11/06/2024
Coca Cola, Pepsi কি আসলেই ইসরাইলী পণ্য???
আপনি যদি কোকা-কোলার অফিসিয়াল রিপোর্ট পড়েন বা স্বাভাবিক দৃষ্টিতে দেখেন, তাহলে তাদের কোথাও ইসরাইলের নাম গন্ধ পর্যন্ত খুঁজে পাবেন না, Wikipedia-তেও না। মজার বিষয় হচ্ছে, তারা গলা ফাটিয়ে বলে যে, ইসরাইলে কোকা-কোলার কোন প্লান্ট/কারখানা ছিলো না। এই জন্যে ইসরাইল কোকা-কোলা বয়কট করেছিলো কোন এক সময়। তারা এটাও বলে যে বর্তমানে কোকা-কোলার কারখানা ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিনেও আছে। সত্যি বলতে কি, এটা তাদের Brand Value বাঁচানোর চেষ্টা মাত্র, তাছাড়া ফিলিস্তিনের কোকের কারখানা তাদের দখল করা ভূমিতেই করা হয়েছে😥। যাইহোক, আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি।
Coca-Cola কোম্পানির বড় ইনভেস্টর হচ্ছেন মি, ওয়ারেন্ট বাফেট (Warren Buffett)। এখন তিনি কিন্তু তাঁর নিজের নামে এই কোকা-কোলাতে ইনভেস্ট করেন নাই। ...**তারা সবাই**...... কোন না কোন কোম্পানির নামে ইনভেস্ট করেন। কোকা-কোলাতে এই ব্যাক্তি ইনভেস্ট করেছেন "Berkshire Hathaway" নামে নিজের একটি ইনভেস্টমেন্ট কোম্পানির আন্ডারে।
এবার দেখি কোকা-কোলা কোম্পানির সব থেকে বড় ইনভেস্ট গুলো কারা।
-Berkshire Hathaway, (400million share, 24 Billion Dollar)
-Vanguard Group (370million share, 22 Billion Dollar) এবং
-BlackRock। (303 million share, 18 Billion Dollar)
মানে Coca-Cola এর ৮০ থেকে ৯০ ভাগ মালিকানাই এই ৩টা কোম্পানির হাতে। যার পরিমান প্রায় ৭ লক্ষ্য কোটি টাকার বেশি।
এবার আমরা দেখবো "Berkshire Hathaway" কোম্পানির প্রকৃত ইনভেস্টর আসে কে??
উত্তর-
-Vanguard Group এবং
-BlackRock ,
এই দুইটা কোম্পানি প্রধান ইনভেস্টর।
(এখানে অনেকে বলবে যে, ভাই, এই কোম্পানির ইনভেস্টরের লিস্টে বিরাট এমাউন্ট অন্যান্য ইনভেস্টমেন্ট ফার্ম বা কোম্পানি আছে। আমি বলিকি, ভাই আপনি সেসকলের ইনভেস্টর, আবার ইনভেস্টরের ইনভেস্টরের লিস্ট চেক করেন, এক সময় এই দুই/তিনটি কোম্পানির নাম পাবেন)
মানে কোকা-কোলার মূল ইনভেস্টমেন্ট এখন আর Berkshire Hathaway এর কোন বড় গুরুত্ত থাকল না, শুধু কাগজে কলমে নামটাই থাকলো।
এবার তাকাই আমরা BlackRock এর দিকে। উনার ইনভেস্টরের প্রধান হচ্ছে Vanguard Group। অন্যকে Vanguard-কে ইনভেস্ট করে BlackRock !! মানে ঘুরে ফিরে সব কিছুর মালিকানায় এই এরা Vanguard Group & Black Rock! (আরেকটা আছে State Street)
আপনি হয়তো কোকের আরো কিছু খুদ্র ইনভেস্টর পাবেন, অথচ সেই ইনভেস্টদের কেও ইনভেস্ট করেছে এই দুইটা গ্রুপ।
