Kazi's Koitor Loft

Kazi's Koitor Loft This page is all about Pigeon. Here you will find my pigeons, suggestions, guide lines and every thi

17/05/2024

আমার সবচেয়ে পছন্দের পান্খি কবুতরটি গতকাল বিকেলে হঠাৎই স্ট্রোক করে না ফেরার দেশে চলে গেল। বাচ্চা অবস্থায় নবী ভাইয়ের কাছ থেকে কিনেছিলাম, একজন এটাকে অনেক দাম বলেছিল কিন্তু দেই নি। অনেক কষ্ট লেগেছে, কিন্তু হায়াত ময়ুত সব আল্লাহর হাতে। সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন।

08/05/2024

ভূতের মুখে রাম নামঃ

আজ আমি আপনাদের এমন একটা ভূতের কথা বলব যাকে আপনারা সবাই চিনেন কিন্তু জানেন না।
কবুতর পালছি ৬ বছর কিন্তু প্রায়ই আমাকে সেই ভূত তাড়া করে বেড়ায়। যখন বাম ছিল তখন ভূতের কবুতর প্রায়ই আমার বামে এসে বসে থাকত। আমি নাক্কি টাক্কি মারতাম না। কবুতরগুলো আবার তার বাসায় চলে যেত। সুসম্পর্ক বজায় রাখার জন্য আমি কবুতর গুলো ধরতাম না। ভূতের কাছ থেকে কিছু কালারিং কবুতর কিনে আমি বেশ ঠকে ছিলাম এবং কিছু গিরিবাজ কবুতরও কিনেছিলাম, যার মধ্যে ৩-৪ বাঞ্জা হয়। তাকে বলার পরও সেগুলো আর বদলিয়ে দেয় নাই। সম্পর্ক সব সময় এক থাকে না। আমি হৃদয়কে (আমার কবুতর দেখাশুনা করত) শুধু ১ সপ্তাহ কবুতর ধরতে বলেছিলাম, সে এক সপ্তাহে ১৪-১৫ টা কবুতর ধরে ছিল। পরে তো শুরু হল ভূতের অত্যাচার। হৃদয়কে রাস্তায় পেলে রাস্তায় ধরে, ছাদে এসে মারতে যায়। নেহায়েত ভদ্রতার খাতিরে তার অধিকাংশ কবুতর ফিরিয়ে দেই, ৩-৪ টা রেখেছিলাম, যতগুলো বাঞ্জা বের হয়েছিল তার সমান। একবার তার এক কবুতর প্রায়ই চলে আসত, ওইটা ২-৩ বার ফিরিয়ে নেয়ার পর আবারও চলে আসে। তখন সে ছাদে এসে বলে, তোদের এত কিছু খাওয়াই তারপরও ভুট্টাভাঙ্গা খেতে চলে আসস। তারপর ওই টাকে নিজে নাক্কি মেরে নিয়ে যায়। আমি গত ৩ বছর বাম লাগাই নাই, কারণ বাম লাগালে ভূতের কবুতর এসে বসে থাকে। এতে সুসম্পর্ক বজায় থাকে না।

আমার বাসার পাশেই এক স্কুল শিক্ষক ও তার ৬-৭ বছরের ছেলে ১০-১২ টা কবুতর পালত, একদিন সেই স্কুল শিক্ষক আমার ছাদে এসে বললেন তার কবুতরগুলো আর নেই, প্রতিদিন ২-৩ টা করে নেই, উনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কি উনার কাছে কিছু কবুতর বিক্রি করব কিনা। উনি যখন বললেন তার কবুতর গুলো আর নেই, তখন আমার আর বুঝতে বাকি রইলনা যে এখানেও ভূতের ছায়া পড়েছে। পরে শুনলাম ভূতের শিষ্য নাকি সেগুলোকে ধরে বাজারে বিক্রি করে দিয়েছে কারন তার নাকি কবুতর উড়াতে ঝামেলা হয়। পরে আমি উনাকে ৩ টা কবুতর গিফট করেছিলাম কারণ তার ছেলেটা কবুতরের জন্য কান্নাকাটি করতেসে।

কবুতর সেক্টরে মাঝে মাঝে কিছু মুরগির উদয় হয়, আর সেই মুরগিগুলো অবশ্যই ভূতের আশ্রমে এসে ......মারা খেয়ে যায়। মটু পাতলু এসে সে রকমই খেয়ে গেছে যা তারা পরে অনুধাবন করতে পেরেছে। এখন ভূতের নাম শুনতেও পারে না। মটু পাতলু তার যে কি উপকার করেছিল তা আমি জানি।

