আমার সবচেয়ে পছন্দের পান্খি কবুতরটি গতকাল বিকেলে হঠাৎই স্ট্রোক করে না ফেরার দেশে চলে গেল। বাচ্চা অবস্থায় নবী ভাইয়ের কাছ থেকে কিনেছিলাম, একজন এটাকে অনেক দাম বলেছিল কিন্তু দেই নি। অনেক কষ্ট লেগেছে, কিন্তু হায়াত ময়ুত সব আল্লাহর হাতে। সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন।
আলহামদুলিল্লাহ পাল্লার কবুতরগুলোর বাচ্চা। প্রচন্ড গরমে ডিম বাচ্চা নষ্ট হয়েছে অনেক। তারপরও আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আরও কিছু বাচ্চা দাপ্রিতে আসবে কয়দিনের মধ্যে।
সবাইকে ঈদ মুবারকের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। কবুতর গুলো ছাড়া আমার প্রথম ঈদ। বাংলাদেশ ও আমার পরিবারের সদস্যদের অনেক মিস করছি তবুও সামনে এগিয়ে যেতে হবে। সবাই ভাল থাকবেন ও ঈদের সময়টাকে উপভোগ করবেন।
আজ প্রায় ৩ মাস পর একটা মাদি তার আপন নীড়ে ফিরে এসেছে। মাক্রা মাদিটি ফিরে আসায় আমি অনেক আনন্দিত। পাল্লার কবুতর যখন অনেক চেষ্টার পর তার আপন গন্তব্যে ফিরে আসে, তখন কবুতর পালকের আনন্দের সীমা থাকে না। সবাই আমার ও আমার কবুতরের জন্য দোয়া করবেন।
নিউ এডাল্ট, আরও অনেক সুন্দর হবে যত দিন যাবে।
নিউ এডাল্ট, আরও অনেক সুন্দর হবে যত দিন যাবে।