আর মজার বিষয় হচ্ছে কিছু ক্ষেত্রে তারা একজন আরেকজকে ইনভেস্ট করে চলেছে। একজনের লেজ ধরে আরেকজন মিলিয়ে দুনিয়ার বড় বড় যা কিছু আছে সব কিছুকে এরা ইনভেস্ট করেছে। লেজ ধরে টানতে থাকলে শেষমেশ এই দুইটা/তিনটা কোম্পানিতে গিয়ে ঠেকে।
এডের ইনভেস্টমেন্টে আছে টিভি চ্যানেল, কোকা-কোলা, পেপসি, ওয়ার্ল্ড ডিজনি, ফক্স সিনেমা, নেটফ্লিক্স, প্রক্টর এন্ড গেম্বল, এপল কোর্পরেশন, ইন্টেল, এমাজন, ফক্স নিউজ, ব্যাংক অফ আমেরিকা, টেসলা, ফেসবুক, গুগল ইত্যাদি কি নেই... (গুগলের বড় দুইজন ইনভেস্ট যেই কোম্পানি, সেই দুইটার ইনভেস্ট কিন্তু আবার Vanguard Group, BlackRock এবং state street)
আপনি চাইলেই বের করতে পারবেন না বাক্তি হিসেবে কে কে আছে এই সব মেগা জায়ান্ট কোম্পানির পেছনে, এদের পেছনের শেয়ার হোল্ডার কারা এবং তারা কে? তাদের বংশ পরিচয় কি? আমি কিছু বের করেছি,
--------------------------
--BlackRock এর চেয়ারম্যান ও CEO ও ফাউন্ডার হচ্ছেন Larry D Fink যিনি ইহুদি ও ইসরাইলি বংশভুক্ত। বর্তমানে সে ব্লাক-করের সর্বোচ্চ একক ভাবে ৫লক্ষ্য ২০ হাজার শেয়ার মালিক।
--BlackRock এর কো-ফাউন্ডার হচ্ছেন Susan L. Wagner তিনিও ইহুদি পরিবারের যার বর্তমানে ব্লাককরের ২য় সর্বোচ শেয়ারের মালিক, পরিমান ৪লক্ষ ২৯ হাজার।
---BlackRock এর প্রেসিডেন্ট একজন ইহুদি পরিবারের। নাম Robert S. Kapito, তাকে ২০১২ সালে ইহুদি কমিউনিটি থেকে এওয়ার্ড দেওয়া হয়। তিনি ব্লাক রকের ২লক্ষ ২৬ হাজার শেয়ারের মালিক।
--তাদের ধোকাবাজি দেখেন। অনেকে বলবে BlackRock এর ৪৪.৬৮ পার্সেন্ট শেয়ার Merrill Lynch ইনভেস্টইমেন্ট কোম্পানির। অথচ এটা কেউ বলেনা যে Merrill Lynch নিজেই BlackRock এর মালিকানাধীন।
---আর কস্টের কথা কি বলবো, আরব ফান্ড এন্ড সমাজ উন্নয়নের ডিরেক্ট Bader M. Alsaad নিজেও এই ইহুদি কোম্পানির ডিরেক্টর হিসেবে আছেন।
---Vanguard এর বিষয় তথ্য অনেক কম, তবে এর ফাউন্ডার নাম মৃত Herbert A. Kraft এর ছিলো ইহুদি দরদ। তিনি ইহুদিদের জন্যে আলাদা ট্রান্সপোর্টেশন ও স্কুলের ব্যবস্থাও করে দিতেন। তার পরিবার এখন এই কোম্পানির ২ কোটি ১১ লক্ষ্য এর মত শেয়ারের মালিক। তাদের হাতে কতটা ক্ষমা চিন্তা করেন। মানুষের টাকায় কাগজে কলমে কিন্তু টাকার কন্ট্রোল তাদের হাতে।
---Black Rock নিজে আবার সব থেকে বড় শেয়ার হোল্ডার এই ভ্যানগার্ডের। প্রায় ৪৫ লক্ষ্য শেয়ার তাদের।
--Israel Englander, তিনি ইসরাইল পরিবার বংশভুক্ত আমেরিকায় জন্ম। Vanguard Group এর ১৭ লক্ষ এর মতো শেয়ার তাঁর নিজের নামে। যা সম্পূর্ন কোম্পানির প্রায় ৬ পার্সেন্ট মালিকা। আরো আপডেট করে দিবো পেলে...
