/09/2022

ভালো থাকুক তারা, পরীক্ষার সময় আমার থেকে দেখে লিখে আমাকে ভুলে গেছে যারা।🙃

22/05/2022

❒ বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও পাইলটকে আপনি চিনেন না।

❒ আপনি রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেলচালককে চিনেন না।

❒ আপনি বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে চিনেন না।

❒ তাহলে কেন আপনি আপনার জীবন নিয়ে নিশ্চিন্ত থাকছেন না যখন আমরা জানি আল্লাহই এর নিয়ন্ত্রক?

❒ আল্লাহর উপর ভরসা করুন। তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী❤️

■ মহান আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন,
‎وَاللّٰهُ خَيۡرُ الۡمٰكِرِيۡنَ

“আর আল্লাহই উত্তম পরিকল্পনাকারী।” [আলে ইমরানঃ৫৪]

25/04/2022

যখন প্রেম করতাম মাসে দু'বার তোমাকে ছেলেপক্ষ দেখতে আসবে শুনতাম' অথচ আজ তিন বছর পরেও তোমার বিয়া হয় নাই!

এটাই Marketing🥶

16/03/2022

Never lie to someone who trusts you
and never trust someone who lies to you.🖤

15/03/2022

প্রিয় তোমাকে ভুলতে নামাজে গেছিলাম।

অবুজ মনটা মোনাজাতে তোমাকে ই চেয়ে বসল💔

04/03/2022

"
Gf কে পাখি কইয়া ডাকবা😒
আর সে উরাল দিলেই দোষ না😑

"

23/02/2022

Chandpur

22/02/2022

My Biker Brand

20/02/2022

হা হা হা 😅. আমার হাসি অনেক সুন্দর তাই না . এক দিন আমার শহরে ঘুরতে এসো কান্না করে দিবে😢

14/02/2022

ফুল ফুটুক আর না ফুটুক,, 🍁
আজ বসন্ত।🥰
সবাইকে ১লা ফাল্গুন এর শুভেচ্ছা। 🥀😍

05/02/2022

তোমার শেষ পৃষ্ঠায় লিখা থাকবে তুমি একটা ভালো স্বামী পেয়েছো🥰

আর আমার শেষ পৃষ্ঠায় লিখা থাকবে আমি এখনো একজনকে অনেক ভালোবাসি🥺

23/01/2022

I am speechless 😢😭

21/01/2022

7th Feb : Rose Day (tk.80/- For Rose)
8th Feb : Propose Day (tk.500/- For Ring)
9th Feb : Chocolate Day (tk.150/- For Chocolate)
10th Feb : Teddy Day (tk. 1500/- For Teddy)
11th Feb : Promise Day (tk.1000/- For Lunch)
12th Feb : Hug Day (tk. 1500/- For Hangout)
13th Feb : Kiss Day (tk. 3000/- For liton er Room)
14th Feb : Valentine's Day (tk.5000/- For Dinner)

ভাগ্য ভালো আমি সিংগেল নাহলে ১২,৭৩০ টাকা নষ্ট হয়ে যেতো না!!!!

 #কাবিনঃ_মাত্র_৫হাজার_টাকা 😘✅পাত্রীঃ শানজানা শিরিন পাত্রঃ ইসমাইল সিকদার সমাজকে দেখিয়ে দিল প্রিয় স্বেচ্ছাসেবী বোন সানজান...
18/01/2022

#কাবিনঃ_মাত্র_৫হাজার_টাকা 😘✅

পাত্রীঃ শানজানা শিরিন
পাত্রঃ ইসমাইল সিকদার

সমাজকে দেখিয়ে দিল প্রিয় স্বেচ্ছাসেবী বোন সানজানা আপু

সানজানাঃ "বেশি টাকা কাবিন করে ডিভোর্স হলে অনেক টাকা বসে বসে খাওয়ার মত দুর্ভাগ্য যেন আল্লাহ আমাকে না দেন "

সানজানার ইচ্ছা আল্লাহর কাছে এটাই চাইছি যেহেতু আমরা ২ জনেই ছোট জব করি আল্লাহ জাস্ট আমাদের সুস্থ রাখলেই হবে পরিশ্রম করলে টাকা আসবে আমাদের কাছে ইনশাআল্লাহ,

৫ হাজার টাকা কাবিনে বিয়ে গ্রামে গঞ্জে, এই কথা শুনে মুরুব্বিরা মাতামাতি শুরু করে দিসেন। এটা কিভাবে সম্ভব!

প্রচুর মাতামাতি হচ্ছিলো, ঝামেলা শুরু হয়ে গেছিলো। কাজী কে ডেকে সানজানা বুঝিয়ে বলল...
ইসলামে তো ১০ দিরহাম মানে ৩ হাজার এর মত কাবিন দেওয়ারও সুযোগ আছে,

পাত্রী পাত্র তথাকথিত সামাজিক রীতির বাইরে বের হতে চাই, তাদের সিদ্ধান্ত তারা কম কাবিনেই বিয়ে করবে,

তখন কাজী সাব বললেন "তুমরা রাজি হলে আমার কোন সমস্যা নাই "

আমার কথা হল "বিয়ের আগেই কেন ডিভোর্সের চিন্তা করতে হবে???

বিয়েতে আল্লাহর রহমত না থাকলে বেশি টাকার কাবিন আমার জীবনে প্রয়োজন নাই,

সব কিছুর জন্য মহান আল্লাহর নিকট শোকরিয়া,

ভাল থাকুক সানজানা ইসমাইল
পরিবর্তন হোক নষ্ট সমাজ।

অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা এবং দোয়া রইলো...

Address

Nangolkot
Cumilla
1035

Alerts

Be the first to know and let us send you an email when Arefin Iftaekar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category