ভূতের শিষ্যের অভাব নাই। ভূতের শিষ্যদের কারিশমায় এক অভাবনীয় রেজাল্ট পেয়েযায় ভূত। তখন তাকে আর কে পায়। তারপর শুরু বাচ্চা বাণিজ্য। সব কবুতরের বাচ্চা হয়ে যায় তার বিশেষ কবুতরের বাচ্চা। হায়রে অভাগারা এক জোড়া কবুতর থেকে কয় জোড়া বাচ্চা পাওয়া যায় তারা কি তারা জানে না।

আমি কবুতর পালি কিন্তু আমাকে কবুতর দিয়ে টাকা কামাতে হবে এরকম চিন্তা ভাবনা কখনো ছিল না। কবুতর পালি মনের আনন্দে। কবুতর ছাড়া থাকলে ভূতের কবুতরের বাচ্চা নিজে নিজে এসে খাঁচায় মধ্যে ঢুঁকে বসে থাকে। ভূতের ফোন পেলে সেগুলো দিয়ে আসা হয়। আমার দায়িত্ব না তার কবুতর পাহারা দেয়া।

গতকাল নাকি সেই দৈত্যকার ভূত আমার বাবাকে বলেছে সে আমার খাঁচা টাচা লাথি দিয়ে ভেঙ্গে ফেলবে কারণ তুষার নাকি তার কবুতর ধরেছে। আমার বাবা তাকে বলেছে সে যেন ছাদ থেকে নেমে যায়। আবার তুষারের নানার কাছে গিয়ে বিচার দিয়েছে তুষার নাকি ছাই পাশ খায়। ওরে কবুতর পালা থেকে দূরে থাকতে। আমি আমার জীবনে কোনদিন সিগেরেট ও মদ খাই নাই। তুষারের মা ভাল করেই জানে ও আমার কাছে ভাল আছে। বরং ভূতের ফ্রিজে যে ওই সব থাকে তা তার কাছের মানুষজন জানে।

আমি আজ থেকে ঘোষণা দিচ্ছি আজ থেকে আর কোন কবুতর ফেরত দেয়া হবে না সে যত বড় ভূতই হোক। মানুষের বাজির কবুতর ওই বাজির লোকের কাছেই বেচে কিনা দামের ১২ গুনে। তার ভণ্ডামির কথা বলে শেষ করা যাবে না। এত কিছু দেখে আমার একটাই কথা মনে পড়ছে- ভূতের মুখে রাম নাম।

05/05/2024

আলহামদুলিল্লাহ পাল্লার কবুতরগুলোর বাচ্চা। প্রচন্ড গরমে ডিম বাচ্চা নষ্ট হয়েছে অনেক। তারপরও আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আরও কিছু বাচ্চা দাপ্রিতে আসবে কয়দিনের মধ্যে।

11/04/2024

সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। কবুতর গুলো ছাড়া আমার প্রথম ঈদ। বাংলাদেশ ও আমার পরিবারের সদস্যদের অনেক মিস করছি তবুও সামনে এগিয়ে যেতে হবে। সবাই ভাল থাকবেন ও ঈদের সময়টাকে উপভোগ করবেন।

06/04/2024

আজ প্রায় ৩ মাস পর একটা মাদি তার আপন নীড়ে ফিরে এসেছে। মাক্রা মাদিটি ফিরে আসায় আমি অনেক আনন্দিত। পাল্লার কবুতর যখন অনেক চেষ্টার পর তার আপন গন্তব্যে ফিরে আসে, তখন কবুতর পালকের আনন্দের সীমা থাকে না। সবাই আমার ও আমার কবুতরের জন্য দোয়া করবেন।

12/02/2024

মিরপুর পায়রা সংগঠনের ৩৫ কিলো ৪ সাইডের শেষ দিন ( ভোলতা রোড) আজকে অনুষ্ঠিত হল। আজ রেজাল্টের অনেক হের ফের হয়েছে।

আজকের রেজাল্টঃ
১০ টির মধ্যে ১০ টি কবুতর এসে যারা প্রথম হলেন তারা হলেনঃ
১/ মোঃ আব্দুল বাতেন (শেওড়াপাড়া)
২/ এ আর পিজিয়ন লফট (কাউন্দিয়া)
৩/ রাকিভ খান অভি (শেওড়াপাড়া)

