Md Motiur Rahaman

Md Motiur Rahaman Hello friends! Here I would like to share some of my photographs with u.Hope u guys will like my photography.

I'm Mohammad Mishu.I started photography from the year 2015 ,,,.Initially it was my hobby but after few days I started working as a freelance photographer.

একদিন এক প্রসিদ্ধ সাহাবী বিড়াল ছানা কোলে নিয়ে খেলছেন। তিনি নতুন না, বেশ কবার বিড়াল কোলে নিয়ে আদর করতে করতে মসজিদে আসতেন।...
26/05/2023

একদিন এক প্রসিদ্ধ সাহাবী বিড়াল ছানা কোলে নিয়ে খেলছেন। তিনি নতুন না, বেশ কবার বিড়াল কোলে নিয়ে আদর করতে করতে মসজিদে আসতেন। নবী মুহাম্মদ ﷺ এর কাছে ধর্ম শিক্ষা গ্রহণ করতেন। কোলে বিড়ালকে আদর করতে থাকা অবস্থায় মুহাম্মদ ﷺ তাকে কাছে ডাকলেন। এই বিড়ালের বাপ এদিকে আসো। ভদ্রলোকের ভ্রু কুঁচকে যায়নি, সরল বোকা মানুষের মতো মুচকি হাসলেন। প্রিয় শিক্ষকের এই ডাকটা তার মনে ধরেছে খুব। সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন। নবীর ভালোবাসার নিদর্শনের দরুন আমরা সবাই তাকে বিড়ালের বাপ বলেই ডাকি। সহীহ হাদিসের সর্বোচ্চ পরিশুদ্ধ বর্ণনাকারী হিসেবে তিনিই 'আবু হুরায়রা' নামে পরিচিত।
আবু হুরাইরা (রা.) এর নাম ছিল ‘আবদুশ শামস্ ইবনে ছখর। ইসলাম গ্রহণের পর আল্লাহর রাসূল (সা.) তাঁর নাম রাখেন ‘আবদুর রাহমান।’ ছোট বেলায় একটি বিড়াল শাবকের সাথে তিনি সবসময় খেলতেন। তা দেখে সাথীরা তাঁর নাম দেন আবু হুরাইরা (বিড়াল শাবকওয়ালা)। আস্তে আস্তে এ নামেই তিন সকলের মাঝে পরিচিত হন এবং তাঁর আসল নামটি ঢাকা পড়ে যায়। ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহর (সা.) সাথে যখন তাঁর সম্পর্ক গভীর হয় তখন মাঝে মাঝে তিনি আদর করে ডাকতেন ‘আবু হিররিন’। তাই তিনি আবু হুরাইরার পরিবর্তে আবু হিররিন নামটিকেই প্রাধান্য দেন।
মক্কা সহ অসংখ্য গুরুত্বপূর্ণ মসজিদে বিড়ালের অবাধ অনুপ্রবেশ। এরা প্রত্যেক ইবাদতকারীর পাশেই ঘুমায়, গা ঘেঁষে বসে থাকে যেখানে সেখানে। মানুষের আদর ভালোবাসায় লাই দিয়ে গড়া অদ্ভুত এই বিলাসপ্রবণ প্রাণী!
কাবশাহ্ বিনতু কা‘ব ইবনু মালিক (রা.) হতে বর্ণিত। তিনি ছিলেন আবূ ক্বাতাদাহ্ (রা.)-এর পুত্রবধূ। আবূ ক্বাতাদাহ্ (রা.) তাঁর নিকট ছিলেন। তিনি তাঁর জন্য ওযুর পানি ঢাললেন। একটি বিড়াল এলো এবং ওযুর পাত্র হতে পানি পান করতে লাগলো। আর তিনি পাত্রটি তার জন্য কাত করে ধরলেন যে পর্যন্ত পান করা শেষ না হলো। কাবশাহ্ বলেন, তিনি আমার দিকে তাকিয়ে দেখলেন, আমি তাঁর দিকে চেয়ে আছি। তিনি আমাকে বললেন, আমার ভাতিজী! তোমার কাছে আশ্চর্য লাগছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নাপাক নয়। এটা তোমাদের আশে পাশে ঘন ঘন বিচরণকারী বা বিচরণকারিণী। (সহীহ : মালিক ৪৪, আহমাদ ২২০৭৪, আবূ দাঊদ ৭৫, তিরমিযী ৯২, নাসায়ী ৬৮, ইবনু মাজাহ্ ৩৬৭, দারিমী ৭৩৬, ইরওয়া ১৭৩)
আব্দুল্লাহ্ ইব্ন মাসলামা—দাউদ ইব্ন সালেহ্ইব্ন দীনার আত-তাম্মার হতে তার মাতার সূত্রে বর্ণিত। একদা তাঁর মনিব তাকে হযরত আয়েশা (রা.)-র নিকট “হারিসাহ্”-সহ প্রেরণ করেন। অতঃপর আমি তাঁর নিকট পৌছে দেখতে পাই যে, তিনি নামায রত আছেন। তিনি আমাকে (হারিসার পাত্রটি) রাখার জন্য ইশারা করলেন । ইত্যবসরে সেখানে একটি বিড়াল এসে তা হতে কিছু খেয়ে ফেললো হযরত আয়েশা (রা.) নামায শেষে বিড়ালটি যে স্হান হতে খেয়েছিল সেখান হতেই খেলেন এবং বললেন, নিশ্চয়ই রাসূল্লুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন, 'বিড়াল অপবিত্র নয়। এরা তোমাদের আশেপাশেই ঘুরাফেরা করে'। অতঃপর হযরত আয়েশা (রা.) আরো বলেন, 'আমি রাসূল্লুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা উযু করতে দেখেছি'। (সুনান আবু দাউদ, ৭৬)
বিড়াল পোষা কি বৈধ?
হাদিসে এসেছে, আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 'জনৈক মহিলাকে একটি বিড়ালের কারণে আজাব দেওয়া হয়। সে বিড়ালটিকে বন্দি করে রাখে, এ অবস্থায় সেটি মারা যায়। সে এটিকে বন্দি করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি, যাতে সে (নিজে) জমিনের পোকা-মাকড় খেতে পারে।' (সহিহ বুখারি, হাদিস নং ৩৪৮২)
এ হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন, কুরতুবি (রহ.) বলেছেন, এ হাদিস থেকে বিড়াল পালা ও বিড়ালকে বেধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয়, যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয়। (ফাতহুল বারি : ৬/৪১২)
বিড়াল পালা জায়েজ। বিড়াল পালাতে কোন সমস্যা নেই। আমাদের সবার পরিচিত সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, আবু হুরাইরা (রা.) এর নাম আবু হুরাইরা হয়েছিল কারণ তিনি বিড়াল পছন্দ করতেন খুব।
বিড়াল ও কুকুর নিয়ে ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিড়াল, কুকুর কেনা-বেচা করা হারাম।
রাসূলুল্লাহ্ ﷺ বিড়াল আহার করা ও এর মূল্য ভোগ করা নিষেধ করেছেন। (তিরমিজি, ১২৮০)
রাসূলুল্লাহ্ ﷺ কুকুর ও বিড়ালের বিক্রয় মূল্য নিষেধ করেছেন। (তিরমিজি, ১২৭৯)
জাযাকাল্লাহু খাইরান..

