Yousuf Jamil ইউসুফ জামিল

Yousuf Jamil ইউসুফ জামিল -কিছু মানুষ পূর্ণতা দেখিয়ে !

_শূণ্যতা উপহার দিয়ে যায়!!💔🥀7

05/12/2023

হাসি থামাতে পারবেন না। শিক্ষণীয় একটি কাহিনী।

কোনো এক কাক ডাকা ভোরে, কিংবা অলস দুপুরে হঠাৎ আপনি শুনতে পাবেন        আমার মৃত্যুর খবর। খবরটা শুনেই আপনি  হবেন ভাষাহীন, ত...
01/12/2023

কোনো এক কাক ডাকা ভোরে, কিংবা
অলস দুপুরে হঠাৎ আপনি শুনতে পাবেন
আমার মৃত্যুর খবর।

খবরটা শুনেই আপনি হবেন ভাষাহীন,
তারপর পাথর হয়ে পড়ে থাকবেন।
আপনার বুকের ভিতরটাতে ব্যথারা
স্ফুলিঙ্গ ফুটিয়ে যাবে,
তীব্র এক অপরাধ বোধে।

তবুও আপনি তখন ভেঙে পড়বেন না,
পড়বেন না মুষড়ে।
ভেবে নিন আমি ছিলাম এক স্রোতহীন নদী
রাতের আঁধারে হয়ে গেলাম আজ নিরুদ্দেশ।

একজন মুকুটহীন সম্রাটের রাজকীয় বিদায়। বন্ধের মধ্যেও হাজারো ওয়ারাসাতুল আম্বিয়ায় পরিপূর্ণ হয়েছিল ফরিদাবাদ  মাদ্রাসার ...
30/11/2023

একজন মুকুটহীন সম্রাটের রাজকীয় বিদায়।
বন্ধের মধ্যেও হাজারো ওয়ারাসাতুল আম্বিয়ায়
পরিপূর্ণ হয়েছিল ফরিদাবাদ মাদ্রাসার প্রাঙ্গণ।
আল্লাহ তায়ালা উস্তাদের কবরকে জান্নাতের বাগান
বানিয়ে দিন।আমিন।
سقى الله ثراه و جعل الجنة مثواه

30/09/2023

❝যে যুবক যৌবনে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে,
কিয়ামতের দিন আল্লাহ্ তাকে আরশের ছায়ায় আশ্রয় দান করবেন।❞

[বুখারি-৬৮০৬]🌸

18/09/2023

পাপের শুরুটা একটু একটু করেই হয়। নফসকে একবার সুযোগ দিলে সে হৃষ্টপুষ্ট হতেই থাকে। তখন সে পরিচালকের আসনে বসে যায়। আর ধীরে ধীরে অন্তরে মরিচা পড়তে থাকে।
Yousuf Jamil

15/09/2023

রাসুলুল্লাহ বলছেন,
"আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে? 💔
আল্লাহ জবাব পাঠিয়েছেন "আপনার উম্মতকে আমি একা ছাড়ব না । "

( দুরুদ পড়বেন না? অন্তত ১০০ বার,
সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম ﷺ )

31/08/2023

১. আপনার তিন বছর থেকে বড় শিশুকে কারো কোলে বসতে দিবেন না। এমনকি তার চাচার কোলেও না।

২. সন্তানের বয়স দু’বছরের বেশী হলেই তার সামনে আর আপনি কাপড়চোপড় পাল্টাবেন না।

৩. প্রাপ্ত বয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্য করে বলছে: ‘আমার বৌ’, ‘আমার স্বামী’- এটা অ্যালাউ করবেন না।

৪. আপনার শিশু যখন বলছে সে খেলতে যাচ্ছে, কোন্ ধরণের খেলা সে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন, উঠতি বয়সি বাচ্চাদের মধ্যে অ্যাবিউজিং প্রবণতা পাওয়া যাচ্ছে।

৫. স্বাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে কোথাও যেতে আপনার শিশুকে জোরাজুরি করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোন প্রাপ্ত বয়স্কের ভক্ত হয়ে উঠেছে কিনা।

৬. দারুণ প্রাণচ্ছল কোন শিশু হঠাৎ নির্জিব হয়ে গেলে, তাকে প্রশ্ন করুণ। তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা করুণ।

৭. বয়:সন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌনমূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে সমাজ তাকে ভুল টা শিখিয়ে দেবে।

৮. কোন ছবি, কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে আগে তা নিজে দেখুন। কোন বই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন।

৯. আপনি নিশ্চিত হন যে আপনি প্যারেন্টাল কন্ট্রোল অপশন অ্যাক্টিভেট করে রেখেছেন কেবল নেটওয়ার্কে, বিশেষ করে সেই সমস্ত নেটওয়ার্কে যেখানে আপনার শিশু প্রায়শই ভিজিট করে।

১০. তিন বছর বয়স হয়েছে এমন সন্তানকে তাদের ব্যক্তিগত গোপন স্থানসমূহ কিভাবে পরিস্কারপরিচ্ছন্ন রাখতে হয় তা শেখান। সতর্ক করে দিন যেন সেসব এলাকা কেউ স্পর্শ করতে না পারে- নিষিদ্ধদের মধ্যে আপনিও আছেন (মনে রাখবেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম এ্যান্ড উইথ ইউ)।

১১. কালো তালিকাভুক্ত করুণ সেই সব বই, গান, মুভি, পরিবার বা ব্যক্তিকে- আপনি মনে করেন যে বা যা আপনার শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে।

১২. আপনার শিশুকে ভিড়ের বাইরে গিয়ে দাড়ানোর মূল্যবোধ শেখান।

১৩. আপনার শিশু যদি কারো সম্পর্কে অভিযোগ করে তবে দয়া করে বিষয়টি নিয়ে মুখ বুজে থাকবেন না।

যারা নগ্নতা কামনা করে তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষকতা না করে পতিতালয়ের দালালি করা উচিত।😡😡
30/08/2023

যারা নগ্নতা কামনা করে তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষকতা না করে
পতিতালয়ের দালালি করা উচিত।😡😡

29/08/2023

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

যাদের জামজমের পানি খাওয়ার সৌভাগ্য হয়েছে তারা বলি আলহামদুলিল্লাহ। আর যাদের এখনও সৌভাগ্য হয়নি তারা বলি ইনশাআল্লাহ। 💞💞
29/08/2023

যাদের জামজমের পানি খাওয়ার সৌভাগ্য হয়েছে তারা বলি আলহামদুলিল্লাহ। আর যাদের এখনও সৌভাগ্য হয়নি তারা বলি ইনশাআল্লাহ। 💞💞

28/08/2023

সবার কাছে দোয়ার দরখাস্ত 🤲

বৃষ্টি 🌧️
26/08/2023

বৃষ্টি 🌧️

25/08/2023

‘আমি মহান আরশের মালিক আল্লাহর কাছে সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

শিক্ষা পেতে হলে আসুন ..
25/08/2023

শিক্ষা পেতে হলে আসুন ..

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Yousuf Jamil ইউসুফ জামিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yousuf Jamil ইউসুফ জামিল:

Videos

Share