১০ টির মধ্যে ৯ টি কবুতর এসে যারা দ্বিতীয় হলেন তারা হলেনঃ
১/ আনোয়ার সেলিম পাপ্পু (মিরপুর ১০)
২/ মাহির সাদমান সামিন (কাজীপাড়া)
৩/মোঃ আনিস- মনোয়ার (মিরপুর ১৩)

১০ টির মধ্যে ৮টি কবুতর এসে যারা তৃতীয় হলেন তারা হলেনঃ
১/ মোহাম্মদ আলী (নবাবের বাগ)
২/ মোঃ সঞ্জব আলী (আমিনবাজার)

১০ টির মধ্যে ৭টি কবুতর এসে যারা চতুর্থ হলেন তারা হলেনঃ
১/ মোঃ শাকিল দেওয়ান (দিয়াবাড়ি)
২/ মিরপুর শহীদ স্মৃতি পিজিয়ন লফট (গাবতলী)

১০ টির মধ্যে ৬টি কবুতর এসে যিনি পঞ্চম হলেন তিনি হলেনঃ
১/ শ্রী সু চান (পালপাড়া)

সবাইকে অন্তরিক শুভেচ্ছা। অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অচিরেই পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

10/02/2024

মিরপুর পায়রা সংগঠনের ৩৫ কিলো ৪ সাইডের তৃতীয় দিন (টসের মাধ্যমে শিঙ্গাইর রোড নির্ধারিত হয়) আজকে অনুষ্ঠিত হল। আজ ৪ টি কবুতর মিস হয়েছে
আজকের রেজাল্টঃ
১০ টির মধ্যে ১০ টি কবুতর এসেছে যাদের তারা হলেনঃ
১/ মোঃ আব্দুল বাতেন (শেওড়াপাড়া)
২/ এ আর পিজিয়ন লফট (কাউন্দিয়া)
৩/ রাকিভ খান অভি (শেওড়াপাড়া)
৪/ মোহাম্মদ আলী (নবাবের বাগ)
৫/ আনোয়ার সেলিম পাপ্পু (মিরপুর ১০)
৬/ মাহির সাদমান সামিন (কাজীপাড়া)
৭/ মোঃ সঞ্জব আলী (আমিনবাজার)
৮/ শ্রী সু চান (পালপাড়া)

১০ টির মধ্যে ৯ টি কবুতর এসেছে তারা হলেনঃ
মোঃ আনিস (মিরপুর ১৩)

১০ টির মধ্যে ৮টি কবুতর এসেছে তারা হলেনঃ
মিরপুর শহীদ স্মৃতি পিজিয়ন লফট (গাবতলী)

১০ টির মধ্যে ৭টি কবুতর এসেছে তারা হলেনঃ
মোঃ শাকিল দেওয়ান (দিয়াবাড়ি)

08/02/2024

মিরপুর পায়রা সংগঠনের ৩৫ কিলো ৪ সাইডের দ্বিতীয় দিন (টসের মাধ্যমে মাওয়া রোড নির্ধারিত হয়) আজকে অনুষ্ঠিত হল। আজ কারো কোন কবুতর মিস হয় নাই, রেজাল্ট আগের দিনের মতই আছে।

আজকের রেজাল্টঃ
১০ টির মধ্যে ১০ টি কবুতর এসেছে যাদের তারা হলেনঃ
১/ মোঃ আব্দুল বাতেন (শেওড়াপাড়া)
২/ এ আর পিজিয়ন লফট (কাউন্দিয়া)
৩/ রাকিভ খান অভি (শেওড়াপাড়া)
৪/ মোহাম্মদ আলী (নবাবের বাগ)
৫/ আনোয়ার সেলিম পাপ্পু (মিরপুর ১০)
৬/ মাহির সাদমান সামিন (কাজীপাড়া)
৭/ মোঃ সঞ্জব আলী (আমিনবাজার)
৮/ শ্রী সু চান (পালপাড়া)
৯/ মোঃ শাকিল দেওয়ান (দিয়াবাড়ি)

১০ টির মধ্যে ৯ টি কবুতর এসেছে যাদের তারা হলেনঃ
১/ মোঃ আনিস (মিরপুর ১৩)
২/ মিরপুর শহীদ স্মৃতি পিজিয়ন লফট (গাবতলী)

মিরপুর পায়রা সংগঠনের ৩৫ কিলো ৪ সাইডের প্রথম দিন (টসের মাধ্যমে গাজীপুর রোড নির্ধারিত হয়) আজকে অনুষ্ঠিত হল। ১১ জন অংশগ্রহণ...
06/02/2024