---------------------------------
এ ছারা আরো অনেকে আছে আছেন, তারা মিডিয়াতে আসেন না। মাত্র একজনের কথা বললাম, আরো কত ইসরাইলী বা ইহুদি (jewish) ইনভেস্টর এই ৩টি গ্রুপের পেছনে আছে কে জানে? কেন আমেরিকা তাদের কথায় উঠে বসে, কেন ফেসবুক সহ বড় বড় টেক কোম্পানি তাদের কথায় শুর মেলায় বুঝেন এবার।
একটা কথা পরিস্কার করি, তাদের এতো এতো অর্থ কিন্তু নিজেদের না। মানুষের টাকা। কাগজে কলমে মানুষের টাকা কিন্তু বাস্তবে এই অর্থ গুলো তাদের হাতে, তাদের কন্ট্রলে, সিদ্ধান্ত তারা নেয় কই ইনভেস্ট করবে আর কোন দেশকে সাহায্য করবে।
এই কোম্পানিগুলো যদি একবার বলে আমাদের ইনভেস্টমেন্টের টাকা নিয়ে যাবো তোর কোম্পানি থেকে তাহলেই হইছে, ফেসবুকের প্রায় ১০০ বিলিয়ন ডলারে শেষ। হাতে বাটি নিয়ে বসার অবস্থা হবে তাদের।
তাহলে বুঝতেই পারছেন, কোকা-কোলা আসলেই কাদের?? কোকের ফাউন্ডার যেই হোক, এর কন্ট্রোল ইহুদিদের। আশা করি বুঝতে পারছেন ওয়ার্ড লীডার কারা বর্তমানে? কেন সব কোম্পানি ইসরাইল ইসুতে একদম চুপ। এমনকি আমেরিকার নিজেরও ক্ষমতা নেই এই কোম্পানিগুলোর বিপক্ষে যাওয়ার। শুধু কি আমেরিকা, এদের সুবিধা ভোগি আরো না না দেশ।
আচ্ছা, এবার আসল প্রশ্নঃ
এই কোক, এটা কি বাদ দেয়া ঠিক হবে? আপনি তো ফেসবুকও চালান?
জী, ইসরাইলে পণ্য দিয়েই আমরা ঘেরা, মানে তাদের ইনভেস্টমেন্টে ও ম্যানেজমেন্ট ফুলে ফেপে উঠা কোম্পানির পণ্য চারদিকে। এখন একটা ব্যবহার করতে হচ্ছে বলেই যে অন্যগুলো বাদ দিতে পারবো না... ব্যবহার করতে হবে এমন কোন কথা নেই। বরং যা যা বাদ দেওয়া যায় তা অবশ্যই বাদ দিতে হবে। এবং আমাদের অল্টারনেটিভ বের করতে হবে। যেমন YouTube এর পরিবর্তে Mahfil App অনেক সুন্দর করেছে। ফেসবুকের পরিবর্তে Alfaafa Community অল্প অল্প করে চেষ্টা করছে, অনেকে দেশীয় Mojo Cola তে ডাইভার্ট হচ্ছে। সম্ভব, সামনে পা বাড়ালে আল্লাহ পথ উন্মোচন করে দেন। তাদের পরিকল্পনা ব্যার্থ হতে বাধ্য সত্যের সামনে। ইন-শা-আল্লাহ।
নিচে কিছু কোম্পানির লিস্ট দেই, তাদের বড় একটা অংশ এই কোম্পানি গুলোতে ইনভেস্টে আছে। আরো অনেক আছে সময় পেলে এড করে দিবো, বাদ বাকি নিজেরাই বুঝেনেন...
-Apple Inc
-Microsoft Corporation
-Amazon. com
-Tesla Motors
-NVIDIA Corporation (Graphics)
-Bank of America Corporation
-American Express Company
-Coca-Cola Company
-Pepsi (PEP)
-Meta Platforms (ফেসবুকের সবগুলো প্রোডাক্টস)
-Hp
-Mastercard and Visa
-Paramount Global (Movie)
-General Motors Company
-Johnson & Johnson
-Procter & Gamble (P&G)
-Google
-UnitedHealth
-Wal-Mart Stores (WMT)
-McDonald's Corporation (MCD)
-Adobe Systems Incorporated (photoshop সহ সব)
-Netflix (NFLX)
-Walt Disney Company (DIS)
-Nike
-Starbucks Corporation
-Paypal Holdings (PYPL)
-Uber Technologies (UBER)
-Ford Motor Company
-FedEx Corporation (FDX)
-Autodesk (ADSK)
-OpenAI যাদের, তারা এই ২ ইনভেস্টরের!
-DC, Marvel, Fox, Sony picture, Worner bro একজন আরেকজনের বস, এবং তাদের ইনভেস্টর উপরে উঠতে থাকবে। ঘুরে ফিরে এদেরকেই পাবেন। তাই যে কোন এজেন্ডা দেখবেন তারা মুভির মাধ্যমে প্রচার করে। চাই তাদের মুভি ফ্লপ করুন বা ওস্কার পাক। তাদের কাছে ম্যাটার করে না। তারা চায় ম্যাসেজ চলে যাক। মিউজিক ইন্ড্রাসট্রি এর বড় অংশটাও তাদের হাতে।
আরো অনেক গুলো কোম্পানি আছে, স্বাভাবিক ভাবে সেসব কোম্পানির ভেতরে আপনারা বড় ইনভেস্টরদের খুঁজে না পেলেও যদি ঠিক মতো লেজ টানতে পারেন। ইদুর খুজতে গিয়ে এই দুইটা সাপকে ঠিকই পাবেন।
©️