টাকা দিয়েই আসলেই সুখ কেনা যায়। এখন শাড়ি কিনে দিলে আম্মু খুশি হবে। আব্বুকে একটা পাঞ্জাবি কিনে দিলে মুচকি হাসি দিয়ে বলবে “...
26/05/2023

টাকা দিয়েই আসলেই সুখ কেনা যায়। এখন শাড়ি কিনে দিলে আম্মু খুশি হবে। আব্বুকে একটা পাঞ্জাবি কিনে দিলে মুচকি হাসি দিয়ে বলবে “আমার ছেলেটা বড় হয়ে গেছে।"
ছোটবোনকে একটা জামা গিফট দিলে সে জড়িয়ে ধরে বলবে, "তুমি পৃথিবীর সেরা ভাইয়া।"
বউকে সারপ্রাইজ দিলে সে খুশি হয়ে জড়িয়ে ধরবে।

এই যে আব্বু-আম্মুর আনন্দ, ছোটবোনের খুশি, বউয়ের অভিমান ভেঙে জড়িয়ে ধরা, এগুলো কি সুখ নয়? টাকা না থাকলে এই সুখ পেতাম কিভাবে? অর্থই আনন্দের মূল!

24/05/2023

ম্যাচ জয়ের শেষে রোনালদো সেজদা ☝️❤️

বাবার যত্ন ভ'য়ঙ্কর সুন্দর 😍
20/05/2023

বাবার যত্ন ভ'য়ঙ্কর সুন্দর 😍

Being happy is a SELF responsibility. Another human CANNOT fulfill that for you.🙂
20/05/2023

Being happy is a SELF responsibility. Another human CANNOT fulfill that for you.🙂

Alhamdulillah 🕋😍
20/05/2023

Alhamdulillah 🕋😍

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Md Motiur Rahaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Motiur Rahaman:

Videos

Share


Other Digital creator in Cumilla

Show All