মিরপুর পায়রা সংগঠনের ৩৫ কিলো ৪ সাইডের প্রথম দিন (টসের মাধ্যমে গাজীপুর রোড নির্ধারিত হয়) আজকে অনুষ্ঠিত হল। ১১ জন অংশগ্রহণকারীর ১১০ টি কবুতরের মধ্যে মাত্র ২ টা কবুতর ফিরে আসতে পারে নাই।
আজকের রেজাল্টঃ
১০ টির মধ্যে ১০ টি কবুতর এসেছে যাদের তারা হলেনঃ
১/ মোঃ আব্দুল বাতেন (শেওড়াপাড়া)
২/ এ আর পিজিয়ন লফট (কাউন্দিয়া)
৩/ রাকিভ খান অভি (শেওড়াপাড়া)
৪/ মোহাম্মদ আলী (নবাবের বাগ)
৫/ আনোয়ার সেলিম পাপ্পু (মিরপুর ১০)
৬/ মাহির সাদমান সামিন (কাজীপাড়া)
৭/ মোঃ সঞ্জব আলী (আমিনবাজার)
৮/ শ্রী সু চান (ডালপাড়া)
৯/ মোঃ শাকিল দেওয়ান (দিয়াবাড়ি)

১০ টির মধ্যে ৯ টি কবুতর এসেছে যাদের তারা হলেনঃ
১/ মোঃ আনিস (মিরপুর ১৩)
২/ মোঃ আমজাদ (গাবতলী)

আরও ৩ দিনের খেলা বাকি, অনেক কিছু হবে। হাড্ডাহাড্ডি লড়াই হবে সে আশা বেক্ত করছি।

05/02/2024

নিউ এডাল্ট, আরও অনেক সুন্দর হবে যত দিন যাবে।

01/10/2023

দুই জোড়া কবুতর কমাতে চাচ্ছি। চুইঠাল দুইটা মাদি।
স্থান: শেওড়াপাড়া মিরপুর ঢাকা
ফোন নম্বরঃ ০১৩০২৫২৫৭৩৮, ০১৭২৫৭৮০৮৮১

অনেক কিছুই করার বাকি
26/09/2023

অনেক কিছুই করার বাকি

23/09/2023

আলহামদুলিল্লাহ্‌ আলহামদুলিল্লাহ্‌ আলহামদুলিল্লাহ্‌ আলহামদুলিল্লাহ্‌

সবাই আমার জন্য দোয়া করবেন।

আজ খাঁচা গুলো পুরোপুরি খালি করে দিলাম, আর ভালো লাগছিল না মানুষের উল্টাপাল্টা দাম শুনতে।
20/09/2023

আজ খাঁচা গুলো পুরোপুরি খালি করে দিলাম, আর ভালো লাগছিল না মানুষের উল্টাপাল্টা দাম শুনতে।

আজ এই ভাই ৫ টি কবুতর নিয়ে গেল, ৩টি কালো গলা মাদি, ১ টি বাঘা মাদি ও ১টি কালো গলা নর
19/09/2023

আজ এই ভাই ৫ টি কবুতর নিয়ে গেল, ৩টি কালো গলা মাদি, ১ টি বাঘা মাদি ও ১টি কালো গলা নর

18/09/2023

৬ টি মাদি কবুতর কমাতে চাচ্ছি। কারো পছন্দ হলে যোগাযোগ করতে পারেন।

স্থানঃ শ্যাওড়াপাড়া, মিরপুর, ঢাকা
ফোনঃ ০১৩০২৫২৫৭৩৮, ০১৭২৫৭৮০৮৮১

Call now to connect with business.

16/09/2023

পাল্লার আগে সবারই উচিৎ সবার কবুতরের ফিটনেস চেক করা। অনেক কবুতরই ফিটনেসের অভাবে বাসায় ফিরতে পারে না। আর আমরা এখন সবাই ভুরি ভুরি রেজাল্ট চাই, অনেক সময় কবুতরের সক্ষমতার কথা চিন্তা না করেই আমরা পাল্লার পর পাল্লা দিয়ে যাই। এতে অনেক সময় ভাল কবুতরও বাসায় ফিরতে পারে না।
একজন কবুতর পালকের সাথে তার কবুতরের কাল্পনিক কথোপকথন।

14/09/2023

সকালে ঘুম থেকে উঠে দেখি কি পরিষ্কার আকাশ, তুষারকে বললাম কবুতর ছাড়তে। কবুতর ছাড়ার কিছুক্ষণ পর দেখলাম আকাশ মেঘে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ পর কালো মেঘে আকাশ ছেয়ে গেল। শরতের নীল আকাশ এখনো পুরোপুরি দেখতে পেলাম না। কবুতর ছাড়ার পর আমার ভয় লাগে কখন যেন আবার বৃষ্টি নামে। সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন।

ছেলে মেয়ের জন্য নতুন অতিথি
09/09/2023

ছেলে মেয়ের জন্য নতুন অতিথি

08/09/2023

আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!

অপেক্ষায় রইলাম শুভদিনের জন্য।
আমার এক জোড়া কবুতর।

25/08/2023

আজ আমি আর তুষার মিরপুর ১ এ গিয়েছিলাম একটা ইবোনাইট বোর্ড কিনতে, কিনার পর কবুতরের হাটে গিয়েছিলাম। কবুতর পালিতো, তাই হাটের কাছাকাছি গেলে না গিয়ে থাকতে পারি না। অনেকদিন পর হাটে গেলাম। আমার মনে হয় মিরপুর ১ এর হাট বাংলাদেশের সবচেয়ে বড় কবুতর ও পাখির হাট। এত কবুতর আর এত পাখি কি আর বলব। পাখি নিয়ে আমার কোন আগ্রহ না থাকায় আমি আর পাখির জটলার দিকে যাই নাই। হাটে যে কবুতর গুলো উঠে তার মধ্যে ৩০% হুমা, ৩০% ফেন্সি, ৩০% গিরিবাজ, ও ১০% মিক্স। এই ১০% কবুতরগুলো হাটের সৌন্দর্য নষ্ট করে, এগুলো আসলে কেটে ফেলা উচিৎ। এগুলো আসলে কেউ কিনে না। নতুন পালক বা মহিলারা এই কবুতরগুলোর মালিক। তারা কার সাথে কি জোড়া দিতে হবে তা নিয়ে মোটেও চিন্তিত নয়, তাদের কবুতর হলেই হবে। এই কবুতর গুলো জন্ম হয়ে পড়েছে বিপাকে। এই কবুতরগুলোকে কমিয়ে ফেলা সবার জন্যই মঙ্গলজনক।

হাটে যে হুমা, ফেন্সি বা গিরিবাজ উঠে সেগুলো মোটামুটি মানের। খুব ভাল মানের যে উঠে না তা কিন্তু নয়, সেগুলো চিনে বের করা বেশ কষ্টসাধ্য। আর ভালগুলো হয় অধিকাংশ ত্রুটিযুক্ত নতুবা অনেক বয়স্ক। এখনও খুব ভাল কবুতর হাটে উঠে না। পাল্লা দেয়ার সময়ে কিছু ভাল কবুতর হাটে পাওয়া যায়।

আমাকে অনেকেই কবুতরের জন্য নক দেয়, আমি যখন মূল্য বলি তখন অনেকেই বলে কবুতরের দাম এখন অনেক কম। আমি তাদের বলি ভাই হাট থেকে কিনেন। মাশাআল্লাহ আমার অনেক কবুতর, তাই অনেকের ধারণা আমি যেন তেন কবুতর পালি। এটা বলতে পারি কবুতরের একটা স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা করি। কয় দিন আগে যে পোস্ট দিয়েছিলাম ১২৫ টা কবুতর কমাব, মাশাআল্লাহ ৩০ টার উপর কমিয়েছি। আরও কয় জন নিবে বলে কথা চলছে। মাশাআল্লাহ এখনও আমার কবুতরের সংখ্যা ৭৭০+।

আজ দুপুরে বেশ বৃষ্টি হয়েছে। ছাদে ছিলাম আর বৃষ্টিটাও উপভোগ করলাম। সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন।

18/08/2023

লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার।।
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।।

আমার কিছু পাঙ্খি কবুতরের বাচ্চা

17/08/2023

আমার হিংস্র টাইপের কবুতর অনেক ভাল লাগে। পাঙ্খি কবুতর অনেক হিংস্র। এদের মাশাআল্লাহ অনেক শক্তি। মাশাআল্লাহ সবগুলোরই চোখ অনেক সুন্দর, পায়ের নখ কুচকুচে কালো। মাথার গঠনটাও মাশাআল্লাহ। সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন।

15/08/2023

কয়দিন ধরে কবুতরের অনেক বেশি পোস্ট করেছিলাম, অনেক মানুষ নকও করেছে। বেশ কয়জন পাল্লার কবুতর চেয়েছে। কারো কারো আবদার এই রকম যে তাদের ৪ সাইড ৪৫ কিলো পাল্লা করা এরকম কবুতর লাগবে এবং এদের বাচ্চা যেন ৪ সাইড থেকে আসে তার গ্যারান্টি। যারা কবুতর পালে তারা জানে ৪ সাইড ৪৫ কিলো পাল্লা করা কত কষ্টের। আর কবুতর পাল্লায় আসবে তার গ্যারান্টি কেউ দিতে পারবে কিনা আমি জানি না। কারণ কবুতরের পাল্লায় আসা বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে যেমন- ব্লাড লাইন, ফিটিং, খাবার দাবার, অনুশীলন ও মেডিসিন। শুধু ব্লাড লাইন ভাল হলেই হবে না, আপনাকে বাকি ৪ টা জিনিসও নিশ্চিত করতে হবে, তবেই আপনার কবুতর ভাল কিলো থেকে পাল্লায় আসবে। আর ৪ সাইড পাল্লা করা কবুতর এত সহজে কেউ বিক্রি করেনা আর করলেও তার দাম অনেক বেশি। যারা পাল্লা করে তারাই জানে ওই কবুতর গুলো বের করতে কত অবর্ণনীয় কষ্ট করতে হয়।

মাশাআল্লাহ ৩-৪ দিন আগে কবুতর গুলো জোড়া দিয়েছিলাম। প্রথম পেয়ারটা ১০-১২ দিন আগেই দিয়েছিলাম। মাশাআল্লাহ মাদি ২ টাই ডিম দিয়েছে। ১ বছর পর ডিম পারল। আমি নরটাকে এই ১ বছর অন্য কোন মাদির সাথে জোড়া দেই নাই। ২ নম্বার পেয়ারটার বাচ্চা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর আসে, ৪ নম্বার পেয়ার যেটা আমার সবচেয়ে সুন্দর লাগে সেটা ২ নাম্বার পেয়ারেরই বাচ্চা। ২ টা নর রেস্টে আছে আর তাদের ৩ টা বাচ্চাই সবার শেষে ভিডিওতে দিলাম। সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন।

14/08/2023

৩ টা সিলভার নর কমাতে চাচ্ছি। কারো পছন্দ হলে নক করতে পারেন। নাক ফোলা নরটা দেখতে অনেক বয়স মনে হলেও নরটির বয়স সাড়ে ৩ বছর, আমার ঘরের বাচ্চা।

আজ স্বপ্ন আহমেদ ভাই ১টা নর ও ২ টা মাদি নিয়ে গেল। উনি একটা মন্তব্য করে গেছেনঃ "আপনার কবুতরগুলো ভিডিওতে যেমন দেখা যায়, সাম...
13/08/2023

আজ স্বপ্ন আহমেদ ভাই ১টা নর ও ২ টা মাদি নিয়ে গেল। উনি একটা মন্তব্য করে গেছেনঃ "আপনার কবুতরগুলো ভিডিওতে যেমন দেখা যায়, সামনা সামনি অনেক বেশি সুন্দর"। চেষ্টা করি মানুষকে না ঠকানোর। সবাই আমার জন্য দোয়া করবেন।

একটি পুরান জাতের হেরিকেন নর কমাতে চাচ্ছি। স্থান: শেওড়াপাড়া মিরপুর ঢাকাফোন নম্বরঃ ০১৩০২৫২৫৭৩৮, ০১৭২৫৭৮০৮৮১
12/08/2023

একটি পুরান জাতের হেরিকেন নর কমাতে চাচ্ছি।
স্থান: শেওড়াপাড়া মিরপুর ঢাকা
ফোন নম্বরঃ ০১৩০২৫২৫৭৩৮, ০১৭২৫৭৮০৮৮১

গতকাল আবারো কিছু কবুতর নিলেন রবিউল ভাই
11/08/2023

গতকাল আবারো কিছু কবুতর নিলেন রবিউল ভাই

মাশাআল্লাহ পছন্দের মাদিগুলো
10/08/2023

মাশাআল্লাহ পছন্দের মাদিগুলো

Address

Cumilla

Telephone

+8801725780881

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi's Koitor Loft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi's Koitor Loft:

Videos

Share


Other Digital creator in Cumilla

Show All